ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ডানহাতের ঘড়ি বাম হাতে দেখানোকে বলে-
i. পার্শ্ব পরিবর্তন
ii. প্রতিসরণ বস্তু
iii. অরীয় পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০২. 1.90m লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না?
Ο ক) 2m উঁচু দর্পণে
Ο খ) 0.9m উঁচু দর্পণে
Ο গ) 3.2m উঁচু দর্পণে
Ο ঘ) 2.95m উঁচু দর্পণে
সঠিক উত্তর: (খ)
৩০৩. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
Ο ক) ছোট হবে
Ο খ) বড় হবে
Ο গ) খর্বিত হবে
Ο ঘ) সমান হবে
সঠিক উত্তর: (খ)
৩০৪. অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 450
Ο খ) 900
Ο গ) 1200
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (খ)
৩০৫. নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩০৬. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (গ)
৩০৭. পেরিস্কোপে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উত্তল লেন্স
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে-
i. প্রতিফলনের পর রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয়
ii. প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা
iii. প্রতিবিম্ব আকারে বড় হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩০৯. একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সে.মি.হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 2 সে.মি.
Ο খ) 10 সে.মি.
Ο গ) 20 সে.মি.
Ο ঘ) 40 সে.মি.
সঠিক উত্তর: (খ)
৩১০. সরল পেরিস্কোপে ধাতব নলের মধ্যে সমতল দর্পণ দুইটিকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখা হয়?
Ο ক) 900
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 450
সঠিক উত্তর: (ঘ)
৩১১. অবতল দর্পণে লক্ষবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
Ο ক) বাস্তব ও সোজা
Ο খ) বাস্তব ও উল্টো
Ο গ) অবাস্তব ও সোজা
Ο ঘ) অবাস্তব ও উল্টো
সঠিক উত্তর: (খ)
৩১২. নিচের কোনটি দীপ্তিহীন বস্তু নয়?
Ο ক) ছবি
Ο খ) মানুষ
Ο গ) চকবোর্ড
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহৃত হয় কোন দর্পণ?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অপসারী দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩১৪. চোখের কোথায় বস্তুর প্রতিব্ম্বি গঠিত হয়?
Ο ক) আইরিশ
Ο খ) রেটিনা
Ο গ) শ্বেতমণ্ডল
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (খ)
৩১৫. বিবর্ধনের মান-
i. 1 হলে দর্পণটি সমতল
ii. 1 অপেক্ষা বড় হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড়
iii. 1 অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. ভরবেগ বেশি হবে-
i. বস্তুর ওজন বেশি হলে
ii. বস্তুর ভর বেশি হলে
iii. বস্তু দ্রুত চললে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. একটি সমতল দর্পণ হতে বস্তুর দূরত্ব x এবং বিম্বের দূরত্ব y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) x>=y
Ο খ) x>y
Ο গ) x=y
Ο ঘ) x
সঠিক উত্তর: (গ)
৩১৮. উল্টো বর্ণমালা তৈরি করে চোখ পরীক্ষা করা হয় কোন দর্পণ দিয়ে?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অভিসারী দর্পণ
সঠিক উত্তর: (খ)
৩১৯. উত্তল দর্পণের সাথে সামঞ্জস্য বিদ্যমান-
i. প্রতিবিম্ব সর্বদা উল্টো
ii. প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট
iii. ফোকাস দূরত্ব সসীম ও ঋণাত্মক রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২০. কোনো এক ব্যক্তির উচ্চতা 6 ফুট। ঐ ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য নূন্যতম কত উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন?
Ο ক) 2 ফুট
Ο খ) 3 ফুট
Ο গ) 4 ফুট
Ο ঘ) 6 ফুট
সঠিক উত্তর: (খ)
৩২১. দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়?
Ο ক) একটি স্পষ্ট প্রতিবিম্ব
Ο খ) একটি অস্পষ্ট প্রতিবিম্ব
Ο গ) একটি অস্পষ্ট বিম্ব
Ο ঘ) একটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
৩২২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ হয়?
Ο ক) বাস্তব
Ο খ) অবাস্তব
Ο গ) উল্টো
Ο ঘ) বিবর্ধিত
সঠিক উত্তর: (খ)
৩২৩. আমরা বস্তু দেখতে পাই যখন-
i. বস্তু দীপ্তিমান হয়
ii. বস্তু আলোক প্রতিফলন করে
iii. আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. উত্তল দর্পণ সর্বদা গঠন করে-
i. অবাস্তব প্রতিবিম্ব
ii. সোজা প্রতিবিম্ব
iii. খর্বিত প্রতিবিম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. উত্তল দর্পণের বিম্বের ক্ষেত্রে-
i. দর্পণের পিছনে
ii. বাস্তব
iii. অবাস্তব, সোজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং বিম্বের দৈর্ঘ্য 0.05m হলে রৈখিক বিবর্ধন কত হবে?
Ο ক) 0.4m
Ο খ) 0.05m
Ο গ) 0.05m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
৩২৭. সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
Ο ক) 0
Ο খ) 2
Ο গ) ½
Ο ঘ) 1
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. অবতল দর্পণ ব্যবহৃত হয়-
i. লঞ্চের সার্চলাইটে গতিপথ নির্ধারণে
ii. রাডার সংকেত সংগ্রহ
iii. সরল পেরিস্কোপ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৯. রৈখিক বিবর্ধনের মান এক-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
Ο ক) খর্বিত হবে
Ο খ) বড় হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) বক্র হবে
সঠিক উত্তর: (ক)
৩৩০. একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়?
Ο ক) লেন্স
Ο খ) থার্মোমিটার
Ο গ) দর্পণ
Ο ঘ) থার্মোকাপল
সঠিক উত্তর: (গ)
৩৩১. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14cm হলে এর ফোকাস দূরত্ব কত?
Ο ক) 7cm
Ο খ) 14cm
Ο গ) 0.7cm
Ο ঘ) 1.4cm
সঠিক উত্তর: (ক)
৩৩২. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় কোন যন্ত্র?
Ο ক) সানগ্লাস
Ο খ) পেরিস্কোপ
Ο গ) সৌরচুল্লী
Ο ঘ) টর্চলাইট
সঠিক উত্তর: (খ)
৩৩৩. ভীড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তলাবতল দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩৩৪. দর্পণের ক্ষেত্রে-
i. নিয়মিত প্রতিসরণ ঘটে
ii. নিয়মিত প্রতিফলন ঘটে
iii. এটি সাধারণত দুই প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৫. যে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ হতে আলোকের নিয়মিত প্রতিফলন হয় তাকে কী বলে?
Ο ক) গোলীয় দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
৩৩৬. যে সকল বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে?
Ο ক) দীপ্তিমান বস্তু
Ο খ) দীপ্যমান বস্তু
Ο গ) বিকিরক
Ο ঘ) সংশ্লেষক
সঠিক উত্তর: (ক)
৩৩৭. গাড়িতে দর্পণ ব্যবহার করা-
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
৩৩৮. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়?
Ο ক) অত্যন্ত খর্বিত
Ο খ) খর্বিত
Ο গ) বিবর্ধিত
Ο ঘ) বস্তুর সমান
সঠিক উত্তর: (ক)
৩৩৯. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পনের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.5m
Ο খ) 0.05m
Ο গ) 5m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
৩৪০. কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সেলুনে
Ο খ) চোখ পরীক্ষায়
Ο গ) লেজার তৈরিতে
Ο ঘ) দন্ত চিকিৎসায়
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. একটি বস্তুর দৈর্ঘ্য 1m এবং গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধণ 0.5m হলে বিম্বের দৈর্ঘ্য কত?
Ο ক) 0.05m
Ο খ) 5m
Ο গ) 50m
Ο ঘ) 0.5m
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য-
i. বাস্তব ও উল্টা
ii. বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. কোনো অবতল দর্পণের সামনে d/4 দূরত্বে কোন বস্তু রাখলে (যেখানে d দর্পণটির বক্রতার ব্যাস) এর বিম্ব-
i. অসীমে গঠিত হয়
ii. সর্বদা সদ ও উল্টো হয়
iii. অত্যন্ত বিবর্ধিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
Ο ক) বড় হবে
Ο খ) খর্বিত হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) বক্র হবে
সঠিক উত্তর: (খ)
৩৪৫. আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) অবাস্তব লক্ষ্যবস্তু
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে। উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
৩৪৬. দর্পণের নূন্যতম দৈর্ঘ্য কত?
Ο ক) 0.72 মিটার
Ο খ) 1.44 মিটার
Ο গ) 2.88 মিটার
Ο ঘ) 14.4 মিটার
সঠিক উত্তর: (ক)
৩৪৭. আলো কোন ধরনের তরঙ্গ?
Ο ক) বিদ্যুৎ তরঙ্গ
Ο খ) চৌম্বক তরঙ্গ
Ο গ) তড়িৎ চৌম্বক তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ডানহাতের ঘড়ি বাম হাতে দেখানোকে বলে-
i. পার্শ্ব পরিবর্তন
ii. প্রতিসরণ বস্তু
iii. অরীয় পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০২. 1.90m লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না?
Ο ক) 2m উঁচু দর্পণে
Ο খ) 0.9m উঁচু দর্পণে
Ο গ) 3.2m উঁচু দর্পণে
Ο ঘ) 2.95m উঁচু দর্পণে
সঠিক উত্তর: (খ)
৩০৩. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
Ο ক) ছোট হবে
Ο খ) বড় হবে
Ο গ) খর্বিত হবে
Ο ঘ) সমান হবে
সঠিক উত্তর: (খ)
৩০৪. অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 450
Ο খ) 900
Ο গ) 1200
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (খ)
৩০৫. নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩০৬. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (গ)
৩০৭. পেরিস্কোপে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উত্তল লেন্স
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে-
i. প্রতিফলনের পর রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয়
ii. প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা
iii. প্রতিবিম্ব আকারে বড় হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩০৯. একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সে.মি.হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 2 সে.মি.
Ο খ) 10 সে.মি.
Ο গ) 20 সে.মি.
Ο ঘ) 40 সে.মি.
সঠিক উত্তর: (খ)
৩১০. সরল পেরিস্কোপে ধাতব নলের মধ্যে সমতল দর্পণ দুইটিকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখা হয়?
Ο ক) 900
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 450
সঠিক উত্তর: (ঘ)
৩১১. অবতল দর্পণে লক্ষবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
Ο ক) বাস্তব ও সোজা
Ο খ) বাস্তব ও উল্টো
Ο গ) অবাস্তব ও সোজা
Ο ঘ) অবাস্তব ও উল্টো
সঠিক উত্তর: (খ)
৩১২. নিচের কোনটি দীপ্তিহীন বস্তু নয়?
Ο ক) ছবি
Ο খ) মানুষ
Ο গ) চকবোর্ড
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহৃত হয় কোন দর্পণ?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অপসারী দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩১৪. চোখের কোথায় বস্তুর প্রতিব্ম্বি গঠিত হয়?
Ο ক) আইরিশ
Ο খ) রেটিনা
Ο গ) শ্বেতমণ্ডল
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (খ)
৩১৫. বিবর্ধনের মান-
i. 1 হলে দর্পণটি সমতল
ii. 1 অপেক্ষা বড় হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড়
iii. 1 অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. ভরবেগ বেশি হবে-
i. বস্তুর ওজন বেশি হলে
ii. বস্তুর ভর বেশি হলে
iii. বস্তু দ্রুত চললে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. একটি সমতল দর্পণ হতে বস্তুর দূরত্ব x এবং বিম্বের দূরত্ব y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) x>=y
Ο খ) x>y
Ο গ) x=y
Ο ঘ) x
সঠিক উত্তর: (গ)
৩১৮. উল্টো বর্ণমালা তৈরি করে চোখ পরীক্ষা করা হয় কোন দর্পণ দিয়ে?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অভিসারী দর্পণ
সঠিক উত্তর: (খ)
৩১৯. উত্তল দর্পণের সাথে সামঞ্জস্য বিদ্যমান-
i. প্রতিবিম্ব সর্বদা উল্টো
ii. প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট
iii. ফোকাস দূরত্ব সসীম ও ঋণাত্মক রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২০. কোনো এক ব্যক্তির উচ্চতা 6 ফুট। ঐ ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য নূন্যতম কত উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন?
Ο ক) 2 ফুট
Ο খ) 3 ফুট
Ο গ) 4 ফুট
Ο ঘ) 6 ফুট
সঠিক উত্তর: (খ)
৩২১. দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়?
Ο ক) একটি স্পষ্ট প্রতিবিম্ব
Ο খ) একটি অস্পষ্ট প্রতিবিম্ব
Ο গ) একটি অস্পষ্ট বিম্ব
Ο ঘ) একটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
৩২২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ হয়?
Ο ক) বাস্তব
Ο খ) অবাস্তব
Ο গ) উল্টো
Ο ঘ) বিবর্ধিত
সঠিক উত্তর: (খ)
৩২৩. আমরা বস্তু দেখতে পাই যখন-
i. বস্তু দীপ্তিমান হয়
ii. বস্তু আলোক প্রতিফলন করে
iii. আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. উত্তল দর্পণ সর্বদা গঠন করে-
i. অবাস্তব প্রতিবিম্ব
ii. সোজা প্রতিবিম্ব
iii. খর্বিত প্রতিবিম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. উত্তল দর্পণের বিম্বের ক্ষেত্রে-
i. দর্পণের পিছনে
ii. বাস্তব
iii. অবাস্তব, সোজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং বিম্বের দৈর্ঘ্য 0.05m হলে রৈখিক বিবর্ধন কত হবে?
Ο ক) 0.4m
Ο খ) 0.05m
Ο গ) 0.05m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
৩২৭. সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
Ο ক) 0
Ο খ) 2
Ο গ) ½
Ο ঘ) 1
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. অবতল দর্পণ ব্যবহৃত হয়-
i. লঞ্চের সার্চলাইটে গতিপথ নির্ধারণে
ii. রাডার সংকেত সংগ্রহ
iii. সরল পেরিস্কোপ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৯. রৈখিক বিবর্ধনের মান এক-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
Ο ক) খর্বিত হবে
Ο খ) বড় হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) বক্র হবে
সঠিক উত্তর: (ক)
৩৩০. একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়?
Ο ক) লেন্স
Ο খ) থার্মোমিটার
Ο গ) দর্পণ
Ο ঘ) থার্মোকাপল
সঠিক উত্তর: (গ)
৩৩১. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14cm হলে এর ফোকাস দূরত্ব কত?
Ο ক) 7cm
Ο খ) 14cm
Ο গ) 0.7cm
Ο ঘ) 1.4cm
সঠিক উত্তর: (ক)
৩৩২. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় কোন যন্ত্র?
Ο ক) সানগ্লাস
Ο খ) পেরিস্কোপ
Ο গ) সৌরচুল্লী
Ο ঘ) টর্চলাইট
সঠিক উত্তর: (খ)
৩৩৩. ভীড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তলাবতল দর্পণ
সঠিক উত্তর: (গ)
৩৩৪. দর্পণের ক্ষেত্রে-
i. নিয়মিত প্রতিসরণ ঘটে
ii. নিয়মিত প্রতিফলন ঘটে
iii. এটি সাধারণত দুই প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৫. যে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ হতে আলোকের নিয়মিত প্রতিফলন হয় তাকে কী বলে?
Ο ক) গোলীয় দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
৩৩৬. যে সকল বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে?
Ο ক) দীপ্তিমান বস্তু
Ο খ) দীপ্যমান বস্তু
Ο গ) বিকিরক
Ο ঘ) সংশ্লেষক
সঠিক উত্তর: (ক)
৩৩৭. গাড়িতে দর্পণ ব্যবহার করা-
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
৩৩৮. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়?
Ο ক) অত্যন্ত খর্বিত
Ο খ) খর্বিত
Ο গ) বিবর্ধিত
Ο ঘ) বস্তুর সমান
সঠিক উত্তর: (ক)
৩৩৯. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পনের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.5m
Ο খ) 0.05m
Ο গ) 5m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
৩৪০. কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সেলুনে
Ο খ) চোখ পরীক্ষায়
Ο গ) লেজার তৈরিতে
Ο ঘ) দন্ত চিকিৎসায়
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. একটি বস্তুর দৈর্ঘ্য 1m এবং গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধণ 0.5m হলে বিম্বের দৈর্ঘ্য কত?
Ο ক) 0.05m
Ο খ) 5m
Ο গ) 50m
Ο ঘ) 0.5m
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য-
i. বাস্তব ও উল্টা
ii. বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. কোনো অবতল দর্পণের সামনে d/4 দূরত্বে কোন বস্তু রাখলে (যেখানে d দর্পণটির বক্রতার ব্যাস) এর বিম্ব-
i. অসীমে গঠিত হয়
ii. সর্বদা সদ ও উল্টো হয়
iii. অত্যন্ত বিবর্ধিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
Ο ক) বড় হবে
Ο খ) খর্বিত হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) বক্র হবে
সঠিক উত্তর: (খ)
৩৪৫. আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) অবাস্তব লক্ষ্যবস্তু
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে। উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
৩৪৬. দর্পণের নূন্যতম দৈর্ঘ্য কত?
Ο ক) 0.72 মিটার
Ο খ) 1.44 মিটার
Ο গ) 2.88 মিটার
Ο ঘ) 14.4 মিটার
সঠিক উত্তর: (ক)
৩৪৭. আলো কোন ধরনের তরঙ্গ?
Ο ক) বিদ্যুৎ তরঙ্গ
Ο খ) চৌম্বক তরঙ্গ
Ο গ) তড়িৎ চৌম্বক তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics