ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
Ο ক) বিবর্ধিত
Ο খ) খর্বিত
Ο গ) লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) বিবর্ধিত বা খর্বিত উভয়ই হতে পারে
সঠিক উত্তর: (খ)
২৫২. সমতল দর্পণে গঠিত বিম্ব কীরূপ হবে?
Ο ক) বাস্তব, সমশীর্ষ ও সমান
Ο খ) অবাস্তব, সমশীর্ষ ও সমান
Ο গ) অবাস্তব, উল্টা ও বিবর্ধিত
Ο ঘ) অবাস্তব, সমশীর্ষ ও খর্বিত
সঠিক উত্তর: (খ)
২৫৩. প্রতিফলক তলের সাথে সমকোণে অবস্থিত রেখাকে কী বলে?
Ο ক) প্রতিফলক পৃষ্ঠ
Ο খ) প্রতিফলিত রশ্মি
Ο গ) প্রতিফলন কোণ
Ο ঘ) অভিলম্ব
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. পাহাড়ী রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়-
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) প্রিজম
সঠিক উত্তর: (ক)
২৫৬. আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) অপসারী দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৫৭. বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
Ο ক) গোলীয় অপেরণ
Ο খ) অভিলম্ব আপতন
Ο গ) কৌণিক বিবর্ধন
Ο ঘ) রৈখিক বিবর্ধন
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. আলো কি ধরনের তরঙ্গ?
Ο ক) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) চৌম্বক তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
২৫৯. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কিরূপ হবে?
Ο ক) দর্পণের পিছনে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
Ο খ) অসীমে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
Ο গ) দর্পণের পিছনে বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) দর্পণের পিছনে, অবাস্তব, উল্টো ও বিবর্ধিত
সঠিক উত্তর: (ক)
২৬০. গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের কী বলে?
Ο ক) বক্রতার কেন্দ্র
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) মেরু
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
সঠিক উত্তর: (ঘ)
২৬১. আপতিত রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৬২. আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?
Ο ক) নভোবীক্ষণ যন্ত্র
Ο খ) পেরিস্কোপ
Ο গ) চশমা
Ο ঘ) দূরবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)
২৬৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাস কত?
Ο ক) 30cm
Ο খ) 40cm
Ο গ) 60cm
Ο ঘ) 120cm
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে?
Ο ক) বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
Ο খ) বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
Ο গ) সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
Ο ঘ) উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
সঠিক উত্তর: (গ)
২৬৫. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
Ο ক) রৈখিক বিবর্ধন
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) সমতলীয় দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৬৬. একটি ভালো সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
ii. দর্পণের পুরুত্ব বেশি হতে হবে
iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৭. সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত একটি বস্তুর যে বিম্ব গঠিত হয় তা-
i. সদ ও উল্টো
ii. খর্বিত আকৃতির
iii. প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে?
Ο ক) বক্রতার কেন্দ্র
Ο খ) মেরু
Ο গ) প্রধান ফোকাস
Ο ঘ) গৌণ ফোকাস
সঠিক উত্তর: (খ)
২৭০. ঘরের দেয়াল, ঘষা কাচ, কাগজ ইত্যাদি সবদিক থেকে একই রকম উজ্জ্বল দেখায়, কারণ-
i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
ii. আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটে
iii. আলোর সামান্য প্রতিসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭১. গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের কী বলে?
Ο ক) মেরু
Ο খ) বক্রতার ব্যাসার্ধ
Ο গ) বক্রতার কেন্দ্র
Ο ঘ) গৌণ অক্ষ
সঠিক উত্তর: (গ)
২৭২. কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) প্রতিফলনের ১ম সূত্র
Ο খ) প্রতিফলনের ২য় সূত্র
Ο গ) প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর
Ο ঘ) প্রতিফলকের ক্ষেত্রফলের ওপর
সঠিক উত্তর: (গ)
২৭৩. সাদা তলে সব রঙের আলোই-
Ο ক) প্রতিফলিত হয়
Ο খ) প্রতিসারিত হয়
Ο গ) প্রতিসরণ ঘটে
Ο ঘ) সাদা হয়
সঠিক উত্তর: (ক)
২৭৪. বিবর্ধক কাচ কোন প্রকার বিম্ব গঠন করে?
Ο ক) সোজা ও খর্বিত
Ο খ) উল্টো ও বিবর্ধিত
Ο গ) সোজা ও সমান
Ο ঘ) সোজা ও বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. সমতল দর্পণের যে অংশ প্রতিফলনে অংশ গ্রহণ করে সে অংশ-
i. বেশি উজ্জ্বল দেখায়
ii. কম উজ্জ্বল দেখায়
iii. সাদা দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৬. দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অবতল লেন্স
সঠিক উত্তর: (গ)
২৭৭. সরল পেরিস্কোণে কয়টি দর্পণ থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
২৭৮. আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়- i. ব্যতিচার ii. অপবর্তন iii. বিচ্ছুরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কোনটি দীপ্তিহীন বস্তু-
Ο ক) বাল্ব
Ο খ) তারা
Ο গ) ছবি
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
২৮০. 6cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত দূরে রাখতে হবে?
Ο ক) 3 cm
Ο খ) 6 cm
Ο গ) 12 cm
Ο ঘ) 18 cm
সঠিক উত্তর: (গ)
২৮১. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?
Ο ক) বক্রতার কেন্দ্র দিয়ে যায়
Ο খ) প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়
Ο গ) প্রধান ফোকাস দিয়ে যায়
Ο ঘ) প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়
সঠিক উত্তর: (গ)
২৮২. একটি গোলকের অংশ দিয়ে তুমি বানাতে পারবে-
i. উত্তল দর্পণ
ii. সমতল দর্পণ
iii. অবতল দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৩. আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নির্ভর করে-
i. কত কোণে রশ্মি আপতিত হচ্ছে তার উপর
ii. প্রথম মাধ্যমের প্রকৃতির উপর
iii. দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. উত্তল দর্পণে গঠিত বিম্ব কিরূপ- i. সোজা ii. বিবর্ধিত iii. অবাস্তব নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.5m
Ο খ) 0.05m
Ο গ) 5m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
২৮৬. সুষম প্রতিফলন ঘটবে যখন প্রতিফলিত রশ্মি-
i. অভিসারী হবে
ii. অপসারী হবে
iii. এলোমেলো হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৭. কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভূক্ত নয়?
Ο ক) ছবি
Ο খ) চকবোর্ড
Ο গ) মানুষ
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
Ο ক) প্রতিফলন কোণ
Ο খ) আপতন কোণ
Ο গ) বিক্ষেপণ কোণ
Ο ঘ) প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (ক)
২৮৯. মেরু ও বক্রতার ক্ষেন্দ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি?
Ο ক) গৌণ অক্ষ
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) প্রধান ফোকাস
Ο ঘ) ফোকাস তল
সঠিক উত্তর: (খ)
২৯০. নিচের কোনটি দর্পণ হিসেবে কাজ করে?
Ο ক) মসৃণ বরফ
Ο খ) মাটি
Ο গ) কাঠ
Ο ঘ) কাগজ
সঠিক উত্তর: (ক)
২৯১. ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
Ο ক) 3600
Ο খ) 2700
Ο গ) 1800
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৯২. বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর?
Ο ক) দর্পণের উপর
Ο খ) লেন্সের উপর
Ο গ) বস্তুর উপর
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৯৩. প্রতিবিম্ব কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
২৯৪. নিচের কোন উক্তিটি প্রতিফলনের দ্বিতীয়সূত্র?
Ο ক) প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়
Ο খ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে বেশি হয়
Ο গ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে কম হয়
Ο ঘ) প্রতিফলন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়
সঠিক উত্তর: (ক)
২৯৫. F=r/2 সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) উত্তল দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৯৬. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে?
Ο ক) বিবর্ধিত
Ο খ) খর্বিত
Ο গ) লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (খ)
২৯৭. নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?
Ο ক) গাড়ীর কাঁচ পরিস্কার করা
Ο খ) জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা
Ο গ) দর্পণগুলো ঠিকমত উপযোজন করা
Ο ঘ) সব সময় বাতি জ্বালিয়ে রাখা
সঠিক উত্তর: (গ)
২৯৮. কোনটিকে পর্দায় ফেলা যায় না?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) বাস্তব লক্ষ্যবস্তু
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
২৯৯. দুটি সমতল দর্পণের পর্যায়ক্রমিক প্রতিফলন ব্যবহার করে কোনটি তৈরি করা হয়?
Ο ক) প্রিজম
Ο খ) পেরিস্কোপ
Ο গ) আলোক যন্ত্র
Ο ঘ) দূরবীণ
সঠিক উত্তর: (খ)
৩০০. উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?
Ο ক) সদ ও উল্টো
Ο খ) অসদ ও সোজা
Ο গ) সদ ও সোজা
Ο ঘ) অসদ ও উল্টো
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
Ο ক) বিবর্ধিত
Ο খ) খর্বিত
Ο গ) লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) বিবর্ধিত বা খর্বিত উভয়ই হতে পারে
সঠিক উত্তর: (খ)
২৫২. সমতল দর্পণে গঠিত বিম্ব কীরূপ হবে?
Ο ক) বাস্তব, সমশীর্ষ ও সমান
Ο খ) অবাস্তব, সমশীর্ষ ও সমান
Ο গ) অবাস্তব, উল্টা ও বিবর্ধিত
Ο ঘ) অবাস্তব, সমশীর্ষ ও খর্বিত
সঠিক উত্তর: (খ)
২৫৩. প্রতিফলক তলের সাথে সমকোণে অবস্থিত রেখাকে কী বলে?
Ο ক) প্রতিফলক পৃষ্ঠ
Ο খ) প্রতিফলিত রশ্মি
Ο গ) প্রতিফলন কোণ
Ο ঘ) অভিলম্ব
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. পাহাড়ী রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়-
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) প্রিজম
সঠিক উত্তর: (ক)
২৫৬. আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) অপসারী দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৫৭. বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
Ο ক) গোলীয় অপেরণ
Ο খ) অভিলম্ব আপতন
Ο গ) কৌণিক বিবর্ধন
Ο ঘ) রৈখিক বিবর্ধন
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. আলো কি ধরনের তরঙ্গ?
Ο ক) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) চৌম্বক তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ক)
২৫৯. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কিরূপ হবে?
Ο ক) দর্পণের পিছনে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
Ο খ) অসীমে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
Ο গ) দর্পণের পিছনে বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) দর্পণের পিছনে, অবাস্তব, উল্টো ও বিবর্ধিত
সঠিক উত্তর: (ক)
২৬০. গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের কী বলে?
Ο ক) বক্রতার কেন্দ্র
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) মেরু
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
সঠিক উত্তর: (ঘ)
২৬১. আপতিত রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৬২. আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?
Ο ক) নভোবীক্ষণ যন্ত্র
Ο খ) পেরিস্কোপ
Ο গ) চশমা
Ο ঘ) দূরবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)
২৬৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাস কত?
Ο ক) 30cm
Ο খ) 40cm
Ο গ) 60cm
Ο ঘ) 120cm
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে?
Ο ক) বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
Ο খ) বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
Ο গ) সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
Ο ঘ) উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
সঠিক উত্তর: (গ)
২৬৫. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
Ο ক) রৈখিক বিবর্ধন
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) সমতলীয় দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৬৬. একটি ভালো সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
ii. দর্পণের পুরুত্ব বেশি হতে হবে
iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৭. সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত একটি বস্তুর যে বিম্ব গঠিত হয় তা-
i. সদ ও উল্টো
ii. খর্বিত আকৃতির
iii. প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে?
Ο ক) বক্রতার কেন্দ্র
Ο খ) মেরু
Ο গ) প্রধান ফোকাস
Ο ঘ) গৌণ ফোকাস
সঠিক উত্তর: (খ)
২৭০. ঘরের দেয়াল, ঘষা কাচ, কাগজ ইত্যাদি সবদিক থেকে একই রকম উজ্জ্বল দেখায়, কারণ-
i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
ii. আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটে
iii. আলোর সামান্য প্রতিসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭১. গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের কী বলে?
Ο ক) মেরু
Ο খ) বক্রতার ব্যাসার্ধ
Ο গ) বক্রতার কেন্দ্র
Ο ঘ) গৌণ অক্ষ
সঠিক উত্তর: (গ)
২৭২. কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) প্রতিফলনের ১ম সূত্র
Ο খ) প্রতিফলনের ২য় সূত্র
Ο গ) প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর
Ο ঘ) প্রতিফলকের ক্ষেত্রফলের ওপর
সঠিক উত্তর: (গ)
২৭৩. সাদা তলে সব রঙের আলোই-
Ο ক) প্রতিফলিত হয়
Ο খ) প্রতিসারিত হয়
Ο গ) প্রতিসরণ ঘটে
Ο ঘ) সাদা হয়
সঠিক উত্তর: (ক)
২৭৪. বিবর্ধক কাচ কোন প্রকার বিম্ব গঠন করে?
Ο ক) সোজা ও খর্বিত
Ο খ) উল্টো ও বিবর্ধিত
Ο গ) সোজা ও সমান
Ο ঘ) সোজা ও বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. সমতল দর্পণের যে অংশ প্রতিফলনে অংশ গ্রহণ করে সে অংশ-
i. বেশি উজ্জ্বল দেখায়
ii. কম উজ্জ্বল দেখায়
iii. সাদা দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৬. দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) অবতল লেন্স
সঠিক উত্তর: (গ)
২৭৭. সরল পেরিস্কোণে কয়টি দর্পণ থাকে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
২৭৮. আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়- i. ব্যতিচার ii. অপবর্তন iii. বিচ্ছুরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কোনটি দীপ্তিহীন বস্তু-
Ο ক) বাল্ব
Ο খ) তারা
Ο গ) ছবি
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
২৮০. 6cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত দূরে রাখতে হবে?
Ο ক) 3 cm
Ο খ) 6 cm
Ο গ) 12 cm
Ο ঘ) 18 cm
সঠিক উত্তর: (গ)
২৮১. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?
Ο ক) বক্রতার কেন্দ্র দিয়ে যায়
Ο খ) প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়
Ο গ) প্রধান ফোকাস দিয়ে যায়
Ο ঘ) প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়
সঠিক উত্তর: (গ)
২৮২. একটি গোলকের অংশ দিয়ে তুমি বানাতে পারবে-
i. উত্তল দর্পণ
ii. সমতল দর্পণ
iii. অবতল দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৩. আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নির্ভর করে-
i. কত কোণে রশ্মি আপতিত হচ্ছে তার উপর
ii. প্রথম মাধ্যমের প্রকৃতির উপর
iii. দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. উত্তল দর্পণে গঠিত বিম্ব কিরূপ- i. সোজা ii. বিবর্ধিত iii. অবাস্তব নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.5m
Ο খ) 0.05m
Ο গ) 5m
Ο ঘ) 50m
সঠিক উত্তর: (খ)
২৮৬. সুষম প্রতিফলন ঘটবে যখন প্রতিফলিত রশ্মি-
i. অভিসারী হবে
ii. অপসারী হবে
iii. এলোমেলো হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৭. কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভূক্ত নয়?
Ο ক) ছবি
Ο খ) চকবোর্ড
Ο গ) মানুষ
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
Ο ক) প্রতিফলন কোণ
Ο খ) আপতন কোণ
Ο গ) বিক্ষেপণ কোণ
Ο ঘ) প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (ক)
২৮৯. মেরু ও বক্রতার ক্ষেন্দ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি?
Ο ক) গৌণ অক্ষ
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) প্রধান ফোকাস
Ο ঘ) ফোকাস তল
সঠিক উত্তর: (খ)
২৯০. নিচের কোনটি দর্পণ হিসেবে কাজ করে?
Ο ক) মসৃণ বরফ
Ο খ) মাটি
Ο গ) কাঠ
Ο ঘ) কাগজ
সঠিক উত্তর: (ক)
২৯১. ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
Ο ক) 3600
Ο খ) 2700
Ο গ) 1800
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
২৯২. বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর?
Ο ক) দর্পণের উপর
Ο খ) লেন্সের উপর
Ο গ) বস্তুর উপর
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৯৩. প্রতিবিম্ব কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
২৯৪. নিচের কোন উক্তিটি প্রতিফলনের দ্বিতীয়সূত্র?
Ο ক) প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়
Ο খ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে বেশি হয়
Ο গ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে কম হয়
Ο ঘ) প্রতিফলন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়
সঠিক উত্তর: (ক)
২৯৫. F=r/2 সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) উত্তল দর্পণ
সঠিক উত্তর: (ক)
২৯৬. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে?
Ο ক) বিবর্ধিত
Ο খ) খর্বিত
Ο গ) লক্ষ্যবস্তুর সমান
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (খ)
২৯৭. নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?
Ο ক) গাড়ীর কাঁচ পরিস্কার করা
Ο খ) জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা
Ο গ) দর্পণগুলো ঠিকমত উপযোজন করা
Ο ঘ) সব সময় বাতি জ্বালিয়ে রাখা
সঠিক উত্তর: (গ)
২৯৮. কোনটিকে পর্দায় ফেলা যায় না?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) বাস্তব প্রতিবিম্ব
Ο গ) বাস্তব লক্ষ্যবস্তু
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ক)
২৯৯. দুটি সমতল দর্পণের পর্যায়ক্রমিক প্রতিফলন ব্যবহার করে কোনটি তৈরি করা হয়?
Ο ক) প্রিজম
Ο খ) পেরিস্কোপ
Ο গ) আলোক যন্ত্র
Ο ঘ) দূরবীণ
সঠিক উত্তর: (খ)
৩০০. উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?
Ο ক) সদ ও উল্টো
Ο খ) অসদ ও সোজা
Ο গ) সদ ও সোজা
Ο ঘ) অসদ ও উল্টো
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics