এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হবে- i. অবাস্তব ii. সমশীর্ষ iii. সমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০২. কোনটিকে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়?
Ο ক) প্রতিফলন
Ο খ) সান্দ্রতা
Ο গ) প্রতিসরণ
Ο ঘ) মরীচিকা
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. নিচের কোনটি দীপ্তিমান বস্তু নয়?
Ο ক) সূর্য
Ο খ) তারা
Ο গ) নক্ষত্র
Ο ঘ) পৃথিবী
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৪. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত হবে?
Ο ক) 30cm
Ο খ) 45cm
Ο গ) 60cm
Ο ঘ) 90cm
 সঠিক উত্তর: (গ)

 ২০৫. যে রশ্মি প্রতিফলক তলে পতিত হয় তাকে কী বলে?
Ο ক) প্রতিসরিত রশ্মি
Ο খ) এক্স রশ্মি
Ο গ) আপতন কোণ
Ο ঘ) প্রতিফলন কোণ
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.06m
Ο খ) 0.6m
Ο গ) 6m
Ο ঘ) 60m
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. একটি লম্বা আয়তাকার কাঠ বা ধাতব নলের মধ্যে দুটি সমতল দর্পণকে-
i. পরস্পরের সমান্তরালে রাখা হয়
ii. পরস্পরের সমান্তরালে রাখা হয় না
iii. নলের অক্ষের সাথে 450 কোণ করে রাখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

২০৯. বস্তুর বিবর্ধন- i. m=l/l′ ii. m=l′/l iii. m=ll′ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১০. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত?
Ο ক) 14 সে.মি.
Ο খ) 3.5 সে.মি.
Ο গ) 7 সে.মি.
Ο ঘ) 28 সে.মি.
 সঠিক উত্তর: (গ)

 ২১১. উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
i. চেহারা দেখার জন্য
ii. মোটরগাড়ির হেডলাইট হিসেবে
iii. রাস্তার লাইটের প্রতিফলক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১২. পারা লাগানো কী?
Ο ক) কাচের উপর প্রলেপ লাগানো
Ο খ) টিনের উপর প্রলেপ লাগানো
Ο গ) রূপার উপর প্রলেপ লাগানো
Ο ঘ) লোহার উপর প্রলেপ লাগানো
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) দর্পণের পিছনে
Ο খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) প্রিজম
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.2m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 1m হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.1m
Ο খ) 2m
Ο গ) 1/2m
Ο ঘ) 02m
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 এবং একটি বস্তুর দৈর্ঘ্য 2m হলে তার বিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 1m
Ο খ) 5m
Ο গ) 2m
Ο ঘ) 0.5m
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. লক্ষ্যবস্তুর অবস্থানের পরিবর্তন হলে প্রতিবিম্বের-
i. অবস্থানের পরিবর্তন ঘটে
ii. আকৃতির পরিবর্তন ঘটে
iii. প্রকৃতির পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. কোন ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়?
Ο ক) নিয়মিত প্রতিফলন
Ο খ) সুষম প্রতিফলন
Ο গ) ব্যাপ্ত প্রতিফলন
Ο ঘ) সমান্তরাল প্রতিফলিত রশ্মি
 সঠিক উত্তর: (গ)

 ২১৯. লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অব্স্থান কোথায় হবে?
Ο ক) অসীমে
Ο খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
Ο গ) ফোকাস তলে
Ο ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
 সঠিক উত্তর: (গ)

 ২২০. ডিজিটাল ক্যামেরার ছবি হল-
Ο ক) বাস্তব প্রতিবিম্ব
Ο খ) অবাস্তব বিম্ব
Ο গ) বিম্ব হয় না
Ο ঘ) খ ও গ
 সঠিক উত্তর: (ক)

 ২২১. দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?
Ο ক) প্রতিসরণ
Ο খ) প্রতিফলন
Ο গ) ব্যতিচার
Ο ঘ) অপবর্তন
 সঠিক উত্তর: (খ)

 ২২২. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব হতে পারে-
i. সদ ও উল্টো
ii. অসদ ও সোজা
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৩. পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
Ο ক) চার
Ο খ) তিন
Ο গ) দুই
Ο ঘ) এক
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. কোনটি দীপ্তিমান বস্তু-
Ο ক) বাল্ব
Ο খ) চক
Ο গ) টেবিল
Ο ঘ) চেয়ার
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. পাহাড়ী রাস্তার বিভিন্ন বিপদজনক বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) উত্তল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 40cm হলে এর বক্রতার ব্যাসার্ধ কত?
Ο ক) 50cm
Ο খ) 60cm
Ο গ) 70cm
Ο ঘ) 80cm
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহৃত হয়?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) গোলীয়
Ο ঘ) অবতল
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. দর্পণে কোনটি ঘটে?
Ο ক) প্রতিসরণ
Ο খ) প্রতিফলন
Ο গ) ব্যতিচার
Ο ঘ) সমবর্তন
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে দর্পণের নিকট আনা হলে প্রতিবিম্ব-
Ο ক) বস্তুর আকারের চেয়ে বড় হয়
Ο খ) বস্তুর আকারের চেয়ে ছোট হয়
Ο গ) বস্তুর আকারের সমান হয়
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. অবতল দর্পণে কীরূপ বিম্ব গঠিত হয়?
Ο ক) অসদ বিম্ব
Ο খ) সদ বিম্ব
Ο গ) বিম্ব গঠিত হয় না
Ο ঘ) সদ ও অসদ উভইয় বিম্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩২. নিচের কোনটিকে ওভারহেড প্রজেক্টর তৈরিতে ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল লেন্স
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর-
i. বক্রতার কেন্দ্র দিয়ে যায়
ii. প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়
iii. প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. আলোর ধর্ম-
i. নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে
ii. শূন্যস্থানে আলো সর্বদা একই বেগে চলে
iii. শূন্য মাধ্যমে আলোর বেগ 3108Kms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি দর্পণের সামনে অবস্থিত কীসের ওপর নির্ভর করে?
Ο ক) বিম্বের অবস্থান
Ο খ) লক্ষ্যবস্তুর অবস্থান
Ο গ) সান্দ্রতা
Ο ঘ) বিম্ব ও লক্ষ্যবস্তুর অবস্থান
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না কোন বিম্ব?
Ο ক) সদ বিম্ব
Ο খ) অসদ বিম্ব
Ο গ) বাস্তব বিম্ব
Ο ঘ) অপ্রতিসম বিম্ব
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়।
Ο ক) 300
Ο খ) 800
Ο গ) 900
Ο ঘ) 1200
 সঠিক উত্তর: (ক)

 ২৩৮. বাস্তব বিম্ব-
i. চোখে দেখা যায়
ii. পর্দায় ফেলা যায়
iii. উত্তল দর্পণে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৯. দর্পণের রৈখিক বিবর্ধন 1 এর সমান হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
Ο ক) বিম্ব খর্বিত হবে
Ο খ) বিম্ব বিবর্ধিত হবে
Ο গ) বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
Ο ঘ) কোন সিদ্ধান্ত নেয়া যায় না
 সঠিক উত্তর: (গ)

 ২৪০. আলো কণার ন্যায় আচরণ করে কোন আলোকীয় ঘটনায়-
i. ঋজুগতি
ii. প্রতিফলন
iii. সমবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪১. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে, যখন-
i. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হয়
ii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয়
iii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. গোলীয় দর্পণের ফোকাস দুরত্ব f এবং বক্রতার ব্যাসার্ধ r হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) f=r/2
Ο খ) r=f/2
Ο গ) f=2r
Ο ঘ) r=f
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. সমতল দর্পণে-
i. বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও তত
ii. প্রতিবিম্ব পর্দায় গঠন করা যায় না
iii. প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. যে বস্তু আলো ছড়ায় বা নিঃসরণ করে তাকে বলে-
Ο ক) দীপ্তিমান বস্তু
Ο খ) দীপ্তিহীন বস্তু
Ο গ) কাচ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 0.5m
Ο খ) 0.05m
Ο গ) 5m
Ο ঘ) 50m
 সঠিক উত্তর: (খ)

 ২৪৬. আলোর ধর্ম হচ্ছে- i. প্রতিফলন ii. প্রতিসরণ iii. বক্রপথে চলন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর মেরু ও প্রধান ফোকাসের মধ্যে একটি বস্তু অবস্থিত। বিম্বের প্রকৃতি কেমন হবে?
Ο ক) অসদ ও সোজা
Ο খ) অসদ ও উল্টা
Ο গ) সদ ও সোজা
Ο ঘ) সদ ও উল্টা
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হলে রৈখিক বিবর্ধনের মান হয়-
Ο ক) 1-এর সমান
Ο খ) 1-এর চেয়ে ছোট
Ο গ) 1-এর চেয়ে বড়
Ο ঘ) 1-এর সমান বা 1 অপেক্ষা বড়
 সঠিক উত্তর: (খ)

 ২৪৯. কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) নভোদূরবীক্ষণ যন্ত্রে
Ο খ) পিছনের যানবাহন দেখার জন্য গাড়ীতে
Ο গ) গাড়িতে হেডলাইটে
Ο ঘ) রাস্তার লাইটে
 সঠিক উত্তর: (ক)

 ২৫০. আলো-
i. এক প্রকার শক্তি
ii. এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. কোন মাধ্যমে সরল পথে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post