ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. টর্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) অপসারী দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (ঘ)
১৫২. কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয় দর্পণের মেরু?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
সঠিক উত্তর: (খ)
১৫৩. আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) উত্তল
সঠিক উত্তর: (খ)
১৫৪. আলোকরশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কী বলে?
Ο ক) প্রতিফলিত পর্দা
Ο খ) প্রতিফলক পৃষ্ঠ
Ο গ) সমতল পৃষ্ঠ
Ο ঘ) উলম্ব তল
সঠিক উত্তর: (খ)
১৫৫. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরুপ হয়?
Ο ক) বাস্তব ও সোজা
Ο খ) বাস্তব ও উল্টো
Ο গ) অবাস্তব ও উল্টো
Ο ঘ) অবাস্তব ও সোজা
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয়-
i. সমতল দর্পণ
ii. অবতল দর্পণ
iii. উত্তল দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. আলো এক প্রকার- i. কণা ii. তড়িৎ চৌম্বক তরঙ্গ iii. শক্তি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. সমতল দর্পণ ব্যবহৃত হয়- i. পেরিস্কোপ ii. সেলুন iii. চোখ পরীক্ষায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৯. সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়?
Ο ক) ব্যারোমিটার
Ο খ) দর্পণ
Ο গ) হাইড্রোমিটার
Ο ঘ) অ্যামিটার
সঠিক উত্তর: (খ)
১৬০. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) দর্পণের পিছনে
Ο খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
সঠিক উত্তর: (খ)
১৬১. গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?
Ο ক) মেরু বিন্দু
Ο খ) ফোকাস তল
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) প্রধান অক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬২. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের কোনটি হবে?
Ο ক) এক-তৃতীয়াংশ
Ο খ) দ্বিগুণ
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়ে?
Ο ক) বাস্তব প্রতিবিম্ব
Ο খ) অবাস্তব প্রতিবিম্ব
Ο গ) অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. প্রতিফলনের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই-
i. রেখায় থাকে
ii. বিন্দুতে থাকে
iii. সমতলে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিয়মিত প্রতিফলনে রশ্মিগুচ্ছ পরিণত হয়-
i. অভিসারী
ii. অপসারী
iii. সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট বিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
Ο ক) অসীমে
Ο খ) অসীমে ও বক্রতার কেন্দ্রের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) প্রধান ফোকাসে
সঠিক উত্তর: (গ)
১৬৭. বস্তু অনুজ্জ্বল দেখার কারণ-
i. সুষম প্রতিফলন
ii. ব্যাপ্ত প্রতিফলন
iii. অমৃসণ প্রতিফলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৮. আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে?
Ο ক) অস্বচ্ছ ও সমসত্ত্ব
Ο খ) স্বচ্ছ ও অসমসত্ত্ব
Ο গ) স্বচ্ছ ও সমসত্ত্ব
Ο ঘ) অস্বচ্ছ ও অসমসত্ত্ব
সঠিক উত্তর: (গ)
১৬৯. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকারে লক্ষ্যবস্তুর-
Ο ক) সমান
Ο খ) বিবর্ধিত
Ο গ) খর্বিত
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. নিচের বাক্যাংশগুলো লক্ষ্য কর:
i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়
ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ
iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয় এক বিন্দুতে অভিসারীত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭১. গোলীয় দর্পণের ক্ষেত্রে-
i. উত্তল দর্পণ অভিসারী দর্পণ
ii. উত্তল দর্পণ অপসারী দর্পণ
iii. অবতল দর্পণ অভিসারী দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭২. 1.90m লম্বা একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে-
i. 1.2m উঁচু দর্পণে
ii. 0.9m উঁচু দর্পণে
iii. 0.95m উঁচু দর্পণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৩. সিনেমার পর্দা সাদা করা হয় কারণ-
Ο ক) শুধু লাল রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο খ) শুধু নীল রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο গ) শুধু হলুদ রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο ঘ) সব রঙের আলো প্রতিফলিত করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. পেরিস্কোপ ব্যবহার করা হয়-
i. ভিড়ের মধ্যে খেলা দেখা
ii. রাস্তার বাতিতে
iii. শক্র সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৫. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও সোজা
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. কোথায় ব্যপ্ত প্রতিফলন ঘটে?
Ο ক) পারদ পৃষ্ঠে
Ο খ) স্থির পানি পৃষ্ঠে
Ο গ) সমতল দর্পণে
Ο ঘ) কাগজে
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কোনটি কখনো কখনো কণার ন্যায় আচরণ করে?
Ο ক) শব্দ
Ο খ) দীপন তীব্রতা
Ο গ) সরণ
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়?
Ο ক) নভোবীক্ষণ যন্ত্র
Ο খ) দূরবীক্ষণ যন্ত্র
Ο গ) আতশী কাঁচ
Ο ঘ) পেরিস্কোপ
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়-
i. স্টেডিয়ামের ভিড়ের মধ্যে খেলা দেখতে
ii. ডুবোজাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠ দেখতে
iii. মহাকাশ পর্যবেক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. যানবাহনে ব্যবহৃত উত্তল দর্পণে পেছনের বস্তুসমূহের খর্বাকৃত প্রতিবিম্ব দেখে অনুমিত হয় যে বস্তুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আসলে-
i. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে বেশি
ii. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে কম
iii. উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সবসময়ই খাড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. আলোর প্রতিফলন নির্ভর করে-
i. প্রতিফলকের মসৃণতা নির্ভর করে
ii. আপতন কোণ
iii. আলোর বর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
Ο ক) গাড়িতে
Ο খ) টর্চ লাইটে
Ο গ) সৌরচুল্লীতে
Ο ঘ) রাডারে
সঠিক উত্তর: (ক)
১৮৩. গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
Ο ক) ফোকাস তল
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) ফোকাস বিন্দু
সঠিক উত্তর: (গ)
১৮৪. ফোকাস দূরত্ব বক্রতার ব্যসার্ধের অর্ধেক হয়-
i. গোলীয় অবতল দর্পণে
ii. গোলীয় উত্তল দর্পণে
iii. সমতল দর্পণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. দর্পণের ন্যায় কাজ করে-
i. মৃসণ বরফ
ii. সমৃণ দেয়াল
iii. স্থির পানি পৃষ্ঠ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৬. উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) গাড়িতে
Ο খ) টর্চ লাইটে
Ο গ) সৌরচুল্লীতে
Ο ঘ) রাডারে
সঠিক উত্তর: (ক)
১৮৭. কোন প্রতিফলনে আপতন ও প্রতিফলন কোণের মান সমান হয়?
Ο ক) সুষম প্রতিফলন
Ο খ) নিয়মিত প্রতিফলন
Ο গ) ব্যপ্ত প্রতিফলন
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বিবর্ধণ m, বস্তুর দৈর্ঘ্য l এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে এদের গাণিতিক আকার হবে-
Ο ক) m=l/l′
Ο খ) m=l′/l
Ο গ) e=m/l′
Ο ঘ) l=ml′
সঠিক উত্তর: (খ)
১৮৯. গোলীয় দর্পণ কত প্রকার হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) দুই
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
১৯০. সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 900
Ο খ) 2700
Ο গ) 3600
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (ঘ)
১৯১. উত্তল দর্পণ আলোকরশ্মিকে-
i. অপসারী করে
ii. কাল্পনিক ফোকাসে মিলিত করে
iii. অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে
Ο গ) বক্রতার কেন্দ্রের বাইরে
Ο ঘ) বক্রতার কেন্দ্রে
সঠিক উত্তর: (খ)
১৯৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?
Ο ক) 30cm
Ο খ) 40cm
Ο গ) 60cm
Ο ঘ) 70cm
সঠিক উত্তর: (গ)
১৯৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
Ο ক) দর্পণ
Ο খ) প্রিজম
Ο গ) লেন্স
Ο ঘ) বিম্ব
সঠিক উত্তর: (ক)
১৯৫. পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতলোত্তল দর্পণ
সঠিক উত্তর: (খ)
১৯৬. বক্রতার কেন্দ্রকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) r
Ο খ) c
Ο গ) L
Ο ঘ) D
সঠিক উত্তর: (খ)
১৯৭. আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই?
Ο ক) যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে
Ο খ) যখন চোখ হতে আলো বস্তুর উপর পড়ে
Ο গ) দিনের বেলায়
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৯৮. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে-
Ο ক) অসীমে
Ο খ) প্রধান ফোকাসে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) দর্পণের পিছনে
সঠিক উত্তর: (গ)
১৯৯. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে-
i. আকার লক্ষ্যবস্তুর সমান হয়
ii. প্রতিবিম্ব উল্টো হয়
iii. দূরত্বের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. পাহাড়ী রাস্তায় ড্রাইভিং করা-
Ο ক) সম্মানজনক
Ο খ) সহজ
Ο গ) বিপজ্জনক
Ο ঘ) অসম্ভব
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. টর্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) অপসারী দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
সঠিক উত্তর: (ঘ)
১৫২. কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয় দর্পণের মেরু?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
সঠিক উত্তর: (খ)
১৫৩. আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) উত্তল
সঠিক উত্তর: (খ)
১৫৪. আলোকরশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কী বলে?
Ο ক) প্রতিফলিত পর্দা
Ο খ) প্রতিফলক পৃষ্ঠ
Ο গ) সমতল পৃষ্ঠ
Ο ঘ) উলম্ব তল
সঠিক উত্তর: (খ)
১৫৫. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরুপ হয়?
Ο ক) বাস্তব ও সোজা
Ο খ) বাস্তব ও উল্টো
Ο গ) অবাস্তব ও উল্টো
Ο ঘ) অবাস্তব ও সোজা
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয়-
i. সমতল দর্পণ
ii. অবতল দর্পণ
iii. উত্তল দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. আলো এক প্রকার- i. কণা ii. তড়িৎ চৌম্বক তরঙ্গ iii. শক্তি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. সমতল দর্পণ ব্যবহৃত হয়- i. পেরিস্কোপ ii. সেলুন iii. চোখ পরীক্ষায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৯. সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়?
Ο ক) ব্যারোমিটার
Ο খ) দর্পণ
Ο গ) হাইড্রোমিটার
Ο ঘ) অ্যামিটার
সঠিক উত্তর: (খ)
১৬০. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) দর্পণের পিছনে
Ο খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
সঠিক উত্তর: (খ)
১৬১. গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?
Ο ক) মেরু বিন্দু
Ο খ) ফোকাস তল
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) প্রধান অক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬২. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের কোনটি হবে?
Ο ক) এক-তৃতীয়াংশ
Ο খ) দ্বিগুণ
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়ে?
Ο ক) বাস্তব প্রতিবিম্ব
Ο খ) অবাস্তব প্রতিবিম্ব
Ο গ) অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. প্রতিফলনের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই-
i. রেখায় থাকে
ii. বিন্দুতে থাকে
iii. সমতলে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিয়মিত প্রতিফলনে রশ্মিগুচ্ছ পরিণত হয়-
i. অভিসারী
ii. অপসারী
iii. সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট বিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
Ο ক) অসীমে
Ο খ) অসীমে ও বক্রতার কেন্দ্রের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) প্রধান ফোকাসে
সঠিক উত্তর: (গ)
১৬৭. বস্তু অনুজ্জ্বল দেখার কারণ-
i. সুষম প্রতিফলন
ii. ব্যাপ্ত প্রতিফলন
iii. অমৃসণ প্রতিফলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৮. আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে?
Ο ক) অস্বচ্ছ ও সমসত্ত্ব
Ο খ) স্বচ্ছ ও অসমসত্ত্ব
Ο গ) স্বচ্ছ ও সমসত্ত্ব
Ο ঘ) অস্বচ্ছ ও অসমসত্ত্ব
সঠিক উত্তর: (গ)
১৬৯. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকারে লক্ষ্যবস্তুর-
Ο ক) সমান
Ο খ) বিবর্ধিত
Ο গ) খর্বিত
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. নিচের বাক্যাংশগুলো লক্ষ্য কর:
i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়
ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ
iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয় এক বিন্দুতে অভিসারীত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭১. গোলীয় দর্পণের ক্ষেত্রে-
i. উত্তল দর্পণ অভিসারী দর্পণ
ii. উত্তল দর্পণ অপসারী দর্পণ
iii. অবতল দর্পণ অভিসারী দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭২. 1.90m লম্বা একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে-
i. 1.2m উঁচু দর্পণে
ii. 0.9m উঁচু দর্পণে
iii. 0.95m উঁচু দর্পণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৩. সিনেমার পর্দা সাদা করা হয় কারণ-
Ο ক) শুধু লাল রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο খ) শুধু নীল রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο গ) শুধু হলুদ রঙের আলো প্রতিফলিত করতে পারে
Ο ঘ) সব রঙের আলো প্রতিফলিত করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. পেরিস্কোপ ব্যবহার করা হয়-
i. ভিড়ের মধ্যে খেলা দেখা
ii. রাস্তার বাতিতে
iii. শক্র সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৫. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও সোজা
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. কোথায় ব্যপ্ত প্রতিফলন ঘটে?
Ο ক) পারদ পৃষ্ঠে
Ο খ) স্থির পানি পৃষ্ঠে
Ο গ) সমতল দর্পণে
Ο ঘ) কাগজে
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কোনটি কখনো কখনো কণার ন্যায় আচরণ করে?
Ο ক) শব্দ
Ο খ) দীপন তীব্রতা
Ο গ) সরণ
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়?
Ο ক) নভোবীক্ষণ যন্ত্র
Ο খ) দূরবীক্ষণ যন্ত্র
Ο গ) আতশী কাঁচ
Ο ঘ) পেরিস্কোপ
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়-
i. স্টেডিয়ামের ভিড়ের মধ্যে খেলা দেখতে
ii. ডুবোজাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠ দেখতে
iii. মহাকাশ পর্যবেক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. যানবাহনে ব্যবহৃত উত্তল দর্পণে পেছনের বস্তুসমূহের খর্বাকৃত প্রতিবিম্ব দেখে অনুমিত হয় যে বস্তুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আসলে-
i. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে বেশি
ii. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে কম
iii. উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সবসময়ই খাড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. আলোর প্রতিফলন নির্ভর করে-
i. প্রতিফলকের মসৃণতা নির্ভর করে
ii. আপতন কোণ
iii. আলোর বর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
Ο ক) গাড়িতে
Ο খ) টর্চ লাইটে
Ο গ) সৌরচুল্লীতে
Ο ঘ) রাডারে
সঠিক উত্তর: (ক)
১৮৩. গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
Ο ক) ফোকাস তল
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) ফোকাস বিন্দু
সঠিক উত্তর: (গ)
১৮৪. ফোকাস দূরত্ব বক্রতার ব্যসার্ধের অর্ধেক হয়-
i. গোলীয় অবতল দর্পণে
ii. গোলীয় উত্তল দর্পণে
iii. সমতল দর্পণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. দর্পণের ন্যায় কাজ করে-
i. মৃসণ বরফ
ii. সমৃণ দেয়াল
iii. স্থির পানি পৃষ্ঠ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৬. উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) গাড়িতে
Ο খ) টর্চ লাইটে
Ο গ) সৌরচুল্লীতে
Ο ঘ) রাডারে
সঠিক উত্তর: (ক)
১৮৭. কোন প্রতিফলনে আপতন ও প্রতিফলন কোণের মান সমান হয়?
Ο ক) সুষম প্রতিফলন
Ο খ) নিয়মিত প্রতিফলন
Ο গ) ব্যপ্ত প্রতিফলন
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বিবর্ধণ m, বস্তুর দৈর্ঘ্য l এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে এদের গাণিতিক আকার হবে-
Ο ক) m=l/l′
Ο খ) m=l′/l
Ο গ) e=m/l′
Ο ঘ) l=ml′
সঠিক উত্তর: (খ)
১৮৯. গোলীয় দর্পণ কত প্রকার হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) দুই
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
১৯০. সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 900
Ο খ) 2700
Ο গ) 3600
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (ঘ)
১৯১. উত্তল দর্পণ আলোকরশ্মিকে-
i. অপসারী করে
ii. কাল্পনিক ফোকাসে মিলিত করে
iii. অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে
Ο গ) বক্রতার কেন্দ্রের বাইরে
Ο ঘ) বক্রতার কেন্দ্রে
সঠিক উত্তর: (খ)
১৯৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?
Ο ক) 30cm
Ο খ) 40cm
Ο গ) 60cm
Ο ঘ) 70cm
সঠিক উত্তর: (গ)
১৯৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
Ο ক) দর্পণ
Ο খ) প্রিজম
Ο গ) লেন্স
Ο ঘ) বিম্ব
সঠিক উত্তর: (ক)
১৯৫. পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতলোত্তল দর্পণ
সঠিক উত্তর: (খ)
১৯৬. বক্রতার কেন্দ্রকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) r
Ο খ) c
Ο গ) L
Ο ঘ) D
সঠিক উত্তর: (খ)
১৯৭. আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই?
Ο ক) যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে
Ο খ) যখন চোখ হতে আলো বস্তুর উপর পড়ে
Ο গ) দিনের বেলায়
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৯৮. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে-
Ο ক) অসীমে
Ο খ) প্রধান ফোকাসে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) দর্পণের পিছনে
সঠিক উত্তর: (গ)
১৯৯. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে-
i. আকার লক্ষ্যবস্তুর সমান হয়
ii. প্রতিবিম্ব উল্টো হয়
iii. দূরত্বের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. পাহাড়ী রাস্তায় ড্রাইভিং করা-
Ο ক) সম্মানজনক
Ο খ) সহজ
Ο গ) বিপজ্জনক
Ο ঘ) অসম্ভব
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics