এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. 30 সে.মি. ফোকাস দূরত্বের অবতল দর্পণের 40 সে. মি. সামনে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব-
i. সদ ও উল্টো হবে
ii. সদ ও বিবর্ধিত হবে
iii. লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০২. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) সদ ও বিবর্ধিত
Ο খ) সদ ও খর্বিত
Ο গ) অসদ ও বিবর্ধিত
Ο ঘ) অসদ ও খর্বিত
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. বিবর্ধনের মান 1 চেয়ে বড় প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে কী হবে?
Ο ক) ছোট
Ο খ) বড়
Ο গ) সমান
Ο ঘ) অত্যন্ত বিবর্ধিত
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. কোনটি তৈরি করার সময় গোলকের কেটে নেওয়া অংশের ভিতরের দিকে পারা লাগানো হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) উত্তল লেন্স
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
Ο ক) অপসারী করে
Ο খ) অভিসারী করে
Ο গ) সমান্তরাল করে
Ο ঘ) ছড়িয়ে দেয়
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. প্রতিবিম্বের প্রকৃতি বলতে বুঝায়-
i. প্রতিবিম্বটি বাস্তব না অবাস্তব
ii. প্রতিবিম্বটি বিবর্ধিত না খর্বিত
iii. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
i. আলোকরশ্মি কেন্দ্রীভূত করতে
ii. শপিংমলের নিরাপত্তায়
iii. পথচারী দেখার জন্য, গাড়ীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে তথ্যগুলো হলো-
i. দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান
ii. প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান
iii. প্রতিবিম্ব বাস্তব ও সোজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৯. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
Ο ক) কেন্দ্র
Ο খ) মেরু
Ο গ) অক্ষ
Ο ঘ) ব্যাসার্ধ
 সঠিক উত্তর: (খ)

 ১১০. সমতল দর্পণ ব্যবহার করা হয়-
i. দৃষ্টিশক্তি পরীক্ষায়
ii. পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে
iii. স্টিমার বা লঞ্চের সার্চলাইটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১১. টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতলোত্তল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-
i. আকারে লক্ষ্যবস্তুর সমান
ii. পর্দায় গঠন করা যায়
iii. দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. আলোর প্রতিফলনের সূত্র কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. বস্তু হলো অসংখ্য-
Ο ক) তরঙ্গের সমষ্টি
Ο খ) বিন্দুর সমষ্টি
Ο গ) রেখার সমষ্টি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
Ο ক) দুইটি উত্তল একটি সমতল
Ο খ) দুইটি অবতল একটি উত্তল
Ο গ) তিনটিই অবতল
Ο ঘ) তিনটিই উত্তল
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. গোলীয় দর্পণের বিবর্ধনের ক্ষেত্রে-
i. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতই হলো বিবর্ধন
ii. ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের অনুপাতই হলো বিবর্ধন
iii. বিবর্ধন=প্রতিবিম্বের দৈর্ঘ্যে/বস্তুর দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে কত কোণে স্থাপন করা হয়?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. সমতল দর্পণ থেকে 10cm দূরে দাঁড়িয়ে থাকলে দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে তা দর্পণ থেকে কত দূরে?
Ο ক) 20cm
Ο খ) 5cm
Ο গ) 10cm
Ο ঘ) 3cm
 সঠিক উত্তর: (গ)

 ১২০. যে সকল প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়?
Ο ক) অবাস্তব প্রতিবিম্ব
Ο খ) অবাস্তব লক্ষ্যবস্তু
Ο গ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
Ο ঘ) বাস্তব প্রতিবিম্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
Ο ক) অসীমে
Ο খ) প্রধান ফোকাসে
Ο গ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
Ο ঘ) মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো-
i. বক্রতার ব্যাস
ii. প্রধান অক্ষের দৈর্ঘ্য
iii. বক্রতার ব্যাসার্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৩. উত্তল দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়?
Ο ক) বাস্তব, সোজা ও আকারে ছোট
Ο খ) বাস্তব, উল্টো ও আকারে ছোট
Ο গ) অবাস্তব, উল্টো ও আকারে ছোট
Ο ঘ) অবাস্তব, সোজা ও আকারে ছোট
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে-
i. প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসবে
ii. প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে
iii. প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি?
Ο ক) r=1/f
Ο খ) f=r/2
Ο গ) r=1/2f
Ο ঘ) f=2r
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
Ο ক) সদ ও উল্টো
Ο খ) অসদ ও সোজা
Ο গ) সদ ও সোজা
Ο ঘ) ক ও খ উভয়ই
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে রাখলে যদি সোজা প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি কিরূপ হবে?
Ο ক) গোলীয়
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) সমতল
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. উত্তল দর্পণে গঠিত বিম্ব- i. অসদ ii. সোজা iii. খর্বিত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. কোন দর্পণে সৃষ্ট বিম্ব আমরা চোখে দেখতে পাই?
i. সমতল দর্পণ
ii. অবতল দর্পণ
iii. উত্তল দর্পণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. নিচের কোনটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক-
Ο ক) r=f/2
Ο খ) f=r/2
Ο গ) f=2r
Ο ঘ) f=2/r
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. সমতল দর্পণের কোথায় বিশ্ব গঠিত হয়?
Ο ক) দর্পণের সামনে
Ο খ) দর্পণের পেছনে
Ο গ) দর্পণের বাহিরে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. আলোর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে-
i. প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
ii. অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
iii. সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. অবতল দর্পণ ব্যবহার করা হয়-
i. নভোদূরবীক্ষণ যন্ত্রে
ii. রাস্তার লাইটে
iii. স্টিমারের সার্চ লাইটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. সিলভারিং বলা হয় কাচের উপর-
i. পারদের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
ii. রূপার প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
iii. ক্যাডমিয়ামের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৬. সমতল দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব- i. বাস্তব ii. অবাস্তব iii. সোজা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. নিচের কোনটি আলোর ধর্ম?
Ο ক) আলোক এক প্রকার পদার্থ
Ο খ) অসমসত্ত্ব মাধ্যম সরলপথে চলে
Ο গ) আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে না
Ο ঘ) আলো এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৮. নিরাপদে গাড়ি চালানোর জন্য গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তল ও অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. আপতন কোণ 300 হলে প্রতিফলন কোণ হবে?
Ο ক) 600
Ο খ) 300
Ο গ) 150
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. নাটক, চলচ্চিত্র-এর স্যুটিং এর সময় কোনটি দিয়ে আলো প্রতিফলিত করে কোনো স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয়?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) উত্তল লেন্স
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) গোলীয় দর্পণ
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. বস্তু থেকে আলো চোখের রেটিনায় কিসের সৃষ্টি করে?
Ο ক) প্রতিবিম্ব
Ο খ) প্রতিফলন
Ο গ) প্রতিসরণ
Ο ঘ) সমাবর্তন
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. গুলি ছুঁড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায় এ ঘটনাটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন নাই-
i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
iii. মহাকর্ষ সূত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য নয় কোনটি?
Ο ক) দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
Ο খ) দর্পণের পুরুত্ব বেশি ও সুষম হতে হবে
Ο গ) দর্পণের পুরুত্ব কম ও সুষম হতে হবে
Ο ঘ) দর্পণের কাচ বায়ু বুদ বুদ শুন্য হতে হবে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. ধাতুর প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি কী হিসেবে কাজ করে?
Ο ক) প্রতিসরাঙ্ক
Ο খ) মরীচিকা
Ο গ) প্রতিফলক পৃষ্ঠ
Ο ঘ) স্থিতিস্থাপকতা
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. প্রতিফলনের প্রথম সূত্র অনুসারে একই সমতলে থাকবে-
i. আপতিত রশ্মি
ii. প্রতিফলিত রশ্মি
iii. প্রতিসরিত রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৬. নিচের কোনটি রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অপসারী দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়?
Ο ক) সমতল
Ο খ) অবতল
Ο গ) উত্তল
Ο ঘ) সমতল-উত্তল
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন তার বিম্ব কোথায় গঠিত হবে?
Ο ক) বক্রতার কেন্দ্রে
Ο খ) দর্পণের পিছনে
Ο গ) ফোকাসে
Ο ঘ) বিম্ব গঠিত হয় না
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. আপতিত আলোর প্রতিফলনের পরিমাণ নির্ভর করে-
i. আপতন কোণ
ii. ১ম ও ২য় মাধ্যমের প্রকৃতি
iii. আলোর রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. নিচের তথ্যসমূহ লক্ষ্য কর:
i. উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ
ii. উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ
iii. উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মির এক বিন্দুতে মিলিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post