এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. সরল পেরিস্কোপে-
i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
ii. দুটি সমতল দর্পণ ব্যবহৃত ঘটে
iii. দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫২. আলোর প্রতিফলন নির্ভর করে-
i. প্রতিফলকের মসৃণতা ও স্বচ্ছতা
ii. আপতন কোণ
iii. আলোর বর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. কোনটি দীপ্তিমান বস্তুর উদাহরণ?
Ο ক) সূর্য
Ο খ) কেরোসিন
Ο গ) পাথর
Ο ঘ) কাঠ
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. উত্তল দর্পণে-
i. সৃষ্ট বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে গর্বিত হয়
ii. বিম্বের প্রকৃতি অসদ ও সোজা হয়
iii. লক্ষ্যবস্তু দর্পণের যে পাশে থাকে বিম্বেও সে পাশে গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
Ο ক) প্রতিফলন কোণ
Ο খ) আপতন কোণ
Ο গ) বিক্ষেপণ কোণ
Ο ঘ) প্রতিসরণ কোণ
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. BO বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে-
Ο ক) বিবর্ধিত
Ο খ) খর্বিত
Ο গ) অত্যন্ত বিবর্ধিত
Ο ঘ) অত্যন্ত খর্বিত
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. একটি বিম্বের প্রকৃতি বলতে বোঝায়-
i. বিম্বটি সদ না অসদ
ii. বিম্বটি বিবর্ধিত না খর্বিত
iii. বিম্বটি উল্টা না সিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) থামোকার্পল
Ο খ) পেরিস্কোপ
Ο গ) থার্মোমিটার
Ο ঘ) ব্যারোমিটার
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. যে সমৃণ গোলীয় পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অভিসারী লেন্স
Ο গ) প্রতিফলন কোণ
Ο ঘ) গোলীয় দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. একটি সমতল দর্পণকে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়। দর্পণকে কত কোণে ঘুরানো হয়েছে?
Ο ক) 300
Ο খ) 800
Ο গ) 900
Ο ঘ) 1200
 সঠিক উত্তর: (ক)

 ৬১. যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো সমতল দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ কীভাবে থাকে?
Ο ক) বক্ররেখায়
Ο খ) কোণ আকৃতিতে
Ο গ) সমান্তরাল
Ο ঘ) সমান্তরাল ও বক্ররেখায়
 সঠিক উত্তর: (গ)

 ৬২. একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়?
Ο ক) বিম্বের অবস্থান
Ο খ) বিম্বের আকৃতি
Ο গ) বিম্বের প্রকৃতি
Ο ঘ) বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে?
Ο ক) উত্তল দর্পণে
Ο খ) সমতল দর্পণে
Ο গ) অবতল লেন্সে
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে?
Ο ক) উত্তল দর্পণের মেরু
Ο খ) অবতল দর্পণের মেরু
Ο গ) সমতল দর্পনের মেরু
Ο ঘ) প্রধান ফোকাস
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. কোন মাধ্যমে আলো সরলপথে চলে?
Ο ক) অস্বচ্ছ সমসত্ত্ব
Ο খ) স্বচ্ছ সমসত্ত্ব
Ο গ) ইথার
Ο ঘ) উপরের সব কয়টি
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও সোজা
iii. লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. প্রতিফলন কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রত্যেক বিন্দুর জন্য দর্পণের পিছনে কী গঠিত হয়?
Ο ক) বাস্তব প্রতিবিম্ব
Ο খ) অবাস্তব প্রতিবিম্ব
Ο গ) মরীচিকা
Ο ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?
Ο ক) বক্রতার কেন্দ্র দিয়ে যায়
Ο খ) প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়
Ο গ) প্রধান ফোকাস দিয়ে যায়
Ο ঘ) প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ড্রেসিং টেবিলে কি ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতলোত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ৭১. উত্তল দর্পণে ফোকাস দূরত্ব 11cm হলে বক্রতার ব্যাসার্ধ কত?
Ο ক) 5.5cm
Ο খ) 22cm
Ο গ) 11cm
Ο ঘ) 32cm
 সঠিক উত্তর: (খ)

 ৭২. কোনটি আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে?
Ο ক) শব্দ
Ο খ) তাপ
Ο গ) আলো
Ο ঘ) তাপমাত্রা
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. গোলীয় দর্পণের প্রধান অক্ষের ক্ষেত্রে-
i. মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বই হলো প্রধান অক্ষ
ii. বক্রতার কেন্দ্র ও মেরু সংযোগকারী রেখাই হলো প্রধান অক্ষ
iii. প্রধান অক্ষ বক্রতার কেন্দ্রগামী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অবাস্তব হয়?
Ο ক) অসীমে
Ο খ) প্রধান ফোকাসে
Ο গ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
Ο ঘ) মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. গোলীয় দর্পণে মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যদিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?
Ο ক) বক্রতার ব্যাসার্ধ
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) গৌণ অক্ষ
Ο ঘ) ফোকাস দূরত্ব
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. অবতল দর্পণ আপতিত রশ্মিসমূহকে-
i. অপসারী করে
ii. অভিসারী করে
iii. প্রকৃতপক্ষে মিলিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই?
Ο ক) শব্দ
Ο খ) বায়ু
Ο গ) আলো
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে?
Ο ক) সীসার
Ο খ) পারদের
Ο গ) রূপার
Ο ঘ) স্টিলের
 সঠিক উত্তর: (গ)

 ৭৯.  ১৩২. নিচের তথ্যসমূহ লক্ষ কর:
i. অমসৃণ তলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয়
ii. অন্ধকারে বিড়ালের চোখ দীপ্তিমান বস্তু
iii. আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮০. কোনো লক্ষ্যের দৈর্ঘ্য l এবং বিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন, m=?
Ο ক) m=ll′
Ο খ) m=l/l′
Ο গ) m=l′/l
Ο ঘ) m=l+l′
 সঠিক উত্তর: (গ)

 ৮১. গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (গ)

 ৮২. কোনটিকে বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অভিসারী দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন-
i. আলোর প্রতিফলন হয়
ii. আলোর প্রতিসরণ হয়
iii. আলোর গতি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ?
Ο ক) সদ
Ο খ) উল্টো
Ο গ) অবাস্তব
Ο ঘ) বিবর্ধিত
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কিরূপ হয়?
Ο ক) ব্যাপ্ত প্রতিফলন
Ο খ) নিয়মিত প্রতিফলন
Ο গ) সুষম প্রতিফলন
Ο ঘ) বাস্তব প্রতিফলন
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন হয়?
Ο ক) নিয়মিত
Ο খ) ব্যাপ্ত
Ο গ) উভয়টি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. নাক, কান ও গলার ডাক্তার নিচের কোনটি দর্পণ ব্যবহার করেন-
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
Ο ক) অসীমে
Ο খ) অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে
Ο গ) বক্রতার কেন্দ্রে
Ο ঘ) প্রধান ফোকাসে
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. কোন বস্তু নিজ আলো নিঃসরণ করতে অসমর্থ?
Ο ক) সূর্য
Ο খ) তারা
Ο গ) নক্ষত্র
Ο ঘ) ছবি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. কোনটি একটি অপসারী দর্পণ?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) উত্তল দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. একটি সমতল দর্পণের সামনে স্থাপিত 10m দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সম্পূর্ণরূপে দেখা গেলে বস্তুটির বিবর্ধন কত?
Ο ক) অর্ধেক
Ο খ) সমান
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) পাঁচগুণ
 সঠিক উত্তর: (খ)

 ৯২. সেলুনে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) অবতল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. একটি বিম্বের পূর্ণ বিবরণের জন্য জানা প্রয়োজন-
i. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব না অবাস্তব এবং সোজা না উল্টো
iii. প্রতিবিম্বের আকৃতি বিবর্ধিত না খর্বিত না লক্ষ্যবস্তুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয়-
i. টেলিস্কোপ
ii. ওভারহেড প্রজেক্টর
iii. লেজার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. 6 সে.মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পনের সম্মুখে কত সেমি দূরত্বে রাখতে হবে?
Ο ক) 3
Ο খ) 6
Ο গ) 12
Ο ঘ) 18
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পুরুত্ব কম সুষম
Ο খ) ভাল ধাতব প্রলেপ ও সমতল পৃষ্ঠ
Ο গ) বায়ু বুদবুদ শূন্য কাচ
Ο ঘ) উপরের সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. সমতল দর্পণে গঠিত বিম্বের আকার লক্ষ্যবস্তুর-
i. সমান নয়
ii. দ্বিগুণ হয়
iii. অর্ধেক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ১০০. প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলনের পর নির্গত রশ্মিকে কী বলে?
Ο ক) প্রতিসরিত রশ্মি
Ο খ) এক্স রশ্মি
Ο গ) আপতিত রশ্মি
Ο ঘ) প্রতিফলিত রশ্মি
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post