এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. খাদ্যের সুর ও চড়া সুরের মধ্যে পার্থক্য করা যায় কী দ্বারা?
Ο ক) শব্দোচ্চতা
Ο খ) তীক্ষ্মতা
Ο গ) তীব্রতা
Ο ঘ) জাতি
সঠিক উত্তর: (খ)

৪৫২. কোন তরঙ্গের ক্ষেত্রে উর্ধ্বচূড়াসমূহ বা নিম্ন চূড়া সমূহ সর্বদা একই দশায় থাকে?
Ο ক) অনুদৈর্ঘ্য তরঙ্গ
Ο খ) শব্দের তরঙ্গ
Ο গ) অনুপ্রস্থ তরঙ্গ
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)

৪৫৩. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
Ο ক) তরঙ্গদৈর্ঘ্য
Ο খ) তরঙ্গ বেগ
Ο গ) বিস্তার
Ο ঘ) কম্পাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)

৪৫৪. নিচের সূত্রটি লক্ষ্য করো- i. 2h=vt ii. t=2h/v iii. h=vt/2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫৫. তরঙ্গ বেগ (v), কম্পাঙ্ক (f) ও তরঙ্গদৈর্ঘ্য (λ) এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
Ο ক) v=fλ
Ο খ) v=f/λ
Ο গ) v fλ=λ/ f
Ο ঘ) vfλ =/ I
সঠিক উত্তর: (ক)

৪৫৬. যদি একটি সুর শলাকার কম্পাঙ্ক 200Hz হয় বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 300m হয় তবে দৈর্ঘ্য কত?
Ο ক) 1.5 m
Ο খ) 2 m
Ο গ) 2.5 m
Ο ঘ) 3 m
সঠিক উত্তর: (ক)

৪৫৭. নদী বা সাগরের পানির ঢেউ কীরূপ তরঙ্গ?
Ο ক) লম্বিক তরঙ্গ
Ο খ) আড় তরঙ্গ
Ο গ) তাড়িত চৌম্বক
Ο ঘ) ভূ-তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

৪৫৮. বায়ুতে শব্দের বেগ 335ms-1 এবং কম্পাঙ্ক 100Hz হলে তরঙ্গদৈঘ্য কত?
Ο ক) 3.35m
Ο খ) 30.03m
Ο গ) 33.5m
Ο ঘ) 3.05m
সঠিক উত্তর: (ক)

৪৫৯. অনুপ্রস্থ তরঙ্গের-
i. সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গশীর্ষ বলে
ii. সর্বনিম্ন বিন্দুকে তরঙ্গ পাদ বলে
iii. উদাহরণ হলো বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৬০. বস্তুর কম্পনের ফলে সৃষ্ট শব্দ শোনার শর্ত-
i. উৎস ও শ্রোতার মাঝে একটি জড় মাধ্যমে থাকবে
ii. উৎসের কম্পাঙ্ক 20Hz-20,000Hz এর মধ্যে হতে হবে
iii. শ্রুত শব্দ উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৬১. কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়?
Ο ক) তাড়িত চুম্বকীয় তরঙ্গ
Ο খ) বেতার তরঙ্গ
Ο গ) আলোক তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

৪৬২. দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128Hz এবং 384Hz। বায়ুতে সুরশলাকা দুটি হতে সৃষ্ট শব্দ তরঙ্গদৈর্ঘ্যর অনুপাত কত?
Ο ক) 1:3
Ο খ) 3:1
Ο গ) 1:4
Ο ঘ) 4:1
সঠিক উত্তর: (খ)

৪৬৩. নিচের কোনটির প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে?
Ο ক) তরঙ্গ
Ο খ) বল
Ο গ) চাপ
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (ক)

৪৬৪. কূপের উপরে শব্দ করলে তা কোথায় প্রতিফলিত হয়ে ফিরে আসে?
Ο ক) কূপের দেয়ালে
Ο খ) কূপের তলদেশে
Ο গ) পানির পৃষ্ঠে
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)

৪৬৫. শব্দ-
i. একটি যান্ত্রিক তরঙ্গ
ii. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ
iii. বায়বীয় মাধ্যমে তরল অপেক্ষা দ্রুত চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৬৬. কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ তরঙ্গের ক্ষেত্রে সম্ভব-
i. প্রতিফলন
ii. প্রতিসরণ
iii. উপরিপাতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬৭. কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে কী বলে?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) বেতার তরঙ্গ
Ο গ) যান্ত্রিক তরঙ্গ
Ο ঘ) চুম্বক তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৪৬৮. সূর্যের চারদিকে পৃথিবীর বার্ষিক গতি কী ধরনের গতি?
Ο ক) স্পন্দন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) সরল ছন্দিত গতি
Ο ঘ) পূর্ণ স্পন্দন গতি
সঠিক উত্তর: (খ)

৪৬৯. প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা, কুয়ার গভীরতা নির্ণয় করা যায় কিন্তু সাধারণ পুকুরের গভীরতা নির্ণয় করা যায় না, কারণ-
i. পুকুর খুব ছোট
ii. পুকুরে শব্দ প্রতিফলিত হয় না
iii. পুকুরের গভীরতা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৭০. শব্দের বেগ নির্ভর করে মাধ্যমের-
i. আর্দ্রতার উপর
ii. স্থিতিস্থাপকতার উপর
iii. তাপমাত্রার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭১. শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হয় কেন?
Ο ক) বায়ুর ঘনত্ব বেশি থাকে বলে
Ο খ) বায়ুর ঘনত্ব কম থাকে বলে
Ο গ) বায়ুচাপ অপরিবর্তিত থাকে বলে
Ο ঘ) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায়
সঠিক উত্তর: (খ)

৪৭২. প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য কত সেকেন্ড হওয়া প্রয়োজন?
Ο ক) 10 মিটার
Ο খ) 16.6 মিটার
Ο গ) 26.6 মিটার
Ο ঘ) 36.6 মিটার
সঠিক উত্তর: (খ)

৪৭৩. কোনটির কম্পনে গলা থেকে শব্দ বের হয়?
Ο ক) জিহ্বা
Ο খ) দাঁত
Ο গ) ফুসফুস
Ο ঘ) ভোকাল কর্ড
সঠিক উত্তর: (ঘ)

৪৭৪. কোনো নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 20cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160ms-1 বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240ms-1 বেগের তরঙ্গ উৎপন্ন করলে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
Ο ক) 30cm
Ο খ) 60cm
Ο গ) 90cm
Ο ঘ) 120cm
সঠিক উত্তর: (ক)

৪৭৫. শব্দের বেগ সম্পর্কে নিচের উক্তিগুলো লক্ষ্য করো-
i. তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে
ii. বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কমে
iii. কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: একটি পাহাড় থেকে 20m দূরে দাঁড়িয়ে একটি ছেলে জোরে চিৎকার করলো। তখন বায়ুর তাপমাত্রা ছিল 150C. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332ms-1.

৪৭৬. উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
Ο ক) 341ms-1
Ο খ) 323ms-1
Ο গ) 313ms-1
Ο ঘ) 303ms-1
সঠিক উত্তর: (ক)

৪৭৭. ছেলেটি কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে?
Ο ক) 0.117
Ο খ) 0.112
Ο গ) 0.129
Ο ঘ) 0.192
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post