এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের সাথে কিরূপে পরিবর্তিত হয়?
Ο ক) সমানুপাতে
Ο খ) বর্গের সমানুপাতে
Ο গ) ব্যস্তানুপাতে
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতে
সঠিক উত্তর: (খ)

৪০২. শব্দোত্তর কম্পাঙ্ক ব্যবহার করা হয়-
i. SONAR যন্ত্রে এবং দাঁতের স্কেলিং করতে
ii. রোগ নির্ণয়ে
iii. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কাপড়ের ময়লা পরিষ্কার করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০৩. লোহাতে শব্দের দ্রুতি পানিতে শব্দের দ্রুতির কত গুণ?
Ο ক) 4
Ο খ) 15
Ο গ) 0.27
Ο ঘ) 3.6
সঠিক উত্তর: (ঘ)

৪০৪. 3 সেকেন্ডে একটি তরঙ্গ যদি 1020 মিটার দূরত্ব অতিক্রম করে তবে তরঙ্গ দ্রুতি কত হবে?
Ο ক) 340ms-1
Ο খ) 340m
Ο গ) 340cms-1
Ο ঘ) 340cm
সঠিক উত্তর: (ক)

৪০৫. বড় আকারের প্রতিফলক তল বলতে বুঝায়-
i. পাহাড়-পর্বত
ii. গাছের সারি
iii. পুকুরের ঢেউ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪০৬. যদি একটি সুরশলাকার কম্পাঙ্ক 400Hz হয় এবং বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 300m হয়, তবে তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) 0.75m
Ο খ) 0.80m
Ο গ) 0.85m
Ο ঘ) 0.95m
সঠিক উত্তর: (ক)

৪০৭. শব্দোত্তর তরঙ্গ শুনতে পায় কে?
Ο ক) কুকুর
Ο খ) মৌমাছি
Ο গ) বাদুর
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪০৮. সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে ভিন্ন উৎস হতে একই প্রাবল্য ও তীক্ষ্মতার শব্দের পার্থক্য বুঝা যায় তাকে কী বলে?
Ο ক) তীক্ষ্মতা
Ο খ) তীব্রতা
Ο গ) গুণ
Ο ঘ) প্রাবল্য
সঠিক উত্তর: (গ)

৪০৯. নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) পানির তরঙ্গ
Ο গ) ভূ-তরঙ্গ
Ο ঘ) তাড়িত চৌম্বক তরঙ্গ
সঠিক উত্তর: (ক)

৪১০. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. বিস্তার হচ্ছে কোনো এক দিকে সর্বাধিক সরণ
ii. মাধ্যমের কণাগুলো সাম্যবস্থানের দুই পাশে কম্পিত হলে তরঙ্গ সৃষ্টি হয়
iii. বিস্তারের একক সেকেন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১১. যান্ত্রিক তরঙ্গের উদ্ভব হতে পারে-
i. কঠিন মাধ্যমে
ii. তরল মাধ্যমে
iii. গ্যাসীয় মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১২. তরঙ্গ-
i. কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয়
ii. একস্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়
iii. প্রতিফলন ও প্রতিসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪১৩. শিশু বা নারীদের ভোকাল কর্ড দৃঢ় না হওয়ায় এদের স্বরের কম্পাঙ্ক বেশি। তাই শিশু বা নারীদের কণ্ঠস্বর...
i. তীক্ষ্ম
ii. চড়া
iii. খাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১৪. স্প্রিং-এ কী ধরনের তরঙ্গ উৎপন্ন হয়?
Ο ক) অনুপ্রস্থ তরঙ্গ
Ο খ) অনুদৈর্ঘ্য তরঙ্গ
Ο গ) আড় তরঙ্গ
Ο ঘ) তড়িৎ চৌম্বক তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

৪১৫. নিচের কোন তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয়?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) তাপ তরঙ্গ
Ο গ) শব্দ তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৪১৬. তরঙ্গের ক্ষেত্রে- i. λ=v/f ii. fT=1 iii. v=λ/f নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪১৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন হওয়ায় সময়কে পর্যায়কাল বলে
ii. স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি
iii. তরঙ্গ দ্বারা শক্তি এক স্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১৮. বাদুর কোনটির সাহায্যে খাদ্যবস্তুর অবস্থান নির্ণয় করে?
Ο ক) তরঙ্গের সাহায্যে
Ο খ) শব্দোত্তর তরঙ্গের সাহায্যে
Ο গ) শব্দের প্রতিফলকের সাহায্যে
Ο ঘ) শব্দেত্তর তরঙ্গের সাহায্যে
সঠিক উত্তর: (খ)

৪১৯. নিচের কোন যন্ত্রে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়?
Ο ক) ড্রিল মেশিন
Ο খ) ওয়াশিং মেশিন
Ο গ) ইস্ত্রি
Ο ঘ) প্রিন্টার
সঠিক উত্তর: (খ)

৪২০. শব্দ দূষণের কারণে-
i. স্মৃতিশক্তি হ্রাস পায়
ii. হৃদপিন্ডের জটিল হতে পারে
iii. অবসাদগ্রস্ততা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২১. নিচের কোনটি লম্বিক তরঙ্গ?
Ο ক) সূর্যরশ্মি
Ο খ) সমুদ্রের ঢেউ
Ο গ) গিটার থেকে নিঃসৃত শব্দ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৪২২. কোনো তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?
Ο ক) বেগ কমে গেলে
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে
Ο গ) বিস্তার বেশি হলে
Ο ঘ) দোলনকাল বেড়ে গেলে
সঠিক উত্তর: (খ)

৪২৩. কম্পাঙ্ক (f) ও পর্যায়কাল (T)এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
Ο ক) f=1/T
Ο খ) f =λ/ T
Ο গ) f=v/λ
Ο ঘ) f=v/T
সঠিক উত্তর: (ক)

৪২৪. কোনটি ছাড়া শব্দের উৎপত্তি সম্ভব নয়?
Ο ক) উৎসের সংকোচন
Ο খ) উৎসের কম্পন
Ο গ) উৎসের প্রসারণ
Ο ঘ) উৎসের সংবাহন
সঠিক উত্তর: (খ)

৪২৫. শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে 20 থেকে 20000 এর মধ্যে হলে তাকে কী বলে?
Ο ক) শব্দেতর তরঙ্গ
Ο খ) শব্দোত্তর তরঙ্গ
Ο গ) অতিশব্দ
Ο ঘ) শ্রাব্যতার সীমা
সঠিক উত্তর: (ঘ)

৪২৬. ধাতবপিন্ড বা পাতে সূক্ষ্ম ফাটল অনুসন্ধান করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) প্রতিধ্বনি
Ο খ) শব্দেতর তরঙ্গ
Ο গ) শব্দোত্তর তরঙ্গ
Ο ঘ) আলোকে তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৪২৭. নির্দিষ্ট দিকে তরঙ্গের দূরত্ব অতিক্রমের হারকে কী বলে?
Ο ক) তরঙ্গদ্রুতি
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) তরঙ্গবেগ
Ο ঘ) কম্পাঙ্ক
সঠিক উত্তর: (গ)

৪২৮. বাদুর অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
Ο ক) ঘ্রাণ শক্তি ব্যবহার করে
Ο খ) শব্দ শুনে
Ο গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
Ο ঘ) অলৌকিকভাবে
সঠিক উত্তর: (গ)

৪২৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. পূর্ণ স্পন্দনে বস্তু যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই বিন্দুতে ফিরে আসে
ii. যে সময় পরপর তরঙ্গের পুরাবৃত্তি ঘটে তাকে পর্যায়কাল বলে
iii. পর্যায় কালের একক সেকেন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩০. শব্দ শক্তির একটি বিশেষ কীরূপ?
Ο ক) অনুভূতি রূপ
Ο খ) বায়বীয় রূপ
Ο গ) তরঙ্গরূপ
Ο ঘ) স্থির রূপ
সঠিক উত্তর: (গ)

৪৩১. নিচের কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য?
Ο ক) বেগ
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) কম্পাঙ্ক
Ο ঘ) তীক্ষ্মতা
সঠিক উত্তর: (ঘ)

৪৩২. সমুদ্রের গভীরতা নিণয়ের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?
Ο ক) SONAP
Ο খ) SONAR
Ο গ) SANOR
Ο ঘ) SONOR
সঠিক উত্তর: (খ)

৪৩৩. 1Hz=কত?
Ο ক) 1s
Ο খ) 1s-1
Ο গ) 2s-1
Ο ঘ) 2s
সঠিক উত্তর: (খ)

৪৩৪. 500C তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?
Ο ক) 332ms-1
Ο খ) 330ms-1
Ο গ) 350ms-1
Ο ঘ) 362ms-1
সঠিক উত্তর: (ঘ)

৪৩৫. 200C তাপমাত্রায় লোহায় শব্দের বেগ-
i. 5130ms-1
ii. বায়ুর তুলনায় প্রায় 15 গুণ
iii. পানির তুলনায় 5 গুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৩৬. বিস্তারের ক্ষেত্রে কম্পনশীল কণার সরণ কেমন হবে?
Ο ক) সর্বনিম্ন
Ο খ) সর্বোচ্চ
Ο গ) মধ্যম
Ο ঘ) এক চতুর্থাংশ
সঠিক উত্তর: (খ)

৪৩৭. বাতাসে 16.6kHz কম্পাঙ্গের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
Ο ক) 0.02m
Ο খ) 0.03m
Ο গ) 0.04m
Ο ঘ) 0.05m
সঠিক উত্তর: (ক)

৪৩৮. বাতাসে সৃষ্ট একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 20cm এবং কম্পাঙ্ক 1700Hz হলে-
i. শব্দটির বেগ 340ms-1
ii. শব্দটির পর্যায়কাল 0.000588ms-1
iii. শব্দটির তরঙ্গদৈর্ঘ্য 0.2m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩৯. তরঙ্গবেগ 45m/s হলে 30 টি পূর্ণ স্পন্দনে তরঙ্গটি কত দূর অগ্রসর হবে?
Ο ক) 270m
Ο খ) 2700m
Ο গ) 1350m
Ο ঘ) 675m
সঠিক উত্তর: (গ)

৪৪০. তরঙ্গের ক্ষেত্রে কত ডিগ্রী পরপর কণাসমূহ একই দশা প্রাপ্ত হয়?
Ο ক) 900
Ο খ) 1800
Ο গ) 2700
Ο ঘ) 3600
সঠিক উত্তর: (ঘ)

৪৪১. 250Hz কম্পাঙ্কবিশিষ্ট সূর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3 সেকেন্ডে 1050m দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
Ο ক) 1.4m
Ο খ) 1.36m
Ο গ) 12.6m
Ο ঘ) 38.9m
সঠিক উত্তর: (ক)

৪৪২. 1Wm-2 = কত ডেসিবেল?
Ο ক) 112
Ο খ) 120
Ο গ) 121
Ο ঘ) 122
সঠিক উত্তর: (খ)

৪৪৩. বৃত্তাকার পর্যাবৃত্ত গতি-
i. ঘড়ির কাঁটার গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি
iii. সূর্যের চারিদিকে পৃথিবীর বার্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪৪. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 00
Ο খ) 1800
Ο গ) 900
Ο ঘ) 1200
সঠিক উত্তর: (ক)

৪৪৫. কুয়ার উপর শব্দ করলে 1.55s পর প্রতিধ্বনি শোনা যায় বায়ুতে শব্দের বেগ 340ms-1হলে, পানিপৃষ্ঠের গভীরতা কত?
Ο ক) 155m
Ο খ) 255m
Ο গ) 55m
Ο ঘ) 340m
সঠিক উত্তর: (খ)

৪৪৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করা যায়
ii. কূপের উপর থেকে পানির উপরিতলের গভীরতা 5m হলে প্রতিধ্বনি শোনা যাবে
iii. পানির উপরিতলের গভীরতা 20m হলে প্রতিফলিত শব্দ 40m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৪৭. শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ এর কম হবে এ ধরনের তরঙ্গকে কী বলে?
Ο ক) শব্দোত্তর তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) শব্দেতর তরঙ্গ
Ο ঘ) অনুদৈর্ঘ্য তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৪৪৮. সূত্রটি লক্ষ্য করো- i. 2d=vt ii. d=vt/2 iii. v=2d/v নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪৯. শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে অন্ধকারে চলাচল করে কোন প্রাণী?
Ο ক) বাদুর
Ο খ) মাকড়সা
Ο গ) কুকুর
Ο ঘ) চামচিকা
সঠিক উত্তর: (ক)

৪৫০. শব্দের প্রতিফলন ধর্ম ব্যবহৃত হয়-
i. সমুদ্রের গভীরতা নির্ণয়ে
ii. ধাতব পদার্থের ফাটল নির্ণয়ে
iii. খনিজ পদার্থ অনুসন্ধানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post