ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু গতিপথের কোনো বিন্দুকে একবার সম্পূর্ণভাবে অতিক্রম করলে তাকে বলে?
Ο ক) গতিপথ
Ο খ) পূর্ণ পর্যায়
Ο গ) আধা পর্যায়
Ο ঘ) দ্বি-পর্যায়
সঠিক উত্তর: (খ)
৩৫২. বাতাসে শব্দের বেগ 332ms-1 হলে মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমার তরঙ্গদৈর্ঘ্য হবে-
i. 0.0166m
ii. 0.166m
iii. 1.66cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. একটি বস্তু উত্তর-দক্ষিণ দিক বরাবর 2s এ স্পন্দিত হলে উত্তর দিকে কতক্ষণ চলবে?
Ο ক) 2 সেকেন্ড
Ο খ) 4 সেকেন্ড
Ο গ) 1 সেকেন্ড
Ο ঘ) 0 সেকেন্ড
সঠিক উত্তর: (গ)
৩৫৪. উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে কী বলে?
Ο ক) শ্রাব্যতার সীমা
Ο খ) শ্রাব্যতার পাল্লা
Ο গ) শ্রাব্যতার উর্ধ্বসীমা
Ο ঘ) শব্দেতর পাল্লা
সঠিক উত্তর: (খ)
৩৫৫. বাতাসে সৃষ্ট শব্দ তরঙ্গের বেগ v=fλ হলে, নিচের কোনটি সঠিক?
Ο ক) f বাড়লে λ বাড়ে
Ο খ) f কমলে λ কমে
Ο গ) f বাড়লে λ কমে
Ο ঘ) f বাড়লে λ অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
৩৫৬. শব্দ দূষণ সৃষ্টি করে-
i. ঢোলের শব্দ
ii. টেলিভিশনের উচ্চ শব্দ
iii. পুরানো গাড়ির ইঞ্জিনের শব্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. ধানের ক্ষেতে বাতাস বয়ে গেলে ধানের শীর্ষ একই জায়গায় থেকে শীর্ষের উপর দিয়ে ঢেউ এগিয়ে যায়। কারণ-
i. শীর্ষ পর্যাবৃত্ত গতি লাভ করে
ii. শীর্ষগুলোর স্থায়ী স্থানান্তর ঘটে
iii. শীর্ষগুলোর স্পন্দন বায়ু প্রবাহের লম্বদিকে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৮. গতির সামগ্রিক অবস্থা হচ্ছে কণার গতির- i. দিক ii. বেগ iii. ত্বরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৯. হাফিজ পুকুরের পাড়ে দাঁড়িয়ে জোরে শব্দ করলে 1.8s পর ঐ শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। ঐ স্থানে বায়ুতে শব্দের বেগ 350ms-1 হলে পুকুরের প্রশস্ততা হবে-
i. 315m
ii. 0.315km
iii. 0.0315km
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬০. শব্দোত্তর তরঙ্গের ব্যবহার কোনটি?
Ο ক) মোটরের যন্ত্রপাতি পরিষ্কার করা
Ο খ) ভাইরাস ধ্বংস করা
Ο গ) রোগ নির্ণয় ও চিকিৎসা
Ο ঘ) শব্দ দূষণ হ্রাস করা
সঠিক উত্তর: (গ)
৩৬১. কোনটি যান্ত্রিক তরঙ্গ?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) তাপ তরঙ্গ
Ο গ) তাড়িতচৌম্বক তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে-
i. মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়
ii. মাধ্যমের ঘনত্ব একবার বৃদ্ধি এবং একবার হ্রাস পায়
iii. একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬৩. তরঙ্গায়িত কণার গতির দিক, সরণ, বেগ এবং ত্বরণ ইত্যাদি কার মাধ্যমে প্রকাশ পায়?
Ο ক) বিস্তার
Ο খ) দশা
Ο গ) তরঙ্গবেগ
Ο ঘ) কম্পাংক
সঠিক উত্তর: (খ)
৩৬৪. বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) উপবৃত্তাকার গতি
Ο গ) বৃত্তাকার গতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩৬৫. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে-
i. কঠিন মাধ্যমে সৃষ্টি হয়
ii. একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গাপাদ নিয়ে সৃষ্টি হয়
iii. সংকোচন ও প্রসারণের মাধ্যমে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৬. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) তৈল ও গ্রীজ
Ο খ) সাবান ও ব্রাশ
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) শব্দোত্তর তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. কোন তরঙ্গ কর্তৃক 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটি?
Ο ক) f/λ
Ο খ) vp
Ο গ) λ/v
Ο ঘ) fλ
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. আমরা শব্দ শুনতে পাই না শব্দ উৎসের কম্পাঙ্ক-
i. 20Hz এর কম হলে
ii. 20000Hz এর বেশি হলে
iii. 20Hz থেকে 20000 Hz এর মধ্যে থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৯. তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা-
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) স্থির থাকে অথবা হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)
৩৭০. স্প্রিং এর সংকোচন প্রসারণের গতি- i. রৈখিক ii. পর্যাবৃত্ত iii. স্পন্দন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 00
Ο খ) 450
Ο গ) 900
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (গ)
৩৭২. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কম্পনের দিক হলো-
i. উত্তর দিকে
ii. দক্ষিণ দিকে
iii. পশ্চিম দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭৩. কোনো তরঙ্গের বেগ অপরিবর্তিত অবস্থায় কম্পাঙ্ক কমলে কিরূপ হবে?
Ο ক) তরঙ্গদৈর্ঘ্য কমবে
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য বাড়বে
Ο গ) তরঙ্গদৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে
Ο ঘ) বিস্তার কমে যাবে
সঠিক উত্তর: (খ)
৩৭৪. 300Hz কম্পাঙ্কে স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.5m হলে, বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত?
Ο ক) 4.5ms-1
Ο খ) 50ms-1
Ο গ) 200ms-1
Ο ঘ) 450ms-1
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন?
Ο ক) পরস্পরের সমানুপাতিক
Ο খ) পরস্পরের ব্যস্তানুপাতিক
Ο গ) পরস্পরের বর্গমূলের সমানুপাতিক
Ο ঘ) পরস্পরের ঘনমূলের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৩৭৬. পানির কণার আন্দোলনের ফলে পানির কণাসমূহে কোন শক্তির সৃষ্টি হয়?
Ο ক) যান্ত্রিক
Ο খ) রাসায়নিক
Ο গ) তাপ
Ο ঘ) আলোক
সঠিক উত্তর: (ক)
৩৭৭. কিডনীর ছোট পাথর ধ্বংস করার জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) বৈজ্ঞানিক হাতুড়ি
Ο খ) লেজার রশ্মি
Ο গ) শব্দোত্তর তরঙ্গ
Ο ঘ) সিজার
সঠিক উত্তর: (গ)
৩৭৮. অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. কোন কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়?
Ο ক) প্রতিফলন
Ο খ) প্রতিসরণ
Ο গ) উপরিপাতন
Ο ঘ) সমপাতন
সঠিক উত্তর: (ক)
৩৮০. সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার গতিপথ কীরূপ হয়?
Ο ক) সর্বদা সরলরৈখিক হয়
Ο খ) সর্বদা বৃত্তাকার হয়
Ο গ) সর্বদা উপবৃত্তকার হয়
Ο ঘ) যেকোনো রূপ হতে পারে
সঠিক উত্তর: (ক)
৩৮১. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিস্কার করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তৈল ও গ্রীজ
Ο খ) সাবান ও ব্রাশ
Ο গ) শব্দের তরঙ্গ
Ο ঘ) শব্দোত্তর তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. প্রতি সেকেন্ড একটি বস্তু কমপক্ষে কয়বার কাঁপলে শব্দ সৃষ্টি হয়?
Ο ক) 10 বার
Ο খ) 12 বার
Ο গ) 20 বার
Ο ঘ) 25 বার
সঠিক উত্তর: (গ)
৩৮৩. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও বায়বীয়
সঠিক উত্তর: (ক)
৩৮৪. কোনো গতিশীল বস্তুকণা যদি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে কী বলে?
Ο ক) স্পন্দন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) সঞ্চালন গতি
Ο ঘ) সরল গতি
সঠিক উত্তর: (খ)
৩৮৫. ঘড়ির কাঁটার গতি এবং বৈদ্যুতিক পাখার গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. অপর্যাবৃত্ত গতি
iii. বৃত্তাকার গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮৬. মানুষের শ্রাব্যতার সীমা নিচের কোনটি?
Ο ক) শব্দের উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ এর কম
Ο খ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০০০০ এর কম
Ο গ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ থেকে ২০০০০
Ο ঘ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ এর বেশি
সঠিক উত্তর: (গ)
৩৮৭. একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে কী বলে?
Ο ক) সুর
Ο খ) স্বর
Ο গ) সমমেল
Ο ঘ) সলো
সঠিক উত্তর: (গ)
৩৮৮. অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) সংকোচন ও প্রসারণ নিয়ে গঠিত
Ο খ) কণাগুলো স্পন্দনের সমান্তরালে চলে
Ο গ) মাধ্যম ছাড়া চলতে পারে না
Ο ঘ) তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে
সঠিক উত্তর: (ঘ)
৩৮৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. কম্পামান বস্তু শব্দ সৃষ্টি করে
ii. তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণার সংকোচন ও প্রসারণ হয়
iii. কম্পন থেমে যাওয়ার পরও কিছুক্ষণ শব্দ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯০. আড় তরঙ্গের ক্ষেত্রে কোনো তরঙ্গের সর্বনিম্ন বিন্দুগুলোরকে কী বলে?
Ο ক) তরঙ্গ মুখ
Ο খ) তরঙ্গপাদ
Ο গ) তরঙ্গশীর্ষ
Ο ঘ) তরঙ্গ বেগ
সঠিক উত্তর: (খ)
৩৯১. 20,000Hz এর বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পারে কোন প্রাণী?
Ο ক) মানুষ
Ο খ) বিড়াল
Ο গ) কুকুর
Ο ঘ) বাঘ
সঠিক উত্তর: (গ)
৩৯২. কম্পাঙ্কের একক- i. Hz ii. s-1 iii. সাইকেল/সে. নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৩. সরল দোলকের গতি স্পন্দন গতি হিসেবে বিবেচনা করা হয় কেন?
Ο ক) নির্দিষ্ট বিন্দুর চারদিকে চক্রাকারে ঘুরে বলে
Ο খ) সর্বদা এটি বক্রপথে চলে বলে
Ο গ) সর্বদা এটি সরলপথে চলে বলে
Ο ঘ) নির্দিষ্ট সময় পর পর এর গতি বিপরীতমুখী হওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. প্রাবল্য ও তীক্ষ্মতা যুক্ত শব্দের মধ্যে পার্থক্য বুঝা যায়-
i. বেগ দ্বারা
ii. গুণ দ্বারা
iii. জাতি দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৫. স্প্রিং এর সংকোচন প্রসারণ কোন ধরনের গতি?
Ο ক) রৈখিক পর্যাবৃত্ত গতি
Ο খ) বৃত্তাকার ঘূর্ণন গতি
Ο গ) বৃত্তাকার পর্যাবৃত্ত গতি
Ο ঘ) রৈখিক গতি
সঠিক উত্তর: (ক)
৩৯৬. শ্রুতিকটু শব্দের বৈশিষ্ট্য-
i. অনিয়মিত কম্পন
ii. অপর্যাবৃত্ত কম্পন
iii. তীব্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৭. একটি বস্তু বাতাসে 1700Hz এ শব্দ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?
Ο ক) 0.2ms-1
Ο খ) 5.0ms-1
Ο গ) 5.0m
Ο ঘ) 0.2m
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. কোথা থেকে মেঘের গুড় গুড় শব্দের উৎপত্তি হয়?
Ο ক) শব্দের প্রতিধ্বনি থেকে
Ο খ) শব্দের প্রতিফলন থেকে
Ο গ) শব্দ তরঙ্গ থেকে
Ο ঘ) শব্দের সঞ্চারণ থেকে
সঠিক উত্তর: (ক)
৩৯৯. পানির উচ্চতা h সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে?
Ο ক) 13.40cm
Ο খ) 13.40m
Ο গ) 3.4m
Ο ঘ) 3.4cm
সঠিক উত্তর: (খ)
৪০০. কোন বস্তুটি প্রতিধ্বনি সৃষ্টির জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Ο ক) কঠিন তল
Ο খ) মানুষের কান
Ο গ) পানিপূর্ণ গামলা
Ο ঘ) একটি প্রশস্ত কার্পেট
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু গতিপথের কোনো বিন্দুকে একবার সম্পূর্ণভাবে অতিক্রম করলে তাকে বলে?
Ο ক) গতিপথ
Ο খ) পূর্ণ পর্যায়
Ο গ) আধা পর্যায়
Ο ঘ) দ্বি-পর্যায়
সঠিক উত্তর: (খ)
৩৫২. বাতাসে শব্দের বেগ 332ms-1 হলে মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমার তরঙ্গদৈর্ঘ্য হবে-
i. 0.0166m
ii. 0.166m
iii. 1.66cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. একটি বস্তু উত্তর-দক্ষিণ দিক বরাবর 2s এ স্পন্দিত হলে উত্তর দিকে কতক্ষণ চলবে?
Ο ক) 2 সেকেন্ড
Ο খ) 4 সেকেন্ড
Ο গ) 1 সেকেন্ড
Ο ঘ) 0 সেকেন্ড
সঠিক উত্তর: (গ)
৩৫৪. উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে কী বলে?
Ο ক) শ্রাব্যতার সীমা
Ο খ) শ্রাব্যতার পাল্লা
Ο গ) শ্রাব্যতার উর্ধ্বসীমা
Ο ঘ) শব্দেতর পাল্লা
সঠিক উত্তর: (খ)
৩৫৫. বাতাসে সৃষ্ট শব্দ তরঙ্গের বেগ v=fλ হলে, নিচের কোনটি সঠিক?
Ο ক) f বাড়লে λ বাড়ে
Ο খ) f কমলে λ কমে
Ο গ) f বাড়লে λ কমে
Ο ঘ) f বাড়লে λ অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (গ)
৩৫৬. শব্দ দূষণ সৃষ্টি করে-
i. ঢোলের শব্দ
ii. টেলিভিশনের উচ্চ শব্দ
iii. পুরানো গাড়ির ইঞ্জিনের শব্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. ধানের ক্ষেতে বাতাস বয়ে গেলে ধানের শীর্ষ একই জায়গায় থেকে শীর্ষের উপর দিয়ে ঢেউ এগিয়ে যায়। কারণ-
i. শীর্ষ পর্যাবৃত্ত গতি লাভ করে
ii. শীর্ষগুলোর স্থায়ী স্থানান্তর ঘটে
iii. শীর্ষগুলোর স্পন্দন বায়ু প্রবাহের লম্বদিকে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৮. গতির সামগ্রিক অবস্থা হচ্ছে কণার গতির- i. দিক ii. বেগ iii. ত্বরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৯. হাফিজ পুকুরের পাড়ে দাঁড়িয়ে জোরে শব্দ করলে 1.8s পর ঐ শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। ঐ স্থানে বায়ুতে শব্দের বেগ 350ms-1 হলে পুকুরের প্রশস্ততা হবে-
i. 315m
ii. 0.315km
iii. 0.0315km
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬০. শব্দোত্তর তরঙ্গের ব্যবহার কোনটি?
Ο ক) মোটরের যন্ত্রপাতি পরিষ্কার করা
Ο খ) ভাইরাস ধ্বংস করা
Ο গ) রোগ নির্ণয় ও চিকিৎসা
Ο ঘ) শব্দ দূষণ হ্রাস করা
সঠিক উত্তর: (গ)
৩৬১. কোনটি যান্ত্রিক তরঙ্গ?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) তাপ তরঙ্গ
Ο গ) তাড়িতচৌম্বক তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে-
i. মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়
ii. মাধ্যমের ঘনত্ব একবার বৃদ্ধি এবং একবার হ্রাস পায়
iii. একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬৩. তরঙ্গায়িত কণার গতির দিক, সরণ, বেগ এবং ত্বরণ ইত্যাদি কার মাধ্যমে প্রকাশ পায়?
Ο ক) বিস্তার
Ο খ) দশা
Ο গ) তরঙ্গবেগ
Ο ঘ) কম্পাংক
সঠিক উত্তর: (খ)
৩৬৪. বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) উপবৃত্তাকার গতি
Ο গ) বৃত্তাকার গতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩৬৫. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে-
i. কঠিন মাধ্যমে সৃষ্টি হয়
ii. একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গাপাদ নিয়ে সৃষ্টি হয়
iii. সংকোচন ও প্রসারণের মাধ্যমে সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৬. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) তৈল ও গ্রীজ
Ο খ) সাবান ও ব্রাশ
Ο গ) ডিটারজেন্ট
Ο ঘ) শব্দোত্তর তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. কোন তরঙ্গ কর্তৃক 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটি?
Ο ক) f/λ
Ο খ) vp
Ο গ) λ/v
Ο ঘ) fλ
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. আমরা শব্দ শুনতে পাই না শব্দ উৎসের কম্পাঙ্ক-
i. 20Hz এর কম হলে
ii. 20000Hz এর বেশি হলে
iii. 20Hz থেকে 20000 Hz এর মধ্যে থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৯. তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা-
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) স্থির থাকে অথবা হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)
৩৭০. স্প্রিং এর সংকোচন প্রসারণের গতি- i. রৈখিক ii. পর্যাবৃত্ত iii. স্পন্দন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 00
Ο খ) 450
Ο গ) 900
Ο ঘ) 1800
সঠিক উত্তর: (গ)
৩৭২. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কম্পনের দিক হলো-
i. উত্তর দিকে
ii. দক্ষিণ দিকে
iii. পশ্চিম দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭৩. কোনো তরঙ্গের বেগ অপরিবর্তিত অবস্থায় কম্পাঙ্ক কমলে কিরূপ হবে?
Ο ক) তরঙ্গদৈর্ঘ্য কমবে
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য বাড়বে
Ο গ) তরঙ্গদৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে
Ο ঘ) বিস্তার কমে যাবে
সঠিক উত্তর: (খ)
৩৭৪. 300Hz কম্পাঙ্কে স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.5m হলে, বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত?
Ο ক) 4.5ms-1
Ο খ) 50ms-1
Ο গ) 200ms-1
Ο ঘ) 450ms-1
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কেমন?
Ο ক) পরস্পরের সমানুপাতিক
Ο খ) পরস্পরের ব্যস্তানুপাতিক
Ο গ) পরস্পরের বর্গমূলের সমানুপাতিক
Ο ঘ) পরস্পরের ঘনমূলের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৩৭৬. পানির কণার আন্দোলনের ফলে পানির কণাসমূহে কোন শক্তির সৃষ্টি হয়?
Ο ক) যান্ত্রিক
Ο খ) রাসায়নিক
Ο গ) তাপ
Ο ঘ) আলোক
সঠিক উত্তর: (ক)
৩৭৭. কিডনীর ছোট পাথর ধ্বংস করার জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) বৈজ্ঞানিক হাতুড়ি
Ο খ) লেজার রশ্মি
Ο গ) শব্দোত্তর তরঙ্গ
Ο ঘ) সিজার
সঠিক উত্তর: (গ)
৩৭৮. অল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. কোন কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়?
Ο ক) প্রতিফলন
Ο খ) প্রতিসরণ
Ο গ) উপরিপাতন
Ο ঘ) সমপাতন
সঠিক উত্তর: (ক)
৩৮০. সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার গতিপথ কীরূপ হয়?
Ο ক) সর্বদা সরলরৈখিক হয়
Ο খ) সর্বদা বৃত্তাকার হয়
Ο গ) সর্বদা উপবৃত্তকার হয়
Ο ঘ) যেকোনো রূপ হতে পারে
সঠিক উত্তর: (ক)
৩৮১. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিস্কার করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তৈল ও গ্রীজ
Ο খ) সাবান ও ব্রাশ
Ο গ) শব্দের তরঙ্গ
Ο ঘ) শব্দোত্তর তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. প্রতি সেকেন্ড একটি বস্তু কমপক্ষে কয়বার কাঁপলে শব্দ সৃষ্টি হয়?
Ο ক) 10 বার
Ο খ) 12 বার
Ο গ) 20 বার
Ο ঘ) 25 বার
সঠিক উত্তর: (গ)
৩৮৩. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও বায়বীয়
সঠিক উত্তর: (ক)
৩৮৪. কোনো গতিশীল বস্তুকণা যদি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে কী বলে?
Ο ক) স্পন্দন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) সঞ্চালন গতি
Ο ঘ) সরল গতি
সঠিক উত্তর: (খ)
৩৮৫. ঘড়ির কাঁটার গতি এবং বৈদ্যুতিক পাখার গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. অপর্যাবৃত্ত গতি
iii. বৃত্তাকার গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮৬. মানুষের শ্রাব্যতার সীমা নিচের কোনটি?
Ο ক) শব্দের উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ এর কম
Ο খ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০০০০ এর কম
Ο গ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ থেকে ২০০০০
Ο ঘ) শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ এর বেশি
সঠিক উত্তর: (গ)
৩৮৭. একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে কী বলে?
Ο ক) সুর
Ο খ) স্বর
Ο গ) সমমেল
Ο ঘ) সলো
সঠিক উত্তর: (গ)
৩৮৮. অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) সংকোচন ও প্রসারণ নিয়ে গঠিত
Ο খ) কণাগুলো স্পন্দনের সমান্তরালে চলে
Ο গ) মাধ্যম ছাড়া চলতে পারে না
Ο ঘ) তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে
সঠিক উত্তর: (ঘ)
৩৮৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. কম্পামান বস্তু শব্দ সৃষ্টি করে
ii. তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণার সংকোচন ও প্রসারণ হয়
iii. কম্পন থেমে যাওয়ার পরও কিছুক্ষণ শব্দ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯০. আড় তরঙ্গের ক্ষেত্রে কোনো তরঙ্গের সর্বনিম্ন বিন্দুগুলোরকে কী বলে?
Ο ক) তরঙ্গ মুখ
Ο খ) তরঙ্গপাদ
Ο গ) তরঙ্গশীর্ষ
Ο ঘ) তরঙ্গ বেগ
সঠিক উত্তর: (খ)
৩৯১. 20,000Hz এর বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পারে কোন প্রাণী?
Ο ক) মানুষ
Ο খ) বিড়াল
Ο গ) কুকুর
Ο ঘ) বাঘ
সঠিক উত্তর: (গ)
৩৯২. কম্পাঙ্কের একক- i. Hz ii. s-1 iii. সাইকেল/সে. নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৩. সরল দোলকের গতি স্পন্দন গতি হিসেবে বিবেচনা করা হয় কেন?
Ο ক) নির্দিষ্ট বিন্দুর চারদিকে চক্রাকারে ঘুরে বলে
Ο খ) সর্বদা এটি বক্রপথে চলে বলে
Ο গ) সর্বদা এটি সরলপথে চলে বলে
Ο ঘ) নির্দিষ্ট সময় পর পর এর গতি বিপরীতমুখী হওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. প্রাবল্য ও তীক্ষ্মতা যুক্ত শব্দের মধ্যে পার্থক্য বুঝা যায়-
i. বেগ দ্বারা
ii. গুণ দ্বারা
iii. জাতি দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৫. স্প্রিং এর সংকোচন প্রসারণ কোন ধরনের গতি?
Ο ক) রৈখিক পর্যাবৃত্ত গতি
Ο খ) বৃত্তাকার ঘূর্ণন গতি
Ο গ) বৃত্তাকার পর্যাবৃত্ত গতি
Ο ঘ) রৈখিক গতি
সঠিক উত্তর: (ক)
৩৯৬. শ্রুতিকটু শব্দের বৈশিষ্ট্য-
i. অনিয়মিত কম্পন
ii. অপর্যাবৃত্ত কম্পন
iii. তীব্রতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৭. একটি বস্তু বাতাসে 1700Hz এ শব্দ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?
Ο ক) 0.2ms-1
Ο খ) 5.0ms-1
Ο গ) 5.0m
Ο ঘ) 0.2m
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. কোথা থেকে মেঘের গুড় গুড় শব্দের উৎপত্তি হয়?
Ο ক) শব্দের প্রতিধ্বনি থেকে
Ο খ) শব্দের প্রতিফলন থেকে
Ο গ) শব্দ তরঙ্গ থেকে
Ο ঘ) শব্দের সঞ্চারণ থেকে
সঠিক উত্তর: (ক)
৩৯৯. পানির উচ্চতা h সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে?
Ο ক) 13.40cm
Ο খ) 13.40m
Ο গ) 3.4m
Ο ঘ) 3.4cm
সঠিক উত্তর: (খ)
৪০০. কোন বস্তুটি প্রতিধ্বনি সৃষ্টির জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Ο ক) কঠিন তল
Ο খ) মানুষের কান
Ο গ) পানিপূর্ণ গামলা
Ο ঘ) একটি প্রশস্ত কার্পেট
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics