এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. কোন তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন?
Ο ক) পানিতে সৃষ্ট তরঙ্গ
Ο খ) আলোক তরঙ্গ
Ο গ) বেতার তরঙ্গ
Ο ঘ) তাপ তরঙ্গ
সঠিক উত্তর: (ক)

৩০২. উৎস থেকে শব্দ সৃষ্টি হলে তা কোন আকারে চারদিকে ছড়িয়ে পড়ে?
Ο ক) পর্যায়ক্রমিকভাবে
Ο খ) বৃত্তাকার আকারে
Ο গ) অনুপ্রস্থ তরঙ্গ আকারে
Ο ঘ) অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে
সঠিক উত্তর: (ঘ)

৩০৩. তীক্ষ্মতার অপর নাম কী?
Ο ক) প্রাবল্য
Ο খ) জাতি
Ο গ) পীচ
Ο ঘ) বিস্তার
সঠিক উত্তর: (গ)

৩০৪. 1700Hz কম্পাংকবিশিষ্ট শব্দের বেগ বাতাসে 340ms-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) 20m
Ο খ) 20cm
Ο গ) 10m
Ο ঘ) 10cm
সঠিক উত্তর: (খ)

৩০৫. বাদুড়ের শ্রাব্যতার উর্ধ্বসীমা কত?
Ο ক) প্রায় 3,500Hz
Ο খ) প্রায় 45,000Hz
Ο গ) প্রায় 1,00,000Hz
Ο ঘ) প্রায় 10,000Hz
সঠিক উত্তর: (গ)

৩০৬. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. স্প্রিং এর গতি রৈখিক পর্যাবৃত্ত গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি বৃত্তাকার পর্যাবৃত্ত গতি
iii. সরল দোলকের গতি উপবৃত্তাকার গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০৭. যে শব্দের কম্পাঙ্ক ২০ এর কম তাকে কী বলে?
Ο ক) আলট্রাসনিক
Ο খ) সুপারসনিক
Ο গ) ইনফ্রাসনিক
Ο ঘ) হারমোনিক
সঠিক উত্তর: (গ)

৩০৮. 280Hz ও 840Hz কম্পাঙ্কের দুটি সুরশলাকা থেকে শব্দ নিঃসৃত হয়। এক্ষেত্রে-
i. সুরশলাকাদ্বয়ের পর্যায়কালের অনুপাত 1/6
ii. সুরশলাকা দুটি থেকে নিঃসৃত শব্দের তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত 3:1
iii. যে সময়ে প্রথম সুরশলাকাটি 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেই সময়ে দ্বিতীয় সুরশলাকাটি 6টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০৯. শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে?
Ο ক) মাধ্যমের চাপ
Ο খ) মাধ্যমের আয়তন
Ο গ) মাধ্যমের তাপমাত্রা
Ο ঘ) মাধ্যমের আকার
সঠিক উত্তর: (গ)

৩১০. শব্দ দূষণ প্রতিরোধে করণীয় কী?
Ο ক) গাড়ি চালানো বন্ধ করা
Ο খ) হর্ণ ব্যবহার না করা
Ο গ) আইন প্রণয়ন ও জনগণকে সচেতন করা
Ο ঘ) মাইক বন্ধ করে দেয়া
সঠিক উত্তর: (গ)

৩১১. তরঙ্গের গতিপথের কোনো একটি বিন্দুকে প্রতি সেকেন্ডে যতগুলো তরঙ্গ অতিক্রম করে তাকে কী বলে?
Ο ক) পর্যায়কাল
Ο খ) দোলন
Ο গ) স্পন্দন সংখ্যা
Ο ঘ) কম্পাংক
সঠিক উত্তর: (ঘ)

৩১২. শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত?
Ο ক) 20000Hz এর চেয়ে বেশি
Ο খ) 2000Hz এর চেয়ে বেশি
Ο গ) 200000Hz এর চেয়ে বেশি
Ο ঘ) 200Hz এর চেয়ে বেশি
সঠিক উত্তর: (ক)

৩১৩. শব্দোত্তর তরঙ্গের কম্পাংক কত?
Ο ক) 20,000Hz এর চেয়ে বেশি
Ο খ) 2000 Hz এর চেয়ে বেশি
Ο গ) 200,000Hz এর চেয়ে বেশি
Ο ঘ) 20Hz এর চেয়ে বেশি
সঠিক উত্তর: (ক)

৩১৪. পানির তরঙ্গ কম্পনের দিকের সাথে কত কোণে অগ্রসর হয়?
Ο ক) 900
Ο খ) 1800
Ο গ) 1300
Ο ঘ) 1500
সঠিক উত্তর: (ক)

৩১৫. শব্দ তরঙ্গের বেগ নির্ভর করে-
i. মাধ্যমের প্রকৃতির ওপর
ii. মাধ্যমের তাপমাত্রার ওপর
iii. মাধ্যমের আর্দ্রতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১৬. শব্দোত্তর তরঙ্গের ব্যবহার হচ্ছে-
i. সমুদ্রের গভীরতা নির্ণয়ে
ii. ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে
iii. রোগ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১৭. 00C তাপমাত্রায় একটি ঘরের আয়তন 10m20m25m। তাহলে-
i. ঘরের মধ্যে শব্দ উৎপন্ন করলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যেতে পারে
ii. ঘরের মধ্যে বায়ু না থাকলে প্রতিধ্বনি শোনা যাবে না
iii. ঘরের কেবল তিনটি তলে শব্দের প্রতিফলন ঘটা সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১৮. নিচের কোনটির সাহায্যে রোগ নির্ণয় করা হয়?
Ο ক) Photocopy
Ο খ) Ultrasonography
Ο গ) Printing
Ο ঘ) Micology
সঠিক উত্তর: (খ)

৩১৯. এক হার্জ সমান কোনটি?
Ο ক) 3.14s-1
Ο খ) 2s-1
Ο গ) 1s-1
Ο ঘ) 1s-2
সঠিক উত্তর: (গ)

৩২০. ঘড়ির কাঁটার গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয় কেন?
Ο ক) নির্দিষ্ট সময় পর পর এর গতি বিপরীতমূখী হওয়ায়
Ο খ) নির্দিষ্ট সময় পর পর এর গতি একই দিকে হওয়ায়
Ο গ) নির্দিষ্ট সময় পর পর এটি ডানদিকে দোল দেয়
Ο ঘ) নির্দিষ্ট সময় পর পর এটি বামদিকে দোল দেয়
সঠিক উত্তর: (খ)

৩২১. বাতাসের চেয়ে পানিতে শব্দ প্রায় কতগুণ দ্রুত চলে?
Ο ক) তিনগুণ
Ο খ) পনের গুণ
Ο গ) পাঁচগুণ
Ο ঘ) চারগুণ
সঠিক উত্তর: (ঘ)

৩২২. তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের দ্রুতি 332ms-1 হলে 300C তাপমাত্রায় শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত?
Ο ক) 0ms-1
Ο খ) 332ms-1
Ο গ) 344ms-1
Ο ঘ) 350ms-1
সঠিক উত্তর: (ঘ)

৩২৩. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) বিস্তার
Ο গ) দশা
Ο ঘ) স্পন্দন
সঠিক উত্তর: (গ)

৩২৪. চোখে দেখা যায় এমন তরঙ্গ কোনটি?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) পানি তরঙ্গ
Ο গ) আলোক তরঙ্গ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)

৩২৫. শব্দের তীব্রতার একক কী?
Ο ক) Wm
Ο খ) Wm-1
Ο গ) Wm-2
Ο ঘ) Wm-1m
সঠিক উত্তর: (গ)

৩২৬. বড় বড় হলঘরের দেয়ালে নরম ও অসমতল জিনিস ব্যবহার করা হয়। কারণ-
i. এতে শব্দ ভালো প্রতিফলিত হতে পারে না
ii. গোলমাল হ্রাস পায়
iii. শব্দ শোষিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩২৭. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৬ টি
সঠিক উত্তর: (ক)

৩২৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন
ii. তাড়িত চোম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না
iii. মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২৯. তরঙ্গকে মোট কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৩৩০. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের দ্রুতি-
i. কমে যায়
ii. বেড়ে যায়
iii. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৩১. তুন্দ্রা অঞ্চলে কোন এক স্থানে এক দিনের তাপমাত্রা 270K, স্বাভাবিক চাপে সেখানে বায়ুতে শব্দের দ্রুতি কত?
Ο ক) 332ms-1
Ο খ) 332.6ms-1
Ο গ) 330.2ms-1
Ο ঘ) 333.8ms-1
সঠিক উত্তর: (গ)

৩৩২. শব্দ উৎসের কম্পাঙ্ক কত হলে আমরা সে শব্দ শুনতে পাই?
Ο ক) 20Hzএর নিচে
Ο খ) যেকোনো কম্পাঙ্কের
Ο গ) 20Hz থেকে 20,000Hz এর মধ্যে
Ο ঘ) 20000Hz এর বেশি
সঠিক উত্তর: (গ)

৩৩৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো- i. f=1/T ii. v=fλ iii. λ=v/f নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩৪. একটি বস্তু প্রতি ঘন্টায় 54000 টি কম্পন সম্পন্ন করলে এর কম্পাঙ্ক কত?
Ο ক) 10Hz
Ο খ) 15Hz
Ο গ) 20Hz
Ο ঘ) 25Hz
সঠিক উত্তর: (খ)

৩৩৫. শব্দোত্তর কম্পাঙ্ক শুনতে পায়- i. বাদুর ii. মানুষ iii. মৌমাছি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৩৬. শব্দের তীব্রতার প্রচলিত একক কোনটি?
Ο ক) ডেসিবেল
Ο খ) সেন্টিবেল
Ο গ) কিলোবেল
Ο ঘ) মেগাবেল
সঠিক উত্তর: (ক)

৩৩৭. শব্দোত্তর শব্দ নিম্নের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
Ο ক) দাঁতের স্কেলিং করতে
Ο খ) দাঁতের ময়লা পরিস্কার করতে
Ο গ) দাঁতের ফিলিং করতে
Ο ঘ) দাঁতের রুট ক্যানেল করতে
সঠিক উত্তর: (ক)

৩৩৮. 2500Hz কম্পাঙ্কে কম্পিত কোনো শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) 0.133m
Ο খ) 0.0133m
Ο গ) 1.330m
Ο ঘ) 13.30m
সঠিক উত্তর: (ক)

৩৩৯. বায়ু মাধ্যমে A ও B সুরশলাকা দুটি দ্বারা সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 50cm ও 70cm. A সুরশলাকার কম্পাঙ্ক 350Hz হলে B সুরশলাকার কম্পাঙ্ক হবে-
i. 250Hz
ii. 250s-1
iii. 350Hz
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৪০. তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হলো-
i. v fλ=1
ii. v=fλ
iii. v=f/λ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪১. 280Hz ও 840 Hz কম্পাঙ্কের দুটি সুর শলাকা থেকে শব্দ নিঃসৃত হয়। এক্ষেত্রে
i. সুর শলাকা থেকে নিঃসৃত শব্দের তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত 1:6
ii. সুর শলাকা থেকে নিঃসৃত শব্দের পর্যায়কালের অনুপাত 1:3
iii. যে সময়ে প্রথম সুর শলাকা 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেই সময়ে দ্বিতীয় সুর শলাকাটি 6টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪২. শব্দের বেগ-
i. কঠিন মাধ্যমের চেয়ে বায়ু মাধ্যমে কম
ii. তরল মাধ্যমের চেয়ে বায়ু মাধ্যমে বেশি
iii. তরল মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৩. শব্দ তরঙ্গ- i. আড় তরঙ্গ ii. লম্বিক তরঙ্গ iii. যান্ত্রিক তরঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৪৪. শব্দোত্তর তরঙ্গ উৎপন্ন হয়-
i. পারমাণবিক বিস্ফোরণে
ii. আলট্রাসনোগ্রাফি যন্ত্রে
iii. আধুনিক ওয়াশিং মেশিনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৪৫. কী কারণে শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়?
Ο ক) প্রতিসরণ
Ο খ) সঙ্কোচন
Ο গ) প্রতিফলন
Ο ঘ) বিচ্ছুরণ
সঠিক উত্তর: (গ)

৩৪৬. কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) তাড়িত চৌম্বক তরঙ্গ
Ο গ) বেতার তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

৩৪৭. ওয়াশিং মেশিনে কাপড়ের ময়লা পরিষ্কার করে-
i. শব্দোত্তর কম্পন
ii. শব্দেতর কম্পন
iii. আলট্রাসোনিক কম্পন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. কম্পাঙ্কের একক s-1
ii. পর্যায়কালের একক s
iii. তরঙ্গ দৈর্ঘ্যের একক ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৪৯. কোনটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ নয়?
Ο ক) বেতার তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) তাপ তরঙ্গ
Ο ঘ) আলোক তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

৩৫০. কোনো তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায়-
i. পর্যায়কাল কমে গেলে
ii. এর তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে
iii. এর বিস্তার বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post