এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. যান্ত্রিক তরঙ্গ উদ্ভব হয়-
i. কঠিন মাধ্যমে
ii. তরল মাধ্যমে
iii. বায়ু মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫২. বায়ুর মধ্যদিয়ে শব্দ কোন দিকে সঞ্চালিত হয়?
Ο ক) যেকোনো একদিকে
Ο খ) শুধু শ্রোতার দিকে
Ο গ) উৎসের দিকে
Ο ঘ) উৎস থেকে চারদিকে
সঠিক উত্তর: (ঘ)

২৫৩. লোহার একটি ফাঁকা নলের এক প্রান্তে হাতুড়ি দিয়ে একবার আঘাত করে অপর প্রান্তে কান রাখলে দুবার শব্দ শোনা যায়। কারণ-
i. ফাঁকা নলের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়
ii. বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ দ্রুত চলে
iii. লোহার মধ্য দিয়ে শব্দ অন্য প্রান্তে পৌঁছার কিছুক্ষণ পরে বায়ুর মধ্য দিয়ে পুনরায় পৌঁছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৫৪. বজ্রপাতে সময় আলোর ঝলক দেখার বেশ কিছু সময় পর মেঘের গর্জন শোনা যায় কেন?
Ο ক) আলোর বেগ শব্দের বেগের চেয়ে কম
Ο খ) শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম
Ο গ) শব্দের চাইতে আলো মস্তিষ্কে অনুভূতি সৃষ্টির ক্ষমতা বেশি
Ο ঘ) শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি
সঠিক উত্তর: (খ)

২৫৫. কোন ধরনের বায়ুতে শব্দের বেগ বেশি?
Ο ক) শুষ্ক বায়ু
Ο খ) ভেজা বায়ু
Ο গ) হাল্কা বায়ু
Ο ঘ) শীতল বায়ু
সঠিক উত্তর: (খ)

২৫৬. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. স্প্রিং এর সংকোচন ও প্রসারণের গতি রৈখিক পর্যাবৃত্ত গতি
ii. ঘড়ির কাঁটার গতি উপবৃত্তাকার পর্যাবৃত্ত গতি
iii. বৈদ্যুতিক পাখার গতি বৃত্তাকার পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৫৭. আলোর ক্ষেত্রে ঘটে- i. অপবর্তন ii. ব্যতিচার iii. সমবর্তন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫৮. শব্দ কোন ধরনের তরঙ্গ?
Ο ক) তির্যক তরঙ্গ
Ο খ) তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
Ο গ) অনুদৈর্ঘ্য তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

২৫৯. 20Hz এর কম বা 20000 Hz এর বেশি কম্পাঙ্কের তরঙ্গ হলো-
i. শব্দোত্তর তরঙ্গ
ii. শব্দেতর তরঙ্গ
iii. আলোক তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬০. শব্দ সঞ্চালনের জন্য কিরূপ মাধ্যম প্রযোজন?
Ο ক) অস্থিতিস্থাপক
Ο খ) অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক
Ο গ) বায়বীয়
Ο ঘ) কঠিন
সঠিক উত্তর: (খ)

২৬১. নিচের কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন?
Ο ক) যান্ত্রিক তরঙ্গ
Ο খ) তাড়িতচৌম্বক তরঙ্গ
Ο গ) বেতার তরঙ্গ
Ο ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (ক)

২৬২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. তরঙ্গ দৈর্ঘ্যকে λ দ্বারা প্রকাশ করা হয়
ii. কম্পাঙ্ককে f দ্বারা প্রকাশ করা হয়
iii. পর্যায়কালকে T দ্বারা প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৩. নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ নয়?
Ο ক) স্প্রিং এর তরঙ্গ
Ο খ) পানির তরঙ্গ
Ο গ) তাপ তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (ক)

২৬৪. শব্দের বেগ নির্ভর করে-
i. মাধ্যমের প্রকৃতির ওপর
ii. মাধ্যমের তাপমাত্রার ওপর
iii. মাধ্যমের আর্দ্রতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৫. একটি কাঁসার বাসন মেঝেতে পড়ে গেলে শব্দ তৈরি করে। বাসনটিকে হাত দিয়ে চেপে ধরলে-
i. শব্দ থেকে যায়
ii. কম্পন থেমে যায়
iii. প্রতিধ্বনি থেমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৬. 1 সেকেন্ড সম্পন্ন পূর্ণস্পন্দন সংখ্যাকে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) দোলনকালে
Ο গ) বিস্তার
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর: (ক)

২৬৭. 300C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য নূন্যতম দৈর্ঘ্য কত হতে হবে?
Ο ক) 16.6m
Ο খ) 17m
Ο গ) 17.5m
Ο ঘ) 18m
সঠিক উত্তর: (গ)

২৬৮. 00C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য-
i. নূন্যতম 1/10 সেকেন্ড সময় ব্যবধান প্রয়োজন
ii. উৎস হতে প্রতিফলকের নূন্যতম দূরত্ব 16.6m
iii. কমপক্ষে শব্দানুভূতির স্থায়িত্বকালের সমান সময় প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৯. শব্দোত্তর কম্পাঙ্ক উৎপন্ন করতে পারে- i. বাদুর ii. কুকুর iii. মৌমাছি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭০. কোনটির মধ্য দিয়ে শব্দ দ্রুত চলে?
Ο ক) বায়বীয় মাধ্যমে
Ο খ) কঠিন মাধ্যমে
Ο গ) তরল মাধ্যমে
Ο ঘ) ভ্যাকিউয়ামে
সঠিক উত্তর: (খ)

২৭১. কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) যান্ত্রিক তরঙ্গ
Ο গ) তাড়িত চৌম্বক তরঙ্গ
Ο ঘ) পানির তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

২৭২. 200C তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ?
Ο ক) 3.54 গুণ
Ο খ) 4.54 গুণ
Ο গ) 5.54 গুণ
Ο ঘ) 6.54 গুণ
সঠিক উত্তর: (ক)

২৭৩. সরযুক্ত শব্দের তীক্ষ্মতা দিয়ে একই প্রাবল্যের যেসব সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তা হচ্ছে-
i. তীব্রতা
ii. তীক্ষ্মতা
iii. চড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৭৪. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দ 33.2m দূরত্ব অতিক্রম করে কত সময়ে-
Ο ক) 1 সেকেন্ডে
Ο খ) 0.1 সেকেন্ডে
Ο গ) 0.001 সেকেন্ডে
Ο ঘ) 60 সেকেন্ডে
সঠিক উত্তর: (খ)

২৭৫. নিক্ষিপ্ত কোনো ঢিলের পুকুরের পানি স্পর্শ করার পর কী ঘটবে?
Ο ক) পানি কণার সাম্যাবস্থানকে মাঝখানে রেখে সমান্তরালভাবে অগ্রসর হয়
Ο খ) পানি কণার সাম্যাবস্থান স্থির না থেকে সমান্তরালভাবে অগ্রসর হয়
Ο গ) পানি কণা সাম্যাবস্থানকে মাঝখানে রেখে উপরে নিচে পর্যাবৃত্ত গতিতে দুলতে থাকে
Ο ঘ) পানি কণার সাম্যাব্স্থান স্থিতিশীল না থেকে পর্যাবৃত্ত গতিতে অগ্রসর হয়
সঠিক উত্তর: (গ)

২৭৬. তরঙ্গদৈর্ঘ্যের একক কী?
Ο ক) ms-3
Ο খ) Hz
Ο গ) M
Ο ঘ) cycle/s
সঠিক উত্তর: (গ)

২৭৭. বাদুরের শ্রাব্যতার উর্ধ্বসীমা কত?
Ο ক) 1000Hz
Ο খ) 10000Hz
Ο গ) 100000Hz
Ο ঘ) 1000000Hz
সঠিক উত্তর: (গ)

২৭৮. 200C তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ কত?
Ο ক) 5130ms-1
Ο খ) 5301ms-1
Ο গ) 5013ms-1
Ο ঘ) 5031ms-1
সঠিক উত্তর: (ক)

২৭৯. কোন বস্তুর মধ্য দিয়ে শব্দ বায়ুর চেয়ে 15 গুণ দ্রুত চলে?
Ο ক) লোহা
Ο খ) পানি
Ο গ) কাঠ
Ο ঘ) রাবার
সঠিক উত্তর: (ক)

২৮০. কম্পমান সুরশলাকার গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. বৃত্তীয় গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮১. কম্পাঙ্কের একক হচ্ছে- i. Hz ii. s-1 iii. s নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. যেকোনো মুহুর্তের গতির সম্যক অবস্থাই দশা
ii. অনুদৈর্ঘ্য তরঙ্গের উর্ধ্বচূড়া ও নিম্নচূড়ায় দশা একই
iii. অনুপ্রস্থ তরঙ্গের উর্ধ্বচূড়া ও নিম্নচূড়ার দশা একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮৩. তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কোনটি?
Ο ক) v=fλ
Ο খ) v=l/f
Ο গ) v=f/λ
Ο ঘ) v/λ=1
সঠিক উত্তর: (ক)

২৮৪. শব্দেতর কম্পনের সৃষ্টি হয়-
i. কথা বলার সময়
ii. ভূমিকম্পের সময়
iii. পারমাণবিক বিস্ফোরণের সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮৫. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি?
Ο ক) প্রাবল্য
Ο খ) তীক্ষ্মতা
Ο গ) জাতি
Ο ঘ) বিস্তার
সঠিক উত্তর: (ঘ)

২৮৬. তরঙ্গ দ্বারা কোনটি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়?
Ο ক) ত্বরণ
Ο খ) শক্তি
Ο গ) ক্ষমতা
Ο ঘ) মাধ্যমের কণা
সঠিক উত্তর: (খ)

২৮৭. সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে কী বলে?
Ο ক) তীক্ষ্মতা
Ο খ) তীব্রতা
Ο গ) গুণ
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (ক)

২৮৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড
ii. প্রতিফলনের জন্যই প্রতিধ্বনি সৃষ্টি হয়
iii. দর্পণের 5m সামনে দাড়িয়ে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮৯. পুরুষের গলার স্বর মোটা কেন?
Ο ক) গলার স্বরের কম্পাঙ্ক কম
Ο খ) গলার স্বরের কম্পাঙ্ক বেশি
Ο গ) ভোকাল কর্ড দৃঢ় থাকে না
Ο ঘ) স্বরতন্ত্রী দৃঢ় থাকে না
সঠিক উত্তর: (ক)

২৯০. প্রাবল্য ও তীক্ষ্মতা যুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝায় কোনটি?
Ο ক) তীব্রতা
Ο খ) পীচ
Ο গ) বিস্তার
Ο ঘ) গুণ
সঠিক উত্তর: (ঘ)

২৯১. জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) যান্ত্রিক তরঙ্গ
Ο খ) পর্যাবৃত্ত তরঙ্গ
Ο গ) তাড়িত চৌম্বক তরঙ্গ
Ο ঘ) চৌম্বক তরঙ্গ
সঠিক উত্তর: (ক)

২৯২. নারী ও শিশুর গলার স্বর তীক্ষ্ম কেন?
Ο ক) গলার স্বরের কম্পাঙ্ক কম
Ο খ) গলার স্বরের কম্পাঙ্ক বেশি
Ο গ) ভোকালকর্ড দৃঢ় থাকে
Ο ঘ) স্বরতন্ত্রী দৃঢ় থাকে
সঠিক উত্তর: (খ)

২৯৩. শব্দ সঞ্চারণের জন্য কিরূপ মাধ্যমে প্রয়োজন?
Ο ক) বিচ্ছিন্ন স্থিতিস্থাপক
Ο খ) অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক
Ο গ) বিচ্ছিন্ন অস্থিতিস্থাপক
Ο ঘ) অবিচ্ছিন্ন অস্থিতিস্থাপক
সঠিক উত্তর: (খ)

২৯৪. তরঙ্গ দ্বারা একস্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয়-
Ο ক) তাপ
Ο খ) শক্তি
Ο গ) ভর
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (খ)

২৯৫. অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে কী বলে?
Ο ক) তরঙ্গশীর্ষ
Ο খ) তরঙ্গমুখ
Ο গ) তরঙ্গদৈর্ঘ্য
Ο ঘ) তরঙ্গপাদ
সঠিক উত্তর: (ঘ)

২৯৬. 1K তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ কত বৃদ্ধি পাবে?
Ο ক) 0.6cms-1
Ο খ) 60cms-1
Ο গ) 1/6cms-1
Ο ঘ) 6cms-1
সঠিক উত্তর: (খ)

২৯৭. বায়ুতে ও পানিতে 320Hz কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 3.9m এবং বায়ুতে শব্দের বেগ 352ms-1 হলে পানিতে শব্দের বেগ কত?
Ο ক) 1660ms-1
Ο খ) 1640ms-1
Ο গ) 1620ms-1
Ο ঘ) 1600ms-1
সঠিক উত্তর: (ঘ)

২৯৮. ছোট ঘরে শব্দের প্রতিধ্বনি না শোনা যাওয়ার কারণ-
i. শব্দ ও প্রতিফলিত শব্দের মধ্যবর্তী সময় 1/10 সেকেন্ডের কম
ii. উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.6m এর কম
iii. ছোট ঘরে বায়ুস্তরের পরিমাণ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯৯. তরঙ্গের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে-
i. সব তরঙ্গেই শক্তি সঞ্চার করলেও তথ্য সঞ্চার করে না
ii. তরঙ্গ বেগ মাধ্যমের সব জায়গায় একই থাকে
iii. মাধ্যমের কণাগুলোর স্পন্দন শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে তরঙ্গাকারে সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩০০. ভ্যাকিউয়ামে শব্দের দ্রুতি কত?
Ο ক) 330ms-1
Ο খ) 280ms-1
Ο গ) 650ms-1
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post