এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. বস্তু থেকে শব্দ সৃষ্টির প্রধান কারণ কী?
Ο ক) কম্পন
Ο খ) প্রসারণ
Ο গ) সংকোচন
Ο ঘ) সংবাহন
সঠিক উত্তর: (ক)

১৫২. একটি শব্দ তরঙ্গ 2 মিনিট 40800m অতিক্রম করলে এর বেগ কত হবে?
Ο ক) 332ms-1
Ο খ) 335ms-1
Ο গ) 340ms-1
Ο ঘ) 350ms-1
সঠিক উত্তর: (গ)

১৫৩. তরঙ্গশীর্ষ কী?
Ο ক) অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
Ο খ) অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বনিম্ন বিন্দু
Ο গ) অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
Ο ঘ) অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দু
সঠিক উত্তর: (গ)

১৫৪. শব্দ শোনার জন্য-
i. উৎস ও শ্রোতার মাঝে জড় মাধ্যম থাকতে হবে
ii. উৎসের কম্পাঙ্ক 20Hz এর বেশি হতে হবে
iii. উৎসের কম্পাঙ্ক 20000Hz এর কম হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৫. তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে-
i. তরঙ্গ একস্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে
ii. তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ঘটে
iii. তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৬. তরঙ্গের বৈশিষ্ট্য-
i. তরঙ্গের বেগ ও মাধ্যমের কণাসমূহের স্পন্দনের বেগ একই থাকে
ii. তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে
iii. তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫৭. কম্পনের দিক উপর নিচ বা ডানে বামে হলে তরঙ্গের গতি কোন দিকে হবে?
Ο ক) উপর দিকে
Ο খ) নিচের দিকে
Ο গ) ডানের দিকে
Ο ঘ) অনুভূমিক দিকে
সঠিক উত্তর: (ঘ)

১৫৮. কোন যন্ত্রে শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ প্রেরণ ও গ্রহণের ব্যবস্থা থাকে?
Ο ক) ওয়াশিং মেশিন
Ο খ) SONAR
Ο গ) আল্ট্রাসোনোগ্রাম
Ο ঘ) এক্স-রে মেশিন
সঠিক উত্তর: (খ)

১৫৯. শ্রাব্যতার পাল্লা হলো-
i. 20Hz বা এর চেয়ে বেশি কম্পাঙ্ক
ii. 20000Hz বা এর চেয়ে কম কম্পাঙ্ক
iii. 20000Hz এর বেশি কম্পাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬০. শব্দের ক্ষেত্রে-
i. বস্তু কাপলেই শব্দ শোনা যায়
ii. শব্দের উৎস ও স্রোতার মাঝে মাধ্যমে আবশ্যক
iii. কম্পমান বস্তু শব্দের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬১. শব্দের বেগ-
i. তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে
ii. বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কমে
iii. কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬২. একটি স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে ছেড়ে দিলে এটি সংকোচন প্রসারণের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর আন্দোলিত হওয়ার সময়-
i. স্প্রিংটির বিভব শক্তি থাকবে
ii. স্প্রিংটির গতি শক্তি থাকবে
iii. স্প্রিং যান্ত্রিক শক্তি থাকবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬৩. শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের সাথে কীভাবে সম্পর্কিত?
Ο ক) বর্গমূলের সমানুপাতিক
Ο খ) বর্গের সমানুপাতিক
Ο গ) বর্গমূলের ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (খ)

১৬৪. পর্যাবৃত্ত গতি- i. বৃত্তাকার ii. উপবৃত্তাকার iii. সরলরৈখিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৫. অবিরাম তীব্র শব্দ-
i. মানসিক উত্তেজনা বাড়ায়
ii. মেজাজ খিটখিটে করে
iii. মানসিক প্রশান্তি আনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬৬. শব্দ উৎসের কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০ থেকে ২০০০০ এর মধ্যে থাকলে উৎপন্ন শব্দকে কী বলে?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) শ্রুত শব্দ
Ο গ) অবশ্রুত শব্দ
Ο ঘ) অতিশব্দ
সঠিক উত্তর: (খ)

১৬৭. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে
ii. ঘড়ির কাটার গতি পর্যাবৃত্ত গতি
iii. স্প্রিং এর সংকোচন ও প্রসারণের গতি পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৮. শুষ্ক বায়ুর চেয়ে ভিজা বায়ুতে শব্দের বেগ বেশি কেন?
Ο ক) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম হওয়ায়
Ο খ) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায়
Ο গ) বায়ুচাপ অপরিবর্তিত থাকায়
Ο ঘ) বায়ুর ঘনত্ব বৃদ্ধি পাওয়ায়
সঠিক উত্তর: (খ)

১৬৯. তাড়িতচোম্বক তরঙ্গের উৎপন্ন বা সঞ্চারণের জন্য-
Ο ক) মাধ্যমের প্রয়োজন হয়
Ο খ) মাধ্যমের প্রয়োজন হয় না
Ο গ) মাধ্যমের প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে
Ο ঘ) শূন্য মাধ্যমের প্রয়োজন
সঠিক উত্তর: (খ)

১৭০. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) স্থিতিস্থাপক
Ο ঘ) বায়বীয়
সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তুর পর্যায়কাল ২ সেকেন্ড হলে তার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কত সময় লাগবে?
Ο ক) 1 সেকেন্ড
Ο খ) 2 সেকেন্ড
Ο গ) 4 সেকেন্ড
Ο ঘ) 8 সেকেন্ড
সঠিক উত্তর: (খ)

১৭২. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটির পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কী বলা হয়?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) দশা
Ο গ) দোলনকাল
Ο ঘ) বিস্তার
সঠিক উত্তর: (গ)

১৭৩. শব্দ শোনার পর কত সেকেন্ডে মানুষের মস্তিস্কে স্থায়ী হয়?
Ο ক) 1 sec
Ο খ) 0.1 sec
Ο গ) 0.6 sec
Ο ঘ) 0.2 sec
সঠিক উত্তর: (খ)

১৭৪. সমুদ্র ও কূপের গভীরতা মাপতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) শব্দের প্রতিফলন
Ο খ) শব্দের প্রতিধ্বনি
Ο গ) শব্দের ব্যতিচার
Ο ঘ) আলোক তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

১৭৫. পারমাণবিক বোমার বিস্ফোরণে কী ধরনের শব্দ সৃষ্টি হয়?
Ο ক) শব্দোত্তর
Ο খ) শব্দেতর
Ο গ) 20-20000Hz কম্পাঙ্কের
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (খ)

১৭৬. শব্দের বেগের ক্ষেত্রে-
i. বায়ু মাধ্যমে শব্দের বেগ 332ms-1
ii. পানি মাধ্যমে শব্দের বেগ 1450ms-1
iii. লোহা মাধ্যমে শব্দের বেগ 5221ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৭. কোন তরঙ্গ ব্যবহার করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়?
Ο ক) শব্দোত্তর তরঙ্গ
Ο খ) শব্দেতর প্রতিধ্বনি
Ο গ) শব্দের ব্যতিচার
Ο ঘ) আলোক তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

১৭৮. 360C তাপমাত্রায় শব্দের বেগ বায়ুতে কত?
Ο ক) 332ms-1
Ο খ) 336.6ms-1
Ο গ) 342.6ms-1
Ο ঘ) 353.6ms-1
সঠিক উত্তর: (ঘ)

১৭৯. পানির কণার আন্দোলনের ফলে পানিতে সৃষ্ট যান্ত্রিক শক্তি কীভাবে সঞ্চালিত হয়?
Ο ক) কম্পনের মাধ্যমে
Ο খ) সংকোচনের মাধ্যমে
Ο গ) প্রসারণের মাধ্যমে
Ο ঘ) সংবহনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

১৮০. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে-
i. লম্বভাবে অগ্রসর হয়
ii. সমকোণে অগ্রসর হয়
iii. ৪৫০ কোণে অগ্রসর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮১. সুরযুক্ত শব্দ উৎপন্ন হয় উৎসের-
i. নিয়মিত কম্পনের ফলে
ii. পর্যাবৃত্ত কম্পনের ফলে
iii. অপর্যাবৃত্ত কম্পনের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮২. যে তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যম প্রয়োজন তাকে কী বলে?
Ο ক) আলোক তরঙ্গ
Ο খ) চুম্বক তরঙ্গ
Ο গ) তাড়িৎচৌম্বক তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

১৮৩. বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি?
Ο ক) রৈখিক পর্যাবৃত্ত গতি
Ο খ) বৃত্তাকার পর্যাবৃত্ত গতি
Ο গ) রৈখিক ঘূর্ণন গতি
Ο ঘ) রৈখিক গতি
সঠিক উত্তর: (খ)

১৮৪. কম্পাঙ্কের ক্ষেত্রে-
i. একে সাধারণত f দ্বারা প্রকাশ করা হয়
ii. এর এস.আই. একক হার্জ (Hz)
iii. 1Hz=1s-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮৫. 8K তাপমাত্রা পরিবর্তনের জন্য প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব কতটুকু পরিবর্তন হবে?
Ο ক) 0.48m
Ο খ) 4.8m
Ο গ) 2.4m
Ο ঘ) 0.24m
সঠিক উত্তর: (খ)

১৮৬. অনুদৈর্ঘ্য তরঙ্গের-
i. সংকোচন ও প্রসারণে প্রবাহ সামনের দিকে অগ্রসর
ii. কম্পন ও সঞ্চালনের দিক একই
iii. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গই অনুদৈর্ঘ্য তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮৭. শব্দের বেগ-
i. বায়ুর তাপমাত্রার সমানুপাতিক
ii. বায়ুর আর্দ্রতার ব্যস্তানুপাতিক
iii. বায়ুর আর্দ্রতার সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮৮. 10C বা 1K তাপমাত্রা বাড়লে বাতাসে শব্দের দ্রুতি কত বেড়ে যায়?
Ο ক) 0.6ms-1
Ο খ) 0.4ms-1
Ο গ) 0.8ms-1
Ο ঘ) 0.1ms-1
সঠিক উত্তর: (ক)

১৮৯. কম্পাঙ্ককে কী দ্বারা প্রকাশ করতে হয়?
Ο ক) k
Ο খ) P
Ο গ) T
Ο ঘ) f
সঠিক উত্তর: (ঘ)

১৯০. কোনটি মেজাজ খিটখিটে করে?
Ο ক) অবিরাম শব্দ
Ο খ) বাঁশির শব্দ
Ο গ) ঘুম
Ο ঘ) বেশি পরিমাণ পানি পান করলে
সঠিক উত্তর: (ক)

১৯১. কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চারিত হয় না?
Ο ক) কঠিন মাধ্যমে
Ο খ) তরল মাধ্যমে
Ο গ) বায়বীয় মাধ্যমে
Ο ঘ) ভ্যাকিউয়ামে
সঠিক উত্তর: (ঘ)

১৯২. তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
Ο ক) বিস্তার
Ο খ) দশা
Ο গ) স্পন্দন
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (ক)

১৯৩. শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) সুরবিহীন
Ο খ) নিয়মিত কম্পন
Ο গ) পর্যাবৃত্ত কম্পন
Ο ঘ) অনিয়মিত কম্পন
সঠিক উত্তর: (গ)

১৯৪. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে
ii. বায়ু মাধমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ জোরে চলে
iii. ফাঁপা নলের বাইরে ও ভিতর দিয়ে শব্দ তরঙ্গের দ্রুতি সমান হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৫. আড় তরঙ্গের ক্ষেত্রে কোনো তরঙ্গের সর্বোচ্চ বিন্দুগুলোর নাম কী?
Ο ক) তরঙ্গশীর্ষ
Ο খ) তরঙ্গপাদ
Ο গ) তরঙ্গ বেগ
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর: (ক)

১৯৬. বড় খালি ঘরের এক প্রান্তে ধ্বনি করলে কিছুক্ষণ পর সে শব্দ শোনা যায় কেন?
Ο ক) শব্দের প্রতিফলনের কারণে
Ο খ) শব্দের উপরিপাতনের কারণে
Ο গ) শব্দের প্রতিসরণের কারণে
Ο ঘ) শব্দের ব্যতিচারের কারণে
সঠিক উত্তর: (ক)

১৯৭. তরঙ্গের- i. প্রতিফলন ঘটে ii. প্রতিসরণ ঘটে iii. উপরিপাতন ঘটে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৮. শব্দোত্তর তরঙ্গের সাহায্যে-
i. কাপড়ের ময়লা পরিষ্কার করা যায়
ii. রোগ নির্ণয় করা যায়
iii. দাঁতের স্কেলিং করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৯. বৃত্তাকার পর্যাবৃত্ত গতি হলো-
i. ঘড়ির কাঁটার গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি
iii. সূর্যের চারিদিকে পৃথিবীর বার্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০০. নিচের বিবরণগুলো লক্ষ্য করো-
i. বাদুড়ের শ্রাব্যতার উর্ধ্বসীমা 100000Hz
ii. পানিতে শব্দের দ্রুতি 1450ms-1
iii. বায়ু অপেক্ষা পানিতে শব্দের দ্রুতি প্রায় চার গুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post