এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে কিভাবে থাকে?
Ο ক) সমান্তরালে
Ο খ) 450 কোণে
Ο গ) সমকোণে
Ο ঘ) যেকোনো কোণে
সঠিক উত্তর: (গ)

১০২. নিচের কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
Ο ক) পানিতে
Ο খ) বায়ুতে
Ο গ) অ্যালুমিনিয়ামে
Ο ঘ) ইস্পাতে
সঠিক উত্তর: (ঘ)

১০৩. 300C তাপমাত্রায় 0.25 সেকেন্ডে প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত?
Ο ক) 41.25m
Ο খ) 41.50m
Ο গ) 43.75m
Ο ঘ) 44.5m
সঠিক উত্তর: (গ)

১০৪. শব্দ তরঙ্গের ক্ষেত্রে সম্ভব-
i. প্রতিফলন
ii. প্রতিসরণ
iii. উপরিপাতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০৫. অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কিত তথ্য হলো-
i. মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়
ii. সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়
iii. সংকোচন ও প্রসারণগুলো ক্রমান্বয়ে ডান দিকে সরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০৬. পুরুষদের গলার স্বর মোট কিন্তু নারীদের কন্ঠস্বর চিকন কারণ-
i. পুরুষদের ভোকালকর্ড দৃঢ়
ii. নারীদের ভোকালকর্ড নরম
iii. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের স্বরযন্ত্র শক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৭. 1dB= কত Wm-2?
Ο ক) 0.083
Ο খ) 0.0083
Ο গ) 0.0083
Ο ঘ) 0.00083
সঠিক উত্তর: (খ)

১০৮. নির্দিষ্ট দিকে তরঙ্গের 5 সেকেন্ড 50 m সরণ হলে বেগ কত হবে?
Ο ক) 5ms-1
Ο খ) 10ms-1
Ο গ) 50ms-1
Ο ঘ) 250ms-1
সঠিক উত্তর: (খ)

১০৯. শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে?
Ο ক) প্রতিফলন
Ο খ) বিচ্ছুরণ
Ο গ) অপবর্তন
Ο ঘ) সমবর্তন
সঠিক উত্তর: (ক)

১১০. অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো-
i. আলোক তরঙ্গ
ii. শব্দ তরঙ্গ
iii. বেতার তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১১. সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) শব্দের ব্যতিচার
Ο খ) প্রতিধ্বনি
Ο গ) শব্দেতর তরঙ্গ
Ο ঘ) শব্দোত্তর তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

১১২. কোনটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ?
Ο ক) রেলগাড়ির গতি
Ο খ) বিমানের গতি
Ο গ) পড়ন্ত বস্তুর গতি
Ο ঘ) ঘড়ির কাঁটার গতি
সঠিক উত্তর: (ঘ)

১১৩. যে সমস্ত শব্দ শুনতে ভালো লাগে তাদেরকে কী বলো হয়?
Ο ক) সুর সমৃদ্ধ শব্দ
Ο খ) কলরব
Ο গ) শব্দোচ্চতা
Ο ঘ) তীব্রতা
সঠিক উত্তর: (ক)

১১৪. ভূমিকম্পনের সীমা কোনটি?
Ο ক) 1-20Hz
Ο খ) 1-40Hz
Ο গ) 1-10Hz
Ο ঘ) 1-30Hz
সঠিক উত্তর: (ক)

১১৫. পর্যায়কালের একক কী?
Ο ক) সেকেন্ড
Ο খ) হার্জ
Ο গ) বেল
Ο ঘ) ডেসিবেল
সঠিক উত্তর: (ক)

১১৬. কোনো স্প্রিং এর এক প্রান্তে একটি ভারী বস্তু ঝুলিয়ে অপর প্রান্ত দৃঢ় অবস্থানে আটকিয়ে টেনে ছেড়ে দিলে তার গতিকে বলা হয়-
i. পর্যাবৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. ঘূর্ণন গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৭. তরঙ্গ সঞ্চারণকারী কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) বিস্তার
Ο গ) দোলনকাল
Ο ঘ) পূর্ণ স্পন্দন
সঠিক উত্তর: (ক)

১১৮. সরল দোলকের গতি কী ধরনের গতি?
Ο ক) ঘূর্ণনগতি
Ο খ) পর্যায়গতি
Ο গ) সরলগতি
Ο ঘ) স্পন্দনগতি
সঠিক উত্তর: (ঘ)

১১৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. বয়স বাড়ার সাথে সাথে পুরুষের ভোকাল কর্ড দৃঢ় হয়
ii. শিশুদের কণ্ঠস্বর তীক্ষ্ম
iii. নারীদের স্বরের কম্পাঙ্ক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২০. নিচের কোনটি রৈখিক পর্যাবৃত্ত গতি?
Ο ক) ঘড়ির কাঁটার গতি
Ο খ) বৈদ্যুতিক পাখার গতি
Ο গ) স্প্রিং এর সংকোচন প্রসারণের গতি
Ο ঘ) গরুর গাড়ির চাকার গতি
সঠিক উত্তর: (গ)

১২১. 298K তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?
Ο ক) 387ms-1
Ο খ) 347ms-1
Ο গ) 374ms-1
Ο ঘ) 437ms-1
সঠিক উত্তর: (খ)

১২২. কোনো ব্যক্তি প্রতিফলক থেকে 175m দূরে 1টি শব্দ করলো এবং 1 sec পরে প্রতিধ্বনি শুনতে পেল। শব্দের বেগ কত?
Ο ক) 330ms-1
Ο খ) 340ms-1
Ο গ) 350ms-1
Ο ঘ) 360ms-1
সঠিক উত্তর: (গ)

১২৩. বক্তার মুখ থেকে নিঃসৃত তরঙ্গের সাথে টানা তারের দৈর্ঘ্য প্রসারণে সৃষ্ট তরঙ্গের বৈসাদৃশ্য কোনটি?
Ο ক) প্রথমটি মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসরমান, কিন্তু দ্বিতীয়টি সমান্তরাল পথে অগ্রসরমান
Ο খ) প্রথমটি মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরাল পথে অগ্রসরমান, কিন্তু দ্বিতীয়টি লম্বভাবে অগ্রসরমান
Ο গ) প্রথমটি আকৃতির স্থিতিস্থাপক ধর্মসম্পন্ন মাধ্যমে উৎপন্ন হয়; পক্ষান্তরে দ্বিতীয়টি আয়তনের স্থিতিস্থাপক ধর্মসম্পন্ন মাধ্যমে উৎপন্ন হয়
Ο ঘ) প্রথমটির তরঙ্গদৈর্ঘ্য একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে গঠিত আর দ্বিতীয়টির তরঙ্গদৈর্ঘ্য একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে গঠিত
সঠিক উত্তর: (খ)

১২৪. জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে কোন তরঙ্গের সৃষ্টি হয়?
Ο ক) শব্দ তরঙ্গ
Ο খ) আলোক তরঙ্গ
Ο গ) তাপ তরঙ্গ
Ο ঘ) যান্ত্রিক তরঙ্গ
সঠিক উত্তর: (ঘ)

১২৫. একটি কুয়ার সামনে শব্দ করলে 2 sce পর প্রতিধ্বনি শোনা যায়। ঐ দিনের তাপমাত্রা 300C । কুয়ার গভীরতা কত?
Ο ক) 175m
Ο খ) 17.5m
Ο গ) 170m
Ο ঘ) 17.2m
সঠিক উত্তর: (ক)

১২৬. কূপের গভীরতা নির্ণয় করা যায় কীসের সাহায্যে?
Ο ক) প্রতিধ্বনি
Ο খ) প্রতিসরণ
Ο গ) ব্যতিচার
Ο ঘ) অপবর্তন
সঠিক উত্তর: (ক)

১২৭. পুরুষদের গলার স্বরের চেয়ে মহিলাদের গলার স্বর তীক্ষ্ম কেন?
Ο ক) পুরুষের চেয়ে মহিলাদের কণ্ঠস্বরের কম্পাঙ্ক বেশি হওয়ায়
Ο খ) পুরুষদের চেয়ে মহিলাদের কণ্ঠস্বরের কম্পাঙ্ক কম হওয়ায়
Ο গ) মহিলাদের ভোকাল কর্ড দৃঢ় থাকে
Ο ঘ) পুরুষদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না
সঠিক উত্তর: (ক)

১২৮. বায়ুর মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হলে কিরূপ পরিবর্তন হয়?
Ο ক) মাধ্যম সংকুচিত হয়
Ο খ) মাধ্যম প্রসারিত হয়
Ο গ) সংকোচন ও প্রসারণ উভয়ই হয়
Ο ঘ) মাধ্যম কাঁপতে থাকে
সঠিক উত্তর: (গ)

১২৯. কোন তরঙ্গ সঞ্চালনকারী কণার পর্যায়কাল বেশি হলে কী ঘটবে?
Ο ক) কম্পাঙ্ক বেশি হবে
Ο খ) কম্পাঙ্ক কম হবে
Ο গ) একই থাকবে
Ο ঘ) এটি থেমে যাবে
সঠিক উত্তর: (খ)

১৩০. আড় তরঙ্গ হলো- i. পানি তরঙ্গ ii. আলোক তরঙ্গ iii. তাপ তরঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩১. শব্দ কতটা জোরে হচ্ছে তা কী থেকে বুঝা যায়?
Ο ক) তীক্ষ্মতা
Ο খ) তীব্রতা
Ο গ) গুণ
Ο ঘ) জাতি
সঠিক উত্তর: (খ)

১৩২. পর্যায়কাল T সময়ে তরঙ্গ কৃর্তক অতিক্রান্ত দূরত্বকে কী বলে?
Ο ক) তরঙ্গবেগ
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) কম্পাঙ্ক
Ο ঘ) পর্যায়কাল
সঠিক উত্তর: (খ)

১৩৩. তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
Ο ক) তরঙ্গ দ্রুতি
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) দোলনকাল
Ο ঘ) বিস্তার
সঠিক উত্তর: (ক)

১৩৪. 150C তাপমাত্রায় শব্দ 5 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করে?
Ο ক) 1705
Ο খ) 1175
Ο গ) 170.5
Ο ঘ) 17.05
সঠিক উত্তর: (ক)

১৩৫. শব্দের বেগ v মূলশব্দ ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়। সেকেন্ড হলে কূপের গভীরতা h=?
Ο ক) 2 vt
Ο খ) vt/2
Ο গ) v/2t
Ο ঘ) 2v/t
সঠিক উত্তর: (খ)

১৩৬. T-1 কোন রাশির মাত্রা?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) দোলনকাল
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (ক)

১৩৭. কোনটির মধ্য দিয়ে শব্দ সবচেয়ে ধীরে চলে?
Ο ক) ভ্যাকিউয়ামে
Ο খ) তরল মাধ্যমে
Ο গ) কঠিন মাধ্যমে
Ο ঘ) বায়বীয় মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

১৩৮. মানুষের গলার সরযন্ত্রে কয়টি পর্দা থাকে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

১৩৯. দুটি সুরশলাকায় শব্দের কম্পাঙ্কের অনুপাত 2:3। প্রথমটির কম্পাঙ্ক 80Hz হলে দ্বিতীয়টির কম্পাঙ্ক কত?
Ο ক) 80Hz
Ο খ) 40Hz
Ο গ) 120Hz
Ο ঘ) 200Hz
সঠিক উত্তর: (গ)

১৪০. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কীভাবে থাকে?
Ο ক) 900 কোণে
Ο খ) 450 কোণে
Ο গ) সমান্তরালে
Ο ঘ) 1800 কোণে
সঠিক উত্তর: (ক)

১৪১. SONAR এর পুরো নাম কী?
Ο ক) Sound Navigatior and Ringing
Ο খ) Sound Notification and Ranging
Ο গ) Sound Navigatior and Ranging
Ο ঘ) Sound Navigatior and Ranging
সঠিক উত্তর: (গ)

১৪২. কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) f=l/T
Ο খ) f=v/λ
Ο গ) f=λ/T
Ο ঘ) f=v/T
সঠিক উত্তর: (ক)

১৪৩. বৃত্তাকার পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু হচ্ছে-
i. ঘড়ির কাঁটা
ii. বৈদুতিক পাখা
iii. স্প্রিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৪. স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে I0C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে?
Ο ক) 232.6ms-1
Ο খ) 332.6ms-1
Ο গ) 432.6ms-1
Ο ঘ) 532.6ms-1
সঠিক উত্তর: (খ)

১৪৫. শব্দেতর তরঙ্গ সৃষ্টি হয়-
i. ওয়াশিং মেশিনে
ii. ভূমিকম্পে
iii. পারমাণবিক বিস্ফোরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৪৬. শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক তল বেশ বড় হওয়া প্রয়োজন কেন?
Ο ক) প্রতিধ্বনি জোরে শোনার জন্য
Ο খ) প্রতিধ্বনি দ্রুত শোনার জন্য
Ο গ) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশ বড় বলে
Ο ঘ) শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশ ছোট বলে
সঠিক উত্তর: (গ)

১৪৭. কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ?
Ο ক) পানির তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) আলোক তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

১৪৮. পানিতে শব্দের বেগ কত?
Ο ক) 522ms-1
Ο খ) 1540ms-1
Ο গ) 332ms-1
Ο ঘ) 1450ms-1
সঠিক উত্তর: (ঘ)

১৪৯. সুরবিহীন শব্দ কোনটি?
Ο ক) বেহালা
Ο খ) গাড়ির হর্ণ
Ο গ) বাঁশি
Ο ঘ) গিটার
সঠিক উত্তর: (খ)

১৫০. মানুষের শ্রবণশক্তি নষ্টের জন্য দায়ী কোনটি?
Ο ক) টেলিভিশনের শব্দ
Ο খ) হঠাৎ তীব্র শব্দ
Ο গ) কলকারখানার শব্দ
Ο ঘ) পুরনোগাড়ির ইঞ্জিনের শব্দ
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post