এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. কম্পাংককে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) F
Ο খ) v
Ο গ) y
Ο ঘ) r
সঠিক উত্তর: (ঘ)

৫২. SONAR একটি যন্ত্র যা-
i. সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয়
ii. পুরো নাম Sound Navigation and Ranging
iii. শব্দ প্রেরণ ও গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৩. অনুপ্রস্থ তরঙ্গ-
i. পানি তরঙ্গ
ii. শব্দ তরঙ্গ
iii. আলোক তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৪. শব্দের তীব্রতা ও বিস্তারের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) তীব্রতা α বিস্তার
Ο খ) তীব্রতা α (বিস্তার)২
Ο গ) তীব্রতা α বিস্তার
Ο ঘ) তীব্রতা√১/বিস্তার
সঠিক উত্তর:

৫৫. শব্দদূষণের কারণ-
i. মাইকের অবাধ ব্যবহার
ii. ঢোলের শব্দ
iii. পটকা ফোটানোর আওয়াজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. মানুষের শ্রাব্যতার পাল্লা 20Hz-20000Hz
ii. কম্পাঙ্ক 20Hz এর কম হলে তাকে শব্দোত্তর কম্পাঙ্ক বলে
iii. কম্পাঙ্ক 30000Hz হলে তা শব্দোত্তর কম্পাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. আল্ট্রসনোগ্রাফিতে শব্দ শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করে
ii. কিডনীর ছোট্ট পাথর অপসারণের শব্দোত্তর তরঙ্গ ব্যবহৃত হয়
iii. দাঁতের স্কেলিং এ শব্দেতর তরঙ্গ ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৮. অনুদৈর্ঘ্য তরঙ্গের শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কী পরিবর্তন হয়?
Ο ক) ঘনত্ব হ্রাস পায়
Ο খ) ঘনত্ব বৃদ্ধি পায়
Ο গ) কোনো পরিবহন হয় না
Ο ঘ) ঘনত্বের হ্রাস-বৃদ্ধি উভয়ই হয়
সঠিক উত্তর: (ঘ)

৫৯. পর্যায়কাল কী?
Ο ক) একটি পূর্ণ স্পন্দনের অর্ধেক সময়
Ο খ) একটি পূর্ণ স্পন্দনের সময়
Ο গ) দুইটি পূর্ণ স্পন্দনের সময়
Ο ঘ) তিনটি পূর্ণ স্পন্দনের সময়
সঠিক উত্তর: (খ)

৬০. শব্দ শোনার পর কত সেকেন্ড মানুষের মস্তিষ্কে স্থায়ী হয়?
Ο ক) প্রায় 6/10 সে
Ο খ) প্রায় 7/10 সে
Ο গ) প্রায় 1/10 সে
Ο ঘ) প্রায় 1/20 সে
সঠিক উত্তর: (গ)

৬১. তরঙ্গবেগ v, তরঙ্গদৈর্ঘ্য λ ও কম্পাঙ্ক f এর সম্পর্ক হল-
i. v=fλ
ii. λ=Tv
iii. V=I/λ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬২. বাদুড়-
i. প্রতিধ্বনির সাহায্যে পথ চলে
ii. চোখে দেখে না
iii. অন্ধকারে পথ চলতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৩. একটি কূপে ঢিল ফেলা হল। পানি ছিটকানো দেখার 0.2s পর পানি ছিটকানোর শব্দ শোনা গেল। বাতাসের তাপমাত্রা 300C হলে কূপের গভীরতা কত?
Ο ক) 33.2m
Ο খ) 35m
Ο গ) 40m
Ο ঘ) 48.2m
সঠিক উত্তর: (খ)

৬৪. শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি?
Ο ক) অনুনাদ
Ο খ) বিট
Ο গ) প্রতিধ্বনি
Ο ঘ) ব্যতিচার
সঠিক উত্তর: (গ)

৬৫. তরঙ্গ সঞ্চালনকারী কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কী বলে?
Ο ক) পর্যায়কাল
Ο খ) বিস্তার
Ο গ) পূর্ণ স্পন্দন
Ο ঘ) তরঙ্গ দৈর্ঘ্য
সঠিক উত্তর: (গ)

৬৬. 00C তাপমাত্রায় শব্দ 0.1 সেকেন্ডে কতদূর অতিক্রম করে?
Ο ক) 33.5m
Ο খ) 33.2m
Ο গ) 332m
Ο ঘ) 335m
সঠিক উত্তর: (খ)

৬৭. বৈদ্যুতিক লাইনে মৃত বাদুর ঝুলে থাকতে দেখা যায় কেন?
i. বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায়
ii. সামনের দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শূন্যতে না পাওয়ায়
iii. বাদুর একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৮. শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলকটি কিরূপ হতে হবে?
Ο ক) মসৃণ
Ο খ) অমসৃণ
Ο গ) আকারে ছোট
Ο ঘ) আকারে বড়
সঠিক উত্তর: (ঘ)

৬৯. খাদের সুর ও চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায়-
i. তীক্ষ্মতা দ্বারা
ii. প্রাবল্য দ্বারা
iii. পীচ দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭০. তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যেকোনো মুহুর্তের গতির সম্যক অবস্থাকে কী বলে?
Ο ক) সম্পন্দন
Ο খ) বিস্তার
Ο গ) দশা
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৭১. 400Hz কম্পাঙ্কে স্পন্দিত কোনো শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.25m হলে বায়ুতে শব্দ তরঙ্গের বেগ কত?
Ο ক) 300ms-1
Ο খ) 401.25ms-1
Ο গ) 500ms-1
Ο ঘ) 598.75ms-1
সঠিক উত্তর: (গ)

৭২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. শ্রুতিমধুর শব্দ হচ্ছে সুরযুক্ত শব্দ
ii. শ্রুতিকটু শব্দ হচ্ছে সুরবিহীন শব্দ
iii. শ্রুতিমধুর ও শ্রুতিকটু উভয় শব্দই শুনতে ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৩. রবার প্যাডযুক্ত হাতুড়ি দিয়ে সুরশলাকাকে আঘাত করলে কোনটি ঘটবে?
Ο ক) সুরশলাকার কম্পনের জন্য শব্দ সৃষ্টি হবে
Ο খ) হাতুড়ি দিয়ে আঘাতের ফলে শব্দ সৃষ্টি হবে
Ο গ) শোলার বলটি আছে বলেই শব্দ সৃষ্টি হবে
Ο ঘ) হাতুড়িতে রবার জড়ানোর জন্য শব্দ সৃষ্টি হবে
সঠিক উত্তর: (ক)

৭৪. শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
Ο ক) 1s
Ο খ) 0.1s
Ο গ) 0.01s
Ο ঘ) 0.001s
সঠিক উত্তর: (খ)

৭৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. বেহালা সুরযুক্ত শব্দ উৎপন্ন করে
ii. শব্দ দূষণ মানুষের শ্রবণশক্তি নষ্ট করে
iii. নারীর তুলনায় পুরুষদের কণ্ঠসর চিকন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৬. সুরযুক্ত শব্দের তীক্ষ্মতা-
i. দিয়ে একই প্রাবল্যে খাদ্যের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায়
ii. উৎসের কম্পাঙ্কের ওপর নির্ভর করে
iii. এর SI একক Wm-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৭. কূপের পানির উপরিতলের গভীরতা নির্ণয় করা যায় কিভাবে?
Ο ক) ফিতার সাহায্যে
Ο খ) আলোর সাহায্যে
Ο গ) প্রতিধ্বনির সাহায্যে
Ο ঘ) কূপের আয়তন মেপে
সঠিক উত্তর: (গ)

৭৮. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332ms-1 এবং প্রতিধ্বনি শোনার জন্য নূন্যতম সময় 0.1 s হলে শোতা ও প্রতিফলনের নূন্যতম দূরত্ব কত?
Ο ক) 1/10m
Ο খ) 0.16m
Ο গ) 1.16m
Ο ঘ) 16.6m
সঠিক উত্তর: (ঘ)

৭৯. পানির তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কীভাবে?
Ο ক) মাধ্যম ছাড়া
Ο খ) কম্পনের মাধ্যমে
Ο গ) কণাগুলোকে স্থানান্তরিত করে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৮০. কোন তরঙ্গটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় না?
Ο ক) পানির তরঙ্গ
Ο খ) শব্দ তরঙ্গ
Ο গ) তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৮১. মানুষের শ্রাব্যতার উর্ধ্বসীমা কত?
Ο ক) 20Hz
Ο খ) 2000Hz
Ο গ) 20000Hz
Ο ঘ) 200000Hz
সঠিক উত্তর: (গ)

৮২. বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে যে শব্দের তরঙ্গদৈর্ঘ্য 20cm তার কম্পাঙ্ক কত?
Ο ক) 170Hz
Ο খ) 180Hz
Ο গ) 1700Hz
Ο ঘ) 1800Hz
সঠিক উত্তর: (গ)

৮৩. কোনো বস্তু t সেকেন্ডে N সংখ্যক স্পন্দন সম্পন্ন করলে, কম্পাংক f=?
Ο ক) f=t/n
Ο খ) f=N×t
Ο গ) f=N/t
Ο ঘ) f=N+1
সঠিক উত্তর: (গ)

৮৪. নিচের কোনটি তাড়িত চৌম্বক তরঙ্গ নয়?
Ο ক) আলো
Ο খ) তাপ
Ο গ) শব্দ
Ο ঘ) রেডিও
সঠিক উত্তর: (গ)

৮৫. 300 Hz কম্পাঙ্গের স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.13m হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত?
Ο ক) 345ms-1
Ο খ) 349ms-1
Ο গ) 339ms-1
Ο ঘ) 336ms-1
সঠিক উত্তর: (গ)

৮৬. কোন মাধ্যমের শব্দের বেগ সর্বাধিক?
Ο ক) অক্সিজেন
Ο খ) কেরোসিন
Ο গ) পানি
Ο ঘ) কাঠ
সঠিক উত্তর: (ঘ)

৮৭. কোন তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায়-
i. এর বেগ কমে গেলে
ii. এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে
iii. এর বিস্তার বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮৮. কম্পমান সুরশলাকার গতি-
i. পর্যাবৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. সরল রৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৯. দুটি সুরশলাকার কম্পাঙ্ক 200Hz ও 600Hz শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
Ο ক) 2:1
Ο খ) 1:3
Ο গ) 3:1
Ο ঘ) 4:2
সঠিক উত্তর: (গ)

৯০. আল্ট্রাসনোগ্রাফি প্রক্রিয়ায়-
i. শব্দোত্তর কম্পনের শব্দ দেহের অভ্যন্তরে প্রেরণ করানো হয়
ii. শব্দেতর কম্পনের শব্দ দেহের অভ্যন্তরে প্রেরণ করানো হয়
iii. প্রতিফলিত শব্দকে আলোক শক্তিতে রূপান্তর করে টেলিভিশনের পর্দায় ফেলা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯১. হঠাৎ তীব্র শব্দ কী করতে পারে?
Ο ক) ক্লান্তি দূর করে
Ο খ) ক্ষুধা বাড়াতে পারে
Ο গ) ঘুমের পরিমাণ বাড়াতে পারে
Ο ঘ) শ্রবণশক্তি নষ্ট করতে পারে
সঠিক উত্তর: (ঘ)

৯২. বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
Ο ক) কম্পন
Ο খ) প্রসারণ
Ο গ) সংকোচন
Ο ঘ) সংবাহন
সঠিক উত্তর: (ক)

৯৩. এক সেকেন্ডে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত?
Ο ক) তরঙ্গবেগ×কম্পাংক
Ο খ) তরঙ্গমুখ×কম্পাংক
Ο গ) পর্যায়কাল×কম্পাংক
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য×কম্পাংক
সঠিক উত্তর: (ঘ)

৯৪. স্পন্দন গতির দিক কয়মুখী?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)

৯৫. শব্দের কোন ধর্ম ব্যবহার করে কূপের গভীরতা নির্ণয় করা যায়?
Ο ক) উপরিপাতন
Ο খ) প্রতিফলন
Ο গ) প্রতিসরণ
Ο ঘ) অনুনাদ
সঠিক উত্তর: (খ)

৯৬. কোনটি অনুদৈর্ঘ্য দৈর্ঘ্যের উদাহরণ?
Ο ক) বেতার তরঙ্গ
Ο খ) পানির তরঙ্গ
Ο গ) স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ
Ο ঘ) আলোর তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৯৭. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. অনুপ্রস্থ তরঙ্গ সংকোচন ও প্রসারণ নিয়ে গঠিত
ii. অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়
iii. স্প্রিং এর সংকোচন-প্রসারণ অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯৮. কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহারণ?
Ο ক) বেতার তরঙ্গ
Ο খ) পানির তরঙ্গ
Ο গ) স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ
Ο ঘ) আলোর তরঙ্গ
সঠিক উত্তর: (গ)

৯৯. নিম্নের তথ্যগুলো লক্ষ্য করো-
i. নদীপাড়ে দাড়িয়ে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে
ii. উৎস ও প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব 16.6 cm হলে প্রতিধ্বনি শোনা যাবে
iii. 273K তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০০. শ্রুতিমধুর শব্দ কী?
Ο ক) সুরযুক্ত শব্দ
Ο খ) সুরবিহীন শব্দ
Ο গ) বিরক্তিকর শব্দ
Ο ঘ) গাড়ির হর্ণের শব্দ
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post