ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. (θ2-θ1)0C = (θ2-θ1)K এই সম্পর্ক থেকে কী বুঝা যায়-
i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
ii. কোন বস্তুর তাপমাত্রা পার্থক্য 400C বলা যায় ঐ বস্তুর তাপমাত্রার পার্থক্য 40K
iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরিই কেলভিনে নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 320F
ii. সেলসিয়াস স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক 273K
iii. সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. সুস্থ্য মানুষের দেহের তাপমাত্রা 98.40F সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত?
Ο ক) 37.8880C
Ο খ) 36.8880F
Ο গ) 36.8880C
Ο ঘ) 36.888K
সঠিক উত্তর: (গ)
৪০৪. তাপমাত্রিক ধর্মগুলো হলো- i. আয়তন ii. রোধ iii. চাপ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৫. তাপ ধারন ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) উপাদান
Ο খ) অবস্থা
Ο গ) ঘনত্ব
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (ক)
৪০৬. কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) আপেক্ষিক তাপ
Ο খ) তাপধারণ ক্ষমতা
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর:
৪০৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ঐ তরলের কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) শিশিরাঙ্ক
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৪০৮. তাপধারন ক্ষমতা নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
Ο ক) Q=C/Δθ
Ο খ) C=Q/Δθ
Ο গ) Δθ=CQ
Ο ঘ) C=Δθ/Q
সঠিক উত্তর: (খ)
৪০৯. তাপধারণ ক্ষমতা সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?
Ο ক) C=ms
Ο খ) C=ma
Ο গ) C=mΔθ
Ο ঘ) C=Δ/mΔθ
সঠিক উত্তর: (ক)
৪১০. নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (ক)
৪১১. শূন্যস্থানের বাষ্পায়নের হার-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) সর্বনিম্ন
Ο ঘ) সর্বোচ্চ
সঠিক উত্তর: (ঘ)
৪১২. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 11.0×10-6K-1
Ο খ) 11.0×10-2K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 22×10-2K-1
সঠিক উত্তর: (ক)
৪১৩. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 11.6×10-6K-1
Ο খ) 23.2×10-6K-1
Ο গ) 34.8×10-6K-1
Ο ঘ) 69.6×10-6K-1
সঠিক উত্তর: (ক)
৪১৪. তাপমাত্রার স্কেল তৈরির জন্য স্থির তাপমাত্রা হিসেবে বিবেচিত-
i. নিম্ন স্থিরাঙ্ক
ii. ঊর্ধ্ব স্থিরাঙ্ক
iii. কুরিবিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৫. mkg ভরবিশিষ্ট কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ SJkg-1K-1 হলে DqK পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের ক্ষেত্রে কোনটি সত্য?
Ο ক) Q=mSDq ক্যালরি
Ο খ) Q=mSDq জুল
Ο গ) Q=mS ক্যালরি
Ο ঘ) Q=mS জুল
সঠিক উত্তর: (খ)
৪১৬. A1 আদি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা Δθ বৃদ্ধি করলে এর চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে?
Ο ক) A1(1+BΔθ)
Ο খ) A1+BΔθ
Ο গ) BΔθ-A1
Ο ঘ) A1 (B+Δθ)
সঠিক উত্তর: (ক)
৪১৭. নিচের কোনটি তাপমাত্রা পরিবর্তন করে না?
Ο ক) তাপ
Ο খ) সুপ্ততাপ
Ο গ) চাপ
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
৪১৮. নিচের কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে?
Ο ক) বায়ু প্রবাহ
Ο খ) তরলের উপরিতলের ক্ষেত্রফল
Ο গ) তরলের প্রকৃতি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. ক্ষেত্রফল বৃদ্ধি ΔA , আদি ক্ষেত্রফল A0 এবং তাপমাত্রা বৃদ্ধি Δθ হলে ক্ষেত্র প্রসারণ সহগ, β=?
Ο ক) β=A0/ΔAΔθ
Ο খ) β=Δθ/A0ΔA
Ο গ) β=ΔA/A0Δθ
Ο ঘ) β=A0Δθ/ΔA
সঠিক উত্তর: (গ)
৪২০. কোনো একটি বস্তুর তাপমাত্রা। K বাড়াতে যে তাপ লাগে, তার তাপমাত্রা 10K বাড়াতে কতগুণ তাপের প্রয়োজন হয়?
Ο ক) দু’গুণ
Ο খ) পাঁচ গুণ
Ο গ) দশ গুণ
Ο ঘ) পঞ্চাশ গুণ
সঠিক উত্তর: (গ)
৪২১. দৈর্ঘ্য প্রসারণ সহগ a, ক্ষেত্র প্রসারণ সহগ B এবং আয়তন প্রসারণ সহগ y এর মধ্যে সম্পর্ক-
i. a=B/3=y/2
ii. 6α=3B=2y
iii. a=B/2=y/3
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২২. তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হবে তাকে কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র প্রসারণ
Ο গ) আপাত প্রসারণ
Ο ঘ) প্রকৃত প্রসারণ
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. Mkg ভরের তাপধারণ ক্ষমতা কত জুল?
Ο ক) S জুল
Ο খ) mS জুল
Ο গ) mSΔθ জুল
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৪২৪. কোন দিনের তাপমাত্রা 280C হলে ফারেনহাইটে ঐ তাপমাত্রা কত?
Ο ক) 81.4
Ο খ) 82.4
Ο গ) 83.4
Ο ঘ) 84.4
সঠিক উত্তর: (খ)
৪২৫. দুটি বস্তুর তাপমাত্রা একই হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. তাপের পরিমাণও একই হবে
ii. তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
iii. তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৬. অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশটুকু কী বৃদ্ধি ঘটায়?
Ο ক) বিভব শক্তি
Ο খ) তাপ
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)
৪২৭. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে 400C তাপমাত্রা পরিবর্তনের জন্য 200m লোহার রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 0.00928m
ii. 0.925m
iii. 9.28cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৮. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?
Ο ক) তাপ ব্যবধান
Ο খ) তাপমাত্রা ব্যবধান
Ο গ) মৌলিক ব্যবধান
Ο ঘ) যৌগিক ব্যবধান
সঠিক উত্তর: (গ)
৪২৯. কোনো পদার্থকে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) ঘণীভবন
Ο গ) বাষ্পীয় ভবন
Ο ঘ) পুনঃ শিলীভবন
সঠিক উত্তর: (খ)
৪৩০. ক্যালরিমিতির মূলনীতি কোনটি?
Ο ক) গৃহীত তাপ=বর্জিত তাপ
Ο খ) গৃহীত তাপ>বর্জিত তাপ
Ο গ) গৃহীত তাপমাত্রা=বর্জিত তাপমাত্রা
Ο ঘ) গৃহীত তাপ<বর্জিত তাপমাত্রা
সঠিক উত্তর: (ক)
৪৩১. তাপ প্রয়োগের ফলে পদার্থের অণুগুলোর মধ্যে কী ঘটে?
Ο ক) অণুগুলোর গতিশক্তি কমে যায়
Ο খ) অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়
Ο গ) অণুগুলোর গতিশক্তি অপরিবর্তিত থাকে
Ο ঘ) অণুগুলোর আন্তঃআণবিক শক্তি অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৪৩২. যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) গলনাংক
Ο গ) স্ফুটনাংক
Ο ঘ) হিমাংক
সঠিক উত্তর: (ক)
৪৩৩. হিমাঙ্কের ক্ষেত্রে-
i. পানি জমে বরফ হয়
ii. বরফ গলে পানি হয়
iii. বরফ বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩৪. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
Ο ক) পুনঃশিলীভবন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৪৩৫. কোন বস্তুর তাপধারণ ক্ষমতা নির্ভর করে-
i. বস্তুর ভরের উপর
ii. বস্তুর আয়তনের উপর
iii. বস্তুর উপাদানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩৬. রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?
Ο ক) লোহা সাশ্রয় করার জন্য
Ο খ) গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য
Ο গ) রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য
Ο ঘ) তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৪৩৭. রেল লাইনে দুটি রেলের সংযোগস্থলে ফাঁক থাকে, কারণ-
i. রেললাইন সংকোচনের জন্য যথেষ্ট জায়গা দরকার
ii. রেলাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা দরকার
iii. এরূপ ফাঁক মারাত্মক দুর্ঘটনা ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩৮. তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে কোনটি ঘটে?
Ο ক) বাষ্পায়ন কমে যায়
Ο খ) বাষ্পায়ন দ্রুত হয়
Ο গ) শিশিরাঙ্ক কমে
Ο ঘ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৪৩৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
Ο ক) 274K
Ο খ) 273.16K
Ο গ) 374K
Ο ঘ) 272K
সঠিক উত্তর: (ক)
৪৪০. 1m2 ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কি বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) আয়তন প্রসারণ সহগ
Ο ঘ) তাপমিতিক ধর্ম
সঠিক উত্তর: (খ)
৪৪১. অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতিশক্তি
Ο গ) বিভব শক্তি ও গতিশক্তি
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
৪৪২. পানির কঠিন, তরল ও বায়বীয় অবস্থা নির্ভর করে-
i. বায়ুচাপের উপর
ii. তাপমাত্রার উপর
iii. ঘনত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৩. ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের কত গুণ?
Ο ক) 3 গুণ
Ο খ) 2 গুণ
Ο গ) 2/3 গুণ
Ο ঘ) 3/2 গুণ
সঠিক উত্তর: (গ)
৪৪৪. যে তাপ তরল পদার্থকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) গলনের সুপ্ততাপ
Ο ঘ) বাষ্পীভবনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?
Ο ক) 273K
Ο খ) 273J
Ο গ) 373K
Ο ঘ) -273K
সঠিক উত্তর: (ক)
৪৪৬. তাপের একক কী?
Ο ক) কেলভিন
Ο খ) জুল
Ο গ) হার্জ
Ο ঘ) ক্যান্ডেলা
সঠিক উত্তর: (খ)
৪৪৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটনাঙ্ক
Ο ঘ) বাষ্পায়ন
সঠিক উত্তর: (খ)
৪৪৮. বস্তুর আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে?
Ο ক) বস্তুর ভর
Ο খ) বস্তুর ঘনত্ব
Ο গ) বস্তুর তাপমাত্রা
Ο ঘ) বস্তুর উপাদান
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. এক জুল তাপ কত ক্যালরির সমান?
Ο ক) 0.24
Ο খ) 0.42
Ο গ) 2.4
Ο ঘ) 4.2
সঠিক উত্তর: (ক)
৪৫০. উদ্দীপকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) Δi(A)>Δi(B)
Ο খ) i1(A)> i1(A)
Ο গ) Δi(A)<Δi(B)
Ο ঘ) i1(A)=i1(A)
সঠিক উত্তর: (গ)
৪৫১. তরল পদার্থে কোনো বস্তু দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) বাড়তে পারে বা কমতে পারে
সঠিক উত্তর: (খ)
৪৫২. সীসার আপেক্ষিক তাপ 130Jkg-1K-1 ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 38090
Ο খ) 10400
Ο গ) 2600
Ο ঘ) 520
সঠিক উত্তর: (খ)
৪৫৩. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) নিম্ন স্থিরাঙ্ক
Ο ঘ) উর্ধ্ব স্থিরাঙ্ক
সঠিক উত্তর: (খ)
৪৫৪. যে কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) স্ফুটন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৪৫৫. 5 kg ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা 6150 JK-1 হলে তার আপেক্ষিক তাপ কত?
Ο ক) 4200Jkg-1K-1
Ο খ) 130Jkg-1K-1
Ο গ) 1230Jkg-1K-1
Ο ঘ) 330Jkg-1K-1
সঠিক উত্তর: (গ)
৪৫৬. গরমের দিনে কাচ বা পিতলের পাত্রে পানি রাখলে ঠাণ্ডা না হওয়ার কারণ কী?
Ο ক) বাষ্পায়নের সুযোগ সৃষ্টি হয় বলে
Ο খ) পাত্রের গায়ে ছিদ্র থাকে বলে
Ο গ) পাত্রের গায়ে ছিদ্র থাকে না বলে
Ο ঘ) পানি চুইয়ে বাইরে আসে বলে
সঠিক উত্তর: (গ)
৪৫৭. দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অণুভব করে?
Ο ক) বিকর্ষণ
Ο খ) প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ
Ο গ) আকর্ষণ
Ο ঘ) আকর্ষণ-বিকর্ষণ
সঠিক উত্তর: (গ)
৪৫৮. সমুদ্র হতে পানি কী প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হয়?
Ο ক) ঘনীভবন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পুন:শিলীভবন
সঠিক উত্তর: (খ)
৪৫৯. কোন বস্তুর গড় সাম্যবস্থান বাইরের দিকে সরে গেলে বস্তু কি লাভ করে?
Ο ক) সংকোচন
Ο খ) প্রসারণ
Ο গ) সাম্যবস্থান
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
৪৬০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রপ্রসারণ সহগ কত?
Ο ক) 44×10-1K-1
Ο খ) 33×10-4K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 11×10-4K-1
সঠিক উত্তর: (গ)
৪৬১. চিনি মিশ্রিত পানির উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় ফুটবে
ii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় ফুটবে
iii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের সমান তাপমাত্রায় ফুটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬২. 1g দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কি বলে?
Ο ক) আয়তন প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ সহগ
Ο গ) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο ঘ) গলনাঙ্ক
সঠিক উত্তর: (গ)
৪৬৩. নিচের কোন পদার্থটি তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হলে আয়তন কমে যায়?
Ο ক) প্যারাফিন
Ο খ) বরফ
Ο গ) ঢালাই লোহা
Ο ঘ) পিতল
সঠিক উত্তর: (ক)
৪৬৪. তাপের SI একক কী?
Ο ক) ক্যালরি
Ο খ) ওয়াট
Ο গ) জুল
Ο ঘ) কেলভিন
সঠিক উত্তর: (গ)
৪৬৫. কাচের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 8.9×106K-1
Ο খ) 8.9×10-6K-1
Ο গ) 8.9×105K-1
Ο ঘ) 8.9×10-5K-1
সঠিক উত্তর: (খ)
৪৬৬. K প্রতীকটি কোন স্কেলের তাপমাত্রার একক?
Ο ক) র্যা নকিন
Ο খ) ফারেনহাইট
Ο গ) কেলভিন
Ο ঘ) সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: কেলভিন (K) এবং ডিগ্রি সেলসিয়াস (0C) তাপমাত্রা নির্দেশের অন্যতম প্রধান দুটি স্কেল। এদের সম্পর্কিত হল 00C=273K আর (θ2-θ1)0C = (θ2-θ1)K। পানির ত্রৈধ বিন্দু থেকে কেলভিনের সংজ্ঞা দেওয়া হয়।
৪৬৭. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার কত ভাগকে এক কেলভিন বলে?
Ο ক) 273 ভাগকে
Ο খ) 1/273 ভাগকে
Ο গ) 0.0003 ভাগকে
Ο ঘ) 0.366 ভাগকে
সঠিক উত্তর: (খ)
৪৬৮. থার্মোমিটারে পারদ স্তম্ভের দৈর্ঘ্যকে কী বলা হয়?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) তাপমাত্রিক ধর্ম
Ο ঘ) তাপমাত্রিক পদার্থ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. (θ2-θ1)0C = (θ2-θ1)K এই সম্পর্ক থেকে কী বুঝা যায়-
i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
ii. কোন বস্তুর তাপমাত্রা পার্থক্য 400C বলা যায় ঐ বস্তুর তাপমাত্রার পার্থক্য 40K
iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরিই কেলভিনে নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 320F
ii. সেলসিয়াস স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক 273K
iii. সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. সুস্থ্য মানুষের দেহের তাপমাত্রা 98.40F সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত?
Ο ক) 37.8880C
Ο খ) 36.8880F
Ο গ) 36.8880C
Ο ঘ) 36.888K
সঠিক উত্তর: (গ)
৪০৪. তাপমাত্রিক ধর্মগুলো হলো- i. আয়তন ii. রোধ iii. চাপ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৫. তাপ ধারন ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) উপাদান
Ο খ) অবস্থা
Ο গ) ঘনত্ব
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (ক)
৪০৬. কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) আপেক্ষিক তাপ
Ο খ) তাপধারণ ক্ষমতা
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর:
৪০৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ঐ তরলের কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) শিশিরাঙ্ক
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৪০৮. তাপধারন ক্ষমতা নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
Ο ক) Q=C/Δθ
Ο খ) C=Q/Δθ
Ο গ) Δθ=CQ
Ο ঘ) C=Δθ/Q
সঠিক উত্তর: (খ)
৪০৯. তাপধারণ ক্ষমতা সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?
Ο ক) C=ms
Ο খ) C=ma
Ο গ) C=mΔθ
Ο ঘ) C=Δ/mΔθ
সঠিক উত্তর: (ক)
৪১০. নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (ক)
৪১১. শূন্যস্থানের বাষ্পায়নের হার-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) সর্বনিম্ন
Ο ঘ) সর্বোচ্চ
সঠিক উত্তর: (ঘ)
৪১২. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 11.0×10-6K-1
Ο খ) 11.0×10-2K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 22×10-2K-1
সঠিক উত্তর: (ক)
৪১৩. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 11.6×10-6K-1
Ο খ) 23.2×10-6K-1
Ο গ) 34.8×10-6K-1
Ο ঘ) 69.6×10-6K-1
সঠিক উত্তর: (ক)
৪১৪. তাপমাত্রার স্কেল তৈরির জন্য স্থির তাপমাত্রা হিসেবে বিবেচিত-
i. নিম্ন স্থিরাঙ্ক
ii. ঊর্ধ্ব স্থিরাঙ্ক
iii. কুরিবিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৫. mkg ভরবিশিষ্ট কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ SJkg-1K-1 হলে DqK পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের ক্ষেত্রে কোনটি সত্য?
Ο ক) Q=mSDq ক্যালরি
Ο খ) Q=mSDq জুল
Ο গ) Q=mS ক্যালরি
Ο ঘ) Q=mS জুল
সঠিক উত্তর: (খ)
৪১৬. A1 আদি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা Δθ বৃদ্ধি করলে এর চূড়ান্ত ক্ষেত্রফল কত হবে?
Ο ক) A1(1+BΔθ)
Ο খ) A1+BΔθ
Ο গ) BΔθ-A1
Ο ঘ) A1 (B+Δθ)
সঠিক উত্তর: (ক)
৪১৭. নিচের কোনটি তাপমাত্রা পরিবর্তন করে না?
Ο ক) তাপ
Ο খ) সুপ্ততাপ
Ο গ) চাপ
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
৪১৮. নিচের কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে?
Ο ক) বায়ু প্রবাহ
Ο খ) তরলের উপরিতলের ক্ষেত্রফল
Ο গ) তরলের প্রকৃতি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. ক্ষেত্রফল বৃদ্ধি ΔA , আদি ক্ষেত্রফল A0 এবং তাপমাত্রা বৃদ্ধি Δθ হলে ক্ষেত্র প্রসারণ সহগ, β=?
Ο ক) β=A0/ΔAΔθ
Ο খ) β=Δθ/A0ΔA
Ο গ) β=ΔA/A0Δθ
Ο ঘ) β=A0Δθ/ΔA
সঠিক উত্তর: (গ)
৪২০. কোনো একটি বস্তুর তাপমাত্রা। K বাড়াতে যে তাপ লাগে, তার তাপমাত্রা 10K বাড়াতে কতগুণ তাপের প্রয়োজন হয়?
Ο ক) দু’গুণ
Ο খ) পাঁচ গুণ
Ο গ) দশ গুণ
Ο ঘ) পঞ্চাশ গুণ
সঠিক উত্তর: (গ)
৪২১. দৈর্ঘ্য প্রসারণ সহগ a, ক্ষেত্র প্রসারণ সহগ B এবং আয়তন প্রসারণ সহগ y এর মধ্যে সম্পর্ক-
i. a=B/3=y/2
ii. 6α=3B=2y
iii. a=B/2=y/3
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২২. তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হবে তাকে কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র প্রসারণ
Ο গ) আপাত প্রসারণ
Ο ঘ) প্রকৃত প্রসারণ
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. Mkg ভরের তাপধারণ ক্ষমতা কত জুল?
Ο ক) S জুল
Ο খ) mS জুল
Ο গ) mSΔθ জুল
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৪২৪. কোন দিনের তাপমাত্রা 280C হলে ফারেনহাইটে ঐ তাপমাত্রা কত?
Ο ক) 81.4
Ο খ) 82.4
Ο গ) 83.4
Ο ঘ) 84.4
সঠিক উত্তর: (খ)
৪২৫. দুটি বস্তুর তাপমাত্রা একই হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. তাপের পরিমাণও একই হবে
ii. তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
iii. তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৬. অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশটুকু কী বৃদ্ধি ঘটায়?
Ο ক) বিভব শক্তি
Ο খ) তাপ
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)
৪২৭. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে 400C তাপমাত্রা পরিবর্তনের জন্য 200m লোহার রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 0.00928m
ii. 0.925m
iii. 9.28cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৮. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?
Ο ক) তাপ ব্যবধান
Ο খ) তাপমাত্রা ব্যবধান
Ο গ) মৌলিক ব্যবধান
Ο ঘ) যৌগিক ব্যবধান
সঠিক উত্তর: (গ)
৪২৯. কোনো পদার্থকে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) ঘণীভবন
Ο গ) বাষ্পীয় ভবন
Ο ঘ) পুনঃ শিলীভবন
সঠিক উত্তর: (খ)
৪৩০. ক্যালরিমিতির মূলনীতি কোনটি?
Ο ক) গৃহীত তাপ=বর্জিত তাপ
Ο খ) গৃহীত তাপ>বর্জিত তাপ
Ο গ) গৃহীত তাপমাত্রা=বর্জিত তাপমাত্রা
Ο ঘ) গৃহীত তাপ<বর্জিত তাপমাত্রা
সঠিক উত্তর: (ক)
৪৩১. তাপ প্রয়োগের ফলে পদার্থের অণুগুলোর মধ্যে কী ঘটে?
Ο ক) অণুগুলোর গতিশক্তি কমে যায়
Ο খ) অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়
Ο গ) অণুগুলোর গতিশক্তি অপরিবর্তিত থাকে
Ο ঘ) অণুগুলোর আন্তঃআণবিক শক্তি অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৪৩২. যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) গলনাংক
Ο গ) স্ফুটনাংক
Ο ঘ) হিমাংক
সঠিক উত্তর: (ক)
৪৩৩. হিমাঙ্কের ক্ষেত্রে-
i. পানি জমে বরফ হয়
ii. বরফ গলে পানি হয়
iii. বরফ বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩৪. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
Ο ক) পুনঃশিলীভবন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৪৩৫. কোন বস্তুর তাপধারণ ক্ষমতা নির্ভর করে-
i. বস্তুর ভরের উপর
ii. বস্তুর আয়তনের উপর
iii. বস্তুর উপাদানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩৬. রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?
Ο ক) লোহা সাশ্রয় করার জন্য
Ο খ) গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য
Ο গ) রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য
Ο ঘ) তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৪৩৭. রেল লাইনে দুটি রেলের সংযোগস্থলে ফাঁক থাকে, কারণ-
i. রেললাইন সংকোচনের জন্য যথেষ্ট জায়গা দরকার
ii. রেলাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা দরকার
iii. এরূপ ফাঁক মারাত্মক দুর্ঘটনা ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩৮. তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে কোনটি ঘটে?
Ο ক) বাষ্পায়ন কমে যায়
Ο খ) বাষ্পায়ন দ্রুত হয়
Ο গ) শিশিরাঙ্ক কমে
Ο ঘ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৪৩৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
Ο ক) 274K
Ο খ) 273.16K
Ο গ) 374K
Ο ঘ) 272K
সঠিক উত্তর: (ক)
৪৪০. 1m2 ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কি বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) আয়তন প্রসারণ সহগ
Ο ঘ) তাপমিতিক ধর্ম
সঠিক উত্তর: (খ)
৪৪১. অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতিশক্তি
Ο গ) বিভব শক্তি ও গতিশক্তি
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
৪৪২. পানির কঠিন, তরল ও বায়বীয় অবস্থা নির্ভর করে-
i. বায়ুচাপের উপর
ii. তাপমাত্রার উপর
iii. ঘনত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৩. ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের কত গুণ?
Ο ক) 3 গুণ
Ο খ) 2 গুণ
Ο গ) 2/3 গুণ
Ο ঘ) 3/2 গুণ
সঠিক উত্তর: (গ)
৪৪৪. যে তাপ তরল পদার্থকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) গলনের সুপ্ততাপ
Ο ঘ) বাষ্পীভবনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?
Ο ক) 273K
Ο খ) 273J
Ο গ) 373K
Ο ঘ) -273K
সঠিক উত্তর: (ক)
৪৪৬. তাপের একক কী?
Ο ক) কেলভিন
Ο খ) জুল
Ο গ) হার্জ
Ο ঘ) ক্যান্ডেলা
সঠিক উত্তর: (খ)
৪৪৭. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে কি বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটনাঙ্ক
Ο ঘ) বাষ্পায়ন
সঠিক উত্তর: (খ)
৪৪৮. বস্তুর আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে?
Ο ক) বস্তুর ভর
Ο খ) বস্তুর ঘনত্ব
Ο গ) বস্তুর তাপমাত্রা
Ο ঘ) বস্তুর উপাদান
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. এক জুল তাপ কত ক্যালরির সমান?
Ο ক) 0.24
Ο খ) 0.42
Ο গ) 2.4
Ο ঘ) 4.2
সঠিক উত্তর: (ক)
৪৫০. উদ্দীপকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) Δi(A)>Δi(B)
Ο খ) i1(A)> i1(A)
Ο গ) Δi(A)<Δi(B)
Ο ঘ) i1(A)=i1(A)
সঠিক উত্তর: (গ)
৪৫১. তরল পদার্থে কোনো বস্তু দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) বাড়তে পারে বা কমতে পারে
সঠিক উত্তর: (খ)
৪৫২. সীসার আপেক্ষিক তাপ 130Jkg-1K-1 ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 38090
Ο খ) 10400
Ο গ) 2600
Ο ঘ) 520
সঠিক উত্তর: (খ)
৪৫৩. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) নিম্ন স্থিরাঙ্ক
Ο ঘ) উর্ধ্ব স্থিরাঙ্ক
সঠিক উত্তর: (খ)
৪৫৪. যে কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) স্ফুটন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (খ)
৪৫৫. 5 kg ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা 6150 JK-1 হলে তার আপেক্ষিক তাপ কত?
Ο ক) 4200Jkg-1K-1
Ο খ) 130Jkg-1K-1
Ο গ) 1230Jkg-1K-1
Ο ঘ) 330Jkg-1K-1
সঠিক উত্তর: (গ)
৪৫৬. গরমের দিনে কাচ বা পিতলের পাত্রে পানি রাখলে ঠাণ্ডা না হওয়ার কারণ কী?
Ο ক) বাষ্পায়নের সুযোগ সৃষ্টি হয় বলে
Ο খ) পাত্রের গায়ে ছিদ্র থাকে বলে
Ο গ) পাত্রের গায়ে ছিদ্র থাকে না বলে
Ο ঘ) পানি চুইয়ে বাইরে আসে বলে
সঠিক উত্তর: (গ)
৪৫৭. দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অণুভব করে?
Ο ক) বিকর্ষণ
Ο খ) প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ
Ο গ) আকর্ষণ
Ο ঘ) আকর্ষণ-বিকর্ষণ
সঠিক উত্তর: (গ)
৪৫৮. সমুদ্র হতে পানি কী প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হয়?
Ο ক) ঘনীভবন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পুন:শিলীভবন
সঠিক উত্তর: (খ)
৪৫৯. কোন বস্তুর গড় সাম্যবস্থান বাইরের দিকে সরে গেলে বস্তু কি লাভ করে?
Ο ক) সংকোচন
Ο খ) প্রসারণ
Ο গ) সাম্যবস্থান
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
৪৬০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রপ্রসারণ সহগ কত?
Ο ক) 44×10-1K-1
Ο খ) 33×10-4K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 11×10-4K-1
সঠিক উত্তর: (গ)
৪৬১. চিনি মিশ্রিত পানির উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় ফুটবে
ii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় ফুটবে
iii. বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্কের সমান তাপমাত্রায় ফুটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬২. 1g দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কি বলে?
Ο ক) আয়তন প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ সহগ
Ο গ) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο ঘ) গলনাঙ্ক
সঠিক উত্তর: (গ)
৪৬৩. নিচের কোন পদার্থটি তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হলে আয়তন কমে যায়?
Ο ক) প্যারাফিন
Ο খ) বরফ
Ο গ) ঢালাই লোহা
Ο ঘ) পিতল
সঠিক উত্তর: (ক)
৪৬৪. তাপের SI একক কী?
Ο ক) ক্যালরি
Ο খ) ওয়াট
Ο গ) জুল
Ο ঘ) কেলভিন
সঠিক উত্তর: (গ)
৪৬৫. কাচের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 8.9×106K-1
Ο খ) 8.9×10-6K-1
Ο গ) 8.9×105K-1
Ο ঘ) 8.9×10-5K-1
সঠিক উত্তর: (খ)
৪৬৬. K প্রতীকটি কোন স্কেলের তাপমাত্রার একক?
Ο ক) র্যা নকিন
Ο খ) ফারেনহাইট
Ο গ) কেলভিন
Ο ঘ) সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: কেলভিন (K) এবং ডিগ্রি সেলসিয়াস (0C) তাপমাত্রা নির্দেশের অন্যতম প্রধান দুটি স্কেল। এদের সম্পর্কিত হল 00C=273K আর (θ2-θ1)0C = (θ2-θ1)K। পানির ত্রৈধ বিন্দু থেকে কেলভিনের সংজ্ঞা দেওয়া হয়।
৪৬৭. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার কত ভাগকে এক কেলভিন বলে?
Ο ক) 273 ভাগকে
Ο খ) 1/273 ভাগকে
Ο গ) 0.0003 ভাগকে
Ο ঘ) 0.366 ভাগকে
সঠিক উত্তর: (খ)
৪৬৮. থার্মোমিটারে পারদ স্তম্ভের দৈর্ঘ্যকে কী বলা হয়?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) তাপমাত্রিক ধর্ম
Ο ঘ) তাপমাত্রিক পদার্থ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics