এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
Ο ক) হিমাঙ্ক
Ο খ) বরফ বিন্দু
Ο গ) নিম্ন স্থিরাঙ্ক
Ο ঘ) উর্ধ্ব স্থিরাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)

৩৫২. কক্ষ তাপমাত্রায় ও স্বাভাবিক চাপের একটি বাটিতে কিছু পানি রেখে দিলে কি পরিবর্তন হবে?
Ο ক) পানির স্তর উপরে উঠবে
Ο খ) পানির স্তর নিচে নামবে
Ο গ) পানির স্তরের পরিবর্তন হবে না
Ο ঘ) সমস্ত পানি বরফ হবে
সঠিক উত্তর: (খ)

৩৫৩. তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 16.7×10-6K-1
Ο খ) 14.7×10-6K-1
Ο গ) 16.7×10-6K
Ο ঘ) 14.7×10-6K
সঠিক উত্তর: (ক)

৩৫৪. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) বাহ্যিক শক্তি
Ο খ) অভ্যন্তরীণ শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) গতি শক্তি
সঠিক উত্তর: (খ)

৩৫৫. পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিরূপে পরিবর্তিত হয়?
Ο ক) বর্গের ব্যস্তানুপাতে
Ο খ) সমানুপাতে
Ο গ) বর্গের সমানুপাতে
Ο ঘ) ব্যস্তানুপাতে
সঠিক উত্তর: (খ)

৩৫৬. 1m দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 16.710-6m
ii. 0.0000167m
iii. 18.710-6m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৫৭. কোনো একটি বস্তুর তাপমাত্রা θ0C হলে কেলভিন স্কেলে এর মান কত হবে?
Ο ক) θK
Ο খ) (θ-273)K
Ο গ) (θ+273)K
Ο ঘ) (273-θ)K
সঠিক উত্তর: (গ)

৩৫৮. তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন নিচের কোনটির পরিবর্তন হয় না?
Ο ক) চাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) তাপ
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (খ)

৩৫৯. তরল ও পাত্রের প্রসারণ সমান হলে তরলের আপাত প্রসারণ-
i. ধনাত্মক হতে পারে
ii. ঋণাত্মক হতে পারে
iii. শূন্য হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬০. যদি এক টুকরা গরম লোহা ঠাণ্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কে তাপ হারাবে?
Ο ক) পানি
Ο খ) গরম লোহা
Ο গ) পানি ও গরম লোহা দুটিই
Ο ঘ) পাত্র
সঠিক উত্তর: (খ)

৩৬১. তাপ প্রয়োগে নির্দিষ্ট তাপমাত্রায় তরলকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) স্ফুটন
Ο খ) গলন
Ο গ) বাষ্পায়ন
Ο ঘ) পাতন
সঠিক উত্তর: (ক)

৩৬২. কোনো পাত্রে না রেখে তাপ দিলে তরলের যে প্রসারণ হয় তার নাম কী?
Ο ক) আপাত প্রসারণ
Ο খ) প্রকৃত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রসারণ
Ο ঘ) মৌলিক প্রসারণ
সঠিক উত্তর: (খ)

৩৬৩. দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ যথাক্রমে α, β এবং γ হলে-
i. 6α=2γ
ii. 3α=2γ
iii. 3β=6α
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৬৪. ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.010-6K-1 এর ক্ষেত্র প্রসারণ সহগ-
i. 22.010-6K-1
ii. 0.000022K-1
iii. 2210-12K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬৫. দু’টুকরা বরফকে চাপ দিয়ে আবার ছেড়ে দিলে জোড়া লেগে যায়। এতে কোন ঘটনা ঘটে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) স্ফুটন
Ο গ) পুন:শিলীভবন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৩৬৬. তাপ-
i. এক প্রকার শক্তি
ii. ঠাণ্ডা ও গরমের অনুভূতি জাগায়
iii. এর একক কেলভিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬৭. দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কী?
Ο ক) K
Ο খ) K-1
Ο গ) M
Ο ঘ) OC
সঠিক উত্তর: (খ)

৩৬৮. কোনো পদার্থের আয়তন প্রসারণ-সহগ এর দৈর্ঘ্য প্রাসরণ-সহগের কত গুণ?
Ο ক) দ্বিগুণ
Ο খ) তিনগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর: (খ)

৩৬৯. এক বায়ুমন্ডলীয় চাপ সমান কত সে.মি. পারদ চাপ?
Ο ক) 36cm
Ο খ) 30cm
Ο গ) 76cm
Ο ঘ) 100cm
সঠিক উত্তর: (গ)

৩৭০. 1000C তাপমাত্রার নিচেও পানিকে বাষ্পীভূত করা যায়-
i. প্রেসার কুকার ব্যবহার করে
ii. পানির ওপর চাপ হ্রাস করে
iii. পানিতে বায়ু প্রবাহ চালিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৭১. লোহার আয়তন প্রসারণ সহগ 34.810-6K-1 হলে 400C তাপমাত্রা পরিবর্তনের জন্য 100m লোহার রেললাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে-
i. 0.0464m
ii. 0.6401m
iii. 4.64cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭২. তামার-
i. দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.710-6K-1
ii. ক্ষেত্র প্রসারণ সহগ 33.410-6K-1
iii. আয়তন প্রসারণ সহগ 50.110-6K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭৩. 1kg সীসার তাপমাত্রা 1K বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 130
Ο খ) 120
Ο গ) 230
Ο ঘ) 320
সঠিক উত্তর: (ক)

৩৭৪. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কী?
Ο ক) 0C
Ο খ) 0F
Ο গ) K
Ο ঘ) R
সঠিক উত্তর: (ক)

৩৭৫. গরমের দিনে কোন পাত্রের পানি ঠাণ্ডা থাকবে?
Ο ক) পিতল
Ο খ) কাচ
Ο গ) মাটির কলসি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৩৭৬. উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে কোন পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) বাষ্পীভবন
Ο গ) গলন
Ο ঘ) ঘনীভবন
সঠিক উত্তর: (ঘ)

৩৭৭. আপেক্ষিক তাপ-
i. এর একক হচ্ছে Jkg-1K-1
ii. কে S দ্বারা প্রকাশ করা হয়
iii. এর মাত্রা সমীকরণ L2T2θ-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭৮. পানির আপেক্ষিক তাপ কত?
Ο ক) 2100J-1K-1
Ο খ) 4200J-1kg-1 K-1
Ο গ) 4.2×103Jkg-1 K
Ο ঘ) 400JgK-1
সঠিক উত্তর: (খ)

৩৭৯. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে-
i. C/5=K-32/9
ii. F-32/9=K-273/5
iii. C/5=F-32/9
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৮০. নিচের কোনটির চাপ বাড়লে আয়তন বেড়ে যায়?
Ο ক) মোম
Ο খ) বিসমাথ
Ο গ) বরফ
Ο ঘ) অ্যান্টিমনি
সঠিক উত্তর: (ক)

৩৮১. যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অস্থাতেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে কি বলে?
Ο ক) স্বাভাবিক তাপমাত্রা
Ο খ) উচ্চ স্থিরাঙ্ক
Ο গ) নিম্ন স্থিরাঙ্ক
Ο ঘ) পানির ত্রৈধবিন্দু
সঠিক উত্তর: (ঘ)

৩৮২. তাপমিতির মূলনীতি কী?
Ο ক) মোট বর্জিত তাপ=চূড়ান্ত তাপ
Ο খ) মোট বর্জিত তাপ=মোট গৃহীত তাপ
Ο গ) মোট তাপ=মোট গৃহীত তাপ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ)

৩৮৩. তামা, জলীয় বাষ্প এবং পানির আপেক্ষিক তাপের অনুপাত কোনটি?
Ο ক) 1:10:19
Ο খ) 1:14:21
Ο গ) 2:12:21
Ο ঘ) 2:10:21
সঠিক উত্তর: (ঘ)

৩৮৪. চাপ বাড়লে মোমের গলনাঙ্ক কী হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) চাপের উপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: (ক)

৩৮৫. কোনো পদার্থে তাপ-
i. অণুগুলোর গতিশক্তি
ii. অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করে
iii. পদার্থটির তাপমাত্রা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮৬. তাপমাত্রা-
i. পরিমাপের যন্ত্রের নাম ব্যারোমিটার
ii. পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার
iii. এর SI একক হচ্ছে কেলভিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৮৭. সমভরের পানি ও বরফের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে পানির তুলনায় বরফের কতগুন তাপ দরকার?
Ο ক) 1/4
Ο খ) 1/2
Ο গ) 1
Ο ঘ) 2
সঠিক উত্তর: (খ)

৩৮৮. কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 273K
Ο খ) 373K
Ο গ) 100K
Ο ঘ) 0K
সঠিক উত্তর: (ক)

৩৮৯. একই তাপমাত্রায় থাকা তামার তৈরি বেশি ভরের (A) একটি বস্তু এবং কম ভরের (B) একটি বস্তুতে একই সময়ে একই পরিমাণ তাপ সরবরাহ করা হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে?
Ο ক) A অপেক্ষা B এর তাপধারণ ক্ষমতা বেশি হবে
Ο খ) A অপেক্ষা B এর আপেক্ষিক তাপ কম হবে
Ο গ) A অপেক্ষা B এর তাপমাত্রা বেশি হবে
Ο ঘ) A ও B এর তাপমাত্রা সমান হবে
সঠিক উত্তর: (গ)

৩৯০. তাপমাত্রার বিভিন্ন স্কেলের ক্ষেত্রে নিম্নের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) C/5=F-32/5=K-373/9
Ο খ) C/100=F-32/180=K-273/100
Ο গ) C/100=F+32/180=K+273/100
Ο ঘ) C/100=F-32/180=K-373/100
সঠিক উত্তর: (খ)

৩৯১. একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তাকে কী বলা হয়?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) আয়তন প্রসারণ
Ο গ) প্রস্থ-প্রসারণ
Ο ঘ) ক্ষেত্র-প্রসারণ
সঠিক উত্তর: (ঘ)

৩৯২. A ও B দুটো পাত্রে সমপরিমাণ পানি আছে। A পাত্রের পানির তাপমাত্রা বেশি, B পাত্রের কম। তাপের পরিমাণ কোনটিতে বেশি?
Ο ক) A -পাত্রে
Ο খ) B –পাত্রে
Ο গ) A ও B উভয়টিতেই
Ο ঘ) সমান থাকবে
সঠিক উত্তর: (ক)

৩৯৩. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কী বলে?
Ο ক) আপেক্ষিক তাপ
Ο খ) তাপধারণ ক্ষমতা
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) পানি সমতা
সঠিক উত্তর:

৩৯৪. ক্ষেত্র প্রসারণ সহগ এর একক কোনটি?
Ο ক) K-1
Ο খ) K
Ο গ) K-2
Ο ঘ) R
সঠিক উত্তর: (ক)

৩৯৫. হিমাংক বলতে বুঝায় প্রমাণ চাপে যে তাপমাত্রায়-
i. বিশুদ্ধ বরফ গলে পানি হয়
ii. পানি জমে বরফ হয়
iii. পানি ফুটে বাষ্প হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯৬. দৈর্ঘ্য প্রসারণ সহগ (α) ও আয়তন প্রসারণ সহগ (γ) এর মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) α =3y
Ο খ) γ=4 α
Ο গ) γ=3 α
Ο ঘ) γ=2 α
সঠিক উত্তর: (গ)

৩৯৭. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় পরিণত করাকে কী বলে?
Ο ক) শিলীভবন
Ο খ) ঘনীভবন
Ο গ) গলন
Ο ঘ) পুনঃশিলীভবন
সঠিক উত্তর: (ঘ)

৩৯৮. এভারেষ্ট চূড়ায়-
i. পানি 700C তাপমাত্রায় ফুটে
ii. পানি 343K তাপমাত্রায় ফুটে
iii. পানি 273K তাপমাত্রায় ফুটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯৯. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোনটির ওপর নির্ভর করে না?
Ο ক) বস্তুর ভর
Ο খ) বস্তুর আকার
Ο গ) উপাদান
Ο ঘ) তাপমাত্রা বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)

৪০০. সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 500C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত?
Ο ক) 50K
Ο খ) 112K
Ο গ) 245K
Ο ঘ) 323K
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post