ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. পানি তিন অবস্থায় থাকে নিচের কোনটির কারণে?
Ο ক) চাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) আর্দ্রতা
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
৩০২. নিচের কোন পদার্থটিকে কঠিন থেকে তরলে বূপান্তরিত করলে আয়তন হ্রাস পায়?
Ο ক) বরফ
Ο খ) ইস্পাত
Ο গ) মোম
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৩০৩. দুটি অণুর মধ্যবর্তী দূরত্ব সাম্যবস্থার চেয়ে কমে গেলে এদের মধ্যে কোনটি বেড়ে যাবে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) আকর্ষণ বল
Ο গ) বিকর্ষণ বল
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (গ)
৩০৪. বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
Ο ক) ধীরে হবে
Ο খ) দ্রুত হবে
Ο গ) স্থির হবে
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৩০৫. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে রক্ষিত পারদকে কী বলে?
Ο ক) সান্দ্রতা
Ο খ) আয়তনিক পদার্থ
Ο গ) তাপমাত্রকি পদার্থ
Ο ঘ) তাপমাত্রিক ধর্ম
সঠিক উত্তর: (গ)
৩০৬. তাপীয় প্রসারণ-
i. অক্সিজেনে সবচেয়ে বেশি
ii. পানিতে অক্সিজেনের চেয়ে কম
iii. লবণে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. তাপ প্রয়োগ করলে নিচের কোনটি প্রসারিত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. একটি অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন অণুটি কি অনুভব করে?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) তাপ
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
৩০৯. আপেক্ষিক তাপ এবং তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) S=C/m
Ο খ) C=m/S
Ο গ) M=S/C
Ο ঘ) S=m/C
সঠিক উত্তর: (ক)
৩১০. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে সংঘটিত হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩১১. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১২. নিচের কোনটি ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) আর্দ্রতা
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
৩১৩. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য?
Ο ক) তাপের
Ο খ) তাপমাত্রার
Ο গ) আয়তনের
Ο ঘ) ঘনত্বের
সঠিক উত্তর: (ক)
৩১৪. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) গলন
Ο গ) গলনাঙ্ক
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৩১৫. কোনো বস্তুর আপেক্ষিক তাপ 210JKg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 210J তাপের প্রয়োজন হয়
ii. 210kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন হয়
iii. 2kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 420J তাপের প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৬. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
Ο ক) 500Jkg-1K-1
Ο খ) 750Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 8000Jkg-1K-1
সঠিক উত্তর: (ক)
৩১৭. কেলভিন স্কেলে বরফ বিন্দু কত?
Ο ক) 173K
Ο খ) 273K
Ο গ) 373K
Ο ঘ) 0K
সঠিক উত্তর: (খ)
৩১৮. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 10JK-1 বলতে কী বুঝায়?
Ο ক) ঐ বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 10J তাপের প্রয়োজন
Ο খ) ঐ বস্তুর তাপমাত্রা 10K হ্রাস করতে 1J তাপের প্রয়োজন
Ο গ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
Ο ঘ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
সঠিক উত্তর: (ক)
৩১৯. জুল- i. কাজের একক ii. বলের একক iii. তাপের একক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২০. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.40F হলে, সেলসিয়াস স্কেলে কত?
Ο ক) 36.890C
Ο খ) 39.690C
Ο গ) 39.680C
Ο ঘ) 35.480C
সঠিক উত্তর: (ক)
৩২১. নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়?
Ο ক) উষ্ণতার
Ο খ) তাপের
Ο গ) শক্তির
Ο ঘ) ক্ষমতার
সঠিক উত্তর: (ক)
৩২২. তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৩২৩. যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু তাপ-
Ο ক) গ্রহণ করবে
Ο খ) বর্জন করবে
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) বাষ্পীভবন করবে
সঠিক উত্তর: (খ)
৩২৪. নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয়?
Ο ক) পদার্থের আয়তন
Ο খ) পদার্থের রোধ
Ο গ) পদার্থের আপেক্ষিক তাপ
Ο ঘ) পদার্থের চাপ
সঠিক উত্তর: (গ)
৩২৫. পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
Ο ক) তাপ
Ο খ) শব্দ
Ο গ) কম্পন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
৩২৬. তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
Ο ক) তরল
Ο খ) বায়বীয়
Ο গ) কঠিন
Ο ঘ) কঠিন ও বায়বীয়
সঠিক উত্তর: (খ)
৩২৭. কোনটির কারণে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়?
Ο ক) চাপ বাড়ার
Ο খ) তাপমাত্রা কমার
Ο গ) চাপ কমার
Ο ঘ) চাপের অপরিবর্তিত থাকার
সঠিক উত্তর: (গ)
৩২৮. কোন পদার্থের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণ একই হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) অর্ধ-তরল
Ο ঘ) বায়বীয়
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) C/5=F-32/9
Ο খ) C/5=K-273/5
Ο গ) C/5=F-32/9=K-273/5
Ο ঘ) F-32/9=K-273/5
সঠিক উত্তর: (গ)
৩৩০. সীসার আপেক্ষিক তাপ 130JKg-1K-1 হলে 4kg ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 38090
Ο খ) 10400
Ο গ) 2600
Ο ঘ) 520
সঠিক উত্তর: (খ)
৩৩১. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
Ο খ) আপেক্ষিক তাপ=তাপ ধারণক্ষমতা/ভর
Ο গ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
Ο ঘ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (খ)
৩৩২. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি কমে বরফ হয় তাকে কি বলে?
Ο ক) নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) হিমাঙ্ক
Ο গ) বরফ বিন্দু
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. কাপের একককে তাপমাত্রার একক দ্বারা ভাগ করলে পাওয়া যায়-
i. সুপ্ততাপের একক
ii. তাপধারণ ক্ষমতার একক
iii. আপেক্ষিক তাপের একক
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৪. তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন কিরূপ হয়?
Ο ক) ধীরে হয়
Ο খ) দ্রুত হয়
Ο গ) বন্ধ হয়ে যায়
Ο ঘ) কখনো ধীরে কখনো দ্রুত হয়
সঠিক উত্তর: (খ)
৩৩৫. 1m2 আয়তনের কোন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) তাপ পরিবাহকত্ব
সঠিক উত্তর: (গ)
৩৩৬. বরফ পানিতে ভাসে কারণ-
i. বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
ii. পানি বরফ হলে আয়তনে বাড়ে
iii. পানির সমআয়তন বরফ পদার্থের পরিমাণ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) দৈর্ঘ্য সংকোচন
Ο গ) ক্ষেত্র প্রসারণ
Ο ঘ) দৈর্ঘ্য প্রসারণ-সংকোচন
সঠিক উত্তর: (ক)
৩৩৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম-
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)
৩৩৯. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সে তাপমাত্রাকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটন
Ο ঘ) স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর: (খ)
৩৪০. তাপমাত্রা নির্ণয়ের কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এ স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রাকে 373K ধরা হয়
ii. স্কেলে গলন্ত বরফের তাপমাত্রাকে 273K ধরা হয়
iii. এ স্কেল পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. কোন পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির-
Ο ক) সমান
Ο খ) সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৩৪২. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) বাহ্যিক শক্তি
Ο খ) নিউক্লীয় শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) যান্ত্রিকশক্তি
সঠিক উত্তর: (গ)
৩৪৩. যেকোনো উষ্ণতায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটন
Ο ঘ) বাষ্পায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. তাপমাত্রা নির্ণয়ের স্কেল হলো-
i. সেলসিয়াস স্কেল
ii. কেলভিন স্কেল
iii. মিটার স্কেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৫. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে?
Ο ক) তরল
Ο খ) গলন
Ο গ) জমাট
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (খ)
৩৪৬. নিচের কোনটি আপেক্ষিক তাপ বেশি?
Ο ক) সীসা
Ο খ) লোহা
Ο গ) তামা
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. কোনটি আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়?
Ο ক) আপেক্ষিক আর্দ্রতা
Ο খ) বাষ্পীভবন
Ο গ) পুনঃশিলীভবন
Ο ঘ) গলনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
Ο ক) পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই
Ο খ) বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই
Ο গ) পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই
Ο ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই
সঠিক উত্তর: (খ)
৩৪৯. কোন পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে কি বলে?
Ο ক) প্রকৃত প্রসারণ
Ο খ) আপাত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রসারণ
Ο ঘ) মৌলিক প্রসারণ
সঠিক উত্তর: (খ)
৩৫০. কোনটির ওপর স্ফুটনাঙ্কের মান নির্ভরশীল?
Ο ক) সময়
Ο খ) তাপমাত্রা
Ο গ) আয়তন
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. পানি তিন অবস্থায় থাকে নিচের কোনটির কারণে?
Ο ক) চাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) আর্দ্রতা
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
৩০২. নিচের কোন পদার্থটিকে কঠিন থেকে তরলে বূপান্তরিত করলে আয়তন হ্রাস পায়?
Ο ক) বরফ
Ο খ) ইস্পাত
Ο গ) মোম
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৩০৩. দুটি অণুর মধ্যবর্তী দূরত্ব সাম্যবস্থার চেয়ে কমে গেলে এদের মধ্যে কোনটি বেড়ে যাবে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) আকর্ষণ বল
Ο গ) বিকর্ষণ বল
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (গ)
৩০৪. বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-
Ο ক) ধীরে হবে
Ο খ) দ্রুত হবে
Ο গ) স্থির হবে
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ)
৩০৫. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে রক্ষিত পারদকে কী বলে?
Ο ক) সান্দ্রতা
Ο খ) আয়তনিক পদার্থ
Ο গ) তাপমাত্রকি পদার্থ
Ο ঘ) তাপমাত্রিক ধর্ম
সঠিক উত্তর: (গ)
৩০৬. তাপীয় প্রসারণ-
i. অক্সিজেনে সবচেয়ে বেশি
ii. পানিতে অক্সিজেনের চেয়ে কম
iii. লবণে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. তাপ প্রয়োগ করলে নিচের কোনটি প্রসারিত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. একটি অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন অণুটি কি অনুভব করে?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) তাপ
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
৩০৯. আপেক্ষিক তাপ এবং তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) S=C/m
Ο খ) C=m/S
Ο গ) M=S/C
Ο ঘ) S=m/C
সঠিক উত্তর: (ক)
৩১০. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে সংঘটিত হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩১১. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১২. নিচের কোনটি ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) আর্দ্রতা
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
৩১৩. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য?
Ο ক) তাপের
Ο খ) তাপমাত্রার
Ο গ) আয়তনের
Ο ঘ) ঘনত্বের
সঠিক উত্তর: (ক)
৩১৪. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) গলন
Ο গ) গলনাঙ্ক
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৩১৫. কোনো বস্তুর আপেক্ষিক তাপ 210JKg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 210J তাপের প্রয়োজন হয়
ii. 210kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন হয়
iii. 2kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 420J তাপের প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৬. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে, বস্তুটির আপেক্ষিক তাপ কত?
Ο ক) 500Jkg-1K-1
Ο খ) 750Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 8000Jkg-1K-1
সঠিক উত্তর: (ক)
৩১৭. কেলভিন স্কেলে বরফ বিন্দু কত?
Ο ক) 173K
Ο খ) 273K
Ο গ) 373K
Ο ঘ) 0K
সঠিক উত্তর: (খ)
৩১৮. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 10JK-1 বলতে কী বুঝায়?
Ο ক) ঐ বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে 10J তাপের প্রয়োজন
Ο খ) ঐ বস্তুর তাপমাত্রা 10K হ্রাস করতে 1J তাপের প্রয়োজন
Ο গ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
Ο ঘ) ঐ বস্তুর তাপমাত্রা 10J হ্রাস করতে 1K তাপের প্রয়োজন
সঠিক উত্তর: (ক)
৩১৯. জুল- i. কাজের একক ii. বলের একক iii. তাপের একক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২০. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.40F হলে, সেলসিয়াস স্কেলে কত?
Ο ক) 36.890C
Ο খ) 39.690C
Ο গ) 39.680C
Ο ঘ) 35.480C
সঠিক উত্তর: (ক)
৩২১. নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়?
Ο ক) উষ্ণতার
Ο খ) তাপের
Ο গ) শক্তির
Ο ঘ) ক্ষমতার
সঠিক উত্তর: (ক)
৩২২. তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৩২৩. যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু তাপ-
Ο ক) গ্রহণ করবে
Ο খ) বর্জন করবে
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) বাষ্পীভবন করবে
সঠিক উত্তর: (খ)
৩২৪. নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয়?
Ο ক) পদার্থের আয়তন
Ο খ) পদার্থের রোধ
Ο গ) পদার্থের আপেক্ষিক তাপ
Ο ঘ) পদার্থের চাপ
সঠিক উত্তর: (গ)
৩২৫. পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
Ο ক) তাপ
Ο খ) শব্দ
Ο গ) কম্পন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
৩২৬. তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
Ο ক) তরল
Ο খ) বায়বীয়
Ο গ) কঠিন
Ο ঘ) কঠিন ও বায়বীয়
সঠিক উত্তর: (খ)
৩২৭. কোনটির কারণে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়?
Ο ক) চাপ বাড়ার
Ο খ) তাপমাত্রা কমার
Ο গ) চাপ কমার
Ο ঘ) চাপের অপরিবর্তিত থাকার
সঠিক উত্তর: (গ)
৩২৮. কোন পদার্থের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণ একই হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) অর্ধ-তরল
Ο ঘ) বায়বীয়
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) C/5=F-32/9
Ο খ) C/5=K-273/5
Ο গ) C/5=F-32/9=K-273/5
Ο ঘ) F-32/9=K-273/5
সঠিক উত্তর: (গ)
৩৩০. সীসার আপেক্ষিক তাপ 130JKg-1K-1 হলে 4kg ভরের সীসার তাপমাত্রা 200C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 38090
Ο খ) 10400
Ο গ) 2600
Ο ঘ) 520
সঠিক উত্তর: (খ)
৩৩১. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কোনটি?
Ο ক) আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
Ο খ) আপেক্ষিক তাপ=তাপ ধারণক্ষমতা/ভর
Ο গ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
Ο ঘ) তাপধারণ ক্ষমতা=ভর/আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (খ)
৩৩২. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি কমে বরফ হয় তাকে কি বলে?
Ο ক) নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) হিমাঙ্ক
Ο গ) বরফ বিন্দু
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. কাপের একককে তাপমাত্রার একক দ্বারা ভাগ করলে পাওয়া যায়-
i. সুপ্ততাপের একক
ii. তাপধারণ ক্ষমতার একক
iii. আপেক্ষিক তাপের একক
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৪. তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন কিরূপ হয়?
Ο ক) ধীরে হয়
Ο খ) দ্রুত হয়
Ο গ) বন্ধ হয়ে যায়
Ο ঘ) কখনো ধীরে কখনো দ্রুত হয়
সঠিক উত্তর: (খ)
৩৩৫. 1m2 আয়তনের কোন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) তাপ পরিবাহকত্ব
সঠিক উত্তর: (গ)
৩৩৬. বরফ পানিতে ভাসে কারণ-
i. বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
ii. পানি বরফ হলে আয়তনে বাড়ে
iii. পানির সমআয়তন বরফ পদার্থের পরিমাণ কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) দৈর্ঘ্য সংকোচন
Ο গ) ক্ষেত্র প্রসারণ
Ο ঘ) দৈর্ঘ্য প্রসারণ-সংকোচন
সঠিক উত্তর: (ক)
৩৩৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম-
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)
৩৩৯. যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সে তাপমাত্রাকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটন
Ο ঘ) স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর: (খ)
৩৪০. তাপমাত্রা নির্ণয়ের কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এ স্কেলে ফুটন্ত পানির তাপমাত্রাকে 373K ধরা হয়
ii. স্কেলে গলন্ত বরফের তাপমাত্রাকে 273K ধরা হয়
iii. এ স্কেল পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. কোন পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির-
Ο ক) সমান
Ο খ) সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৩৪২. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) বাহ্যিক শক্তি
Ο খ) নিউক্লীয় শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) যান্ত্রিকশক্তি
সঠিক উত্তর: (গ)
৩৪৩. যেকোনো উষ্ণতায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) স্ফুটন
Ο ঘ) বাষ্পায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. তাপমাত্রা নির্ণয়ের স্কেল হলো-
i. সেলসিয়াস স্কেল
ii. কেলভিন স্কেল
iii. মিটার স্কেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৫. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে?
Ο ক) তরল
Ο খ) গলন
Ο গ) জমাট
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (খ)
৩৪৬. নিচের কোনটি আপেক্ষিক তাপ বেশি?
Ο ক) সীসা
Ο খ) লোহা
Ο গ) তামা
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. কোনটি আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়?
Ο ক) আপেক্ষিক আর্দ্রতা
Ο খ) বাষ্পীভবন
Ο গ) পুনঃশিলীভবন
Ο ঘ) গলনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
Ο ক) পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই
Ο খ) বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই
Ο গ) পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই
Ο ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই
সঠিক উত্তর: (খ)
৩৪৯. কোন পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে কি বলে?
Ο ক) প্রকৃত প্রসারণ
Ο খ) আপাত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রসারণ
Ο ঘ) মৌলিক প্রসারণ
সঠিক উত্তর: (খ)
৩৫০. কোনটির ওপর স্ফুটনাঙ্কের মান নির্ভরশীল?
Ο ক) সময়
Ο খ) তাপমাত্রা
Ο গ) আয়তন
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics