এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. 100g ভর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত্রের তাপমাত্রা 200C বাড়াতে 1800J তাপ লাগে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 900Jkg-1K-1
Ο খ) 900J
Ο গ) 950Jkg-1K-1
Ο ঘ) 920JkgK-1
সঠিক উত্তর: (ক)

২৫২. পদার্থের গলনাঙ্ক কিসের উপর নির্ভর করে?
Ο ক) চাপের হ্রাস-বৃদ্ধি
Ο খ) আয়তনের হ্রাস-বৃদ্ধি
Ο গ) তাপের হ্রাস-বৃদ্ধি
Ο ঘ) ঘনত্বের হ্রাস-বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)

২৫৩. কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?
Ο ক) তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়
Ο খ) কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা
Ο গ) কঠিন অবস্থা থেকে তরল অবস্থা
Ο ঘ) তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
সঠিক উত্তর: (গ)

২৫৪. 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) আয়তন প্রসারণ সহগ
Ο ঘ) দৈর্ঘ্য প্রসারণ
সঠিক উত্তর: (ক)

২৫৫. দুটি অণুর মধ্যে দূরত্ব সাম্যবস্থার তুলনায় বৃদ্ধি পেলে কোনটি তত দ্রুত বৃদ্ধি পায় না?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) আসঞ্জন বল
Ο ঘ) আকর্ষণ ও বিকর্ষণ বল
সঠিক উত্তর: (ক)

২৫৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে নিচের কোনটি বাড়ে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)

২৫৭. আপেক্ষিক তাপ হলো-
i. বস্তুর বৈশিষ্ট্য
ii. বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
iii. তাপমাত্রার বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৫৮. আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) যান্ত্রিকশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)

২৫৯. তাপ দিলে পদার্থের অণুগুলোর গতিশক্তির কী পরিবর্তন হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) কিছুই ঘটে না
সঠিক উত্তর: (খ)

২৬০. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ কোনটির সমানুপাতিক?
Ο ক) অণুগুলোর মোট স্থিতিশক্তি
Ο খ) অণুগুলোর মোট গতিশক্তি
Ο গ) অণুগুলোর মোট বিভবশক্তি
Ο ঘ) অণুগুলোর মোট অন্তঃস্থশক্তি
সঠিক উত্তর: (খ)

২৬১. ট্রেন যাওয়ার সময় রেললাইন গরম হয়, কারণ-
i. রেললাইনের অণুসমূহের গতি বৃদ্ধি পায় বলে
ii. রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরি হয় বলে
iii. তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬২. বাষ্পায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য হলো-
i. চাপ কমলে বাষ্পায়নের হার কমে
ii. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়
iii. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬৩. 200C তাপমাত্রায় তামার পাতের দৈর্ঘ্য 50m হলে 1000C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত মিটিার? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.710-6K-1
Ο ক) 50.1002
Ο খ) 50.0833
Ο গ) 50.0668
Ο ঘ) 50.0016
সঠিক উত্তর: (গ)

২৬৪. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) শূন্য স্থানে
Ο খ) কাচ মাধ্যমে
Ο গ) পানি মাধ্যমে
Ο ঘ) বেনজিনে
সঠিক উত্তর: (ক)

২৬৫. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে বস্তুটির আঃ তাপ কত?
Ο ক) 8000Jkg-1K-1
Ο খ) 500Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 5000Jkg-1K-1
সঠিক উত্তর: (খ)

২৬৬. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. 1 ক্যালরি=2.4 জুল
ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬৭. বাষ্পীভবন পদ্ধতিতে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়?
Ο ক) 1000C
Ο খ) 700C
Ο গ) যে কোনো তাপমাত্রায়
Ο ঘ) 1200C
সঠিক উত্তর: (গ)

২৬৮. রূপার আপেক্ষিক তাপ কত JK-1kg-1?
Ο ক) 230
Ο খ) 400
Ο গ) 130
Ο ঘ) 120
সঠিক উত্তর: (ক)

২৬৯. তরলের প্রকৃত প্রসরণ ΔVr,আপাত প্রসারণ ΔVa এবং পাত্রের প্রসারণ ΔVg হলে-
i. ΔVr=ΔVa+ΔVg
ii. ΔVa=ΔVr-ΔVg
iii. ΔVr=ΔVa-ΔVg
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭০. কোনটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) পানি
Ο খ) গ্লিসারিন
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) নিশাদল
সঠিক উত্তর: (ঘ)

২৭১. কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
Ο ক) তরল
Ο খ) বায়বীয়
Ο গ) কঠিন
Ο ঘ) কেলাসাকার
সঠিক উত্তর: (খ)

২৭২. 50g ভর বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা 200C বাড়াতে 900J তাপ লাগে বস্তুটির আঃ তাপ কত Jkg-1K-1?
Ο ক) 900
Ο খ) 870
Ο গ) 830
Ο ঘ) 800
সঠিক উত্তর: (ক)

২৭৩. তামার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 400
Ο খ) 230
Ο গ) 130
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

২৭৪. পানির অবস্থাগুলো নির্ভরশীল-
i. বায়ুরচাপের ওপর
ii. সময়ের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৭৫. θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 11 তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে-
i. শেষ দৈর্ঘ্য =l2
ii. দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1
iii. তাপমাত্রা বৃদ্ধি = θ2-θ1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭৬. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
Ο ক) ঊর্ধ্ব স্থিরাঙ্ক
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) বাষ্প বিন্দু
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

২৭৭. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 85.710-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 57.1×10-6K-1
Ο খ) 75.1×10-6K-1
Ο গ) 28.6×10-6K-1
Ο ঘ) 58.7×10-6K-1
সঠিক উত্তর: (গ)

২৭৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)

২৭৯. তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কীসের সমান হবে?
Ο ক) 1K
Ο খ) 1.01K
Ο গ) 2F
Ο ঘ) 1F
সঠিক উত্তর: (ক)

২৮০. নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
Ο ক) সীসা
Ο খ) জলীয় বাষ্প
Ο গ) বরফ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)

২৮১. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
Ο ক) 237K
Ο খ) 227K
Ο গ) 273K
Ο ঘ) 327K
সঠিক উত্তর: (গ)

২৮২. কোন পাত্রে রেখে তরল পদার্থকে উত্তপ্ত করলে যে প্রসারণ হয় তাকে কি বলে?
Ο ক) প্রকৃত প্রসারণ
Ο খ) আপাত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রাসরণ
Ο ঘ) চাপ প্রসারণ
সঠিক উত্তর: (খ)

২৮৩. ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে-
i. ΔA α Aθ
ii. ΔA α Δθ
iii. ΔA α 1/AθΔθ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮৪. কোন পদার্থের আপেক্ষিক তাপ 400Jkg-1K-1
Ο ক) পানি
Ο খ) সীমা
Ο গ) রূপা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ঘ)

২৮৫. চাপ প্রয়োগে ব্স্তুর গলনাঙ্ক
i. বেড়ে যায়
ii. কমে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮৬. তাপের প্রবাহ নির্ভর করে-
i. তাপের পরিমাণের ওপর
ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮৭. তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি?
Ο ক) স্থিতি শক্তি
Ο খ) গতিশক্তি
Ο গ) বিভবশক্তি
Ο ঘ) অভ্যন্তরীন শক্তি
সঠিক উত্তর: (খ)

২৮৮. 100C তাপমাত্রার পানি এবং 700C তাপমাত্রার পানিকে মিশ্রি করলে নিম্নের কোনটি ঘটবে?
Ο ক) 100C তাপমাত্রার পানি তাপ ছাড়বে
Ο খ) 100C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο গ) 700C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο ঘ) দুই ধরনের পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর: (খ)

২৮৯. 200C তাপমাত্রায় একটি ইস্পাতের দন্ডের দৈর্ঘ্য 100m। 500C এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 11×10-6K
Ο খ) 11×10-6K-1
Ο গ) 11×10-6m
Ο ঘ) 11×10-6m-1
সঠিক উত্তর: (খ)

২৯০. একটি পাত্রে পানি নিয়ে উত্তপ্ত করলে কোনটির প্রসারণ বেশি হবে?
Ο ক) পানির
Ο খ) পাত্রের
Ο গ) পাত্রের তলার
Ο ঘ) পাত্রের ক্ষেত্রফলের
সঠিক উত্তর: (ক)

২৯১. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির?
Ο ক) তাপমাত্রিক
Ο খ) ভৌত
Ο গ) রাসায়নিক
Ο ঘ) আয়তনিক
সঠিক উত্তর: (ক)

২৯২. বরফ, পানি এবং জলীয়বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হলো-
Ο ক) 0K
Ο খ) 4K
Ο গ) 273K
Ο ঘ) 1000C
সঠিক উত্তর: (গ)

২৯৩. তরলের প্রসারণ কত ধরনের হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

২৯৪. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1
Ο ক) 230
Ο খ) 460
Ο গ) 400
Ο ঘ) 670
সঠিক উত্তর: (ক)

২৯৫. চাপ বাড়লে-
i. বরফের গলনাঙ্ক বাড়ে
ii. মোমের গলনাঙ্ক কমে
iii. পদার্থের গলনাঙ্ক অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯৬. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলে?
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) ক্যালরি
Ο গ) আপেক্ষিক তাপ
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (গ)

২৯৭. যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তু তাপ-
Ο ক) গ্রহণ করবে
Ο খ) বর্জন করবে
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) মিশ্রিত করবে
সঠিক উত্তর: (ক)

২৯৮. নিচের কোন সম্পর্ক সঠিক?
Ο ক) γ=3α=2β
Ο খ) 6α=2β=3γ
Ο গ) 6α=3β=2
Ο ঘ) 6=3β==2α
সঠিক উত্তর: (গ)

২৯৯. কোনটি বায়ুতে কম পরিমাণে থাকার কারণে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) বরফ
Ο খ) অক্সিজেন
Ο গ) পানি
Ο ঘ) জলীয়বাষ্প
সঠিক উত্তর: (ঘ)

৩০০. 300C তাপমাত্রার 1kg বিশুদ্ধ পানির তাপমাত্রা 10C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
Ο ক) 3.9×103J
Ο খ) 1.26×105J
Ο গ) 1.228×105J
Ο ঘ) 4.2×103J
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post