ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. 100g ভর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত্রের তাপমাত্রা 200C বাড়াতে 1800J তাপ লাগে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 900Jkg-1K-1
Ο খ) 900J
Ο গ) 950Jkg-1K-1
Ο ঘ) 920JkgK-1
সঠিক উত্তর: (ক)
২৫২. পদার্থের গলনাঙ্ক কিসের উপর নির্ভর করে?
Ο ক) চাপের হ্রাস-বৃদ্ধি
Ο খ) আয়তনের হ্রাস-বৃদ্ধি
Ο গ) তাপের হ্রাস-বৃদ্ধি
Ο ঘ) ঘনত্বের হ্রাস-বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)
২৫৩. কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?
Ο ক) তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়
Ο খ) কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা
Ο গ) কঠিন অবস্থা থেকে তরল অবস্থা
Ο ঘ) তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
সঠিক উত্তর: (গ)
২৫৪. 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) আয়তন প্রসারণ সহগ
Ο ঘ) দৈর্ঘ্য প্রসারণ
সঠিক উত্তর: (ক)
২৫৫. দুটি অণুর মধ্যে দূরত্ব সাম্যবস্থার তুলনায় বৃদ্ধি পেলে কোনটি তত দ্রুত বৃদ্ধি পায় না?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) আসঞ্জন বল
Ο ঘ) আকর্ষণ ও বিকর্ষণ বল
সঠিক উত্তর: (ক)
২৫৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে নিচের কোনটি বাড়ে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)
২৫৭. আপেক্ষিক তাপ হলো-
i. বস্তুর বৈশিষ্ট্য
ii. বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
iii. তাপমাত্রার বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৮. আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) যান্ত্রিকশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)
২৫৯. তাপ দিলে পদার্থের অণুগুলোর গতিশক্তির কী পরিবর্তন হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) কিছুই ঘটে না
সঠিক উত্তর: (খ)
২৬০. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ কোনটির সমানুপাতিক?
Ο ক) অণুগুলোর মোট স্থিতিশক্তি
Ο খ) অণুগুলোর মোট গতিশক্তি
Ο গ) অণুগুলোর মোট বিভবশক্তি
Ο ঘ) অণুগুলোর মোট অন্তঃস্থশক্তি
সঠিক উত্তর: (খ)
২৬১. ট্রেন যাওয়ার সময় রেললাইন গরম হয়, কারণ-
i. রেললাইনের অণুসমূহের গতি বৃদ্ধি পায় বলে
ii. রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরি হয় বলে
iii. তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬২. বাষ্পায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য হলো-
i. চাপ কমলে বাষ্পায়নের হার কমে
ii. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়
iii. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. 200C তাপমাত্রায় তামার পাতের দৈর্ঘ্য 50m হলে 1000C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত মিটিার? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.710-6K-1
Ο ক) 50.1002
Ο খ) 50.0833
Ο গ) 50.0668
Ο ঘ) 50.0016
সঠিক উত্তর: (গ)
২৬৪. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) শূন্য স্থানে
Ο খ) কাচ মাধ্যমে
Ο গ) পানি মাধ্যমে
Ο ঘ) বেনজিনে
সঠিক উত্তর: (ক)
২৬৫. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে বস্তুটির আঃ তাপ কত?
Ο ক) 8000Jkg-1K-1
Ο খ) 500Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 5000Jkg-1K-1
সঠিক উত্তর: (খ)
২৬৬. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. 1 ক্যালরি=2.4 জুল
ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৭. বাষ্পীভবন পদ্ধতিতে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়?
Ο ক) 1000C
Ο খ) 700C
Ο গ) যে কোনো তাপমাত্রায়
Ο ঘ) 1200C
সঠিক উত্তর: (গ)
২৬৮. রূপার আপেক্ষিক তাপ কত JK-1kg-1?
Ο ক) 230
Ο খ) 400
Ο গ) 130
Ο ঘ) 120
সঠিক উত্তর: (ক)
২৬৯. তরলের প্রকৃত প্রসরণ ΔVr,আপাত প্রসারণ ΔVa এবং পাত্রের প্রসারণ ΔVg হলে-
i. ΔVr=ΔVa+ΔVg
ii. ΔVa=ΔVr-ΔVg
iii. ΔVr=ΔVa-ΔVg
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. কোনটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) পানি
Ο খ) গ্লিসারিন
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) নিশাদল
সঠিক উত্তর: (ঘ)
২৭১. কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
Ο ক) তরল
Ο খ) বায়বীয়
Ο গ) কঠিন
Ο ঘ) কেলাসাকার
সঠিক উত্তর: (খ)
২৭২. 50g ভর বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা 200C বাড়াতে 900J তাপ লাগে বস্তুটির আঃ তাপ কত Jkg-1K-1?
Ο ক) 900
Ο খ) 870
Ο গ) 830
Ο ঘ) 800
সঠিক উত্তর: (ক)
২৭৩. তামার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 400
Ο খ) 230
Ο গ) 130
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৭৪. পানির অবস্থাগুলো নির্ভরশীল-
i. বায়ুরচাপের ওপর
ii. সময়ের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৫. θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 11 তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে-
i. শেষ দৈর্ঘ্য =l2
ii. দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1
iii. তাপমাত্রা বৃদ্ধি = θ2-θ1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৬. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
Ο ক) ঊর্ধ্ব স্থিরাঙ্ক
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) বাষ্প বিন্দু
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 85.710-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 57.1×10-6K-1
Ο খ) 75.1×10-6K-1
Ο গ) 28.6×10-6K-1
Ο ঘ) 58.7×10-6K-1
সঠিক উত্তর: (গ)
২৭৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)
২৭৯. তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কীসের সমান হবে?
Ο ক) 1K
Ο খ) 1.01K
Ο গ) 2F
Ο ঘ) 1F
সঠিক উত্তর: (ক)
২৮০. নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
Ο ক) সীসা
Ο খ) জলীয় বাষ্প
Ο গ) বরফ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
২৮১. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
Ο ক) 237K
Ο খ) 227K
Ο গ) 273K
Ο ঘ) 327K
সঠিক উত্তর: (গ)
২৮২. কোন পাত্রে রেখে তরল পদার্থকে উত্তপ্ত করলে যে প্রসারণ হয় তাকে কি বলে?
Ο ক) প্রকৃত প্রসারণ
Ο খ) আপাত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রাসরণ
Ο ঘ) চাপ প্রসারণ
সঠিক উত্তর: (খ)
২৮৩. ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে-
i. ΔA α Aθ
ii. ΔA α Δθ
iii. ΔA α 1/AθΔθ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোন পদার্থের আপেক্ষিক তাপ 400Jkg-1K-1
Ο ক) পানি
Ο খ) সীমা
Ο গ) রূপা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. চাপ প্রয়োগে ব্স্তুর গলনাঙ্ক
i. বেড়ে যায়
ii. কমে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৬. তাপের প্রবাহ নির্ভর করে-
i. তাপের পরিমাণের ওপর
ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৭. তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি?
Ο ক) স্থিতি শক্তি
Ο খ) গতিশক্তি
Ο গ) বিভবশক্তি
Ο ঘ) অভ্যন্তরীন শক্তি
সঠিক উত্তর: (খ)
২৮৮. 100C তাপমাত্রার পানি এবং 700C তাপমাত্রার পানিকে মিশ্রি করলে নিম্নের কোনটি ঘটবে?
Ο ক) 100C তাপমাত্রার পানি তাপ ছাড়বে
Ο খ) 100C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο গ) 700C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο ঘ) দুই ধরনের পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর: (খ)
২৮৯. 200C তাপমাত্রায় একটি ইস্পাতের দন্ডের দৈর্ঘ্য 100m। 500C এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 11×10-6K
Ο খ) 11×10-6K-1
Ο গ) 11×10-6m
Ο ঘ) 11×10-6m-1
সঠিক উত্তর: (খ)
২৯০. একটি পাত্রে পানি নিয়ে উত্তপ্ত করলে কোনটির প্রসারণ বেশি হবে?
Ο ক) পানির
Ο খ) পাত্রের
Ο গ) পাত্রের তলার
Ο ঘ) পাত্রের ক্ষেত্রফলের
সঠিক উত্তর: (ক)
২৯১. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির?
Ο ক) তাপমাত্রিক
Ο খ) ভৌত
Ο গ) রাসায়নিক
Ο ঘ) আয়তনিক
সঠিক উত্তর: (ক)
২৯২. বরফ, পানি এবং জলীয়বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হলো-
Ο ক) 0K
Ο খ) 4K
Ο গ) 273K
Ο ঘ) 1000C
সঠিক উত্তর: (গ)
২৯৩. তরলের প্রসারণ কত ধরনের হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৯৪. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1
Ο ক) 230
Ο খ) 460
Ο গ) 400
Ο ঘ) 670
সঠিক উত্তর: (ক)
২৯৫. চাপ বাড়লে-
i. বরফের গলনাঙ্ক বাড়ে
ii. মোমের গলনাঙ্ক কমে
iii. পদার্থের গলনাঙ্ক অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৬. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলে?
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) ক্যালরি
Ο গ) আপেক্ষিক তাপ
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (গ)
২৯৭. যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তু তাপ-
Ο ক) গ্রহণ করবে
Ο খ) বর্জন করবে
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) মিশ্রিত করবে
সঠিক উত্তর: (ক)
২৯৮. নিচের কোন সম্পর্ক সঠিক?
Ο ক) γ=3α=2β
Ο খ) 6α=2β=3γ
Ο গ) 6α=3β=2
Ο ঘ) 6=3β==2α
সঠিক উত্তর: (গ)
২৯৯. কোনটি বায়ুতে কম পরিমাণে থাকার কারণে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) বরফ
Ο খ) অক্সিজেন
Ο গ) পানি
Ο ঘ) জলীয়বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
৩০০. 300C তাপমাত্রার 1kg বিশুদ্ধ পানির তাপমাত্রা 10C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
Ο ক) 3.9×103J
Ο খ) 1.26×105J
Ο গ) 1.228×105J
Ο ঘ) 4.2×103J
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. 100g ভর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত্রের তাপমাত্রা 200C বাড়াতে 1800J তাপ লাগে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 900Jkg-1K-1
Ο খ) 900J
Ο গ) 950Jkg-1K-1
Ο ঘ) 920JkgK-1
সঠিক উত্তর: (ক)
২৫২. পদার্থের গলনাঙ্ক কিসের উপর নির্ভর করে?
Ο ক) চাপের হ্রাস-বৃদ্ধি
Ο খ) আয়তনের হ্রাস-বৃদ্ধি
Ο গ) তাপের হ্রাস-বৃদ্ধি
Ο ঘ) ঘনত্বের হ্রাস-বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)
২৫৩. কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?
Ο ক) তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়
Ο খ) কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা
Ο গ) কঠিন অবস্থা থেকে তরল অবস্থা
Ο ঘ) তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
সঠিক উত্তর: (গ)
২৫৪. 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের কী বলে?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) আয়তন প্রসারণ সহগ
Ο ঘ) দৈর্ঘ্য প্রসারণ
সঠিক উত্তর: (ক)
২৫৫. দুটি অণুর মধ্যে দূরত্ব সাম্যবস্থার তুলনায় বৃদ্ধি পেলে কোনটি তত দ্রুত বৃদ্ধি পায় না?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) আসঞ্জন বল
Ο ঘ) আকর্ষণ ও বিকর্ষণ বল
সঠিক উত্তর: (ক)
২৫৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে নিচের কোনটি বাড়ে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)
২৫৭. আপেক্ষিক তাপ হলো-
i. বস্তুর বৈশিষ্ট্য
ii. বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
iii. তাপমাত্রার বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৮. আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) যান্ত্রিকশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)
২৫৯. তাপ দিলে পদার্থের অণুগুলোর গতিশক্তির কী পরিবর্তন হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) কিছুই ঘটে না
সঠিক উত্তর: (খ)
২৬০. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ কোনটির সমানুপাতিক?
Ο ক) অণুগুলোর মোট স্থিতিশক্তি
Ο খ) অণুগুলোর মোট গতিশক্তি
Ο গ) অণুগুলোর মোট বিভবশক্তি
Ο ঘ) অণুগুলোর মোট অন্তঃস্থশক্তি
সঠিক উত্তর: (খ)
২৬১. ট্রেন যাওয়ার সময় রেললাইন গরম হয়, কারণ-
i. রেললাইনের অণুসমূহের গতি বৃদ্ধি পায় বলে
ii. রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরি হয় বলে
iii. তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬২. বাষ্পায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য হলো-
i. চাপ কমলে বাষ্পায়নের হার কমে
ii. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়
iii. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. 200C তাপমাত্রায় তামার পাতের দৈর্ঘ্য 50m হলে 1000C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত মিটিার? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.710-6K-1
Ο ক) 50.1002
Ο খ) 50.0833
Ο গ) 50.0668
Ο ঘ) 50.0016
সঠিক উত্তর: (গ)
২৬৪. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) শূন্য স্থানে
Ο খ) কাচ মাধ্যমে
Ο গ) পানি মাধ্যমে
Ο ঘ) বেনজিনে
সঠিক উত্তর: (ক)
২৬৫. 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000JK-1 হলে বস্তুটির আঃ তাপ কত?
Ο ক) 8000Jkg-1K-1
Ο খ) 500Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 5000Jkg-1K-1
সঠিক উত্তর: (খ)
২৬৬. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. 1 ক্যালরি=2.4 জুল
ii. তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
iii. আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৭. বাষ্পীভবন পদ্ধতিতে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়?
Ο ক) 1000C
Ο খ) 700C
Ο গ) যে কোনো তাপমাত্রায়
Ο ঘ) 1200C
সঠিক উত্তর: (গ)
২৬৮. রূপার আপেক্ষিক তাপ কত JK-1kg-1?
Ο ক) 230
Ο খ) 400
Ο গ) 130
Ο ঘ) 120
সঠিক উত্তর: (ক)
২৬৯. তরলের প্রকৃত প্রসরণ ΔVr,আপাত প্রসারণ ΔVa এবং পাত্রের প্রসারণ ΔVg হলে-
i. ΔVr=ΔVa+ΔVg
ii. ΔVa=ΔVr-ΔVg
iii. ΔVr=ΔVa-ΔVg
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. কোনটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) পানি
Ο খ) গ্লিসারিন
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) নিশাদল
সঠিক উত্তর: (ঘ)
২৭১. কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
Ο ক) তরল
Ο খ) বায়বীয়
Ο গ) কঠিন
Ο ঘ) কেলাসাকার
সঠিক উত্তর: (খ)
২৭২. 50g ভর বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা 200C বাড়াতে 900J তাপ লাগে বস্তুটির আঃ তাপ কত Jkg-1K-1?
Ο ক) 900
Ο খ) 870
Ο গ) 830
Ο ঘ) 800
সঠিক উত্তর: (ক)
২৭৩. তামার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 400
Ο খ) 230
Ο গ) 130
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৭৪. পানির অবস্থাগুলো নির্ভরশীল-
i. বায়ুরচাপের ওপর
ii. সময়ের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৫. θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 11 তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে-
i. শেষ দৈর্ঘ্য =l2
ii. দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1
iii. তাপমাত্রা বৃদ্ধি = θ2-θ1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৬. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
Ο ক) ঊর্ধ্ব স্থিরাঙ্ক
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) বাষ্প বিন্দু
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 85.710-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 57.1×10-6K-1
Ο খ) 75.1×10-6K-1
Ο গ) 28.6×10-6K-1
Ο ঘ) 58.7×10-6K-1
সঠিক উত্তর: (গ)
২৭৮. তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)
২৭৯. তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কীসের সমান হবে?
Ο ক) 1K
Ο খ) 1.01K
Ο গ) 2F
Ο ঘ) 1F
সঠিক উত্তর: (ক)
২৮০. নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
Ο ক) সীসা
Ο খ) জলীয় বাষ্প
Ο গ) বরফ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
২৮১. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
Ο ক) 237K
Ο খ) 227K
Ο গ) 273K
Ο ঘ) 327K
সঠিক উত্তর: (গ)
২৮২. কোন পাত্রে রেখে তরল পদার্থকে উত্তপ্ত করলে যে প্রসারণ হয় তাকে কি বলে?
Ο ক) প্রকৃত প্রসারণ
Ο খ) আপাত প্রসারণ
Ο গ) কৃত্রিম প্রাসরণ
Ο ঘ) চাপ প্রসারণ
সঠিক উত্তর: (খ)
২৮৩. ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে-
i. ΔA α Aθ
ii. ΔA α Δθ
iii. ΔA α 1/AθΔθ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোন পদার্থের আপেক্ষিক তাপ 400Jkg-1K-1
Ο ক) পানি
Ο খ) সীমা
Ο গ) রূপা
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. চাপ প্রয়োগে ব্স্তুর গলনাঙ্ক
i. বেড়ে যায়
ii. কমে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৬. তাপের প্রবাহ নির্ভর করে-
i. তাপের পরিমাণের ওপর
ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৭. তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি?
Ο ক) স্থিতি শক্তি
Ο খ) গতিশক্তি
Ο গ) বিভবশক্তি
Ο ঘ) অভ্যন্তরীন শক্তি
সঠিক উত্তর: (খ)
২৮৮. 100C তাপমাত্রার পানি এবং 700C তাপমাত্রার পানিকে মিশ্রি করলে নিম্নের কোনটি ঘটবে?
Ο ক) 100C তাপমাত্রার পানি তাপ ছাড়বে
Ο খ) 100C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο গ) 700C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে
Ο ঘ) দুই ধরনের পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর: (খ)
২৮৯. 200C তাপমাত্রায় একটি ইস্পাতের দন্ডের দৈর্ঘ্য 100m। 500C এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 11×10-6K
Ο খ) 11×10-6K-1
Ο গ) 11×10-6m
Ο ঘ) 11×10-6m-1
সঠিক উত্তর: (খ)
২৯০. একটি পাত্রে পানি নিয়ে উত্তপ্ত করলে কোনটির প্রসারণ বেশি হবে?
Ο ক) পানির
Ο খ) পাত্রের
Ο গ) পাত্রের তলার
Ο ঘ) পাত্রের ক্ষেত্রফলের
সঠিক উত্তর: (ক)
২৯১. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির?
Ο ক) তাপমাত্রিক
Ο খ) ভৌত
Ο গ) রাসায়নিক
Ο ঘ) আয়তনিক
সঠিক উত্তর: (ক)
২৯২. বরফ, পানি এবং জলীয়বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হলো-
Ο ক) 0K
Ο খ) 4K
Ο গ) 273K
Ο ঘ) 1000C
সঠিক উত্তর: (গ)
২৯৩. তরলের প্রসারণ কত ধরনের হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৯৪. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1
Ο ক) 230
Ο খ) 460
Ο গ) 400
Ο ঘ) 670
সঠিক উত্তর: (ক)
২৯৫. চাপ বাড়লে-
i. বরফের গলনাঙ্ক বাড়ে
ii. মোমের গলনাঙ্ক কমে
iii. পদার্থের গলনাঙ্ক অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৬. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলে?
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) ক্যালরি
Ο গ) আপেক্ষিক তাপ
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (গ)
২৯৭. যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তু তাপ-
Ο ক) গ্রহণ করবে
Ο খ) বর্জন করবে
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) মিশ্রিত করবে
সঠিক উত্তর: (ক)
২৯৮. নিচের কোন সম্পর্ক সঠিক?
Ο ক) γ=3α=2β
Ο খ) 6α=2β=3γ
Ο গ) 6α=3β=2
Ο ঘ) 6=3β==2α
সঠিক উত্তর: (গ)
২৯৯. কোনটি বায়ুতে কম পরিমাণে থাকার কারণে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) বরফ
Ο খ) অক্সিজেন
Ο গ) পানি
Ο ঘ) জলীয়বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
৩০০. 300C তাপমাত্রার 1kg বিশুদ্ধ পানির তাপমাত্রা 10C বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
Ο ক) 3.9×103J
Ο খ) 1.26×105J
Ο গ) 1.228×105J
Ο ঘ) 4.2×103J
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics