ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. বরফের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 2100Jkg-1K-1
Ο খ) 4200Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 400Jkg-1K-1
সঠিক উত্তর: (ক)
১৫২. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
Ο ক) বায়ু শুষ্ক থাকে
Ο খ) বায়ু আর্দ্র থাকে
Ο গ) বায়ু ভেজা থাকে
Ο ঘ) বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
সঠিক উত্তর: (ক)
১৫৩. মাটির আপেক্ষিক তাপ 800JKg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 800J তাপের প্রয়োজন
ii. একক ভরের মাটির তাপধারণ ক্ষমতা 800JK-1
iii. 800kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৪. 2kg পানিতে 10C কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
Ο ক) 0.1kg
Ο খ) 0.5kg
Ο গ) 2kg
Ο ঘ) 10kg
সঠিক উত্তর: (গ)
১৫৫. তরলের প্রসারণ বলতে কোনটি বোঝায়?
Ο ক) দৈর্ঘ্য
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
১৫৬. যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-
i. বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়
ii. বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
iii. বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন?
Ο ক) শীতকালে তারগুলোর প্রসারণ হয় বলে
Ο খ) গ্রীষ্মকালে তারগুলোর কম সংকোচন হয় বলে
Ο গ) শীতকালে তারগুলোর সংকোচন হয় বলে
Ο ঘ) গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে
সঠিক উত্তর: (গ)
১৫৮. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে পারদ দৈর্ঘ্যকে কী বলে?
Ο ক) ত্রৈধবিন্দু
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) নিম্নস্থিরাঙ্ক
Ο ঘ) চাপমাত্রিক পদার্থ
সঠিক উত্তর: (খ)
১৫৯. প্রায় সকল পদার্থই-
i. তাপ প্রয়োগে সংকুচিত হয়
ii. তাপ প্রয়োগে প্রাসরিত হয়
iii. তাপ অপসারণে সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬০. আপেক্ষিক তাপকে কী দ্বারা প্রকাশ করা হয়ে?
Ο ক) C
Ο খ) Δθ
Ο গ) S
Ο ঘ) K
সঠিক উত্তর: (গ)
১৬১. পূর্বে তাপের একক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) জুল
Ο খ) কেলভিন
Ο গ) ক্যালরী
Ο ঘ) মোল
সঠিক উত্তর: (গ)
১৬২. তরল পদার্থের কোনটি আছে?
Ο ক) দৈর্ঘ্য
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) রং
সঠিক উত্তর: (গ)
১৬৩. 2kg পানিকে 10C গরম করতে কত জুল তাপের প্রয়োজন হয়?
Ο ক) 2100
Ο খ) 4200
Ο গ) 6300
Ο ঘ) 8400
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. 270C তাপমাত্রার 1700Jkg-1K-1 আপেক্ষিক তাপবিশিষ্ট 300g বেনজিনকে 8670J তাপশক্তি প্রদান করলে এর তাপমাত্রা হবে-
i. 440C
ii. 317K
iii. 27K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. তাপ কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে
Ο খ) শীতল ব্স্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο গ) উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο ঘ) শীতল বস্তু থেকে শীতল বস্তুর দিকে
সঠিক উত্তর: (ক)
১৬৬. 10kg ভরের পানির তাপমাত্রা 1k বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) 4.2×104J
Ο খ) 4.2×103J
Ο গ) 4.2×105J
Ο ঘ) 4.2×102J
সঠিক উত্তর: (ক)
১৬৭. নিচের কোনটি এক প্রকার শক্তি?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) ক্যালরি
Ο ঘ) অর্গান
সঠিক উত্তর: (ক)
১৬৮. 1m দৈর্ঘ্যের কোনো ইস্পাতের একটি দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 0.000011m
ii. 0.00011m
iii. 0.0011cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৯. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়?
Ο ক) নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) স্থিরাঙ্ক
Ο গ) উর্ধ্ব স্থিরাঙ্ক
Ο ঘ) সুপ্ততাপ
সঠিক উত্তর: (খ)
১৭০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) ক্যালরি
Ο গ) আপেক্ষিক তাপ
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (গ)
১৭১. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
Ο ক) ঘনীভবন
Ο খ) গলন ও ঘনীভবন
Ο গ) পুন:শিলীভবন
Ο ঘ) বাষ্পীভবন
সঠিক উত্তর: (গ)
১৭২. গ্যাসীয় পদার্থের অণুগুলোর-
i. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই
ii. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল আছে
iii. মধ্যে বিভবশক্তি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৩. গরম কালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া, ভেজা কাপড় রোদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদির জন্য কোন নিয়ামকটি আবশ্যক বলে তুমি মনে কর?
i. স্ফুটন
ii. বাষ্পীভবন
iii. স্বতঃবাষ্পী ভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৪. কোন সম্পর্কটি সঠিক নয়?
Ο ক) α=β/2
Ο খ) α=γ/3
Ο গ) α=γ/2
Ο ঘ) 2γ=3β=6α
সঠিক উত্তর: (গ)
১৭৫. তাপ প্রয়োগে বস্তুর গতিশক্তি কেমন হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) শূন্য হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
১৭৬. গরম পানির পাত্রে বরফ যোগ করলে কে তাপ গ্রহণ করবে?
Ο ক) বরফ
Ο খ) পানি
Ο গ) পানির পাত্র
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৭৭. কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয় কেন?
Ο ক) তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
Ο খ) তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
Ο গ) তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
Ο ঘ) তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না
সঠিক উত্তর: (ক)
১৭৮. ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 2120F
Ο খ) 1000F
Ο গ) 3730F
Ο ঘ) 320F
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. নিচের কোন পদার্থটির তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) তামা
Ο খ) পানি
Ο গ) পারদ
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
১৮০. তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) অর্ধ-তরল
সঠিক উত্তর: (গ)
১৮১. কোনো তরলের বাষ্পায়ন দ্রুত হবে যদি-
i. বায়ুর প্রবাহ বৃদ্ধি পায়
ii. চাপ হ্রাস পায়
iii. তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. 1 Cal = কত?
Ο ক) 0.24J
Ο খ) 2.4J
Ο গ) 4.2J
Ο ঘ) 0.42J
সঠিক উত্তর: (গ)
১৮৩. পানির ত্রৈধ বিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়?
Ο ক) যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
Ο খ) যে তাপমাত্রায় পানি, বরফ এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে
Ο গ) যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়ে যায়
Ο ঘ) যে তাপমাত্রায় পানি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়
সঠিক উত্তর: (খ)
১৮৪. তাপমাত্রার প্রচলিত স্কেলে বাষ্পবিন্দু হচ্ছে-
i. সেলসিয়াস স্কেলে 1000F
ii. ফারেনহাইট স্কেলে 2120F
iii. কেলভিন স্কেলে 373K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৫. তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) সর্বোচ্চ হয়
সঠিক উত্তর: (খ)
১৮৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে তার অভ্যন্তরীণ শক্তি-
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৮৭. যে তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) তাপ
Ο ঘ) গলনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক কী?
Ο ক) 00C
Ο খ) 00F
Ο গ) K
Ο ঘ) R
সঠিক উত্তর: (খ)
১৮৯. সেলসিয়াস স্কেলে মানবদেহের তাপমাত্রা 36.890C হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
Ο ক) 89.4
Ο খ) 98
Ο গ) 94.8
Ο ঘ) 98.4
সঠিক উত্তর: (ঘ)
১৯০. 1/100kg ভরের পানির তাপমাত্রা 1K বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) 4.2J
Ο খ) 42J
Ο গ) 420J
Ο ঘ) 4200J
সঠিক উত্তর: (খ)
১৯১. নিচের কোনটি সীসার আপেক্ষিক তাপ?
Ο ক) 400Jkg-1K-1
Ο খ) 700Jkg-1K-1
Ο গ) 2400Jkg-1K-1
Ο ঘ) 130Jkg-1K-1
সঠিক উত্তর: (ঘ)
১৯২. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম-আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ-
Ο ক) একই
Ο খ) বিভিন্ন
Ο গ) অভিন্ন
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (খ)
১৯৩. পানি নিচের কোন অস্থায় থাকতে পারে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে?
Ο ক) তাপমাত্রিক পদার্থ
Ο খ) তাপমাত্রিক পদার্থ
Ο গ) উর্ধ্বস্থিরাঙ্ক
Ο ঘ) নিম্নস্থিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
১৯৫. তরলের উপর বায়ু প্রবাহ বেড়ে গেলে বাষ্পায়ন কেমন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (ক)
১৯৬. প্রদত্ত তাপমাত্রায় সীসার ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে সঠিক-
i. 57.110-6K-1
ii. 5.7110-5K-1
iii. 57.110-7K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে থাকে?
Ο ক) বাষ্পায়ন দ্রুত হয়
Ο খ) বাষ্পায়ন হ্রাস পায়
Ο গ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
Ο ঘ) বাষ্পায়ন প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)
১৯৮. 200C তাপমাত্রা একটি রেল লাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রা এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.464cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.464cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়-
i. দৈর্ঘ্য প্রসারণ সহগ
ii. ক্ষেত্র প্রসারণ সহগ
iii. আয়তন প্রসারণ সহগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) পারদ
Ο খ) পানি
Ο গ) ন্যাপথালিন
Ο ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. বরফের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 2100Jkg-1K-1
Ο খ) 4200Jkg-1K-1
Ο গ) 2000Jkg-1K-1
Ο ঘ) 400Jkg-1K-1
সঠিক উত্তর: (ক)
১৫২. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
Ο ক) বায়ু শুষ্ক থাকে
Ο খ) বায়ু আর্দ্র থাকে
Ο গ) বায়ু ভেজা থাকে
Ο ঘ) বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
সঠিক উত্তর: (ক)
১৫৩. মাটির আপেক্ষিক তাপ 800JKg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 800J তাপের প্রয়োজন
ii. একক ভরের মাটির তাপধারণ ক্ষমতা 800JK-1
iii. 800kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৪. 2kg পানিতে 10C কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
Ο ক) 0.1kg
Ο খ) 0.5kg
Ο গ) 2kg
Ο ঘ) 10kg
সঠিক উত্তর: (গ)
১৫৫. তরলের প্রসারণ বলতে কোনটি বোঝায়?
Ο ক) দৈর্ঘ্য
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
১৫৬. যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-
i. বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়
ii. বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
iii. বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন?
Ο ক) শীতকালে তারগুলোর প্রসারণ হয় বলে
Ο খ) গ্রীষ্মকালে তারগুলোর কম সংকোচন হয় বলে
Ο গ) শীতকালে তারগুলোর সংকোচন হয় বলে
Ο ঘ) গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে
সঠিক উত্তর: (গ)
১৫৮. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে পারদ দৈর্ঘ্যকে কী বলে?
Ο ক) ত্রৈধবিন্দু
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) নিম্নস্থিরাঙ্ক
Ο ঘ) চাপমাত্রিক পদার্থ
সঠিক উত্তর: (খ)
১৫৯. প্রায় সকল পদার্থই-
i. তাপ প্রয়োগে সংকুচিত হয়
ii. তাপ প্রয়োগে প্রাসরিত হয়
iii. তাপ অপসারণে সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬০. আপেক্ষিক তাপকে কী দ্বারা প্রকাশ করা হয়ে?
Ο ক) C
Ο খ) Δθ
Ο গ) S
Ο ঘ) K
সঠিক উত্তর: (গ)
১৬১. পূর্বে তাপের একক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) জুল
Ο খ) কেলভিন
Ο গ) ক্যালরী
Ο ঘ) মোল
সঠিক উত্তর: (গ)
১৬২. তরল পদার্থের কোনটি আছে?
Ο ক) দৈর্ঘ্য
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) রং
সঠিক উত্তর: (গ)
১৬৩. 2kg পানিকে 10C গরম করতে কত জুল তাপের প্রয়োজন হয়?
Ο ক) 2100
Ο খ) 4200
Ο গ) 6300
Ο ঘ) 8400
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. 270C তাপমাত্রার 1700Jkg-1K-1 আপেক্ষিক তাপবিশিষ্ট 300g বেনজিনকে 8670J তাপশক্তি প্রদান করলে এর তাপমাত্রা হবে-
i. 440C
ii. 317K
iii. 27K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. তাপ কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে
Ο খ) শীতল ব্স্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο গ) উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο ঘ) শীতল বস্তু থেকে শীতল বস্তুর দিকে
সঠিক উত্তর: (ক)
১৬৬. 10kg ভরের পানির তাপমাত্রা 1k বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) 4.2×104J
Ο খ) 4.2×103J
Ο গ) 4.2×105J
Ο ঘ) 4.2×102J
সঠিক উত্তর: (ক)
১৬৭. নিচের কোনটি এক প্রকার শক্তি?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) ক্যালরি
Ο ঘ) অর্গান
সঠিক উত্তর: (ক)
১৬৮. 1m দৈর্ঘ্যের কোনো ইস্পাতের একটি দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 0.000011m
ii. 0.00011m
iii. 0.0011cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৯. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়?
Ο ক) নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) স্থিরাঙ্ক
Ο গ) উর্ধ্ব স্থিরাঙ্ক
Ο ঘ) সুপ্ততাপ
সঠিক উত্তর: (খ)
১৭০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) ক্যালরি
Ο গ) আপেক্ষিক তাপ
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (গ)
১৭১. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
Ο ক) ঘনীভবন
Ο খ) গলন ও ঘনীভবন
Ο গ) পুন:শিলীভবন
Ο ঘ) বাষ্পীভবন
সঠিক উত্তর: (গ)
১৭২. গ্যাসীয় পদার্থের অণুগুলোর-
i. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই
ii. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল আছে
iii. মধ্যে বিভবশক্তি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৩. গরম কালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া, ভেজা কাপড় রোদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদির জন্য কোন নিয়ামকটি আবশ্যক বলে তুমি মনে কর?
i. স্ফুটন
ii. বাষ্পীভবন
iii. স্বতঃবাষ্পী ভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৪. কোন সম্পর্কটি সঠিক নয়?
Ο ক) α=β/2
Ο খ) α=γ/3
Ο গ) α=γ/2
Ο ঘ) 2γ=3β=6α
সঠিক উত্তর: (গ)
১৭৫. তাপ প্রয়োগে বস্তুর গতিশক্তি কেমন হয়?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) শূন্য হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
১৭৬. গরম পানির পাত্রে বরফ যোগ করলে কে তাপ গ্রহণ করবে?
Ο ক) বরফ
Ο খ) পানি
Ο গ) পানির পাত্র
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৭৭. কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয় কেন?
Ο ক) তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
Ο খ) তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
Ο গ) তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
Ο ঘ) তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না
সঠিক উত্তর: (ক)
১৭৮. ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 2120F
Ο খ) 1000F
Ο গ) 3730F
Ο ঘ) 320F
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. নিচের কোন পদার্থটির তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) তামা
Ο খ) পানি
Ο গ) পারদ
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
১৮০. তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) অর্ধ-তরল
সঠিক উত্তর: (গ)
১৮১. কোনো তরলের বাষ্পায়ন দ্রুত হবে যদি-
i. বায়ুর প্রবাহ বৃদ্ধি পায়
ii. চাপ হ্রাস পায়
iii. তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. 1 Cal = কত?
Ο ক) 0.24J
Ο খ) 2.4J
Ο গ) 4.2J
Ο ঘ) 0.42J
সঠিক উত্তর: (গ)
১৮৩. পানির ত্রৈধ বিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়?
Ο ক) যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
Ο খ) যে তাপমাত্রায় পানি, বরফ এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে
Ο গ) যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়ে যায়
Ο ঘ) যে তাপমাত্রায় পানি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়
সঠিক উত্তর: (খ)
১৮৪. তাপমাত্রার প্রচলিত স্কেলে বাষ্পবিন্দু হচ্ছে-
i. সেলসিয়াস স্কেলে 1000F
ii. ফারেনহাইট স্কেলে 2120F
iii. কেলভিন স্কেলে 373K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৫. তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার-
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) সর্বোচ্চ হয়
সঠিক উত্তর: (খ)
১৮৬. কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে তার অভ্যন্তরীণ শক্তি-
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৮৭. যে তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
Ο ক) গলন
Ο খ) গলনাঙ্ক
Ο গ) তাপ
Ο ঘ) গলনের সুপ্ততাপ
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক কী?
Ο ক) 00C
Ο খ) 00F
Ο গ) K
Ο ঘ) R
সঠিক উত্তর: (খ)
১৮৯. সেলসিয়াস স্কেলে মানবদেহের তাপমাত্রা 36.890C হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
Ο ক) 89.4
Ο খ) 98
Ο গ) 94.8
Ο ঘ) 98.4
সঠিক উত্তর: (ঘ)
১৯০. 1/100kg ভরের পানির তাপমাত্রা 1K বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) 4.2J
Ο খ) 42J
Ο গ) 420J
Ο ঘ) 4200J
সঠিক উত্তর: (খ)
১৯১. নিচের কোনটি সীসার আপেক্ষিক তাপ?
Ο ক) 400Jkg-1K-1
Ο খ) 700Jkg-1K-1
Ο গ) 2400Jkg-1K-1
Ο ঘ) 130Jkg-1K-1
সঠিক উত্তর: (ঘ)
১৯২. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম-আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ-
Ο ক) একই
Ο খ) বিভিন্ন
Ο গ) অভিন্ন
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (খ)
১৯৩. পানি নিচের কোন অস্থায় থাকতে পারে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে?
Ο ক) তাপমাত্রিক পদার্থ
Ο খ) তাপমাত্রিক পদার্থ
Ο গ) উর্ধ্বস্থিরাঙ্ক
Ο ঘ) নিম্নস্থিরাঙ্ক
সঠিক উত্তর: (ক)
১৯৫. তরলের উপর বায়ু প্রবাহ বেড়ে গেলে বাষ্পায়ন কেমন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (ক)
১৯৬. প্রদত্ত তাপমাত্রায় সীসার ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে সঠিক-
i. 57.110-6K-1
ii. 5.7110-5K-1
iii. 57.110-7K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে থাকে?
Ο ক) বাষ্পায়ন দ্রুত হয়
Ο খ) বাষ্পায়ন হ্রাস পায়
Ο গ) বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
Ο ঘ) বাষ্পায়ন প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
সঠিক উত্তর: (ক)
১৯৮. 200C তাপমাত্রা একটি রেল লাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রা এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.464cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.464cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়-
i. দৈর্ঘ্য প্রসারণ সহগ
ii. ক্ষেত্র প্রসারণ সহগ
iii. আয়তন প্রসারণ সহগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) পারদ
Ο খ) পানি
Ο গ) ন্যাপথালিন
Ο ঘ) কেরোসিন
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics