এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms-2 সুষম ত্বরণে চলার সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
Ο ক) 20 ms-1
Ο খ) 30 ms-1
Ο গ) 40 ms-1
Ο ঘ) 15 ms-1
সঠিক উত্তর: (গ)

 ১০২. কোনটি ভেক্টর রাশি?
i. সরণ, বেগ, অভিকর্ষজ ত্বরণ
ii. ত্বরণ, মন্দন, ভরবেগ
iii. কাজ, ক্ষমতা, শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৩. একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3m অতিক্রম করল। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত?
Ο ক) 2m
Ο খ) 3m
Ο গ) 4m
Ο ঘ) 5m
সঠিক উত্তর: (ক)

১০৪. কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে কী বলে?
Ο ক) সমবেগ
Ο খ) সমত্বরণ
Ο গ) অসম ত্বরণ
Ο ঘ) অসমবেগ
সঠিক উত্তর: (খ)

১০৫. স্থির অবস্থান থেকে চলন্ত একটি ট্রেনে কত ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 10s সময়ে 20ms-1 হবে?
Ο ক) 3 ms-2
Ο খ) 5 ms-2
Ο গ) 2 ms-2
Ο ঘ) 4 ms-2
সঠিক উত্তর: (গ)

১০৬. দ্রুতির একক কোনটি?
Ο ক) ms-1
Ο খ) ms-2
Ο গ) m
Ο ঘ) (ms)-1
সঠিক উত্তর: (ক)

১০৭. যেসকল ভৌত রাশির শুধু মান আছে তাদেরকে বলা হয় –
Ο ক) দিক রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) পূর্ণ রাশি
সঠিক উত্তর: (গ)

 ১০৮. মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু –
i. সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. ভিন্ন ভিন্ন সময়ে ভূ-পৃষ্ঠে পৌঁছে
iii. এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০৯. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে –
i. বৃত্তাকার
ii. উপবৃত্তাকার
iii. সরল রৈখিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১০. মধ্যাকর্ষণের প্রভাবে 500 m উঁচু স্থান হতে পড়ন্ত কোনো বস্তু –
i. 4s এ বেগ প্রাপ্ত হয় 39.2 m/s
ii. ভূমিতে পড়তে সময় নেয় 20 s
iii. 4s এ দূরত্ব অতিক্রম করে 78.4 m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১১. দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি স্কেলার রাশি
ii. এটি নির্ণয়ে শুধু রাশির মানই বিবেচ্য
iii. এটি প্রকাশে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

১১২. ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায় –
i. গড় মন্দন
ii. প্রকৃত মন্দন
iii. তাৎক্ষণিক মন্দন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৩. টেবিলের x, y, z – এর মানের পর্যাক্রম কোনটি? বস্তু আদিবেগ (m/s) শেষ বেগ (m/s) সময় (s) ত্বরণ (ms-2) চিতাবাঘ 0 30 5 x বাস দুর্ঘটনা 60 0 Y -15 রকেট 450 750 100 z
Ο ক) 6, 2, 3
Ο খ) 2, 6, 3
Ο গ) 3, 2, 6
Ο ঘ) 6, 2, 5
সঠিক উত্তর: (ক)

১১৪. 450 অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মান কত?
Ο ক) 9.78918 ms-2
Ο খ) 9.83217 ms-2
Ο গ) 9.80665 ms-2
Ο ঘ) 9.72851 ms-2
সঠিক উত্তর: (গ)

১১৫. কোনো সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84m পশ্চাৎ হতে 20ms-1 সমবেগে তার দিকে যাত্রা করল। একই সময় ইঞ্জিনটি 2ms-2 সমত্বরণে সামনের দিকে চলা শুরু করল। তাহলে এরা –
i. 6s পর মিলিত হবে
ii. 14s পর মিলিত হবে
iii. আর কখনো মিলিত হবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৬. চলমান একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তার দ্রুতিকে কী বলে?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) সুষম ত্বরণ
Ο ঘ) সুষম বেগ
সঠিক উত্তর: (খ)

১১৭. স্পন্দন গতি হচ্ছে –
i. সরল দোলকের গতি
ii. কম্পনশীল সুরশলাকার গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৮. স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাঁধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) তৃতীয় সূত্র
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)

১১৯. সরণ নির্ভর করে –
i. সরলরৈখিক মানের উপর
ii. দিকের উপর
iii. বস্তুর গতিপথের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২০. গতির সমীকরণ কয়টি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)

 ১২১. আশিক তার বাসা থেকে পূর্ব দিকে 200m গিয়ে বাজার করল এতে আশিকের –
i. বেগ 200m
ii. সরণ 200m
iii. প্রকৃত অবস্থান নির্ণয় করা যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ১২২. কোনো রাশিকে সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে কোনটি প্রকাশ করা হয়?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) মৌলিক রাশি
Ο ঘ) আদিক রাশি
সঠিক উত্তর: (ক)

১২৩. নিচের কোনটি চলন গতির উদাহরণ?
Ο ক) চলন্ত ট্রাকের গতি
Ο খ) বৈদ্যুতিক পাখার গতি
Ο গ) ঘড়ির কাঁটার গতি
Ο ঘ) সরল দোলকের গতি
 সঠিক উত্তর: (ক)

১২৪. সময়ের সীমান্ত মান যখন শূন্যের কাছাকাছি তখন যে দ্রুতি হয় তাকে কী বলে?
Ο ক) দ্রুতি
Ο খ) তাৎক্ষণিক দ্রুতি
Ο গ) তাৎক্ষণিক ত্বরণ
Ο ঘ) তাৎক্ষণিক সরণ
সঠিক উত্তর: (খ)

১২৫. যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে সকাল 7 টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 km পথ অতিক্রম করে তবে তার গড় দ্রুতি কত?
Ο ক) 50 kmh-1
Ο খ) 40 kmh-1
Ο গ) 60 kmh-1
Ο ঘ) 55 kmh-1
সঠিক উত্তর: (ক)

১২৬. কোনো বস্তু পরম গতিশীল হয় যখন প্রসঙ্গ বস্তুটি –
Ο ক) পরম স্থিতিশীল
Ο খ) স্থিতিশীল
Ο গ) পরম গতিশীল
Ο ঘ) গতিশীল
 সঠিক উত্তর: (গ)

১২৭. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ সম্পর্কে কোন বিজ্ঞানী একটি সূত্র দেন?
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) থেলিস
সঠিক উত্তর: (ক)

১২৮. একটি পড়ন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
Ο ক) 24.5 m
Ο খ) 44.1 m
Ο গ) 49.0 m
Ο ঘ) 245 m
সঠিক উত্তর: (খ)

 ১২৯. একটি নিক্ষিপ্ত বস্তুর তাৎক্ষণিক বেগের অভিমুখ কোন দিকে হয়?
Ο ক) অনুভূমিক দিকে
Ο খ) বিচরণ পথের লম্ব বরাবর
Ο গ) উল্লম্ব দিকে
Ο ঘ) বিচরণ পথের স্পর্শক বরাবর
সঠিক উত্তর: (ঘ)

১৩০. স্কেলার রাশির কী আছে?
Ο ক) মান
Ο খ) দিক
Ο গ) মান ও দিক
Ο ঘ) সবগুলি
 সঠিক উত্তর: (ক)

১৩১. নিচের কোন রাশিটির মান আছে কিন্তু দিক নেই?
Ο ক) দ্রুতি
Ο খ) বেগ
Ο গ) সরণ
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

 ১৩২. সমত্বরণে উপরের দিকে চলন্ত লিফটে আরোহী নিজেকে মনে করে –
Ο ক) হালকা
Ο খ) ওজনহীন
Ο গ) ভারী
Ο ঘ) স্বাভাবিক
সঠিক উত্তর: (গ)

১৩৩. পড়ন্ত বস্তুর সূত্রাবলি প্রদান করেন কে?
Ο ক) নিউটন
Ο খ) কেপলার
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) আর্কিমিডিস
সঠিক উত্তর: (গ)

১৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
ii. বেগ বৃদ্ধি পেলে তাকে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বলা হয়
iii. বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. কোনো গাড়ির বেগ 5 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10s পরে 45 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
Ο ক) 2 ms-1
Ο খ) 3 ms-1
Ο গ) 4 ms-1
Ο ঘ) 5 ms-1
সঠিক উত্তর: (গ)

 ১৩৬. গতির চারটি সমীকরণের প্রত্যেকটিতে কতটি রাশি আছে?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (ক)

১৩৭. দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঐ বিন্দুর কী নির্দেশ করে?
Ο ক) সরণ
Ο খ) বেগ
Ο গ) ত্বরণ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (খ)

১৩৮. দূরত্ব-সময় লেখ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো –
i. কোনো বিন্দুতে ঢাল ঐ মুহূর্তের দ্রুতি নির্দেশ করে
ii. ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
iii. দ্রুতি যত বেশি হয় ঢাল তত খাড়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) মহাকর্ষীয় বিভব
Ο ঘ) অভিকর্ষ বল
সঠিক উত্তর: (ক)

১৪০. সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কী বলে?
Ο ক) সরণ
Ο খ) বেগ
Ο গ) ত্বরণ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (গ)

১৪১. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়?
Ο ক) গতির ১ম সূত্র
Ο খ) গতির ২য় সূত্র
Ο গ) গতির ৩য় সূত্র
Ο ঘ) গতির ৪র্থ সূত্র
সঠিক উত্তর: (খ)

১৪২. গতির সমীকরণগুলো প্রযোজ্য হয় বস্তু যখন –
i. সুষম ত্বরণে গতিশীল থাকে
ii. সরলরেখায় গতিশীল থাকে
iii. অসম বেগে গতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৩. একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোন ব্যক্তি দৌঁড়ালে খুঁটির সাপেক্ষে বস্তুটি –
Ο ক) স্থিতিশীল
Ο খ) গতিশীল
Ο গ) ভারী
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১৪৪. কোনো বস্তুর বেগ নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকলে তাকে কী বলে?
Ο ক) অসম ত্বরণ
Ο খ) সুষম ত্বরণ
Ο গ) তাৎক্ষণিক ত্বরণ
Ο ঘ) গড় ত্বরণ
সঠিক উত্তর: (খ)

১৪৫. প্রতিনিয়ত ছায়াপথে ঘুরছে –
i. সূর্য
ii. সূর্যের গ্রহ
iii. সূর্যের উপগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৬. কোনো রাশি যখন পরিমাপ করা হয় তখন –
i. রাশির একটি মান থাকে
ii. মানকে প্রকাশ করার জন্য সংখ্যা ব্যবহৃত হয়
iii. মানকে প্রকাশ করার জন্য একটি একক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৭. তাপমাত্রা কোন রাশির উদাহরণ?
Ο ক) আদিক রাশি
Ο খ) দিক রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) যৌগিক রাশি
সঠিক উত্তর: (ক)

১৪৮. একটি গাড়ির বেগ 15 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 9 ms-1।
Ο ক) 10s
Ο খ) 9s
Ο গ) 5s
Ο ঘ) 15s
সঠিক উত্তর: (গ)

১৪৯. 54 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত কত ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ 35 ms-2 হয়?
Ο ক) 4 ms-2
Ο খ) 2 ms-2
Ο গ) 5 ms-2
Ο ঘ) 3 ms-2
সঠিক উত্তর: (ক)

১৫০. সরণের মাত্রা কোনটি
Ο ক) S
Ο খ) M
Ο গ) L
Ο ঘ) F
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post