ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?
Ο ক) বেগ
Ο খ) সরণ
Ο গ) ত্বরণ
Ο ঘ) বল
সঠিক উত্তর: (ক)
১৫২. বেগ কী ধরনের রাশি?
Ο ক) অদিক
Ο খ) স্কেলার
Ο গ) মৌলিক
Ο ঘ) দিক
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. কোন অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি?
Ο ক) মেরু
Ο খ) বিষুব
Ο গ) ক্রান্তীয়
Ο ঘ) মেরুদেশীয়
সঠিক উত্তর: (ক)
১৫৪. ভেক্টর রাশির –
i. দিকের ওপর মান নির্ভর করে
ii. মান একটি ভেক্টর ও একটি স্কেলার রাশির অনুপাতের সমান
iii. নির্দেশনায় সুনির্দিষ্ট নিয়ম রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৫. 54kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত 4ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে –
i. গাড়িটির শেষ বেগ 35ms-1
ii. ত্বরণকালে গাড়িটি 115m দূরত্ব অতিক্রম করে
iii. ত্বরণকালে গাড়িটি 125m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৬. অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) অভিকর্ষজ বেগ
Ο গ) অসম ত্বরণ
Ο ঘ) মন্দন
সঠিক উত্তর: (ক)
১৫৭. দ্রুতি-সময় লেখ – এর জন্য –
i. দ্রুতি-সময় লেখ-এর ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
ii. ত্বরণ যত বেশি হবে দ্রুতি-সময় লেখ-এর ঢাল তত খাড়া হবে
iii. দ্রুতি-সময় লেখ-এর চিত্রের অন্তর্গত এলাকার ক্ষেত্রফলই হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. g = GM/R2 সূত্রে M – কে কী বলা হয়?
Ο ক) পৃথিবীর ভর
Ο খ) পৃথিবীর ব্যাস
Ο গ) সূর্যের ভর
Ο ঘ) চাঁদের ভর
সঠিক উত্তর: (ক)
১৫৯. চলমান কোনো বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে কী বলে?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) গড় দ্রুতি
Ο ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
১৬০. 40J কী ধরনের রাশি?
Ο ক) দিক রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (খ)
১৬১. একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে কোন গতি হবে?
Ο ক) পর্যাবৃত্ত গতি
Ο খ) ঘূর্ণন গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) স্পন্দন গতি
সঠিক উত্তর: (গ)
১৬২. ত্বরণ কী ধরনের রাশি?
Ο ক) স্কেলার
Ο খ) ভেক্টর
Ο গ) মৌলিক
Ο ঘ) অদিক
সঠিক উত্তর: (খ)
১৬৩. একক অভিন্ন –
i. তাপ ও তাপমাত্রার
ii. কাজ ও শক্তির
iii. বেগ ও দ্রুতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করার সময়কে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) পর্যায়কাল
Ο গ) দশা
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (খ)
১৬৫. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
Ο ক) সূচকের
Ο খ) বীজগাণিতিক
Ο গ) জ্যামিতিক
Ο ঘ) লগারিদমিক
সঠিক উত্তর: (গ)
১৬৬. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে?
Ο ক) চলন গতি
Ο খ) দোলন গতি
Ο গ) ঘূর্ণন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (ক)
১৬৭. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?
Ο ক) দোলন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) ঘূর্ণন গতি
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. নিচের কোনটির নির্দিষ্ট দিক আছে?
Ο ক) দূরত্ব
Ο খ) সরণ
Ο গ) সময়
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (খ)
১৬৯. মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) g
Ο খ) R
Ο গ) G
Ο ঘ) M
সঠিক উত্তর: (গ)
১৭০. সময়ের সাথে চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় –
Ο ক) ধনাত্মক ত্বরণ
Ο খ) ঋণাত্মক ত্বরণ
Ο গ) মন্দন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
১৭১. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
Ο ক) LT-1
Ο খ) LT-3
Ο গ) LT-2
Ο ঘ) ML-2
সঠিক উত্তর: (গ)
১৭২. একটি গাড়ির বেগ 40 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 s পরে 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত?
Ο ক) – 2 ms-2
Ο খ) – 4 ms-2
Ο গ) – 5 ms-2
Ο ঘ) – 6 ms-2
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কিসের মান প্রকাশ করে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) সরণ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (গ)
১৭৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শব্দের বেগ সুষম বেগের উদাহরণ
ii. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় 332 ms-1
iii. অসম বেগের ক্ষেত্রে বেগের দিক পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দৈর্ঘ্য ও ভরের ক্ষেত্রে –
i. দৈর্ঘ্য একটি আদিক রাশি
ii. এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন
iii. ভর ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
Ο ক) 98 ms-1
Ο খ) 9.8 ms-1
Ο গ) 0
Ο ঘ) -9.8 ms-1
সঠিক উত্তর: (গ)
১৭৭. অভিকর্ষজ ত্বরণ –
i. g দ্বারা প্রকাশ করা হয়
ii. এর মাত্রা হচ্ছে [LT-2]
iii. g = GM/R2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তুর সূত্র বের করেন বিজ্ঞানী গ্যালিলিও
ii. পড়ন্ত বস্তুর সূত্র ৩টি
iii. অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
Ο ক) সরণ
Ο খ) ভরবেগ
Ο গ) চৌম্বক তীব্রতা
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৮০. কোন ধরনের গতিতে কোনো বস্তু তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে?
Ο ক) ঘূর্ণন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) চলন গতি
সঠিক উত্তর: (খ)
১৮১. একটি কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব স্থাপন করা হল –
i. লেখচিত্রকে দূরত্ব সময় লেখচিত্র বলে
ii. এই লেখচিত্র থেকে বস্তুর বেগ নির্ণয় করা যায়
iii. এই লেখচিত্র থেকে বস্তুর বল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়?
Ο ক) স্কেলার রাশি
Ο খ) মৌলিক রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) আদিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৮৩. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৮৪. গিটারের তারের গতি কোন ধরনের গতির উদাহরণ?
Ο ক) ঘূর্ণন গতি
Ο খ) স্পন্দন গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিচের কোনটি ত্বরণের মাত্রা সমীকরণ?
Ο ক) LT2
Ο খ) LT-1
Ο গ) TL-2
Ο ঘ) LT-2
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. ভেক্টর রাশির কোনটি থাকে?
Ο ক) মান
Ο খ) দিক
Ο গ) মান ও দিক
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (গ)
১৮৭. বেগ সম্পর্কিত তথ্য হলো –
i. এটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনের হার
ii. এস.আই পদ্ধতিতে এর একক ms‑1
iii. এর মাত্রা সমীকরণ হলো [v] = [LT-1]
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর্যাবৃত্ত এক ঘরনের ঘূর্ণন গতি
ii. পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে
iii. অতিক্রমের সময়কে কম্পাঙ্ক বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি হবে?
Ο ক) ভূ-পৃষ্ঠে
Ο খ) ভূ-কেন্দ্রে
Ο গ) পাহাড়ের উপরে
Ο ঘ) মাটির
সঠিক উত্তর: (ক)
১৯০. অভিকর্ষজ ত্বরণ, g এর মান নির্ভর করে –
i. পৃথিবীর ভরের ওপর
ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর
iii. ভূ-পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. কোন রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন?
Ο ক) কাজ, শক্তি
Ο খ) বেগ, সরণ
Ο গ) বল, ত্বরণ
Ο ঘ) বল, তড়িৎ, তীব্রতা
সঠিক উত্তর: (ক)
১৯২. সরণের দিক কোন দিকে?
Ο ক) আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
Ο খ) শেষ অবস্থান থেকে আদি অবস্থানের দিকে
Ο গ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে শেষ অবস্থানের দিকে
Ο ঘ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে আদি অবস্থানের দিকে
সঠিক উত্তর: (ক)
১৯৩. অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হলে উক্ত ত্বরণকে কী বলে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) মন্দন
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে তাকে কী বলে?
Ο ক) সুষম বেগ
Ο খ) অসম বেগ
Ο গ) সুষম ত্বরণ
Ο ঘ) অসম ত্বরণ
সঠিক উত্তর: (ক)
১৯৫. গতির ক্ষেত্রে –
i. পৃথিবীর গতি পরম গতি
ii. শ্রেণিতে শিক্ষকের সাপেক্ষে ছাত্ররা স্থির
iii. সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. একটি গাড়ির বেগ 30 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 10 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 5 ms-1।
Ο ক) 4s
Ο খ) 5s
Ο গ) 3s
Ο ঘ) 7s
সঠিক উত্তর: (ক)
১৯৭. এক ব্যক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত?
Ο ক) 0m
Ο খ) 14m
Ο গ) 44m
Ο ঘ) 66m
সঠিক উত্তর: (ক)
১৯৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যা পরিমাপ করা যায় তাই রাশি
ii. রাশিসমূহ পরিমাপ করলে এদের একটি মান থাকে
iii. রাশির মান প্রকাশ করার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. ঘড়ির কাঁটা কী ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) ঘূর্ণন গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) চলন গতি
সঠিক উত্তর: (খ)
২০০. গড় দ্রুতি 100 km/h হলে –
i. আদি দ্রুতি 200 km/h হতে পারে না
ii. 2 ঘন্টা সময়কালে 200 km দূরত্ব অতিক্রম করবে
iii. ত্বরণের মান 50km/h2 হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?
Ο ক) বেগ
Ο খ) সরণ
Ο গ) ত্বরণ
Ο ঘ) বল
সঠিক উত্তর: (ক)
১৫২. বেগ কী ধরনের রাশি?
Ο ক) অদিক
Ο খ) স্কেলার
Ο গ) মৌলিক
Ο ঘ) দিক
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. কোন অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি?
Ο ক) মেরু
Ο খ) বিষুব
Ο গ) ক্রান্তীয়
Ο ঘ) মেরুদেশীয়
সঠিক উত্তর: (ক)
১৫৪. ভেক্টর রাশির –
i. দিকের ওপর মান নির্ভর করে
ii. মান একটি ভেক্টর ও একটি স্কেলার রাশির অনুপাতের সমান
iii. নির্দেশনায় সুনির্দিষ্ট নিয়ম রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৫. 54kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত 4ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে –
i. গাড়িটির শেষ বেগ 35ms-1
ii. ত্বরণকালে গাড়িটি 115m দূরত্ব অতিক্রম করে
iii. ত্বরণকালে গাড়িটি 125m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৬. অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) অভিকর্ষজ বেগ
Ο গ) অসম ত্বরণ
Ο ঘ) মন্দন
সঠিক উত্তর: (ক)
১৫৭. দ্রুতি-সময় লেখ – এর জন্য –
i. দ্রুতি-সময় লেখ-এর ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
ii. ত্বরণ যত বেশি হবে দ্রুতি-সময় লেখ-এর ঢাল তত খাড়া হবে
iii. দ্রুতি-সময় লেখ-এর চিত্রের অন্তর্গত এলাকার ক্ষেত্রফলই হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. g = GM/R2 সূত্রে M – কে কী বলা হয়?
Ο ক) পৃথিবীর ভর
Ο খ) পৃথিবীর ব্যাস
Ο গ) সূর্যের ভর
Ο ঘ) চাঁদের ভর
সঠিক উত্তর: (ক)
১৫৯. চলমান কোনো বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে কী বলে?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) গড় দ্রুতি
Ο ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
১৬০. 40J কী ধরনের রাশি?
Ο ক) দিক রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (খ)
১৬১. একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে কোন গতি হবে?
Ο ক) পর্যাবৃত্ত গতি
Ο খ) ঘূর্ণন গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) স্পন্দন গতি
সঠিক উত্তর: (গ)
১৬২. ত্বরণ কী ধরনের রাশি?
Ο ক) স্কেলার
Ο খ) ভেক্টর
Ο গ) মৌলিক
Ο ঘ) অদিক
সঠিক উত্তর: (খ)
১৬৩. একক অভিন্ন –
i. তাপ ও তাপমাত্রার
ii. কাজ ও শক্তির
iii. বেগ ও দ্রুতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করার সময়কে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) পর্যায়কাল
Ο গ) দশা
Ο ঘ) তরঙ্গ
সঠিক উত্তর: (খ)
১৬৫. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
Ο ক) সূচকের
Ο খ) বীজগাণিতিক
Ο গ) জ্যামিতিক
Ο ঘ) লগারিদমিক
সঠিক উত্তর: (গ)
১৬৬. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে?
Ο ক) চলন গতি
Ο খ) দোলন গতি
Ο গ) ঘূর্ণন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (ক)
১৬৭. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?
Ο ক) দোলন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) ঘূর্ণন গতি
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. নিচের কোনটির নির্দিষ্ট দিক আছে?
Ο ক) দূরত্ব
Ο খ) সরণ
Ο গ) সময়
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (খ)
১৬৯. মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) g
Ο খ) R
Ο গ) G
Ο ঘ) M
সঠিক উত্তর: (গ)
১৭০. সময়ের সাথে চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় –
Ο ক) ধনাত্মক ত্বরণ
Ο খ) ঋণাত্মক ত্বরণ
Ο গ) মন্দন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
১৭১. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
Ο ক) LT-1
Ο খ) LT-3
Ο গ) LT-2
Ο ঘ) ML-2
সঠিক উত্তর: (গ)
১৭২. একটি গাড়ির বেগ 40 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 s পরে 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত?
Ο ক) – 2 ms-2
Ο খ) – 4 ms-2
Ο গ) – 5 ms-2
Ο ঘ) – 6 ms-2
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কিসের মান প্রকাশ করে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) সরণ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (গ)
১৭৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শব্দের বেগ সুষম বেগের উদাহরণ
ii. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় 332 ms-1
iii. অসম বেগের ক্ষেত্রে বেগের দিক পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দৈর্ঘ্য ও ভরের ক্ষেত্রে –
i. দৈর্ঘ্য একটি আদিক রাশি
ii. এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন
iii. ভর ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
Ο ক) 98 ms-1
Ο খ) 9.8 ms-1
Ο গ) 0
Ο ঘ) -9.8 ms-1
সঠিক উত্তর: (গ)
১৭৭. অভিকর্ষজ ত্বরণ –
i. g দ্বারা প্রকাশ করা হয়
ii. এর মাত্রা হচ্ছে [LT-2]
iii. g = GM/R2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তুর সূত্র বের করেন বিজ্ঞানী গ্যালিলিও
ii. পড়ন্ত বস্তুর সূত্র ৩টি
iii. অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
Ο ক) সরণ
Ο খ) ভরবেগ
Ο গ) চৌম্বক তীব্রতা
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৮০. কোন ধরনের গতিতে কোনো বস্তু তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে?
Ο ক) ঘূর্ণন গতি
Ο খ) পর্যাবৃত্ত গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) চলন গতি
সঠিক উত্তর: (খ)
১৮১. একটি কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব স্থাপন করা হল –
i. লেখচিত্রকে দূরত্ব সময় লেখচিত্র বলে
ii. এই লেখচিত্র থেকে বস্তুর বেগ নির্ণয় করা যায়
iii. এই লেখচিত্র থেকে বস্তুর বল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়?
Ο ক) স্কেলার রাশি
Ο খ) মৌলিক রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) আদিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৮৩. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৮৪. গিটারের তারের গতি কোন ধরনের গতির উদাহরণ?
Ο ক) ঘূর্ণন গতি
Ο খ) স্পন্দন গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিচের কোনটি ত্বরণের মাত্রা সমীকরণ?
Ο ক) LT2
Ο খ) LT-1
Ο গ) TL-2
Ο ঘ) LT-2
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. ভেক্টর রাশির কোনটি থাকে?
Ο ক) মান
Ο খ) দিক
Ο গ) মান ও দিক
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (গ)
১৮৭. বেগ সম্পর্কিত তথ্য হলো –
i. এটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনের হার
ii. এস.আই পদ্ধতিতে এর একক ms‑1
iii. এর মাত্রা সমীকরণ হলো [v] = [LT-1]
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর্যাবৃত্ত এক ঘরনের ঘূর্ণন গতি
ii. পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে
iii. অতিক্রমের সময়কে কম্পাঙ্ক বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি হবে?
Ο ক) ভূ-পৃষ্ঠে
Ο খ) ভূ-কেন্দ্রে
Ο গ) পাহাড়ের উপরে
Ο ঘ) মাটির
সঠিক উত্তর: (ক)
১৯০. অভিকর্ষজ ত্বরণ, g এর মান নির্ভর করে –
i. পৃথিবীর ভরের ওপর
ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর
iii. ভূ-পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. কোন রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন?
Ο ক) কাজ, শক্তি
Ο খ) বেগ, সরণ
Ο গ) বল, ত্বরণ
Ο ঘ) বল, তড়িৎ, তীব্রতা
সঠিক উত্তর: (ক)
১৯২. সরণের দিক কোন দিকে?
Ο ক) আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
Ο খ) শেষ অবস্থান থেকে আদি অবস্থানের দিকে
Ο গ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে শেষ অবস্থানের দিকে
Ο ঘ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে আদি অবস্থানের দিকে
সঠিক উত্তর: (ক)
১৯৩. অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হলে উক্ত ত্বরণকে কী বলে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) মন্দন
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে তাকে কী বলে?
Ο ক) সুষম বেগ
Ο খ) অসম বেগ
Ο গ) সুষম ত্বরণ
Ο ঘ) অসম ত্বরণ
সঠিক উত্তর: (ক)
১৯৫. গতির ক্ষেত্রে –
i. পৃথিবীর গতি পরম গতি
ii. শ্রেণিতে শিক্ষকের সাপেক্ষে ছাত্ররা স্থির
iii. সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. একটি গাড়ির বেগ 30 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 10 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 5 ms-1।
Ο ক) 4s
Ο খ) 5s
Ο গ) 3s
Ο ঘ) 7s
সঠিক উত্তর: (ক)
১৯৭. এক ব্যক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত?
Ο ক) 0m
Ο খ) 14m
Ο গ) 44m
Ο ঘ) 66m
সঠিক উত্তর: (ক)
১৯৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যা পরিমাপ করা যায় তাই রাশি
ii. রাশিসমূহ পরিমাপ করলে এদের একটি মান থাকে
iii. রাশির মান প্রকাশ করার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. ঘড়ির কাঁটা কী ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) ঘূর্ণন গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) চলন গতি
সঠিক উত্তর: (খ)
২০০. গড় দ্রুতি 100 km/h হলে –
i. আদি দ্রুতি 200 km/h হতে পারে না
ii. 2 ঘন্টা সময়কালে 200 km দূরত্ব অতিক্রম করবে
iii. ত্বরণের মান 50km/h2 হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics