এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. 40m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? g=9.8 ms-2.
Ο ক) 31.3 ms-1
Ο খ) 28 ms-1
Ο গ) 30 ms-1
Ο ঘ) 35 ms-1
সঠিক উত্তর: (খ)

৫২. বেগের সংজ্ঞা সম্পর্কিত ধারণা হলো –
i. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হার
ii. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মান
iii. সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৩. কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে কী বলে?
Ο ক) রৈখিক গতি
Ο খ) ঘূর্ণন গতি
Ο গ) চলন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (ক)

৫৪. গাড়ির প্রকৃত অবস্থা জানতে হলে বেগের মানের মাপে কোনটি উল্লেখ করতে হবে?
Ο ক) আয়তন
Ο খ) ভর
Ο গ) দিক
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (গ)

৫৫. বল কোন রাশি?
Ο ক) মৌলিক রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) ভেক্টর রাশি
Ο ঘ) কোনো রাশি নয়
 সঠিক উত্তর: (গ)

৫৬. তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কত সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়?
Ο ক) অনেক বেশি সময়ের
Ο খ) মোট অতিক্রান্ত সময়ের
Ο গ) অতি অল্প সময়ের
Ο ঘ) মোট সময়ের অর্ধেক পরিমাণ সময়ের
সঠিক উত্তর: (গ)

৫৭. বেগ-সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুর কী নির্দেশ করে?
Ο ক) সরণ
Ο খ) বেগ
Ο গ) ত্বরণ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (গ)

৫৮. হিসেবের সুবিধার জন্য g এর আদর্শ মান কত ধরা হয়?
Ο ক) 9.81 ms-2
Ο খ) 9.79 ms-2
Ο গ) 9.80 ms-2
Ο ঘ) 9.78 ms-2
সঠিক উত্তর: (ক)

৫৯. স্কেলার রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
Ο ক) সূচকের
Ο খ) বীজগাণিতিক
Ο গ) জ্যামিতিক
Ο ঘ) লগারিদমিক
সঠিক উত্তর: (খ)

 ৬০. সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
Ο ক) দ্রুতি
Ο খ) বেগ
Ο গ) ত্বরণ
Ο ঘ) মন্দন
সঠিক উত্তর: (ক)

৬১. এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কী ঘটবে?
Ο ক) পাথরটি কাগজের পরে মাটিতে পড়বে
Ο খ) পাথরটি কাগজের আগেই মাটিতে পড়বে
Ο গ) পাথর ও কাগজ একই সাথে মাটিতে পড়বে
Ο ঘ) শুধু কাগজের টুকরাটি মাটিতে পড়বে
সঠিক উত্তর: (খ)

৬২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে রাস্তার চলন্ত মানুষ গতিশীল
ii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে পাশের দোকান গতিশীল
iii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে উড়ন্ত পাখি গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬৩. এ মহাবিশ্বের সকল –
i. গতিই পরম
ii. গতিই আপেক্ষিক
iii. স্থিতিই আপেক্ষিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৪. সূর্যের গ্রহগুলো ঘুরে –
Ο ক) পৃথিবীর চারপাশে
Ο খ) চন্দ্রের চারপাশে
Ο গ) সূর্যের চারপাশে
Ο ঘ) ছায়াপথে
সঠিক উত্তর: (ঘ)

৬৫. একটি বস্তুর বেগ 7 s এ 3 ms-1 থেকে 31 ms-1 এ উন্নীত হলো। বস্তুটির ত্বরণ কত?
Ο ক) 4 m
Ο খ) 4 ms-1
Ο গ) 4 ms-2
Ο ঘ) 21 ms-2
সঠিক উত্তর: (গ)

 ৬৬. আবিরের বাসা স্কুলের 30 গজ পশ্চিমে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি?
Ο ক) আবিরের বাসা
Ο খ) স্কুল
Ο গ) পশ্চিম
Ο ঘ) 30 গজ
সঠিক উত্তর: (খ)

৬৭. গতিশীল বস্তুর জন্য প্রতিষ্ঠিত চারটি সমীকরণকে একত্রে কী বলা হয়?
Ο ক) বেগের সমীকরণ
Ο খ) গতির সমীকরন
Ο গ) সময়ের সমীকরণ
Ο ঘ) পড়ন্ত বস্তুর সূত্রাবলী
সঠিক উত্তর: (খ)

৬৮. কোন ধরনের বেগে বস্তুর বেগের মান ও দিক উভয়েরই পরিবর্তন ঘটে?
Ο ক) সুষম বেগ
Ο খ) অসমবেগ
Ο গ) গড়বেগ
Ο ঘ) তাৎক্ষণিক বেগ
সঠিক উত্তর: (খ)

৬৯. চলমান গাড়ির ত্বরণ কী ধরনের?
Ο ক) সুষম
Ο খ) অসম
Ο গ) মন্দন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৭০. পড়ন্ত বস্তুর সূত্র হলো –
i. বায়ুশূন্য স্থানে সকল বস্তুই স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. বাঁধাহীনভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক
iii. বাঁধাহীনভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ঐ সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭১. ঘূর্ণন গতির ক্ষেত্রে –
i. একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থাকে
ii. নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বস্তুর দূরত্ব অপরিবর্তিত থাকে
iii. নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. অবস্থান
ii. স্থিতি
iii. গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৩. কোনটি স্কেলার নয়?
Ο ক) কাজ
Ο খ) শক্তি
Ο গ) ভর
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (ঘ)

৭৪. ত্বরণের সাথে মন্দনের বৈসাদৃশ্য হলো –
i. ভরবেগ প্রথম রাশিটিতে বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে হ্রাস পায়
ii. ভরবেগ প্রথম রাশিটিতে হ্রাস পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে বৃদ্ধি পায়
iii. গতিশক্তি প্রথম রাশটিতে বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭৫. রৈখিকভাবে গতিশীল বস্তু –
i. সরল রেখা বরাবর গতিশীল
ii. এর গতি সরলরেখার উপর সীমাবদ্ধ
iii. কোন নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৬. যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে কী বলে?
Ο ক) দূরত্ব
Ο খ) সরণ
Ο গ) বেগ
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (ক)

 ৭৭. “স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক” – এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (খ)

৭৮. যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রসঙ্গ বস্তু
Ο খ) প্রসঙ্গ কাঠামো
Ο গ) প্রসঙ্গ ক্ষেত্র
Ο ঘ) প্রসঙ্গ অক্ষ
সঠিক উত্তর: (খ)

৭৯. কোনটি ঘূর্ণন গতির উদাহরণ?
Ο ক) বৈদ্যুতিক পাখার গতি
Ο খ) গিটারের তারের গতি
Ο গ) সরল পথে ট্রাকের গতি
Ο ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
 সঠিক উত্তর: (ক)

৮০. অভি বাসা থেকে 10 মিটার পশ্চিম দিকে গেল এটি –
Ο ক) দূরত্ব
Ο খ) সরণ
Ο গ) বেগ
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (খ)

৮১. যদি সমান সময়ে বস্তু সমান দূরত্ব অতিক্রত না করে তাহলে তাকে কী বলে?
Ο ক) সুষম বেগ
Ο খ) সুষম দ্রুতি
Ο গ) অসম ত্বরণ
Ο ঘ) অসম দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)

৮২. একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূ-পৃষ্ঠে পতিত হবে?
Ο ক) 19.6 ms-1
Ο খ) 20.2 ms-1
Ο গ) 25.0 ms-1
Ο ঘ) 29.4 ms-1
সঠিক উত্তর: (ঘ)

৮৩. কোন অক্ষাংশে সমুদ্র অঞ্চলে g-এর মানকে আদর্শ মান ধরা হয়?
Ο ক) 400
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (খ)

৮৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সরণের মান প্রকাশ করে
ii. নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনই সরণ
iii. সরণের দিক বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৫. বায়তুল মোকারমের সামনে দিয়ে কোন লোক হেঁটে গেলে লোকটি –
Ο ক) স্থির
Ο খ) গতিশীল
Ο গ) ভারী
Ο ঘ) হালকা
সঠিক উত্তর: (খ)

 ৮৬. কোনটি সরণের একক?
Ο ক) মিটার
Ο খ) মিটার/সেকেন্ড
Ο গ) সেকেন্ড
Ο ঘ) মিটার/সেকেন্ড২
সঠিক উত্তর: (ক)

৮৭. প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা হয় বস্তুর –
i. অবস্থান
ii. স্থিতি
iii. গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. suvat এর তিনটি জানা থাকলে বাকি দুটি বের করা হয়
ii. গতির সমীকরণ চারটি
iii. চারটি সমীকরণের প্রত্যেকটিতে চারটিত করে রাশি আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৯. রৈখিকভাবে গতিশীল বস্তুর উদাহরণ হচ্ছে –
i. ঘড়ির কাঁটার গতি
ii. সোজা পথে গাড়ির চাকার গতি
iii. পিচ ঢালা সোজা রাস্তা রোলারের গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯০. কোন রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় দিক নির্দেশের প্রয়োজন নেই?
Ο ক) স্কেলার রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) দিক রাশি
Ο ঘ) যৌগিক রাশি
সঠিক উত্তর: (ক)

৯১. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে প্রিস্টনের গতি কী ধরনের?
Ο ক) রৈখিক গতি
Ο খ) উপবৃত্তাকার গতি
Ο গ) পর্যাবৃত্ত গতি
Ο ঘ) স্পন্দন গতি
সঠিক উত্তর: (গ)

৯২. রাশিকে প্রকাশ করা হয় –
i. শুধু মান দিয়ে
ii. শুধু দিক দিয়ে
iii. মান ও দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯৩. মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) গড় দ্রুতি
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)

৯৪. ট্রেনের যাত্রীর কাছে বাইরের গাছপালা গতিশীল মনে হয় কেন?
Ο ক) অবস্থানের পরিবর্তন ঘটে বলে
Ο খ) সময়ের পরিবর্তন ঘটে বলে
Ο গ) চোখের দৃষ্টিভ্রমের কারণে
Ο ঘ) দিকের পরিবর্তন ঘটে বলে
 সঠিক উত্তর: (ক)

৯৫. কোনটি দিক রাশি?
Ο ক) ঘনত্ব
Ο খ) চৌম্বক তীব্রতা
Ο গ) শক্তি
Ο ঘ) আপেক্ষিক গুরুত্ব
সঠিক উত্তর: (খ)

৯৬. নিচের কোনটি প্রকৃতপক্ষে স্থির?
Ο ক) ঘরবাড়ি
Ο খ) দাঁড়িয়ে থাকা বাস
Ο গ) পৃথিবী
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে?
Ο ক) ঘূর্ণন গতি
Ο খ) চলন গতি
Ο গ) পর্যাবৃত্ত গতি
Ο ঘ) রৈখিক গতি
সঠিক উত্তর: (গ)

৯৮. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
Ο ক) 232 ms-1
Ο খ) 320 ms-1
Ο গ) 1452 ms-1
Ο ঘ) 5221 ms-1
সঠিক উত্তর: (ক)

৯৯. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) উপবৃত্তাকার গতি
Ο গ) পর্যাবৃত্ত গতি
Ο ঘ) স্পন্দন গতি
সঠিক উত্তর: (গ)

১০০. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) সমানুপাতিক
Ο খ) বর্গের সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post