এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১: ভৌত রাশি ও পরিমাপ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১: ভৌত রাশি ও পরিমাপ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে –
i. প্রকৃতির রহস্য উদঘাটন করা
ii. প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা
iii. প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. বিজ্ঞানের কোন শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়?
Ο ক) উদ্ভিদ বিজ্ঞান
Ο খ) রসায়ন
Ο গ) প্রাণিবিজ্ঞান
Ο ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৩০৩. বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি সকল জাতির মানুষের জন্য কি বয়ে এনেছে?
Ο ক) অর্থ
Ο খ) সম্পদ
Ο গ) কল্যাণ
Ο ঘ) ধ্বংস
সঠিক উত্তর: (গ)

৩০৪. মিটার স্কেলের ক্ষেত্রে –
i. এর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার
ii. এই স্কেলের এক পাশ সেন্টিমিটার এবং অপর পাশ ইঞ্চিতে দাগ কাটা থাকে
iii. এই স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০৫. বোস-আইনস্টাইন সংখ্যায়ন এর সাথে জড়িত –
i. স্যার জগদীশ চন্দ্র বসু
ii. আলবার্ট আইনস্টাইন
iii. সত্যেন্দ্রনাথ বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০৬. মিটার কিসের একক?
Ο ক) ভরের
Ο খ) সময়ের
Ο গ) দৈর্ঘ্যের
Ο ঘ) তাপমাত্রার
সঠিক উত্তর: (গ)

৩০৭. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র এর আবিষ্কারক কে?
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) স্টিফেন হকিংস
সঠিক উত্তর: (ক)

 ৩০৮. 1 ফেমটোমিটার সমান কত?
Ο ক) 10-18 m
Ο খ) 10-12 m
Ο গ) 10-51 m
Ο ঘ) 10-15 m
সঠিক উত্তর: (ঘ)

৩০৯. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
Ο ক) মিটার স্কেল
Ο খ) ভার্নিয়ার স্কেল
Ο গ) স্লাইড ক্যালিপার্স
Ο ঘ) সেন্টিমিটার স্কেল
সঠিক উত্তর: (গ)

৩১০. কয়টি লেভেলিং – এর সাহায্যে তুলা যন্ত্রকে লেভেলিং করা হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

 ৩১১. বস্তুর পতনের নিয়ম – এর আবিষ্কারকের নাম কী?
Ο ক) গ্যালিলিও
Ο খ) আর্কিমিডিস
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ক)

৩১২. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
Ο ক) টলেমি
Ο খ) রজার বেকন
Ο গ) রবার্ট হুক
Ο ঘ) হাইগেন
সঠিক উত্তর: (খ)

৩১৩. আধুনিক সভ্যতা কার ফসল?
Ο ক) রাজনীতি
Ο খ) বিজ্ঞান
Ο গ) অর্থনীতি
Ο ঘ) সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)

৩১৪. কোন বিজ্ঞানের নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করেছে?
Ο ক) পদার্থবিজ্ঞান
Ο খ) রসায়ন
Ο গ) উদ্ভিদ বিজ্ঞান
Ο ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

৩১৫. প্রকৃতি মেনে চলে –
i. শক্তির সংরক্ষণশীলতা নীতি
ii. নিউক্লিয় তত্ত্ব
iii. মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১৬. রোমার কোন গ্রহের/উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
Ο ক) ইউরেনাস
Ο খ) শনি
Ο গ) নেপচুন
Ο ঘ) বৃহস্পতি
সঠিক উত্তর: (ঘ)

৩১৭. আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের উপর?
Ο ক) প্রকৃতির ইতিহাস
Ο খ) ইসলামের ইতিহাস
Ο গ) গ্রিক সভ্যতার ইতিহাস
Ο ঘ) রোমান সভ্যতার ইতিহাস
সঠিক উত্তর: (ক)

৩১৮. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?
Ο ক) পর্যবেক্ষণ
Ο খ) পরীক্ষণ
Ο গ) বিশ্লেষণ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩১৯. তুলাযন্ত্র ব্যবহার করা হয় –
i. পদার্থবিজ্ঞানে
ii. জ্যোতির্বিজ্ঞানে
iii. রসায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২০. ফাঁপা নলের অন্ত:ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
Ο ক) স্ক্রুগজ
Ο খ) মিটার স্কেল
Ο গ) ভার্নিয়ার স্কেল
Ο ঘ) স্লাইড ক্যালিপার্স
সঠিক উত্তর: (ঘ)

৩২১. আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান কালের ধারণার পরিবর্তন এনেছে –
i. বোরতত্ত্ব
ii. আপেক্ষিক তত্ত্ব
iii. কোয়ান্টাম তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২২. সময়ের একক নির্ধারণে কোন পরমাণুটি ব্যবহৃত হয়েছে?
Ο ক) সিজিয়াম – 132
Ο খ) সিজিয়াম – 133
Ο গ) রেডিয়াম
Ο ঘ) গ্যালিয়াম
সঠিক উত্তর: (খ)

৩২৩. ১২৭। নিউক্লিয় ফিশনের ফলে নির্গত হয় –
Ο ক) শক্তি
Ο খ) বাতাস
Ο গ) আলো
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)

৩২৪. ইলেকট্রনিক্স হলো –
i. কম্পিউটার
ii. বৈদ্যুতিক তার
iii. ডিজিটাল ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩২৫. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যবহার করে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?
Ο ক) বেতার
Ο খ) তড়িৎ মোটর
Ο গ) জেনারেটর
Ο ঘ) ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (খ)

৩২৬. সৌরকেন্দ্রিক তত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কে?
Ο ক) কেপলার
Ο খ) গ্যালিলিও
Ο গ) নিউটন
Ο ঘ) কোপারনিকাস
সঠিক উত্তর: (ক)

৩২৭. স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায় –
Ο ক) বেলনের উচ্চতা
Ο খ) তারের ব্যাসার্ধ
Ο গ) ফাঁপা নলে অন্ত:ব্যাস
Ο ঘ) ফাঁপা নলের বহি:ব্যাস
সঠিক উত্তর: (খ)

৩২৮. আরবরা পারদর্শী ছিলেন – i. গণিত ii. রসায়ন iii. জ্যোতির্বিদ্যা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩২৯. দীপণ তীব্রতার –
i. প্রতীক হচ্ছে IV
ii. এসআই একক হচ্ছে ক্যান্ডেলা
iii. এককের প্রতীক হচ্ছে C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

৩৩০. ভারতীয় উপমহাদেশ হতে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন –
i. চন্দ্রশেখর রমন
ii. সত্যেন্দ্রনাথ বসু
iii. আবদুস সালাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৩১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদ কার?
Ο ক) আল হাজেন
Ο খ) ইবনে আল হাইথাম
Ο গ) টলেমি
Ο ঘ) আল বিরুনী
সঠিক উত্তর: (গ)

৩৩২. আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে?
Ο ক) হাইগেন
Ο খ) স্নেল
Ο গ) রবার্ট বয়েল
Ο ঘ) ভন গুয়েরিক
সঠিক উত্তর: (ক)

৩৩৩. আর্কিমিডিসের জীবনকাল –
Ο ক) খ্রিস্টপূর্ব ২৮৭ – ২১২
Ο খ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০
Ο গ) খ্রিস্টপূর্ব ৫২৭ – ৪৯৭
Ο ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯
সঠিক উত্তর: (ক)

৩৩৪. স্থান ও কালের ধারণা স্পষ্ট ও পরিমাণগত রূপ ধারণ করেছে কোনটির মাধ্যমে?
Ο ক) বলবিদ্যা
Ο খ) তাপবিজ্ঞান
Ο গ) শব্দবিজ্ঞান
Ο ঘ) আলোক বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

৩৩৫. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 2 cm, ভার্নিয়ার পাঠ 3 এবং ভার্নিয়ার ধ্রুবক 1 mm। দন্ডটির দৈর্ঘ্য কত?
Ο ক) 2.03 cm
Ο খ) 2.3 cm
Ο গ) 2.03 mm
Ο ঘ) 2.3 mm
সঠিক উত্তর: (খ)

৩৩৬. কোনো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি 1/2 মিমি হয় তবে উক্ত লঘিষ্ঠ গণন কত হবে?
Ο ক) 0.01 মি.মি.
Ο খ) 0.1 মি.মি.
Ο গ) 0.05 মি.মি.
Ο ঘ) 0.005 মি.মি.
সঠিক উত্তর: (ক)

৩৩৭. পূর্বের পরীক্ষালব্ধ ফলাফলকে ব্যাখ্যা এবং ভবিষ্যতবাণী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিংশ শতাব্দীর –
i. তাড়িত চৌম্বক তত্ত্ব
ii. আপেক্ষিক তত্ত্ব
iii. কোয়ান্টাম তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৩৮. বিজ্ঞানের কোন শাখায় স্থান ও কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) জ্যোতির্বিজ্ঞানে
Ο খ) পদার্থবিজ্ঞানে
Ο গ) রসায়নে
Ο ঘ) প্রাণি বিজ্ঞানে
সঠিক উত্তর: (খ)

৩৩৯. লব্ধ রাশি হচ্ছে – i. বেগ ii. তাপ iii. তড়িৎ বিভব নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪০. পদার্থবিজ্ঞানের ভাষা কোনটি?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) পরিসংখ্যান
Ο ঘ) পৌরনীতি
সঠিক উত্তর: (খ)

৩৪১. পদার্থবিজ্ঞানের বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক উদঘাটন করে –
i. পর্যবেক্ষণের মাধ্যমে
ii. পরীক্ষণের মাধ্যমে
iii. বিশ্লেষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪২. টাইকোব্রাহের সাথে কেপলারের সম্পর্ক কী?
Ο ক) গুরু-শিষ্য
Ο খ) সহোদর ভাই
Ο গ) বন্ধু
Ο ঘ) সহপাঠী
সঠিক উত্তর: (ক)

৩৪৩. কেপলার তার গ্রহ সম্পর্কিত গাণিতিক সূত্রগুলোর সত্যতা যাচাই করেন কার পর্যবেক্ষণ লব্ধ তথ্য দ্বারা?
Ο ক) কোপারনিকাস
Ο খ) গ্যালিলিও
Ο গ) নিউটন
Ο ঘ) ট্রাইকোব্রাহে
সঠিক উত্তর: (ঘ)

৩৪৪. পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় –
i. প্রোটন দ্বারা
ii. নিউট্রন দ্বারা
iii. ইলেকট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৫. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. 1 পিকো ফ্যারাডে = 1PF=10-15F
ii. 1 হেক্টোপ্যাসকেল = 1hPa=102Pa
iii. 1 টেরা গ্রাম = 1Tg=1012g
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iiii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৬. মিটার স্কেলের দৈর্ঘ্য –
i. 1 মিটার
ii. 1/100 মিলিমিটার
iii. 1000 মিলিমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৭. গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতর রূপ প্রদান করেন কে?
Ο ক) কেপলার
Ο খ) বেকন
Ο গ) নিউটন
Ο ঘ) আর্কিমিডিস
সঠিক উত্তর: (গ)

৩৪৮. ইলেকট্রন নিউক্লিয়াসের কোথায় ঘোরে?
Ο ক) উপরে
Ο খ) নিচে
Ο গ) ভিতরে
Ο ঘ) চারপাশে
সঠিক উত্তর: (ঘ)

৩৪৯. গোলীয় দর্পণের সাহায্যে সূর্য রম্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল কে জানতেন?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) অ্যারিস্টার্কাস
Ο ঘ) পিথাগোরাস
সঠিক উত্তর: (ক)

৩৫০. ফিশনের ফলে বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের কি ঘটনা ঘটে?
Ο ক) প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
Ο খ) একটি ছোট এবং একটি বড় ভরের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
Ο গ) প্রায় সমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
Ο ঘ) অসমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
সঠিক উত্তর: (ক)

৩৫১. আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক যে তত্ত্ব প্রদান করে তার নাম কী?
Ο ক) রাদারফোর্ড তত্ত্ব
Ο খ) বোর তত্ত্ব
Ο গ) কোয়ান্টাম তত্ত্ব
Ο ঘ) নিউক্লিয় তত্ত্ব
সঠিক উত্তর: (ঘ)

৩৫২. পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে?
Ο ক) সাতটি
Ο খ) নয়টি
Ο গ) বারটি
Ο ঘ) দশটি
সঠিক উত্তর: (ঘ)

৩৫৩. রনজেন X-ray আবিষ্কার করেন কখন?
Ο ক) ঊনবিংশ শতাব্দীর শুরুকে
Ο খ) ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
Ο গ) বিংশ শতাব্দীর শুরুতে
Ο ঘ) অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে
সঠিক উত্তর: (খ)

৩৫৪. বিজ্ঞানী স্নেল কোন দেশের অধিবাসী?
Ο ক) ইতালি
Ο খ) জার্মানি
Ο গ) মিসর
Ο ঘ) গ্রিস
সঠিক উত্তর: (খ)

৩৫৫. নিচের কোনটি গ্যালিলিও’র আবিষ্কার?
Ο ক) বস্তুর পতনের নিয়ম
Ο খ) মহাকর্ষ সূত্র
Ο গ) বলবিদ্যার সূত্র
Ο ঘ) সৌরকেন্দ্রিক তত্ত্ব
সঠিক উত্তর: (ক)

৩৫৬. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কোনটি?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) জুল
Ο গ) ওয়াট
Ο ঘ) ভোল্ট
সঠিক উত্তর: (ক)

৩৫৭. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখেন –
i. রনজেন
ii. নীলস বোর
iii. বেকরেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫৮. আর্কিমিডিস ছিলেন একজন –
Ο ক) গণিতবিদ
Ο খ) দার্শনিক
Ο গ) কেমিস্ট
Ο ঘ) জ্যোতির্বিজ্ঞানী
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post