এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিষ্কার হয়
ii. ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স
iii. মাইক্রোফোনের সাহায্য শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
Ο ক) রন্টজেন
Ο খ) মার্কনী
Ο গ) বেকরেল
Ο ঘ) হেনরিখ হার্জ
 সঠিক উত্তর: (গ)

 ২৫৩. ফ্যাক্স মেশিন মূলত একটি-
Ο ক) প্রিন্টার
Ο খ) স্ক্যানার
Ο গ) তড়িৎ আলোকীয় মেশিন
Ο ঘ) ডাউনলোডার
 সঠিক উত্তর: (গ)

 ২৫৪. রেডিওতে আমরা শুনতে পাই-
i. আলোচনা বির্তক
ii. পণ্যের বিজ্ঞাপন
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৫. কম্পিউটার প্রয়োগ বেড়ে চলেছে-
i. শিক্ষা ক্ষেত্রে
ii. শিল্প ক্ষেত্রে
iii. চিকিৎসা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৬. কোনটির ভেদনক্ষমতা আলফা কণার চেয়ে চেশি?
Ο ক) হিলিয়াম কণা
Ο খ) বিটা কণা
Ο গ) রঞ্জন রশ্নি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৫৭. কোন যন্ত্র ব্যবহারের ফলে মুদ্রণের ব্যায় অস্বাভাবিকভাবে কমে গেছে?
Ο ক) প্রিন্টার
Ο খ) মনিটর
Ο গ) কম্পিউটার
Ο ঘ) স্ক্যানার
 সঠিক উত্তর: (গ)

 ২৫৮. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে কোন মৌলে পরিণত হয়?
Ο ক) থেরিয়াম
Ο খ) পোলেনিয়াম
Ο গ) অ্যাক্টিনিয়াম
Ο ঘ) সীসা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৯. নিচের কোনটি হলো ‘নেটওর্য়ার্কের নেটওয়ার্ক’?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফ্যাক্স
Ο গ) ই-মেইল
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬০. টেলিফোন কোনটি তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) স্পিকার
Ο গ) রেকটিফায়ার
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (খ)

 ২৬১. কম্পিউটার ভিশন সিলড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ জ্বালা পোড়া করা
ii. চোখ চুলকানো
iii. চোখ লাল হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. রঙিন টেলিভিশন ক্যামেরার মৌলিক রং কোনটি?
Ο ক) হলুদ
Ο খ) লাল
Ο গ) কালো
Ο ঘ) বেগুনি
 সঠিক উত্তর: (খ)

 ২৬৩. বেতার তরঙ্গের আরেক নাম কী?
Ο ক) আকাশ তরঙ্গ
Ο খ) ভূমি তরঙ্গ
Ο গ) মড্যুলটেড তরঙ্গ
Ο ঘ) শব্দ তরঙ্গ
 সঠিক উত্তর: (গ)

 ২৬৪. নিচের কোনটি সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েলে পৌছায়?
Ο ক) আকাশ তরঙ্গ
Ο খ) ভূমি তরঙ্গ
Ο গ) পানি তরঙ্গ
Ο ঘ) বাহক তরঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ২৬৫. যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের কি হলো?
Ο ক) গড় আয়ু
Ο খ) অর্ধায়ু
Ο গ) পূর্ণ আয়ু
Ο ঘ) উপরের সবকয়টি
 সঠিক উত্তর: (খ)

 ২৬৬. মাইক্রোফোনে শব্দকে প্রথম ধারণ করে কোনটি?
Ο ক) চলকুন্ডলী
Ο খ) ডায়াফ্রোম
Ο গ) চৌম্বকক্ষেত্র
Ο ঘ) স্থিরকুন্ডলী
 সঠিক উত্তর: (খ)

 ২৬৭. ইন্টারনেট বিভিন্ন দেশের ছোট ছোট কতগুলো নের্টওয়ার্ককে সংযুক্ত করেছে?
Ο ক) প্রায় ৪০,০০০
Ο খ) প্রায় ৪০,০০,০০
Ο গ) প্রায় ৪০,০০,০০০
Ο ঘ) প্রায় ৪,০০০
 সঠিক উত্তর: (খ)

 ২৬৮. এনালগ সংকেত হলো-
i. সাইন তরঙ্গ
ii. অডিও ও ভিডিও ভোল্টেজ
iii. নিরবচ্ছিন্ন ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৯. নিচের কোনটি বাহক তরঙ্গ থেকে ভিডিও তড়িৎ সংকেতকে পৃথক করে?
Ο ক) ডায়াফ্রাম
Ο খ) রেকটিফায়ার
Ο গ) চলকুন্ডলী
Ο ঘ) স্পীকার
 সঠিক উত্তর: (খ)

 ২৭০. সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম যেমন-
i. উইন্ডোজ ৯৮
ii. উইন্ডোজ ২০০৩
iii. উইন্ডোজ ২০০৭
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭১. কোন বিজ্ঞানীর আবিষ্কারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু করে?
Ο ক) এডিসনের
Ο খ) ফ্লোমিং
Ο গ) মার্কনীর
Ο ঘ) হেনরী বেকেরেল
 সঠিক উত্তর: (ক)

 ২৭২. টেলিভিশন সম্প্রচারে ক্যামেরার কাজ কী?
Ο ক) ছবিকে তড়িৎসংকেতে রূপান্তর করা
Ο খ) ছবিকে শব্দ তরঙ্গে রূপান্তর করা
Ο গ) তড়িৎসংকেতকে ছবিতে রুপান্তর করা
Ο ঘ) শব্দ তরঙ্গকে ছবিতে রুপান্তর করা
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. হেনরী বেকরেল কত সালে তেজস্ক্রিয়তা প্রত্যেক্ষ করেন?
Ο ক) ১৮৯৬
Ο খ) ১৯৯৬
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৩০
 সঠিক উত্তর: (ক)

 ২৭৪. নিচের কোনটি কম্পিউটার দেহ নামে পরিচিতি?
Ο ক) প্রিন্টার
Ο খ) স্ক্যানার
Ο গ) কী-বোর্ড
Ο ঘ) হার্ডওয়্যার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৫. নিচের কোনটির দ্রুতি আলোর দ্রুতির সমান?
Ο ক) আলফা কণা
Ο খ) বিটা কণা
Ο গ) গামা রশ্নি
Ο ঘ) ইলেক্ট্রন
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলে কোন স্তর থেকে?
Ο ক) ট্রপোমন্ডল
Ο খ) আয়নমন্ডল
Ο গ) স্ট্রাটোমন্ডল
Ο ঘ) ওজোনমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ২৭৭. ফ্লোমিং এর আবিস্কারের কত বছর ট্রায়োড নামে আর কয়টি ভ্যাকুয়াম টিউব আবিস্কৃত হয়?
Ο ক) চার
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) দুই
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৮. নিচের কোনটি বাইনারি কোড হিসেবে কাজ করে?
Ο ক) 1 ও 2
Ο খ) 0 ও 5
Ο গ) 0 ও 2
Ο ঘ) 0 ও 1
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৯. রঙিন টেলিভিশনে-
i. পর্দা তিন রকম ফসফর দানা দিয়ে গঠিত
ii. লাল রং সবুজ রংয়ের ফসফর দানাকে আলোকিত করে
iii. পর্দায় বিভিন্ন রংয়ের ছবি ফুটে উঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮০. লাউড স্পীকারের রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) শব্দতরঙ্গকে তড়িৎ তরঙ্গে
Ο খ) বেতার তরঙ্গকে শব্দতরঙ্গে
Ο গ) শব্দতরঙ্গকে বেতার তরঙ্গে
Ο ঘ) তড়িৎ তরঙ্গকে শব্দতরঙ্গে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮১. নিম্নের কোনটি সাধারণত এনালগ উপাত্ত প্রেরণ করে?
Ο ক) ডিজিটাল ঘড়ি
Ο খ) টিউবওয়েল
Ο গ) ল্যাপটপ
Ο ঘ) টিভি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তাড়িত চৌম্বক তরঙ্গকে কী বলে?
Ο ক) অডিও সংকেত
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) প্লবতা
Ο ঘ) বাহক তরঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৩. ট্রানজিস্টরের দ্বারা কোন কাজটি সম্পন্ন করা হয়?
Ο ক) নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা
Ο খ) উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা
Ο গ) শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা
Ο ঘ) দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৪. অর্ধপরিবাহী ডায়োড-
i. দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
ii. একটি p-টাইপ ও একটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
iii. রেকটিফায়ার হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. কম্পিউটার ভিশন সিলড্রোম হল-
i. মাথা চুলকানো
ii. চোখ শুষ্ক হওয়া
iii. চোখের পানি শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য কয়টি পরমাণু বিবেচনা করা হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) কয়েকটি
Ο ঘ) এক গুচ্ছ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৭. কার্বন ফিলামেন্ট ব্যবহৃত প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
Ο ক) এডিসন ক্রিয়া
Ο খ) ফ্লোমিং ক্রিয়া
Ο গ) ফ্যারাডে ক্রিয়া
Ο ঘ) কুলম্ব ক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ২৮৮. আলফা কণা কিসের পর্দায় প্রতি প্রভা সৃষ্টি করে?
Ο ক) Zns
Ο খ) ZnCo3
Ο গ) CaCo3
Ο ঘ) Nac1
 সঠিক উত্তর: (ক)

 ২৮৯. নিচের কোনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে হয়ে উঠেছে অপরিহার্য?
Ο ক) রেডিও
Ο খ) টেলিফোন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) সাইকেল
 সঠিক উত্তর: (গ)

 ২৯০. যদি p-টাইপের সাথে n-টাইপ অর্ধপরিবাহী যুক্ত করে কোনটি পাওয়া যায়?
Ο ক) ডায়োড
Ο খ) p-n জংশন
Ο গ) রেকটিফায়ার
Ο ঘ) উপরের সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯১. রঙিন টেলিভিশন ক্যামরায় তিনটি মৌলিক রঙ এর জন্যে কয়টি পৃথক ইলেকট্রন গান থাকে?
Ο ক) চারটি
Ο খ) তিনটি
Ο গ) দুটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ২৯২. অর্ধপরিবাহী বলা হয়-
i. শীতল অবস্থায় সুপরিবাহীর মতো কাজ করে
ii. শীতল অবস্থায় অন্তরকের মতো কাজ করে
iii. স্বাভাবিক কক্ষতাপমাত্রায় খুব সামান্য পরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯৩. বিটা রশ্নির ধর্ম-
i. এ রশ্নি ঋণাত্মক আধানযুক্ত
ii. এ রশ্নি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
iii. গ্যাস যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৪. নিচের কোন রশ্নিটি একটি হিলিয়াম নিউক্লিয়াস?
Ο ক) আলফা
Ο খ) বিটা
Ο গ) গামা
Ο ঘ) এক্সরে
 সঠিক উত্তর: (ক)

 ২৯৫. লাউডস্পীকার থাকে-
i. একটি ছোট কয়েল
ii. বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৬. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে কম?
Ο ক) আলফা কণা
Ο খ) বিটা কণা
Ο গ) গামা রশ্নি
Ο ঘ) বিটা কণা ও গামা রশ্নি
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) সিলিকন
Ο ঘ) অ্যালুমিনিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ২৯৮. ফ্যাক্স হলো ইলেকট্রনিক্স ব্যবস্থা যার মাধ্যমে প্রেরণ করা যায়-
i. ছবি
ii. ডায়াগ্রাম
iii. যেকোনো তথ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৯. ক্লাউড চেম্বার দ্বারা কিসের উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) আলফা কণা
Ο খ) গামা রশ্নি
Ο গ) বিটা কণা
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০০. আইসি চিপস আবিস্কৃত হয় কত সালে?
Ο ক) ১৯৫০
Ο খ) ১৯৭০
Ο গ) ১৯৬০
Ο ঘ) ১৯৪০
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post