এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা কত ভাগ?
Ο ক) ১০০
Ο খ) ১/১০
Ο গ) ১০
Ο ঘ) ১/১০০
 সঠিক উত্তর: (গ)

 ২০২. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্নি নির্গত হয় তা আসলে কী?
Ο ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
Ο খ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
Ο গ) এক ধনাত্মক নিউক্লিয়াস
Ο ঘ) ধনাত্মক প্রোটনে স্রোত
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সাহায্যে প্রভাবিত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. গাইগার মূলার কাউন্টার দ্বারা কোনটির উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) আলফা কণা
Ο খ) গামা রশ্নি
Ο গ) বিটা কণা
Ο ঘ) এক্স রশ্নি
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. আলফা কণার আধান কত?
Ο ক) 1.6 x1019C
Ο খ) 3.2 x1019C
Ο গ) 3.2x1019C
Ο ঘ) 3.2 x1020C
 সঠিক উত্তর: (খ)

 ২০৬. কত সালে টেলিভিশন আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮১৬
Ο খ) ১৯৪৬
Ο গ) ১৯২৬
Ο ঘ) ১৮৬৪
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. নয়েজ বেড়ে গেলে নিচের কোনটি ঘটে?
Ο ক) সংকেত দূর্বল হয়
Ο খ) সংকেত সবল হয়
Ο গ) সংকেত বিকৃত হয়
Ο ঘ) সংকেত বিবর্ধিত হয়
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি গামা রশ্নি প্রয়োগ করা হয়, তা হলে গামা রশ্নি-
i. বেঁকে যাবে
ii. একই পথে যাবে
iii. ক্ষেত্র ভেদ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. আলফা রশ্নির-
i. আধান 3.2 x10-19c
ii. একটি He নিউক্লিয়াস
iii. ভর নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১০. ইলেকট্রনিক হলো-
i. ভ্যাকুয়াম টিউবের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
ii. চিপসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
iii. বিশেষ ধরনের কেলাসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. টেলিভিশনের ক্যাথোড-রে টিউবের অপর নাম কী?
Ο ক) ইলেকট্রন গান
Ο খ) লেন্স
Ο গ) গ্রাহক এন্টেনা
Ο ঘ) পিকচার টিউব
 সঠিক উত্তর: (ঘ)

 ২১২. নিচের কোনটি রোগের লক্ষণ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) টেলিভিশন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. বিংশ শতকে যোগাযোগের বিপ্লব এনেছে-
i. রেডিও
ii. সেলফোন
iii. ফ্যাক্স মেশিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয় কেন?
Ο ক) কম্পিউটার গণনা করা সহজতর হওয়ায়
Ο খ) কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায়
Ο গ) কম্পিউটার বহুমুখী সেবা গ্রহণে সহায়তা করে বলে
Ο ঘ) কম্পিউটার ভুল সংশোধন করতে পারে বলে
 সঠিক উত্তর: (গ)

 ২১৫. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয় পর্যবেক্ষণ করেন?
Ο ক) মাদাম কুরী
Ο খ) বেকরেল
Ο গ) পিয়েরী কুরী
Ο ঘ) রাদারফোর্ড
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. নিচের কোনটিতে এনালগ ডেটাকে ডিজিটাল বা ডিজিটাল ডেটাকে এনালগ ডেটাতে রূপান্তর করে?
Ο ক) মডেম
Ο খ) মডুলেটর
Ο গ) ডিমডুলেটর
Ο ঘ) অ্যাডার
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. কোনো অর্ধপরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে-
i. অর্ধপরিবাহী বস্তুতে মিশ্রিত ভেজালের পরিমাণের ওপর
ii. অর্ধপরিবাহী পদার্থের ঘনত্বের ওপর
iii. অর্ধপরিবাহীর তাপমাত্রা ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৮. কোনটি দিক পরবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহের পরিবর্তিত করে?
Ο ক) ভ্যাকুয়াম টিউব
Ο খ) রোধ
Ο গ) টাংস্টেন ধাতু
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. স্পীকারের ক্ষেত্রে-
i. তড়িৎ সংকেতকে শব্দে রুপান্তর করে
ii. এতে পেপার লাগানো থাকে
iii. ডায়াফ্রাম বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২০. বিশুদ্ধ সিলিকন কোনটি হিসেবে আচরণ করে?
Ο ক) পরিবাহী
Ο খ) অর্ধপরিবাহী
Ο গ) উত্তম অন্তরক
Ο ঘ) সুপরিবাহী
 সঠিক উত্তর: (গ)

 ২২১. তেজস্ক্রিয় বিকিরণের ফলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা কমে
ii. পারমাণবিক সংখ্যা বাড়ে
iii. ভর সংখ্যা কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২২. আইসি চিপসের আবিষ্কার ও বিকাশের ফলস্বরূপ নিচের কোন যন্ত্রটি আবিষ্কৃত হয়?
Ο ক) টেলিফোন
Ο খ) মোবাইল
Ο গ) টেলিভিশন
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. গামা রশ্নির দ্রুতি কত?
Ο ক) 3 x108ms-1
Ο খ) 9.11 x108ms-1
Ο গ) 3.9 x108ms-1
Ο ঘ) 3 x108ms-1
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী?
Ο ক) বেকরেল
Ο খ) রন্টজেন
Ο গ) নিউটন
Ο ঘ) কুলম্ব
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. কত সালে ফ্যাক্স যাত্রা শুরু করেন?
Ο ক) ১৯২০
Ο খ) ১৯৩০
Ο গ) ১৯৪০
Ο ঘ) ১৯৫০
 সঠিক উত্তর: (খ)

 ২২৬. হেনরী বেকরেল কোন দেশের বিজ্ঞনী-
Ο ক) ফ্রান্স
Ο খ) বৃটেন
Ο গ) অস্ট্রেলিয়া
Ο ঘ) যুক্তরাষ্ট্র
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. মানবসৃষ্ট বাহ্যিক প্রভাবগুলো হচ্ছে- i. চাপ ii. তাপ iii. বিদ্যুৎ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. মিশ্রিত তরঙ্গকে কি বলে?
Ο ক) রূপারোপিত তরঙ্গ
Ο খ) মডুলেশন
Ο গ) বাহক তরঙ্গ
Ο ঘ) অডিও সংকেত
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে-
i. স্বশিখন
ii. মুদ্রণ শিল্প
iii. টিকেট বুকিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩০. ফ্যাক্স আবিষ্কার করেন কে?
Ο ক) লজি বেয়ার্ড
Ο খ) স্যামুয়েল মোর্স
Ο গ) আলেকজেন্ডার বেইন
Ο ঘ) গ্রাহামবেল
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. আলফা রশ্নির ধর্ম হলো-
i. এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা কম
ii. এ রশ্নি তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
iii. এ রশ্নি কম বেগে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. যে যোগাযোগ সংকেত শুধু মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
Ο ক) এনালগ সংকেত
Ο খ) ডিজিটাল সংকেত
Ο গ) ভিডিও সংকেত
Ο ঘ) অডিও সংকেত
 সঠিক উত্তর: (খ)

 ২৩৩. প্রথম টিভি শিল্পী কে?
Ο ক) লজি বেয়ার্ড
Ο খ) জেমস বন্ড
Ο গ) পুতুল
Ο ঘ) মেরলিন মনরো
 সঠিক উত্তর: (গ)

 ২৩৪. তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় শক্তিশালী-
i. আলফা রশ্নি
ii. গামা রশ্নি
iii. বিটা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. নিচের কোনটি বাহক টিউবের পেছনের প্রান্তে কী থাকে?
Ο ক) পিকচার টিউব
Ο খ) রেকটিফায়ার
Ο গ) ইলেক্ট্রন
Ο ঘ) ইলেক্ট্রন গান
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. কোনটির দ্রুতি শতকরা ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে?
Ο ক) বিটা কণা
Ο খ) হিলিয়াম কণা
Ο গ) আলফা কণা
Ο ঘ) গামা রশ্নি
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. রেডিও সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক) স্পীকার
Ο খ) মাইক্রোফোন
Ο গ) ডায়োড
Ο ঘ) রেকটিফায়ার
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. কাগজ শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব কখন আবিস্কৃত হয়?
Ο ক) বিংশ শতাব্দীর শেষে
Ο খ) বিংশ শতাব্দীর শুরুতে
Ο গ) বিংশ শতাব্দীর মাঝামাঝিতে
Ο ঘ) উনিবিংশ শতাব্দীতে
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. যেসব পদার্থের পরিবাহিতা অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহীর চেয়ে কম তাদেরকে কী বলে?
Ο ক) অর্ধঅন্তরক
Ο খ) অর্ধপরিবাহী
Ο গ) অপরিসীম
Ο ঘ) কুপরিবাহী
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. সকল নেটওয়ার্কের জননী কোনটি?
Ο ক) কম্পিউটার
Ο খ) গুগল
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ফায়ারফক্স
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. স্পীকার আসলে একটি-
i. তাড়িতচৌম্বক যন্ত্র
ii. অ্যাম্পপ্লিফায়ার
iii. ডায়োড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪৩. কিসের বিকিরণ থেকে মরণঘাতি ক্যান্সার হতে পারে?
Ο ক) আলোর বিকিরণ
Ο খ) তাপের বিকিরণ
Ο গ) তেজস্ক্রিয় বিকিরণ
Ο ঘ) ইলেক্ট্রন নিঃসরণ
 সঠিক উত্তর: (গ)

 ২৪৪. ডিজিটাল সংকেত ব্যবহারের ফলে-
i. ক্রম কানেকশন হয় না
ii. অনেক বেশি সংকেত প্রেরণ করা যায়
iii. এনালগের চেয়ে সর্বমোট খরচ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. নিচের বিবরণগুলো পড়:
i. মাইক্রোফোনকে চলতি কথায় মাইক বলে
ii. মাইক্রোফোন তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে
iii. মাইক্রোফোনের মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪৬. মাইক্রোফোনের মধ্যে থাকে-
i. একটি চলকুন্ডলী
ii. ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. তাপমাত্রা বাড়লে নিচের কোনটির পরিবাহিতা বেড়ে যায়?
Ο ক) সিলিকন
Ο খ) লোহা
Ο গ) রূপা
Ο ঘ) তামা
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
Ο ক) মাউসটাচপ্যাড
Ο খ) স্ক্যানার
Ο গ) মাইক্রোফোন
Ο ঘ) প্রিন্টার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. ইলেকট্রনিক্সের অবদান হলো- i. ক্যামেরা ii. কম্পিউটার iii. ঘড়ি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ার কারণ হচ্ছে এর-
i. তথ্য জমা করে রাখার ক্ষমতা
ii. কাজ করার ক্ষমতা
iii. ক্লান্তিহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post