এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. কোনো সোজা খাড়া তারের দরুন সৃষ্ট চৌম্বক বলরেখাগুলোর আকৃতি কীরূপ হয়?
Ο ক) একটি দন্ড চুম্বকের বলরেখার ন্যায়
Ο খ) তারটিকে ঘিরে কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত
Ο গ) তারটির সমান্তরাল কতগুলো সরলরেখা
Ο ঘ) তারটিকে ঘিরে কতগুলো সমকেন্দ্রিক বর্গ
সঠিক উত্তর: (খ)

১৫২. কোনো তড়িৎবাহী তারের ক্ষেত্রে –
i. নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে
ii. চুম্বকের চুম্বকত্ব ও এর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে
iii. তড়িৎ প্রবাহিত না হলেও চুম্বকত্ব বিদ্যমান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৩. স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) ns>np
Ο খ) nsp
Ο গ) nps
Ο ঘ) ns=np
সঠিক উত্তর: (খ)

১৫৪. তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বকক্ষেত্র কোনটির মতো?
Ο ক) U – আকৃতির চুম্বক
Ο খ) দন্ড চুম্বক
Ο গ) তড়িৎবাহী যোজ্যতার
Ο ঘ) স্বতন্ত্র চুম্বক মেরু
সঠিক উত্তর: (খ)

১৫৫. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 30, ভোল্টেজ 210 V, এর গৌণ কুন্ডলীর ভোল্টেজ 700V হলে পাক সংখ্যা ক
Ο ক) 30
Ο খ) 200
Ο গ) 100
Ο ঘ) 300
সঠিক উত্তর: (গ)

১৫৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন ওয়েরস্টেড
ii. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন ওয়েরস্টেড
iii. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন নিউটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫৭. কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে কম্পাস কাঁটার কী ঘটে?
Ο ক) স্থির থাকে
Ο খ) ডান দিকে সরে যায়
Ο গ) বাম দিকে সরে যায়
Ο ঘ) উল্টো দিকে সরে যায়
সঠিক উত্তর: (ঘ)

১৫৮. এসি জেনারেটরে ব্যবহৃত হয় –
i. আর্মেচার কাঁচা লোহা নির্মিত
ii. ব্রাশ কার্বন নির্মিত
iii. ব্রাশের সাথে বর্হিবর্তনীর রোধ যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৯. ফ্যারাডের তাড়িত চৌম্বক আবেশের দ্বিতীয় পরীক্ষায় –
i. তামার তারের কুন্ডলী ব্যবহৃত হয়
ii. একটি কুন্ডলী ব্যবহৃত হয়
iii. বদ্ধ কুন্ডলী ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬০. কয়েলের সাথে নিচের কোনটি ঘুরে?
Ο ক) বিভক্ত বলয়
Ο খ) ব্রাশ
Ο গ) আর্মেচার
Ο ঘ) জেনারেটর
সঠিক উত্তর: (ক)

১৬১. ডায়নামোর সাহায্যে কি করা হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়
Ο খ) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়
Ο গ) পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তর করা হয়
Ο ঘ) তড়িৎ শক্তির পরিমাপ করা হয়
সঠিক উত্তর: (ক)

১৬২. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5V এবং প্রাবহ 4A। গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10V হলে, গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 0.5A
Ο খ) 1.5A
Ο গ) 2A
Ο ঘ) 2.5A
সঠিক উত্তর: (গ)

১৬৩. তড়িৎ চুম্বকের প্রাবল্য বাড়ানো যায় –
i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে
ii. সলিনয়েডের পেচের সংখ্যা বাড়িয়ে
iii. মেরু দুটিকে কাছাকাছি এনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৪. বর্তনীর রোধ কোনটির সাথে যুক্ত থাকে?
Ο ক) আর্মেচার
Ο খ) ব্রাশ
Ο গ) কম্যুটেটর
Ο ঘ) স্লিপলিং
সঠিক উত্তর: (খ)

১৬৫. গৌণ কুন্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে –
Ο ক) স্টেপ ডাউন ট্রান্সফর্মারের
Ο খ) অবরোহী ট্রান্সফর্মারের
Ο গ) নিম্নধাপী ট্রান্সফর্মারের
Ο ঘ) আরোহী ট্রান্সফর্মারের
সঠিক উত্তর: (ঘ)

১৬৬. চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে কোনটি ঘুরানো হয়?
Ο ক) কম্যুটেটর
Ο খ) স্লিপ রিং
Ο গ) আর্মেচার
Ο ঘ) ব্রাশ
সঠিক উত্তর: (গ)

১৬৭. টেলিফোনের ইয়ারপিসে ব্যবহৃত হয় –
Ο ক) দন্ড চুম্বক
Ο খ) তাড়িতচুম্বক
Ο গ) লোহার তার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১৬৮. গ্যালভানোমিটারের বিক্ষেপ দ্বারা বর্তনীতে কিসের অস্তিত্ব বুঝা যায়?
Ο ক) রোধ
Ο খ) তাপমাত্রা
Ο গ) তড়িৎপ্রবাহ
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (গ)

১৬৯. গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় –
i. তড়িৎ প্রবাহ বন্ধ করার সময়
ii. কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করলে
iii. মুখ্যকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭০. তড়িৎ মোটরে কয়েলের দৈর্ঘ্য বাড়ালে কী ঘটবে?
Ο ক) মোটরের ক্ষমতা কমবে
Ο খ) মোটরের দ্রুতি কমবে
Ο গ) চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়বে
Ο ঘ) চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কমবে
সঠিক উত্তর: (গ)

১৭১. কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় কোনটি?
Ο ক) তড়িচ্চালক বল
Ο খ) তাড়িতচৌম্বক প্রাবল্য
Ο গ) তাড়িতচৌম্বক আবেশ
Ο ঘ) তাড়িতচৌম্বক ক্ষেত্র
সঠিক উত্তর: (গ)

১৭২. অবিচ্ছিন্ন তড়িৎপ্রবাহ না থাকা সত্ত্বেও কোনটি কম্যুটেটর অবিরাম ঘূর্ণনের সৃষ্টি করে?
Ο ক) চুম্বকবল
Ο খ) গতিজড়তা
Ο গ) তড়িৎবল
Ο ঘ) অভিকর্ষ
সঠিক উত্তর: (খ)

১৭৩. ফ্যারাডের প্রথম পরীক্ষায় কুন্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য কুন্ডলীর দুই প্রান্তে কী যুক্ত করা হয়?
Ο ক) দুটি গ্যালভানোমিটার
Ο খ) একটি ভোল্টমিটার
Ο গ) একটি অ্যামিটার
Ο ঘ) একটি গ্যালভানোমিটার
সঠিক উত্তর: (ঘ)

১৭৪. নিচের কোন উদাহরণটিতে তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি পাওয়া যাচ্ছে?
Ο ক) বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন
Ο খ) তাড়িতচুম্বক এর সাহায্যে ভারী জিনিসপত্র উত্তোলন
Ο গ) তাড়িতচুম্বক তৈরি করা
Ο ঘ) বৈদ্যুতিক জেনারেটর থেকে তড়িৎ শক্তি প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)

১৭৫. নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে?
Ο ক) তড়িৎবাহী তার
Ο খ) গ্যালভানোমিটার
Ο গ) মাল্টিমিটার
Ο ঘ) তড়িৎ নিরপেক্ষ তার
সঠিক উত্তর: (ক)

১৭৬. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় কেন?
i. তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
ii. তাপশক্তি উৎপাদনে তড়িতের অপচয় কম হয়
iii. প্রেরক তার অধিক তড়িৎ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৭. চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) পানি
Ο খ) গ্যাস
Ο গ) তাড়িতচুম্বক
Ο ঘ) ফোটন বার
সঠিক উত্তর: (গ)

১৭৮. পাওয়ার স্টেশন হতে পাওযার সাপ্লাইতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তড়িৎ মোটর
Ο খ) ডায়নামো
Ο গ) আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) অবরোহী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (গ)

১৭৯. তড়িৎ মোটরের কোনটিকে ঘূর্ণায়মান রাখার জন্য কম্যুটেটর নামক একটি কৌশল ব্যবহার করা হয়?
Ο ক) ব্রাশ
Ο খ) লুপ
Ο গ) আর্মেচার
Ο ঘ) ব্রাশ ও আর্মেচার
সঠিক উত্তর: (খ)

১৮০. মুখ্যকুন্ডলীর চেয়ে গৌণকুন্ডলীর পাকসংখ্যা কম থাকে –
i. অবরোহী ট্রান্সফর্মারে
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মারে
iii. নিম্নধাপী ট্রান্সফর্মারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮১. মুখ্যকুন্ডলীর তড়িৎ প্রবাহ ক্রমাগত পরিবর্তন করলে কী ঘটবে?
Ο ক) কুন্ডলী নষ্ট হয়ে যাবে
Ο খ) গ্যালভানোমিটার বন্ধ হবে
Ο গ) গ্যালাভানোমিটার বিক্ষেপ দিবে
Ο ঘ) তড়িচ্চালক শক্তি কমে যাবে
সঠিক উত্তর: (গ)

১৮২. সলিনয়েডের ভিতর প্রবাহিত তড়িৎ প্রাবাহের বিপরীত করলে কী ঘটবে?
Ο ক) চুম্বকত্ব হ্রাস পাবে
Ο খ) চুম্বকত্ব বৃদ্ধি পাবে
Ο গ) চুম্বকের মেরু বিপরীত হবে
Ο ঘ) উপমেরু সৃষ্টি হবে
সঠিক উত্তর: (গ)

১৮৩. বৈদ্যুতিক মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করতে হয় কেন?
Ο ক) ক্ষমতা কমানোর জন্য
Ο খ) মসৃণতা কমানোর জন্য
Ο গ) মসৃণতা বাড়ানোর জন্য
Ο ঘ) দ্রুতি কমানোর জন্য
সঠিক উত্তর: (গ)

১৮৪. ফ্যারাডের কোন পরীক্ষার কোন কুন্ডলীতে তড়িৎপ্রবাহ চালালে গৌণ কুন্ডলীর গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে?
Ο ক) ১ম পরীক্ষার মুখ্য
Ο খ) ২য় পরীক্ষার গৌণ
Ο গ) ১ম পরীক্ষার গৌণ
Ο ঘ) ২য় পরীক্ষার মুখ্য
সঠিক উত্তর: (ঘ)

১৮৫. “তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র বিজড়িত” – এটি কে আবিষ্কার করেন?
Ο ক) কুলম্ব
Ο খ) ওয়েরস্টেড
Ο গ) সাইমন ওহম
Ο ঘ) আলেসান্দ্রো ভোল্টা
সঠিক উত্তর: (খ)

১৮৬. আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ভর করে –
i. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর
ii. চৌম্বকক্ষেত্রের আকারের উপর
iii. ঘূর্ণন বেগের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮৭. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় একটি তড়িচ্চালক শক্তির উৎসরূপে সংযুক্ত করতে হয় –
i. একটি ব্যাটারি
ii. একটি পরিবর্তনশীল রোধ
iii. একটি টেপা চাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ মোটরে একাধিক কয়েল ব্যবহার করা হয়
ii. কয়েলগুলো কেন্দ্রীয় অক্ষের চারদিকে সাজানো থাকে
iii. কয়েলগুলো বৃত্তাকার সাজানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৯. জেনারেটরে ব্যবহৃত কম্যুটেটরের কাজের সাথে নিচের কোনটির মিল আছে?
Ο ক) পর্যাবৃত্ত প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করা
Ο খ) বহিঃবর্তনীতে তড়িৎ প্রবাহ প্রেরণ করা
Ο গ) ক্ষেত্র চুম্বকটিকে শক্তিশালী করা
Ο ঘ) তড়িচ্চালক শক্তি আবিষ্ট করা
সঠিক উত্তর: (ঘ)

১৯০. আমেরিকার কোন বিজ্ঞানী তাড়িতচৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন?
Ο ক) মাইকেল ফ্যারাডে
Ο খ) জোসেফ হেনরি
Ο গ) এইচ.এফ.ই. লেঞ্জ
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)

১৯১. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. যে অঞ্চলে চৌম্বক বলরেখা ক্রিয়াশীল তাই চৌম্বক ক্ষেত্র
ii. বলরেখাগুলো ঘড়ির কাঁটার দিকাভিমুখী
iii. চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ডানহাতি নিয়ম মেনে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯২. তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
Ο ক) কুলম্ব
Ο খ) ওয়েরস্টেড
Ο গ) সাইমন ওহম
Ο ঘ) আলসান্দ্রো ভোল্টা
সঠিক উত্তর: (খ)

১৯৩. লোহার দন্ড কখন শক্তিশালী চুম্বকে পরিণত হয়?
Ο ক) তড়িৎ প্রবাহ চলাকালীন সময়ে
Ο খ) তড়িৎ প্রবাহ বন্ধ করলে
Ο গ) তড়িৎ প্রবাহ হ্রাস করলে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)

১৯৪. মুক্ত অবস্থায় তড়িৎবাহী তার কোন দিকে লাফিয়ে উঠে?
Ο ক) উপরের দিকে
Ο খ) নিচের দিকে
Ο গ) ডান দিকে
Ο ঘ) বাম দিকে
সঠিক উত্তর: (ক)

১৯৫. কোনটি নরম লোহার উপর তারের শত শত পেঁচ দিয়ে তৈরি?
Ο ক) কম্যুটের
Ο খ) ব্রাশ
Ο গ) আর্মেচার
Ο ঘ) কয়েল
সঠিক উত্তর: (গ)

১৯৬. কোনটি বৈদ্যুতিক মোটরের অংশ নয়?
Ο ক) ক্ষেত্র চুম্বক
Ο খ) আর্মেচার
Ο গ) পিস্টন
Ο ঘ) ব্রাশ
সঠিক উত্তর: (গ)

১৯৭. অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে –
i. অবরোহী ট্রান্সফর্মার
ii. আরোহী ট্রান্সফর্মার
iii. স্টেপ আপ ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৮. সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?
Ο ক) যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে
Ο খ) যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে
Ο গ) যে প্রান্তে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়
Ο ঘ) যে প্রান্তে তড়িৎ বিভব বেশি থাকে
সঠিক উত্তর: (খ)

১৯৯. নিচের কোন ক্ষেত্রে তাড়িতচুম্বকের প্রাবল্যে বৃদ্ধি পাবে?
Ο ক) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে
Ο খ) তড়িৎ প্রবাহ হ্রাস করলে
Ο গ) সলিনয়েডের প্যাচের সংখ্যা কমালে
Ο ঘ) মেরু দুটিকে পরস্পর থেকে দূরে সরালে
সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5A এবং প্রবাহ 3 A। গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10 V।

২০০. গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 1 A
Ο খ) 1.5 A
Ο গ) 2 A
Ο ঘ) 2.5 A
সঠিক উত্তর: (খ)

২০১. উল্লিখিত ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সত্য?
i. ট্রান্সফর্মারটি উচ্চধাপী
ii. ট্রান্সফর্মারটি নিম্নধাপী
iii. ট্রান্সফর্মারটি রেডিওতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post