এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. কোনো তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে যদি –
i. চুম্বককে তার কুন্ডলীর কাছে নাড়াচাড়া করলে
ii. গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না
iii. আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০২. একটি লম্বা তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের সময় এর চারপাশে একটি দুর্বল চৌম্বকক্ষেত্র উৎপন্ন হলে –
i. উৎপন্ন চৌম্বক বলরেখাগুলো বৃত্তাকার হয়
ii. তড়িৎপ্রবাহ যতক্ষণ থাকে উৎপন্ন চৌম্বকক্ষেত্রও ততক্ষণ থাকে
iii. তারের নিকটবর্তী এলাকায় চৌম্বকক্ষেত্রের চৌম্বক প্রাবল্য কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৩. সলিনয়েডের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে কী ঘটে?
i. মেরুদ্বয় পাল্টে যায়
ii. উপমেরুর সৃষ্টি হয়
iii. বলরেখার অভিমুখ বিপরীত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০৪. ট্রান্সফর্মারের প্রকারভেদ হচ্ছে –
i. স্টেপ আপ ট্রান্সফর্মার
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
iii. আরোহী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০৫. চৌম্বকক্ষেত্রের ক্ষেত্রে বলা যায় –
i. উত্তর-দক্ষিণ বরাবর যে স্থান পর্যন্ত চুম্বকের প্রভাব অনুভূত হয় তাই হলো চৌম্বকক্ষেত্র
ii. চারপাশের যে স্থান পর্যন্ত এর প্রভাব অনুভূত হয় তাই হলো চৌম্বকক্ষেত্র
iii. দূরত্ব যত বেশি হয় চুম্বকের চৌম্বকক্ষেত্র তত দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০৬. বৈদ্যুতিক মোটরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয় –
i. ক্ষমতা কমানোর জন্য
ii. দ্রুতি বাড়ানোর জন্য
iii. ক্ষমতা বাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০৭. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে পাকসংখ্যা 15, তড়িৎ প্রবাহ 5 A; গৌণ কুন্ডলীর পাকসংখ্যা 90 হলে এর প্রবাহ কত?
Ο ক) 6 A
Ο খ) 1/
Ο গ) 6/5 A
Ο ঘ) 5/6 A
সঠিক উত্তর: (ঘ)

১০৮. ট্রান্সফর্মার কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

১০৯. নিচের কোনটিতে তড়িৎ মোটর ব্যবহৃত হয়?
Ο ক) দরজা
Ο খ) ফ্রিজ
Ο গ) টেলিভিশন
Ο ঘ) পাম্প
সঠিক উত্তর: (ঘ)

১১০. ডায়নামোর সাহায্যে কি করা হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়
Ο খ) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়
Ο গ) পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা হয়
Ο ঘ) তড়িৎ শক্তির পরিমাপ করা হয়
সঠিক উত্তর: (ক)

১১১. গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যায় যখন –
i. চুম্বক ও কুন্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকে
ii. চুম্বক ও কুন্ডলী একই বেগে গতিশীল হয়
iii. চুম্বক ও কুন্ডলী অসম বেগে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১২. একটি ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 400 ও 100 এর মুখ্য কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি 110 Volt গৌণ কুন্ডলীর তড়িচ্চালক শক্তি কত হবে?
Ο ক) 110 Volt
Ο খ) 220 Volt
Ο গ) 440 Volt
Ο ঘ) 880 Volt
সঠিক উত্তর: (গ)

১১৩. চুম্বকের মেরু পরিবর্তন করলে কি ঘটে?
Ο ক) আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কমে যায়
Ο খ) আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়
Ο গ) চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১১৪. মাইকেল ফ্যারাডে কত সালে তার পরীক্ষালব্ধ ফলাফল প্রকাশ করেন?
Ο ক) ১৮২১
Ο খ) ১৮৩১
Ο গ) ১৮৪১
Ο ঘ) ১৮৫১
সঠিক উত্তর: (খ)

১১৫. ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটি –
i. তড়িৎ রূপান্তরক
ii. রোধ রূপান্তরক
iii. বিভব রূপান্তরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তাড়িত চৌম্বক আবেশ সম্পর্কে পরীক্ষালব্ধ ফলাফল সর্বপ্রথম প্রকাশ করেন মাইকেল ফ্যারাডে
ii. ফ্যারাডে সর্বপ্রথম ১৮৩১ সালে তার ফলাফল প্রকাশ করেন
iii. তাড়িত চৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে দুইটি পরীক্ষা করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৭. চৌম্বক ক্ষেত্রকে কীভাবে ঘনীভূত করা যায়?
Ο ক) বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে
Ο খ) অপরিবাহী তার পেঁচিয়ে
Ο গ) পরিবাহী তার পেঁচিয়ে
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)

১১৮. ভিসিপিতে ব্যবহার করা হয় –
i. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
ii. অবরোহী ট্রান্সফর্মার
iii. আরোহী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৯. ভিসিপিতে ব্যবহার করা হয় –
Ο ক) স্টেপ ডাউন ট্রান্সফর্মার
Ο খ) স্টেপ আপ ট্রান্সফর্মার
Ο গ) আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) উচ্চ ধাপী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (ক)

১২০. ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ পরস্পরের –
Ο ক) সমানুপাতিক
Ο খ) বর্গের সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (গ)

১২১. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মুখ্যকুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে
ii. গৌণ কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে
iii. গৌণ কুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২২. নিম্নের কোন যন্ত্রটি গঠনের সময় একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর নেওয়া হয়?
Ο ক) ট্রান্সফর্মার
Ο খ) মোটর
Ο গ) অ্যামিটার
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (ক)

১২৩. কুন্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কতবার পরিবর্তিত হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (ক)

১২৪. কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?
Ο ক) ঘনীভূত ও দুর্বল হবে
Ο খ) ঘনীভূত ও শক্তিশালী হবে
Ο গ) কম ঘনীভূত ও দুর্বল হবে
Ο ঘ) কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে
সঠিক উত্তর: (খ)

১২৫. বৈদ্যুতিক মোটরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হয় কেন?
Ο ক) মোটরের দ্রুতি কমানোর জন্য
Ο খ) মোটরের ক্ষমতা কমানোর জন্য
Ο গ) মোটরের দ্রুতি বাড়ানোর জন্য
Ο ঘ) মোটরের ওজন বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (গ)

১২৬. এসি জেনারেটরে ঘূর্ণনরত আর্মেচার নিচের কোনটিকে ছেদ করে?
Ο ক) কম্যুটেটর
Ο খ) চৌম্বক ক্ষেত্রের বলরেখা
Ο গ) ব্রাশ
Ο ঘ) কয়েল
সঠিক উত্তর: (খ)

১২৭. এসি জেনারেটরের সাথে ডিসি জেনারেটরের বৈসাদৃশ্য কোনটি?
Ο ক) প্রথমটিতে সমপ্রবাহ হয় কিন্তু দ্বিতীয়টিতে পরিবর্তী প্রবাহ হয়
Ο খ) প্রথমটিতে পরিবর্তী প্রবাহ হয় কিন্তু দ্বিতীয়টিতে সমপ্রবাহ হয়
Ο গ) প্রথমটিতে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে দিক অপরিবর্তিত হয় কিন্তু দ্বিতীয়টিতে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে দিক পরিবর্তিত হয়
Ο ঘ) প্রথমটির ব্যবহার কম প্রচলিত কিন্তু দ্বিতীয়টির ব্যবহার অধিক প্রচলিত
সঠিক উত্তর: (খ)

১২৮. এসি জেনারেটর বা ডায়নামোর ক্ষেত্রে প্রযোজ্য –
i. ডি.সি. ডায়নামোর চেয়ে এসি ডায়নামো অধিক ব্যবহৃত হয়
ii. এসি ডায়নামো চারটি প্রধান অংশের সমন্বয়ে গঠিত
iii. ক্ষেত্র চুম্বক, আর্মেচার, স্লিপ রিং, ব্রাশ প্রভৃতি এসি ডায়নামোর প্রধান অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২৯. জেনারেটরে আয়তাকার কুন্ডলীর দুই প্রান্ত কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) আর্মেচার
Ο খ) কম্যুটেটর
Ο গ) ব্রাশ
Ο ঘ) স্লিপরিং
সঠিক উত্তর: (ঘ)

১৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ঘূর্ণনরত আর্মেচার চৌম্বকক্ষেত্রের বলরেখাকে ছেদ করে
ii. তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়
iii. বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩১. তড়িৎ প্রবাহ তার চারদিকে কী সৃষ্টি করে?
Ο ক) চৌম্বক ক্ষেত্র
Ο খ) চাপ
Ο গ) বল
Ο ঘ) প্রাবল্য
সঠিক উত্তর: (ক)

১৩২. ফ্যারাডের ২য় পরীক্ষায় তামার তারের কয়টি কুন্ডলী ব্যবহৃত হয়?
Ο ক) দুইটি
Ο খ) একটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)

১৩৩. কোনটির কার্যপ্রণালিতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
Ο ক) ট্রানজিস্টর
Ο খ) মোটর
Ο গ) অ্যামপ্লিফায়ার
Ο ঘ) ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (ঘ)

১৩৪. কোনো তড়িৎবাহী বর্তনীর নিকট অন্য একটি তার কুন্ডলী এনে তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যাবে –
i. তড়িৎবাহী বর্তনীতে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করে
ii. তড়িৎবাহী বর্তনীতে তার কুন্ডলীর সামনে পিছনে আন্দোলিত করে
iii. তার কুন্ডলীকে স্থির তড়িৎবাহী বর্তনীর নিকটে সামনে এনে পেছনে আন্দোলিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. আবিষ্ট তড়িত প্রবাহের মান কোনটির উপর নির্ভর করে?
Ο ক) চৌম্বক ক্ষেত্রের আকার
Ο খ) চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য
Ο গ) চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব
Ο ঘ) মোটরের আকার
সঠিক উত্তর: (খ)

১৩৬. নিচের কোন বিজ্ঞানীর কোন পরীক্ষায় তারের দ্বিতীয় কুন্ডলীতে একটি তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত করতে হয়?
Ο ক) নিউটনের ২য়
Ο খ) জোসেফ হেনরির ২য়
Ο গ) লেঞ্জ এর ২য়
Ο ঘ) মাইকেল ফ্যারাডের ২য়
সঠিক উত্তর: (ঘ)

১৩৭. একটি ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কয়েলের পাকসংখ্যার অনুপাত 1:5 হলে, এর –
i. গৌণ ও মুখ্য কয়েলের বিভবের অনুপাত 1:5
ii. গৌন ও মুখ্য কয়েলের প্রবাহের অনুপাত 1:5
iii. এটি একটি নিম্নধাপী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৩৮. আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে –
i. মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা > গৌণকুন্ডলীর পাকসংখ্যা
ii. মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা < গৌণকুন্ডলীর পাকসংখ্যা
iii. গৌণকুন্ডলীর পাকসংখ্যা > মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩৯. তড়িৎ মোটরে কয়েলগুলোকে সাজানো হয় –
Ο ক) কেন্দ্রীয় অক্ষের চারদিকে
Ο খ) পরিধির চারদিকে
Ο গ) কেন্দ্রীয় অক্ষের উপর ও নিচে
Ο ঘ) কেন্দ্রীয় অক্ষের ডানে ও বামে
সঠিক উত্তর: (ক)

১৪০. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5V এবং প্রবাহ 3 A. গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10V হলে গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 0.15 A
Ο খ) 15 A
Ο গ) 1.5 A
Ο ঘ) 1.6 A
সঠিক উত্তর: (গ)

১৪১. কয়েলের প্রত্যেকটি তার কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) ব্রাশ
Ο খ) আর্মেচার
Ο গ) কম্যুটেটর
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

১৪২. চুম্বক মেরু দুটিকে কাছাকাছি আনলে কী ঘটবে?
Ο ক) চুম্বকত্ব হারাবে
Ο খ) প্রাবল্য বৃদ্ধি পাবে
Ο গ) প্রাবল্য হ্রাস পাবে
Ο ঘ) মেরুত্ব হ্রাস পাবে
সঠিক উত্তর: (খ)

১৪৩. যে কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে তাকে বলা হয় –
Ο ক) মুখ্যকুন্ডলী
Ο খ) গ্যালভানোমিটার সংযুক্ত কুন্ডলী
Ο গ) দ্বিতীয় কুন্ডলী
Ο ঘ) গৌণকুন্ডলী
সঠিক উত্তর: (ঘ)

১৪৪. যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?
Ο ক) যান্ত্রিক মোটর
Ο খ) মোটর
Ο গ) তড়িৎ মোটর
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (গ)

১৪৫. তাড়িত চৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউটন
Ο খ) মাইকেল ফ্যারাডে
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (খ)

১৪৬. তড়িৎ মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করা হয় –
i. ক্ষমতা বৃদ্ধি করার জন্য
ii. মসৃণতা বৃদ্ধি করার জন্য
iii. মসৃণতা কমানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৭. তাড়িতচৌম্বক আবেশের আবিষ্কর্তা কে?
Ο ক) ওয়েরস্টেড
Ο খ) জোসেফ হেনরী
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)

১৪৮. তড়িৎ মোটরে লুপকে ঘুর্ণায়মান রাখার জন্য কি ব্যবহার করা হয়?
Ο ক) ট্রান্সফর্মার
Ο খ) আর্মেচার
Ο গ) কম্যুটেটর
Ο ঘ) জেনারেটর
সঠিক উত্তর: (গ)

১৪৯. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় কয়টি কুন্ডলী ব্যবহার করা হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)

১৫০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কয়েলের প্রত্যেকটি তার কম্যুটেটরের সাথে যুক্ত থাকে
ii. কম্যুটেটর নরম লোহার উপর তারের শত শত পেঁচ দিয়ে তৈরি
iii. কম্যুটেটর মোটরকে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে চলতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post