এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. টেপরেকর্ডারে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) আরোহী ট্রান্সফর্মার
Ο খ) স্টেপডাউন ট্রান্সফর্মার
Ο গ) ডায়নামো
Ο ঘ) স্টেপআপ ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (খ)

৫২. বিক্ষেপের হার নির্ভর করে –
Ο ক) কুন্ডলীদ্বয়ের দূরত্ব পরিবর্তনের সময়ের উপর
Ο খ) কুন্ডলীদ্বয়ের ওজনের পার্থক্যের উপর
Ο গ) কুন্ডলীদ্বয়ের ভরের উপর
Ο ঘ) কুন্ডলীদ্বয়ের পাকসংখ্যার উপর
সঠিক উত্তর: (ক)

৫৩. সলিনয়েডের ভিতর লোহার দন্ড প্রবেশ করালে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের চেয়ে –
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (খ)

৫৪. জেনারেটরে কোনটি পাওয়া যায়?
Ο ক) তাপশক্তি থেকে তড়িৎশক্তি
Ο খ) তাপশক্তি থেকে যান্ত্রিকশক্তি
Ο গ) তড়িৎশক্তি থেকে যান্ত্রিকশক্তি
Ο ঘ) যান্ত্রিকশক্তি থেকে তড়িৎশক্তি
সঠিক উত্তর: (ঘ)

৫৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কম্যুটেটরের বিভক্ত বলয়টি কয়েলের সাথে ঘুরে
ii. বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি তড়িৎ উৎসের সাথে যুক্ত
iii. কম্যুটেটরের প্রত্যেক অর্ধাংশ কয়েলের সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৬. কখন গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা দেয়?
Ο ক) মুখ্যকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
Ο খ) গৌণকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
Ο গ) তড়িৎ প্রবাহ বন্ধ করলে
Ο ঘ) তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন করলে
সঠিক উত্তর: (ক)

৫৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে
ii. গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না
iii. আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫৮. কাঁচা লোহার মজ্জার উপর অন্তরীত তামার তার জড়িয়ে আমরা তৈরি করতে পারি –
i. কম্যুটেটর ও ব্রাশ
ii. ডায়নামো ও ক্ষেত্রচুম্বক
iii. আর্মেচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫৯. তাড়িত চৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন –
i. মাইকেল ফ্যারাডে
ii. জোসেফ হেনরি
iii. এইচ.এফ.ই লেঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬০. পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হতে তড়িচ্চালক বল সৃষ্টির ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিলেন?
Ο ক) গ্যালিলিও
Ο খ) নিউটন
Ο গ) ফ্যারাডে
Ο ঘ) ওহম
সঠিক উত্তর: (গ)

৬১. বাসাবাড়ি, কলকারখানা, অফিস-আদালতে পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) জেনারেটর
Ο খ) তড়িৎ মোটর
Ο গ) আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) অবরোহী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (ঘ)

৬২. যে কুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে তাকে বলা হয় –
Ο ক) মুখ্যকুন্ডলী
Ο খ) গ্যালভানোমিটার সংযুক্ত কুন্ডলী
Ο গ) দ্বিতীয় কুন্ডলী
Ο ঘ) উৎস কুন্ডলী
সঠিক উত্তর: (ক)

৬৩. আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয় কোথায়?
Ο ক) রোলিং মিল
Ο খ) রেডিও
Ο গ) ওয়াকম্যান
Ο ঘ) ভিসিপি
সঠিক উত্তর: (ক)

৬৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সলিনয়েডের ভিতর লোহার দন্ড প্রবেশ করালে তা চুম্বকে পরিণত হয়
ii. তড়িৎ প্রবাহ বন্ধ করার পরও লোহার দন্ডে চুম্বকত্ব থাকে
iii. প্রবাহের দিক বিপরীত করা হলে চুম্বকের মেরু বিপরীত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬৫. তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ –
i. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
ii. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
iii. কুন্ডলীতে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬৬. দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) ডায়নামো
Ο খ) জেনারেটর
Ο গ) আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) অবরোহী ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (গ)

৬৭. চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎপ্রবাহ সৃষ্টির পরীক্ষার সাফল্য লাভ করেন –
i. ইংল্যান্ডের মাইকেল ফ্যারাডে
ii. আমেরিকার জোসেফ হেনরি
iii. রাশিয়ার এইচ.এফ.ই. লেঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৮. কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কীভাবে বাড়ানো যায়?
Ο ক) তারটিতে কুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে
Ο খ) তড়িৎ প্রবাহের হ্রাস করে
Ο গ) রোধের মান বৃদ্ধি করে
Ο ঘ) কুন্ডলীতে পাকসংখ্যা হ্রাস করে
সঠিক উত্তর: (ক)

৬৯. বলরেখাগুলো তারের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে কেন?
Ο ক) তারা পরস্পর বিকর্ষণ করে
Ο খ) তারা পরস্পরকে আকর্ষণ করে
Ο গ) তারা পরস্পরকে টান টান রাখতে চায়
Ο ঘ) তারা ওজনে হালকা হয়ে যায়
সঠিক উত্তর: (গ)

৭০. ফ্যারাডের পরীক্ষায় একটি দন্ড চুম্বকের দক্ষিণ মেরুকে দ্রুত চোঙের ভিতর ঢুকালে কী ঘটে?
Ο ক) ভোল্টমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে
Ο খ) গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে না
Ο গ) গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে
Ο ঘ) কুন্ডলী দিয়ে তড়িৎ প্রবাহ চলে না
সঠিক উত্তর: (গ)

৭১. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ns > np
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে ns < np
iii. ক্ষমতার অপচয় না হলে মুখ্যকুন্ডলীতে প্রযুক্ত সকল ক্ষমতা গৌণকুন্ডলীতে প্রযুক্ত সকল ক্ষমতা গৌণকুন্ডলীতে সরবরাহ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭২. বৈদ্যুতিক মোটরের ক্ষমতা বৃদ্ধি করা যায় –
i. তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
ii. কয়েলের প্রস্থ বাড়িয়ে
iii. লুপের পাক সংখ্যা বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৩. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় তামার তারের প্রথম কুন্ডলীতে শুধুমাত্র নিচের কোনটি সংযুক্ত করতে হবে?
Ο ক) একটি গ্যালভানোমিটার
Ο খ) একটি অ্যামিটার
Ο গ) একটি ভোল্টমিটার
Ο ঘ) একটি পটেনশিওমিটার
সঠিক উত্তর: (ক)

৭৪. কোন প্র্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয় –
i. কোনো তারকুন্ডলীর ভিতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে
ii. কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলী ঘুরালে
iii. কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৫. বিভক্ত বলয়টি তড়িৎ উৎসের সাথে কী দ্বারা যুক্ত থাকে?
Ο ক) আর্মেচার
Ο খ) ইস্পাত
Ο গ) ব্রাশ
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (গ)

৭৬. আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায় কীভাবে?
Ο ক) চুম্বককে পাতলা করে
Ο খ) চুম্বককে ভারী করে
Ο গ) চুম্বকের মেরু পরিবর্তন করে
Ο ঘ) চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি করে
সঠিক উত্তর: (গ)

৭৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ইংরেজী U অক্ষরের মতো বাকালে তাড়িতচুম্বক প্রাবল্য বৃদ্ধি পায়
ii. টেলিফোনের ইয়ারপিসে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়
iii. চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করতে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. বিজ্ঞানী ফ্যারাডে তার কোন পরীক্ষাটির জন্য কার্ড বোর্ডের চোঙ ব্যবহার করেন?
Ο ক) ১ম
Ο খ) ৩য়
Ο গ) ২য়
Ο ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)

৭৯. ট্রান্সফর্মার রূপান্তর করতে পারে –
i. চৌম্বক ক্ষেত্রকে
ii. ভোল্টেজকে
iii. তড়িৎ প্রবাহকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮০. নিচের কোন বিজ্ঞানী দেখান যে, একটি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তড়িচ্চালকশক্তি সৃষ্টি করতে পারে?
Ο ক) আলবার্ট আইনস্টাইন
Ο খ) আর্কিমিডিস
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) জোসেফ হেনরী
সঠিক উত্তর: (গ)

৮১. শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্টি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বক ক্ষেত্রে কি ঘটে?
Ο ক) আকর্ষণ
Ο খ) বিকর্ষণ
Ο গ) ক্রিয়া-প্রতিক্রিয়া
Ο ঘ) ঘর্ষণ
সঠিক উত্তর: (গ)

৮২. একটি গতিশীল চুম্বকের সাহায্যে একটি সংবদ্ধ বর্তনীতে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয় তাকে কি বলে?
Ο ক) আবেশী প্রবাহ
Ο খ) আবিষ্ট প্রবাহ
Ο গ) আবেশী ভোল্টেজ
Ο ঘ) আবিষ্ট ভোল্টেজ
সঠিক উত্তর: (খ)

৮৩. নিচের কোনটি ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কে রূপান্তরিত করতে পারে?
Ο ক) মোটর
Ο খ) ট্রান্সফর্মার
Ο গ) মুখ্যকুন্ডলী
Ο ঘ) আর্মেচার
সঠিক উত্তর: (খ)

৮৪. এইচ.এফ.ই. লেঞ্জ কোন দেশের অধিবাসী?
Ο ক) আমেরিকা
Ο খ) রাশিয়া
Ο গ) গ্রীস
Ο ঘ) ইতালী
সঠিক উত্তর: (খ)

৮৫. চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানো যায় –
i. কয়েলের লুপের সংখ্যা বৃদ্ধি করে
ii. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
iii. অধিক সংখ্যক পেঁচবিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎবাহী তারকে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করা হয়
ii. পেঁচানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হবে
iii. তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র দেখতে দন্ড চুম্বকের মত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৭. নিচের কোনটির কার্যপ্রণালিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
Ο ক) ট্রানজিস্টর
Ο খ) ডায়নামো
Ο গ) অ্যাম্পপ্লিফায়ার
Ο ঘ) ট্রান্সফর্মার
সঠিক উত্তর: (ঘ)

৮৮. সলিনয়েডের মাধ্যমে লোহার দন্ড চুম্বকে পরিণত হওয়াকে কী বলে?
Ο ক) কৃত্রিম চুম্বক
Ο খ) প্রাকৃতিক চুম্বক
Ο গ) তড়িৎ চুম্বক
Ο ঘ) কাঁচা লোহা
সঠিক উত্তর: (গ)

৮৯. কুন্ডলীর তারের প্রান্তে কীসের আবরণ থাকে?
Ο ক) পরিবাহীর
Ο খ) অর্ধ পরিবাহীর
Ο গ) অপরিবাহীর
Ο ঘ) কুপরিবাহীর
সঠিক উত্তর: (গ)

৯০. চৌম্বকক্ষেত্রের বলরেখা প্রকৃতপক্ষে কী ধরনের রেখা?
Ο ক) বৃত্তাকার রেখা
Ο খ) কাল্পনিক রেখা
Ο গ) সরলরেখা
Ο ঘ) উপবৃত্তাকার রেখা
সঠিক উত্তর: (খ)

৯১. পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কী বলে?
Ο ক) তাড়িতচৌম্বক বলে
Ο খ) তাড়িতচৌম্বক ক্ষেত্র
Ο গ) তাড়িতচৌম্বক আবেশ
Ο ঘ) তাড়িতচৌম্বক প্রাবল্য
সঠিক উত্তর: (গ)

৯২. বিভক্ত বলয়ের দুই অর্ধেকের মধ্যকার ফাঁক কার্বন ব্রাশের বিপরীতে থাকলে কী ঘটে?
Ο ক) তড়িৎ প্রবাহ বেশি হয়
Ο খ) তড়িৎ প্রবাহ কম হয়
Ο গ) তড়িৎ প্রবাহ হয় না
Ο ঘ) রোধকের মান কমে যায়
সঠিক উত্তর: (গ)

৯৩. একটি ট্রান্সফর্মার স্টেপ ডাউন হবে যখন –
Ο ক) Ip < Is
Ο খ) Ip > Is
Ο গ) Ip = Is
Ο ঘ) Ip ³+Is
সঠিক উত্তর: (খ)

৯৪. নিম্নের কোন বিজ্ঞানী রাশিয়ার?
Ο ক) জোসেফ হেনরি
Ο খ) এইচ.এফ.ই. লেঞ্জ
Ο গ) মাইকেল ফ্যারাডে
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)

৯৫. তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় –
i. বৈদ্যুতিক ঘন্টায়
ii. ক্রেন তৈরিতে
iii. বিল্ডিং নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৬. নিচের কোনগুলো ট্রান্সফর্মারের প্রকারভেদের সাথে সম্পর্কযুক্ত বলে তুমি মনে কর?
i. ns > np ট্রান্সফর্মারটি উচ্চধাপী
ii. ns < np ট্রান্সফর্মারটি নিম্নধাপী
iii. ns= np ট্রান্সফর্মারটি সাম্যবস্থায় স্থির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৭. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. ট্রান্সফর্মার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ রূপান্তর করে
ii. দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়
iii. রেডিও, টেলিভিশন, ভিসিআর – এ অবরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৮. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় গ্যালভানোমিটার সংযুক্ত থাকে –
Ο ক) প্রথম কুন্ডলীতে
Ο খ) দ্বিতীয় কুন্ডলীতে
Ο গ) উভয় কুন্ডলীতে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

৯৯. তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়?
Ο ক) জেনারেটর
Ο খ) ট্রানজিস্টর
Ο গ) ট্রান্সফর্মার
Ο ঘ) অ্যাম্পিফায়ার
সঠিক উত্তর: (গ)

১০০. সলিনয়েডে তড়িৎপ্রবাহের অভিমুখ পাল্টালে –
i. মেরুদ্বয় পাল্টে যায়
ii. সলিনয়েড ঘুরতে থাকে
iii. বলরেখাগুলোর দিক স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post