এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. তড়িৎ শক্তির ব্যবহার বিপজ্জনক হওয়ার কারণ –
i. অন্তরকের ক্ষতিসাধন
ii. ক্যাবলের অতি উত্তপ্ত হওয়া
iii. আর্দ্র অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. ইলেকট্রনগুলো কখন শক্তি অর্জন করে?
Ο ক) পরিবাহীর বিভবান্তর শূন্য হলে
Ο খ) বিভবান্তর প্রয়োগ করা হলে
Ο গ) উভয়ই
Ο ঘ) প্রবাহিত তড়িৎ কাজ না কলে
 সঠিক উত্তর: (খ)

 ৩০৩. অনেকগুলো যন্ত্রপাতিকে মাল্টিপ্লাগে একসাথে সংযোগ দিলে অগ্নিকান্ড ঘটে কারণ –
i. সকেটের অভ্যন্তরস্থ পরিবাহী অধিক পরিমাণ তড়িৎ গ্রহণ করে
ii. ক্যাবল তার অত্যধিক উত্তপ্ত হয়
iii. অন্তরক ব্যবস্থা গলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩০৪. প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ ইত্যাদি কীসের উদাহরণ?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) সবগুলি
 সঠিক উত্তর: (খ)

 ৩০৫. বৈদ্যুতিক পাখার ক্ষমতা সাধারণত কত ওয়াটের হয়?
Ο ক) 45-65
Ο খ) 65-75
Ο গ) 70-80
Ο ঘ) 75-90
 সঠিক উত্তর: (খ)

 ৩০৬. ধনাত্মক আধানগ্রস্ত পাতে ঋণাত্মক আধান প্রবেশের ফলে কী ঘটে?
Ο ক) ধনাত্মক আধান বৃদ্ধি পায়
Ο খ) ঋণাত্মক আধান বৃদ্ধি পায়
Ο গ) নিষ্ক্রিয়ে হয়
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ৩০৭. নিচের কোনটির গলনাঙ্ক বেশি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) টাংস্টেন
Ο ঘ) নাইক্রোম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৮. A ও B দুটি বস্তুর বিভব যথাক্রমে 300V ও 400V ধনাত্মক হলে চার্জ কোনদিকে প্রবাহিত হবে?
Ο ক) A থেকে B
Ο খ) B থেকে A
Ο গ) উভয়ই
Ο ঘ) প্রবাহিত হবে না
 সঠিক উত্তর: (খ)

 ৩০৯. কোন পরিবাহীর মধ্য দিয়ে Q পরিমাণ আধান স্থানান্তরের ফলে তড়িৎ শক্তির পরিমাণ W হলে, বিভব পার্থক্য (V) হবে –
i. V = W/Q
ii. W = VQ
iii. Q = W/V
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১০. তড়িৎ প্রবাহ ও প্রবাহিত আধান পরস্পর –
Ο ক) সমানুপাতিক
Ο খ) ব্যস্তানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
 সঠিক উত্তর: (ক)

 ৩১১. বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত পরিবাহীর রোধ কেমন?
Ο ক) পরিবর্তনশীল
Ο খ) নির্দিষ্ট
Ο গ) বেশি
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (খ)

 ৩১২. প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে কী বলে?
Ο ক) এক অ্যাম্পিয়ার
Ο খ) এক ওহম
Ο গ) এক কিলোওয়াট
Ο ঘ) ওয়াট
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৩. রোধের বিপরীত রাশি কোনটি?
Ο ক) পরিবাহিতা
Ο খ) পরিবাহকত্ব
Ο গ) বিভব
Ο ঘ) রোধকত্ব
 সঠিক উত্তর: (ক)

 ৩১৪. অর্ধপরিবাহী হচ্ছে তারা যাদের –
i. মধ্যে কক্ষ তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন থাকে
ii. মধ্যে সুবিধামত ভেজাল মেশানো যায়
iii. পরিবাহিতা তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধির সাথে বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৫. তড়িৎ প্রবাহ ও সময় পরস্পর –
Ο ক) সমানুপাতিক
Ο খ) ব্যস্তানুপাতিক
Ο গ) সম্পর্কহীন
Ο ঘ) সমান
 সঠিক উত্তর: (খ)

 ৩১৬. শ্রেণি সন্নিবেশে তুল্যরোধের মান আলাদা আলাদাভাবে প্রত্যেকটি রোধের মানের –
Ο ক) সমান
Ο খ) ছোট
Ο গ) বড়
Ο ঘ) বর্গমূলের সমান
 সঠিক উত্তর: (গ)

 ৩১৭. বর্তনীর দুটি স্থির মধ্য দিয়ে একক ধনাত্মক আধান স্থানান্তরিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তার পরিমাণ কী নির্দেশ করে?
Ο ক) রোধ
Ο খ) তড়িৎ প্রবাহ
Ο গ) বিভব পার্থক্য
Ο ঘ) তীব্রতা
 সঠিক উত্তর: (গ)

 ৩১৮. তুল্যরোধের ক্ষেত্রে বর্তনীর প্রবাহমাত্রা ও বিভব পার্থক্যের কী পরিবন্তন হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) শূন্য হয়
 সঠিক উত্তর: (গ)

 ৩১৯. সুইচ কোন তারের সাথে লাগানো থাকে?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) আর্থ তার
Ο ঘ) যেকোনো তার
 সঠিক উত্তর: (ক)

 ৩২০. বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপশক্তি –
Ο ক) যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) আলোক শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
 সঠিক উত্তর: (গ)

 ৩২১. কীসের গায়ে নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহ উল্লেখ থাকে?
Ο ক) সার্কিট ব্রেকার
Ο খ) ফিউজ
Ο গ) সুইচ
Ο ঘ) ভূ-সংযোগ তার
 সঠিক উত্তর: (খ)

 ৩২২. প্রবাহিত আধানের পরিমাণ হ্রাস পেলে তড়িৎ প্রবাহের কী ঘটবে?
Ο ক) বৃদ্ধি পাবে
Ο খ) হ্রাস পাবে
Ο গ) স্থির থাকবে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩২৩. তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য কয়টি নিরাপত্তামূরক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?
Ο ক) 1টি
Ο খ) 2টি
Ο গ) 3টি
Ο ঘ) 4টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৪. তড়িৎ প্রবাহের সংজ্ঞার ক্ষেত্রে কোন মাধ্যমের প্রয়োজন?
Ο ক) পানি মাধ্যম
Ο খ) গ্যাসীয় মাধ্যম
Ο গ) শূন্য মাধ্যম
Ο ঘ) কঠিন মাধ্যম
 সঠিক উত্তর: (গ)

 ৩২৫. জীবন্ত ও নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে কী সৃষ্টি হয়?
Ο ক) ওপেন সার্কিট
Ο খ) শর্ট সার্কিট
Ο গ) ক ও খ
Ο ঘ) কিছুই হয় না
 সঠিক উত্তর: (খ)

 ৩২৬. তড়িৎ প্রবাহের একক কী?
Ο ক) ভোল্ট
Ο খ) ওয়াট
Ο গ) কুলম্ব
Ο ঘ) অ্যাম্পিয়ার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৭. ক্ষমতার একক কী?
Ο ক) জুল
Ο খ) কুলম্ব
Ο গ) স্টেরেডিয়ান
Ο ঘ) ওয়াট
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৮. বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে পৃষ্ঠে অবস্থিত আধানকে কী বলে?
Ο ক) বদ্ধ আধান
Ο খ) মুক্ত আধান
Ο গ) স্থির তড়িৎ আধান
Ο ঘ) চলতড়িৎ আধান
 সঠিক উত্তর: (গ)

 ৩২৯. রোধকত্বের বিপরীত রাশি কোনটি?
Ο ক) রোধ
Ο খ) পরিবাহকত্ব
Ο গ) পরিবাহিতা
Ο ঘ) বিভব
 সঠিক উত্তর: (খ)

 ৩৩০. যখন তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ প্রেরণ না করে তখন তড়িচ্চালক শক্তি E এবং বিভব পার্থক্য V – এর মধ্যে কোন সম্পর্কটি পরিদৃষ্ট হয়?
Ο ক) E = V
Ο খ) E µ V
Ο গ) E < V
Ο ঘ) E > V
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত পাত দুটিকে গ্যালভানোমিটারের সাথে সংযোগ দিলে কী ঘটে?
Ο ক) তাপের আদান-প্রদান
Ο খ) অবিচ্ছিন্ন পরিবহন পথ সৃষ্টি
Ο গ) বিচ্ছিন্ন পরিবহন পথ সৃষ্টি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৩৩২. রোধকত্বের ক্ষেত্রে –
i. যার রোধকত্ব বেশি তার তুলনামূলক ব্যবহারও বেশি
ii. রোধকত্ব বেশি হলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়
iii. রোধকত্ব বেশি হলে গলনাঙ্কও বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৩. এক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে কী বলে?
Ο ক) তাড়িত ক্ষমতা
Ο খ) তাড়িত শক্তি
Ο গ) তড়িচ্চালক শক্তি
Ο ঘ) আপেক্ষিক রোধ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৪. কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একাধিক পথ থাকে?
Ο ক) শ্রেণি
Ο খ) সমান্তরাল
Ο গ) উভয়ই
Ο ঘ) সকল বর্তনী
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৫. ও’মের সূত্রানুসারে তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কীরূপ?
Ο ক) সমানুপাতিক
Ο খ) বর্গের সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৬. স্থির তড়িতের ক্ষেত্রে আধান –
i. চলাচল করতে পারে
ii. চলাচল করতে পারে না
iii. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৭. কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়?
Ο ক) ভোল্টেজ
Ο খ) কারেন্ট
Ο গ) ক্ষমতা
Ο ঘ) শক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৮. কোনো ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় এর কোনটির হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে?
Ο ক) ব্যাসার্ধ
Ο খ) দৈর্ঘ্য
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৯. শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 5s তড়িৎ প্রবাহ 10A, সুতরাং প্রবাহিত আধান –
i. 2C
ii. 5C
iii. 50C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৪০. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? kWh এককে –
Ο ক) 0.9
Ο খ) 90
Ο গ) 9
Ο ঘ) 900
 সঠিক উত্তর: (গ)

 ৩৪১. আধানের অস্তিত্ব থাকলে গ্যালভানোমিটার কাঁটার কী হবে?
Ο ক) স্থির থাকবে
Ο খ) বিক্ষিপ্ত হবে
Ο গ) উভয়িই
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৩৪২. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য v, তড়িৎ প্রবাহ I এবং পরিবাহীর রোধ R হলে –
i. V = I/R
ii. V = IR
iii. R = V/I
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৩. তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কী?
Ο ক) সমানুপাতিক
Ο খ) বর্গের সমানুপাতিক
Ο গ) ব্যস্তানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৪. স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিকে মোড়ানো থাকে কারণ প্লাস্টিক –
i. বিদ্যুৎ পরিবহনে অক্ষম
ii. অপরিবাহী পদার্থ
iii. অর্ধপরিবাহী পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৫. তড়িতের ব্যবহার কয়টি কারণে বিপদজনক হতে পারে?
Ο ক) 2টি
Ο খ) 3টি
Ο গ) 4টি
Ο ঘ) 5টি
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৬. তুল্যরোধের ক্ষেত্রে –
i. একাধিক রোধের পরিবর্তে একটিমাত্র রোধ ব্যবহৃত হয়
ii. বর্তনীর প্রবাহ মাত্রা অপরিবর্তিত হয়
iii. বর্তনীর বিভব পার্থক্য পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. স্থির তাপমাত্রায় পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের ওপর রোধের নির্ভরশীলতাকে কয়টি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৮. একটি শ্রেণি বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণসমূহ সংযুক্ত থাকতে পারে –
i. শ্রেণি সংযোগে
ii. সমান্তরাল সংযোগে
iii. মিশ্র সংযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৯. কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদকে দ্বিগুণ করলে এর রোধ R কী হবে?
Ο ক) 2R
Ο খ) R/2
Ο গ) R/4
Ο ঘ) 4R
 সঠিক উত্তর: (খ)

 ৩৫০. ভূ-সংযোগ তারের রোধ কী ধরনের?
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) শূন্য
Ο ঘ) অসীম
 সঠিক উত্তর: (খ)

 ৩৫১. রোধের একককে কী বলা হয়?
Ο ক) ভোল্ট
Ο খ) অ্যাম্পিয়ার
Ο গ) ওহম
Ο ঘ) ওয়াট
 সঠিক উত্তর: (গ)

 ৩৫২. বাড়িতে তড়িৎ প্রবাহের সময় কয়টি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৩. নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে
ii. চল তড়িৎ পাঠের সময় বর্তনী চিত্র আঁকতে হয়
iii. বর্তনী অবশ্যই সহজ এবং পরিষ্কার হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৪. কোন পরিবাহীর আধান চলাচল করতে পারে না?
Ο ক) সংযুক্ত
Ο খ) বিচ্ছিন্ন
Ο গ) আহিত
Ο ঘ) সবগুলি
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শ্রেণিতে সংযুক্ত সব তড়িৎ উপকরণের মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে
ii. আলোক সজ্জায় ব্যবহৃত বাতিগুলো শ্রেণিতে সংযুক্ত
iii. বর্তনীতে অ্যামিটার শ্রেণিতে সংযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৬. নিরাপদে বিদ্যুৎ ব্যবহারে লক্ষ রাখতে হবে –
i. বৈদ্যুতিক পাখার মোটর গলে গেলে জীবন্ত ও নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায়
ii. সকেটে মাল্টিপ্লাগ ব্যবহার করলে ক্যাবল উত্তপ্ত হতে পারে
iii. ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post