এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. ক্যাবল উত্তপ্ত হয় যখন এর মধ্য দিয়ে –
Ο ক) বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়
Ο খ) কম তড়িৎ প্রবাহিত হয়
Ο গ) তড়িৎ প্রবাহ বন্ধ থাকে
Ο ঘ) পরিমিত তড়িৎ প্রবাহিত হয়
 সঠিক উত্তর: (ক)

 ২৫২. A ও B দুটি বস্তুর বিভব যথাক্রমে 300V ও 400V হলে ইলেকট্রন কোনদিকে প্রবাহিত হবে?
Ο ক) A থেকে B
Ο খ) B থেকে A
Ο গ) উভয়ই
Ο ঘ) প্রবাহিত হবে না
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. 5C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে 20J কাজ করতে হলে, তড়িচ্চালক শক্তি কত হবে?
Ο ক) 5V
Ο খ) 20V
Ο গ) 100V
Ο ঘ) 4V
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. বিভব পার্থক্যের মান কত হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়?
Ο ক) 0 V
Ο খ) 1 V
Ο গ) 2 V
Ο ঘ) 3V
 সঠিক উত্তর: (ক)

 ২৫৫. বস্তুদ্বয়ের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য কি বজায় রাখতে হবে?
Ο ক) অবস্থান
Ο খ) ভর
Ο গ) দূরত্ব
Ο ঘ) বিভব পার্থক্য
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৬. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে?
Ο ক) তড়িৎ ক্ষেত্র
Ο খ) তড়িৎ বলরেখা
Ο গ) তড়িৎ বর্তনী
Ο ঘ) তড়িৎ প্রাবল্য
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. বিদ্যুৎ মানুষকে শক করে কারণ মানবদেহ –
Ο ক) তড়িৎ অপরিবাহী
Ο খ) তড়িৎ পরিবাহী
Ο গ) তড়িৎ কুপরিবাহী
Ο ঘ) তড়িৎ অর্ধপরিবাহী
 সঠিক উত্তর: (খ)

 ২৫৮. কোন বর্তনীতে তিনটি বাল্বকে সমান্তরালে যুক্ত করা হলে –
i. ১ম ও ৩য় বাল্ব সমান আলো দিবে
ii. ১ম বাল্বটি সমান আলো দিবে
iii. ৩টি বাল্বই সমান আলো দিবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৫৯. শূন্য প্রবাহের মধ্য দিয়ে পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s এ 1C আধান প্রবাহিত হলে তাকে কী বলে?
Ο ক) 1K
Ο খ) 1J
Ο গ) 1A
Ο ঘ) 1C
 সঠিক উত্তর: (গ)

 ২৬০. উচ্চ রোধকত্ব বিশিষ্ট পদার্থ ব্যবহার করা হয় –
i. বৈদ্যুতিক কেটলিতে পানি খুব দ্রুত গরম করতে
ii. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে
iii. তড়িৎবাহী তারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬১. নির্দিষ্ট সময়ে আধানের প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ –
i. বেশি হবে
ii. দ্বিগুণ হবে
iii. কম হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬২. কোনটির তুলনামূলক ব্যবহার বেশি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) নাইক্রোম
Ο ঘ) টাংস্টেন
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর রোধকে কয়টি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ২৬৪. পরিবাহীর মধ্য দিয়ে 20C আধান স্থানান্তরের ফলে বিভব পার্থক্য 5V হয়, তড়িৎ শক্তির পরিমাণ –
i. 4A
ii. 25A
iii. 100A
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৬৫. বিভব পার্থক্য অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হবে?
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) চারগুণ হবে
Ο গ) অর্ধেক হবে
Ο ঘ) এক-চতুর্থাংশ হবে
 সঠিক উত্তর: (গ)

 ২৬৬. অ্যামিটারে বিপরীত সংযোগ দিলে কী ঘটবে?
Ο ক) অ্যামিটারের কুন্ডলী পুড়ে যেতে পারে
Ο খ) প্রবাহ বৃদ্ধি পেতে পারে
Ο গ) বিপরীত প্রবাহ চলতে থাকবে
Ο ঘ) প্রবাহের কোনো পরিবর্তন হবে না
 সঠিক উত্তর: (ক)

 ২৬৭. তড়িচ্চালক শক্তি রয়েছে নিচের কোনটিতে?
Ο ক) অ্যামিটার
Ο খ) জেনারেটর
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) বৈদ্যুতিক পাখা
 সঠিক উত্তর: (খ)

 ২৬৮. বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করা হয় নিচের কোনটি?
Ο ক) ব্যাটারি
Ο খ) অ্যামিটার
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) গ্যালভানোমিটার
 সঠিক উত্তর: (গ)

 ২৬৯. অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে কী ঘটবে?
Ο ক) পরিবাহকত্ব হ্রাস পায়
Ο খ) পরিবাহকত্ব বৃদ্ধি পায়
Ο গ) পরিবাহকত্ব শুন্য হয়ে যায়
Ο ঘ) পরিবাহকত্ব স্থির থাকবে
 সঠিক উত্তর: (খ)

 ২৭০. পরিবর্তনশীল রোধের ক্ষেত্রে –
i. এদেরকে রিওস্টেট বলা হয়
ii. কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে রিওস্টেট ব্যবহার করা হয়
iii. এদের মান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭১. একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 5MW বলতে কী বোঝায়?
Ο ক) প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ 5x106J
Ο খ) এই ক্ষমতা নির্ণয়ে সময়ের প্রয়োজন নেই
Ο গ) এই ক্ষমতা হচ্ছে উক্ত কেন্দ্র থেকে সরবরাহকৃত বৈদ্যুতিক শক্তি
Ο ঘ) প্রতি ঘন্টায় সম্পাদিত কাজ 5x106J
 সঠিক উত্তর: (ক)

 ২৭২. ভূ-সংযোগ তার –
i. নিম্নরোধ বিশিষ্ট তার
ii. ত্রুটিযুক্ত বর্তনীর বিপদ থেকে রক্ষা করে
iii. ফ্রিজের নিরাপত্তা নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৩. নিচের কোনটি বেশি তড়িৎ সুপরিবাহী?
Ο ক) তামা
Ο খ) টাংস্টেন
Ο গ) রূপা
Ο ঘ) নাইক্রোম
 সঠিক উত্তর: (গ)

 ২৭৪. ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহকে কী বলে?
Ο ক) স্থির তড়িৎ
Ο খ) তড়িৎ ক্ষেত্র
Ο গ) তড়িৎ প্রবাহ
Ο ঘ) তড়িৎ বলরেখা
 সঠিক উত্তর: (গ)

 ২৭৫. তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ চলে তা পরিবাহকের দুই প্রান্তের-
Ο ক) রোধের ব্যস্তানুপাতিক
Ο খ) রোধের সমানুপাতিক
Ο গ) বিভব পার্থক্যের সমানুপাতিক
Ο ঘ) বিভব পার্থক্যের ব্যস্তানুপাতিক
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. কোনটির মধ্য দিয়ে অল্প পরিমাণে তড়িৎ পরিবাহিত হয়?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অন্তরক
Ο ঘ) অর্ধপরিবাহী
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৭. শক্তি রূপান্তরের হারকে কী বলে?
Ο ক) কাজ
Ο খ) ভোল্টেজ
Ο গ) ক্ষমতা
Ο ঘ) জুল
 সঠিক উত্তর: (গ)

 ২৭৮. বর্তনীতে ব্যবহৃত নির্দিষ্ট রোধ বিশিষ্ট পরিবাহীকে কী বলে?
Ο ক) পরিবাহক
Ο খ) রোধক
Ο গ) ফিউজ
Ο ঘ) সার্কিট ব্রেকার
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. একটি শুষ্ক কোষের তড়িচ্চালক শক্তি 1.5V। 0.4C আধানকে একটি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষ কী পরিমাণ শক্তি ব্যয় করবে?
Ο ক) 0.06J
Ο খ) 0.6J
Ο গ) 1.6J
Ο ঘ) 6J
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. কোনো পরিবাহকের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, এর রোধ R কী হবে?
Ο ক) 2R
Ο খ) R/2
Ο গ) R/4
Ο ঘ) 4R
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. কোন বর্তনীতে ৩টি সমান ক্ষমতাবিশিষ্ট বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো, এদের থেকে আলো পাবার ব্যাপারে কোনটি ঘটবে?
Ο ক) প্রথম ও তৃতীয় বাল্ব সমান আলো দেবে
Ο খ) শুধু প্রথম বাল্বটি জ্বলবে
Ο গ) ক্রমানুসারে বাল্বগুলোর আলো হ্রাস পাবে
Ο ঘ) তিনটি বাল্বই সমান আলো দেবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. এক ওয়াট-ঘন্টা কত জুলের সমান?
Ο ক) 3.6x105
Ο খ) 3.6x104
Ο গ) 3.6x103
Ο ঘ) 3.6x106
 সঠিক উত্তর: (গ)

 ২৮৩. নির্দিষ্ট মানের অপেক্ষা বেশী তড়িৎ প্রবাহিত হলে ফিউজটি –
i. উত্তপ্ত হয়
ii. বিস্ফোরিত হয়
iii. গলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮৪. অ্যামিটারকে কীভাবে সংযোগ দেওয়া হয়?
Ο ক) সমান্তরালে
Ο খ) সিরিজে
Ο গ) আড়াআড়িভাবে
Ο ঘ) মিশ্রভাবে
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. টর্চ লাইটে একাধিক ব্যাটারিকে শ্রেণিতে সংযুক্ত করলে –
i. ভোল্টেজ বৃদ্ধি পায়
ii. ভোল্টেজ হ্রাস পায়
iii. ভোল্টেজ স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৬. পূর্বের ধারণা অনুযায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কোনটির প্রবাহের ফলে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) ইলেকট্রন অথবা প্রোটন
 সঠিক উত্তর: (খ)

 ২৮৭. পরিমাপ করা যায় –
i. ভোল্টমিটার দিয়ে বিভব
ii. ভোল্টমিটার দিয়ে রোধ
iii. ভোল্টমিটার দিয়ে তড়িচ্চালক শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮৮. নিচের কোনটির মাধ্যমে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়?
Ο ক) ভোল্টমিটার
Ο খ) অ্যামিটার
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ২৮৯. নিচের কোনটি অর্ধপরিবাহী?
Ο ক) মানবদেহ
Ο খ) তামা
Ο গ) রাবার
Ο ঘ) সিলিকন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯০. পরিবাহীতার উপর ভিত্তি করে কঠিন পদার্থগুলো হলো –
i. পরিবাহী
ii. অপরিবাহী
iii. অর্ধপরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯১. উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে পাখিদের নিরাপদে বসে থাকতে দেখা যায়। করণ –
i. পাখিরা ডিম পাড়ে এবং এদের পায়ের তালু বিদ্যুৎ কুপরিবাহী
ii. মাটির সাথে বৈদ্যুতিক লাইন ও পাখির সরাসরি সংযোগ না থাকা
iii. বর্তনী সম্পূর্ণ না হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯২. তড়িৎ প্রবাহের একক – i. Cs-1 ii. sC-1 iii. A নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৩. পরিবাহিতার ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে কত ভাগে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ২৯৪. বৈদ্যুতিক ক্ষমতার ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ক্ষমতার একক ওয়াট
ii. 1MW = 106W
iii. P = V2/R
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৫. তড়িৎ শক্তি সম্পর্কিত নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ব্যবহৃত তড়িৎ শক্তির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়
ii. তড়িৎ শক্তির পরিমাণ নির্ধারণ kWh এককে
iii. 1 B.O.T = 1 kWh
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৬. কাঠের উপর দাঁড়িয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করা নিরাপদ কেন?
Ο ক) কাঠ সুপরিবাহী বলে
Ο খ) কাঠ অপরিবাহী বলে
Ο গ) কাঠ অর্ধপরিবাহী বলে
Ο ঘ) কাঠে পরিবাহী ও অর্ধপরিবাহীর ধর্ম বিদ্যমান থাকায়
 সঠিক উত্তর: (খ)

 ২৯৭. । নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর আপেক্ষিক রোধ কীসের উপর নির্ভর করে –
Ο ক) দৈর্ঘ্য
Ο খ) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
Ο গ) উপাদান
Ο ঘ) আয়তন
 সঠিক উত্তর: (গ)

 ২৯৮. ভোল্টমিটার –
i. বর্তনীতে সমান্তরালে সংযুক্ত থাকে
ii. এর সাথে সমান্তরালে একটি উচ্চমানের রোধ যুক্ত করা হয়
iii. এর মধ্য দিয়ে অত্যন্ত নগণ্যমানের তড়িৎ প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৯. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্ধেক করা হলে –
i. রোধ দ্বিগুণ হবে
ii. তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে
iii. তড়িৎ প্রবাহ এক-চতুর্থাংশ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. নিচের কোনটি পরিবাহী?
Ο ক) প্লাস্টিক
Ο খ) রাবার
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) সিলিকন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post