ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য যে দুটি তার দরকার তার মধ্যে –
i. জীবন্ত তার বৈদ্যুতিক সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহ করে
ii. নিরপেক্ষ তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ ফিরে আসে
iii. নিরপেক্ষ তার বিদ্যুৎ বর্তনী সম্পূর্ণ করতেও সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. কোন পরিবাহীর দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির রেখে ক্ষেত্রফল চারগুণ করা হলে রোধের কী পরিবর্তন হবে?
Ο ক) এক-চতুর্থাংশ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) দ্বিগুণ হবে
Ο ঘ) চারগুণ হবে
সঠিক উত্তর: (ক)
২০৩. রোধের সন্নিবেশ কোনটি?
Ο ক) একটি রোধ থেকে একাধিক রোধ সৃষ্টি
Ο খ) একাধিক রোধকে একত্রে সংযোগ
Ο গ) একাধিক রোধকে পরস্পর থেকে পৃথক
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
২০৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে লোডশেডিং বলে
ii. উপকেন্দ্রগুলো জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে
iii. উৎপাদনের তুলনায় চাহিদা কম হলে লোডশেডিং হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৫. বৈদ্যুতিক সরঞ্জামে শক্তি সরবরাহ করে কোনটি?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) আর্থ তার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
২০৬. বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা সাধারণত –
i. 40W হয়
ii. 120W হয়
iii. 100W হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৭. শূন্য মাধ্যমে কোন পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s এ 5C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহ কত হবে?
Ο ক) 1A
Ο খ) 5A
Ο গ) 1/5A
Ο ঘ) 10A
সঠিক উত্তর: (খ)
২০৮. বাড়িতে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা –
i. সার্কিট ব্রেকার
ii. ফিউজ
iii. ভূ-সংযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. তড়িৎ প্রবাহের দিক ও প্রচলিত দিক –
Ο ক) একই
Ο খ) বিপরীত
Ο গ) সমকৌণিক
Ο ঘ) সমান্তরাল
সঠিক উত্তর: (খ)
২১০. 1 mA সমান কত?
Ο ক) 10-3 A
Ο খ) 10-6 A
Ο গ) 106 A
Ο ঘ) 103 A
সঠিক উত্তর: (ক)
২১১. ভোল্টমিটারকে বর্তনীতে কীভাবে সংযোগ দেওয়া হয়?
Ο ক) সমান্তরালে
Ο খ) সিরিজে
Ο গ) লম্বভাবে
Ο ঘ) মিশ্রভাবে
সঠিক উত্তর: (ক)
২১২. উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে কী হবে?
Ο ক) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে
Ο খ) ব্যবহার বৃদ্ধি করা যাবে
Ο গ) লোডসেডিং হবে
Ο ঘ) প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া যাবে
সঠিক উত্তর: (গ)
২১৩. পানির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আর এ কারণে –
i. ভেজা হাত দ্বারা সুইচ অফ/অন করা বিপজ্জনক
ii. হেয়ার ড্রায়ারকে ভেজা সিংকে রাখা বিপজ্জনক
iii. মাল্টিপ্লাগে অগ্নিকান্ড ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. সমান্তরালে সংযুক্ত বৈদ্যুতিক উপকরণগুলো কী ধরনের প্রবাহ গ্রহণ করে?
Ο ক) একই সমান
Ο খ) ভিন্ন ভিন্ন
Ο গ) কোন প্রবাহ গ্রহণ করে না
Ο ঘ) অল্প পরিমাণ
সঠিক উত্তর: (খ)
২১৫. বৈদ্যুতিক যন্ত্রপাতিকে উৎসের পরিবাহীর সাথে কয়টি তার দ্বারা সংযুক্ত করতে হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২১৬. তড়িচ্চালক শক্তির একক কোনটি?
Ο ক) ভোল্ট
Ο খ) কুলম্ব
Ο গ) জুল
Ο ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (ক)
২১৭. সঞ্চালন লাইনের ভোল্টেজ কতগুণ করলে বিদ্যুৎ গ্রিডের I2R লসের পরিমাণ একশত ভাগের এক ভাগ হয়?
Ο ক) 5
Ο খ) 10
Ο গ) 100
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (খ)
২১৮. তাপমাত্রা ও উপাদান ধ্রুব থাকলে পরিবাহীর রোধ R কোনটি?
Ο ক) L x A
Ο খ) 1/A
Ο গ) 1/L
Ο ঘ) L/A
সঠিক উত্তর: (ঘ)
২১৯. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন তারের ব্যাসার্ধ পূর্বের তিন গুণ হলে এর রোধ হবে পূর্বের –
Ο ক) 1/9 গুণ
Ο খ) 1/3 গুণ
Ο গ) 3 গুণ
Ο ঘ) 9 গুণ
সঠিক উত্তর: (ক)
২২০. তড়িৎ প্রবাহের মান কোনটির উপর নির্ভর করে?
Ο ক) পরিবাহীর ভর
Ο খ) পরিবাহীর ঘনত্বের উপর
Ο গ) তাপমাত্রার উপর
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ঘ)
২২১. ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) রোধ
Ο খ) তড়িৎপ্রবাহ
Ο গ) আধান
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ঘ)
২২২. বৈদ্যুতিক সঞ্চালনের চেয়ে ফিউজের তড়িৎ পরিবহনের ক্ষমতা –
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (খ)
২২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালিত হলে তড়িৎ প্রবাহের মান কমে
ii. সঞ্চালন লাইনের ভোল্টেজকে বৃদ্ধি করলে সিস্টেম লস কমে
iii. সঞ্চালন ভোল্টেজকে দশগুণ করলে I2R লস একশগুণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৪. চলতড়িৎ আবিষ্কার হওয়ার সময় ধারণা করা হতো –
i. ধনাত্মক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়
ii. তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে প্রবাহিত হয়
iii. ধনাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. হেয়ার ড্রায়ারকে ভেজা সিঙ্কে রাখা ভাল
ii. বৈদ্যুতিক সরঞ্জামের অ-অন্তরিত অংশ শুষ্ক রাখা ভাল
iii. ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) স্থির থাকে
Ο গ) কমে যায়
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (গ)
২২৭. প্রবাহিত তড়িৎ, তাপমাত্রা এবং বিভব পার্থক্য সম্পর্কে সূত্র প্রদান করেন কে?
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) ও’ম
সঠিক উত্তর: (ঘ)
২২৮. রোধক কী?
Ο ক) পরিবর্তনশীল রোধ
Ο খ) নির্দিষ্টমানের রোধ
Ο গ) উভয়ই
Ο ঘ) শূন্য রোধ
সঠিক উত্তর: (খ)
২২৯. প্রবাহিত আধানের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কী?
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গমূলের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
২৩০. জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
Ο ক) শব্দ শক্তি
Ο খ) চৌম্বক শক্তি
Ο গ) তড়িৎ শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২৩১. আমাদের দেশে তামার বৈদ্যুতিক তার কী দ্বারা মোড়ানো থাকে?
Ο ক) টিন
Ο খ) লোহা
Ο গ) প্লাস্টিক
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (গ)
২৩২. বৈদ্যুতিক দুর্ঘটনার ফলে ক্ষতি হতে পারে –
i. বৈদ্যুতিক শক লাগা
ii. ঘরবাড়িতে আগুন লেগে যায়
iii. ওভারলোড হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৩. বিদ্যুৎশক্তি উৎপাদিত হয় কোথায়?
Ο ক) বর্তনীতে
Ο খ) পাওয়ার প্লান্টে
Ο গ) সার্কিটে
Ο ঘ) ট্রান্সফরমান্ডে
সঠিক উত্তর: (খ)
২৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহ
ii. তড়িৎ সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে
iii. তড়িৎ কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৫. স্থির মানের রোধকের ক্ষেত্রে –
i. রোধকের মান নির্দিষ্ট
ii. এদেরকে রিওস্টেট বলা হয়
iii. এদের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৬. চল তড়িতের ক্ষেত্রে –
i. তড়িৎ প্রবাহ ঘটে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে
ii. তড়িৎ প্রবাহের দিক ও প্রচলিত দিক বিপরীত
iii. তড়িৎ প্রবাহ হলো প্রোটনের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. মি. রহিম তার গৃহে 100W এর 5টি এবং 60W এর 5টি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করেন। তিনি দৈনিক কত ইউনিট বিদ্যুৎশক্তি ব্যবহার করেন?
Ο ক) 5
Ο খ) 6
Ο গ) 7
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. পরিবাহিতা সম্পর্কে তথ্যগুলো লক্ষ কর:
i. পরিবাহিতা রোধের বিপরীত রাশি
ii. পরিবাহকত্বের বিপরীত রাশি আপেক্ষিক রোঘ
iii. পরিবাহকত্বকে f দ্বারা প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে
ii. ধাতব তারের মধ্যে ইলেকট্রন থাকে
iii. বৈদ্যুতিক সংযোগে ধাতব তার ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪০. ওহম মিটার কিসের একক?
Ο ক) তড়িৎ পরিবাহিতার
Ο খ) আপেক্ষিক রোধের
Ο গ) তড়িচ্চালক শক্তির
Ο ঘ) তড়িৎ ক্ষমতার
সঠিক উত্তর: (খ)
২৪১. তড়িৎ প্রবাহে উৎস ফিরে আসে কোন তারের মাধ্যমে?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) আর্থ তার
Ο ঘ) যেকোনো তারে
সঠিক উত্তর: (খ)
২৪২. সঞ্চালন লাইনে ভোল্টেজ পাঁচগুণ করলে, তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হয়?
Ο ক) পাঁচগুণ
Ο খ) পঁচিশগুণ
Ο গ) এক-পঞ্চমাংশ
Ο ঘ) দশগুণ
সঠিক উত্তর: (গ)
২৪৩. তড়িৎ প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউটন
Ο খ) ও’হম
Ο গ) লেনজ
Ο ঘ) হার্জ
সঠিক উত্তর: (খ)
২৪৪. দুটি বিচ্ছিন্ন আহিত পরিবাহীকে যুক্ত করলে কি সৃষ্টি হয়?
Ο ক) স্থির তড়িৎ
Ο খ) চল তড়িৎ
Ο গ) তাপ
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (খ)
২৪৫. কোন পরিবাহীর মধ্য দিয়ে 4A তড়িৎ প্রবাহিত হয় এর রোধ 3W হলে বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 4/3 V
Ο খ) 3/4 V
Ο গ) 12 V
Ο ঘ) 4V
সঠিক উত্তর: (গ)
২৪৬. এক বৈদ্যুতিক ইউনিট কোনটির সমান?
Ο ক) এক কিলোওয়াট-সেকেন্ড
Ο খ) এক ওয়াট-ঘন্টা
Ο গ) এক কিলোওয়াট-ঘন্টা
Ο ঘ) এক ওয়াট-সেকেন্ড
সঠিক উত্তর: (গ)
২৪৭. Q আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে WJ কাজ করতে হলে তড়িচ্চালক শক্তি E হবে –
i. E = W/Q
ii. E = Q/W
iii. W = QE
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৮. বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান কোথায় অবস্থান করে?
Ο ক) পরিবাহীর ভিতরে
Ο খ) মেরুতে
Ο গ) পৃষ্ঠে
Ο ঘ) সর্বত্র
সঠিক উত্তর: (গ)
২৪৯. ও’মের সূত্র যে সব বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তারা হলো –
i. তড়িৎ প্রাবল্য
ii. তড়িৎ প্রবাহমাত্রা
iii. বিভব পার্থক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫০. কোন তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর 20V এবং এর রোধ 4W হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে?
Ο ক) 4A
Ο খ) 5A
Ο গ) 6A
Ο ঘ) 7A
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য যে দুটি তার দরকার তার মধ্যে –
i. জীবন্ত তার বৈদ্যুতিক সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহ করে
ii. নিরপেক্ষ তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ ফিরে আসে
iii. নিরপেক্ষ তার বিদ্যুৎ বর্তনী সম্পূর্ণ করতেও সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. কোন পরিবাহীর দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির রেখে ক্ষেত্রফল চারগুণ করা হলে রোধের কী পরিবর্তন হবে?
Ο ক) এক-চতুর্থাংশ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) দ্বিগুণ হবে
Ο ঘ) চারগুণ হবে
সঠিক উত্তর: (ক)
২০৩. রোধের সন্নিবেশ কোনটি?
Ο ক) একটি রোধ থেকে একাধিক রোধ সৃষ্টি
Ο খ) একাধিক রোধকে একত্রে সংযোগ
Ο গ) একাধিক রোধকে পরস্পর থেকে পৃথক
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
২০৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে লোডশেডিং বলে
ii. উপকেন্দ্রগুলো জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে
iii. উৎপাদনের তুলনায় চাহিদা কম হলে লোডশেডিং হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৫. বৈদ্যুতিক সরঞ্জামে শক্তি সরবরাহ করে কোনটি?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) আর্থ তার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
২০৬. বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা সাধারণত –
i. 40W হয়
ii. 120W হয়
iii. 100W হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৭. শূন্য মাধ্যমে কোন পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s এ 5C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহ কত হবে?
Ο ক) 1A
Ο খ) 5A
Ο গ) 1/5A
Ο ঘ) 10A
সঠিক উত্তর: (খ)
২০৮. বাড়িতে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা –
i. সার্কিট ব্রেকার
ii. ফিউজ
iii. ভূ-সংযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. তড়িৎ প্রবাহের দিক ও প্রচলিত দিক –
Ο ক) একই
Ο খ) বিপরীত
Ο গ) সমকৌণিক
Ο ঘ) সমান্তরাল
সঠিক উত্তর: (খ)
২১০. 1 mA সমান কত?
Ο ক) 10-3 A
Ο খ) 10-6 A
Ο গ) 106 A
Ο ঘ) 103 A
সঠিক উত্তর: (ক)
২১১. ভোল্টমিটারকে বর্তনীতে কীভাবে সংযোগ দেওয়া হয়?
Ο ক) সমান্তরালে
Ο খ) সিরিজে
Ο গ) লম্বভাবে
Ο ঘ) মিশ্রভাবে
সঠিক উত্তর: (ক)
২১২. উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে কী হবে?
Ο ক) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে
Ο খ) ব্যবহার বৃদ্ধি করা যাবে
Ο গ) লোডসেডিং হবে
Ο ঘ) প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া যাবে
সঠিক উত্তর: (গ)
২১৩. পানির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আর এ কারণে –
i. ভেজা হাত দ্বারা সুইচ অফ/অন করা বিপজ্জনক
ii. হেয়ার ড্রায়ারকে ভেজা সিংকে রাখা বিপজ্জনক
iii. মাল্টিপ্লাগে অগ্নিকান্ড ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. সমান্তরালে সংযুক্ত বৈদ্যুতিক উপকরণগুলো কী ধরনের প্রবাহ গ্রহণ করে?
Ο ক) একই সমান
Ο খ) ভিন্ন ভিন্ন
Ο গ) কোন প্রবাহ গ্রহণ করে না
Ο ঘ) অল্প পরিমাণ
সঠিক উত্তর: (খ)
২১৫. বৈদ্যুতিক যন্ত্রপাতিকে উৎসের পরিবাহীর সাথে কয়টি তার দ্বারা সংযুক্ত করতে হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২১৬. তড়িচ্চালক শক্তির একক কোনটি?
Ο ক) ভোল্ট
Ο খ) কুলম্ব
Ο গ) জুল
Ο ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (ক)
২১৭. সঞ্চালন লাইনের ভোল্টেজ কতগুণ করলে বিদ্যুৎ গ্রিডের I2R লসের পরিমাণ একশত ভাগের এক ভাগ হয়?
Ο ক) 5
Ο খ) 10
Ο গ) 100
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (খ)
২১৮. তাপমাত্রা ও উপাদান ধ্রুব থাকলে পরিবাহীর রোধ R কোনটি?
Ο ক) L x A
Ο খ) 1/A
Ο গ) 1/L
Ο ঘ) L/A
সঠিক উত্তর: (ঘ)
২১৯. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন তারের ব্যাসার্ধ পূর্বের তিন গুণ হলে এর রোধ হবে পূর্বের –
Ο ক) 1/9 গুণ
Ο খ) 1/3 গুণ
Ο গ) 3 গুণ
Ο ঘ) 9 গুণ
সঠিক উত্তর: (ক)
২২০. তড়িৎ প্রবাহের মান কোনটির উপর নির্ভর করে?
Ο ক) পরিবাহীর ভর
Ο খ) পরিবাহীর ঘনত্বের উপর
Ο গ) তাপমাত্রার উপর
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ঘ)
২২১. ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) রোধ
Ο খ) তড়িৎপ্রবাহ
Ο গ) আধান
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ঘ)
২২২. বৈদ্যুতিক সঞ্চালনের চেয়ে ফিউজের তড়িৎ পরিবহনের ক্ষমতা –
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (খ)
২২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালিত হলে তড়িৎ প্রবাহের মান কমে
ii. সঞ্চালন লাইনের ভোল্টেজকে বৃদ্ধি করলে সিস্টেম লস কমে
iii. সঞ্চালন ভোল্টেজকে দশগুণ করলে I2R লস একশগুণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৪. চলতড়িৎ আবিষ্কার হওয়ার সময় ধারণা করা হতো –
i. ধনাত্মক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়
ii. তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে প্রবাহিত হয়
iii. ধনাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. হেয়ার ড্রায়ারকে ভেজা সিঙ্কে রাখা ভাল
ii. বৈদ্যুতিক সরঞ্জামের অ-অন্তরিত অংশ শুষ্ক রাখা ভাল
iii. ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) স্থির থাকে
Ο গ) কমে যায়
Ο ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (গ)
২২৭. প্রবাহিত তড়িৎ, তাপমাত্রা এবং বিভব পার্থক্য সম্পর্কে সূত্র প্রদান করেন কে?
Ο ক) নিউটন
Ο খ) গ্যালিলিও
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) ও’ম
সঠিক উত্তর: (ঘ)
২২৮. রোধক কী?
Ο ক) পরিবর্তনশীল রোধ
Ο খ) নির্দিষ্টমানের রোধ
Ο গ) উভয়ই
Ο ঘ) শূন্য রোধ
সঠিক উত্তর: (খ)
২২৯. প্রবাহিত আধানের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কী?
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গমূলের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
২৩০. জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
Ο ক) শব্দ শক্তি
Ο খ) চৌম্বক শক্তি
Ο গ) তড়িৎ শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২৩১. আমাদের দেশে তামার বৈদ্যুতিক তার কী দ্বারা মোড়ানো থাকে?
Ο ক) টিন
Ο খ) লোহা
Ο গ) প্লাস্টিক
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (গ)
২৩২. বৈদ্যুতিক দুর্ঘটনার ফলে ক্ষতি হতে পারে –
i. বৈদ্যুতিক শক লাগা
ii. ঘরবাড়িতে আগুন লেগে যায়
iii. ওভারলোড হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৩. বিদ্যুৎশক্তি উৎপাদিত হয় কোথায়?
Ο ক) বর্তনীতে
Ο খ) পাওয়ার প্লান্টে
Ο গ) সার্কিটে
Ο ঘ) ট্রান্সফরমান্ডে
সঠিক উত্তর: (খ)
২৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহ
ii. তড়িৎ সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে
iii. তড়িৎ কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৫. স্থির মানের রোধকের ক্ষেত্রে –
i. রোধকের মান নির্দিষ্ট
ii. এদেরকে রিওস্টেট বলা হয়
iii. এদের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৬. চল তড়িতের ক্ষেত্রে –
i. তড়িৎ প্রবাহ ঘটে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে
ii. তড়িৎ প্রবাহের দিক ও প্রচলিত দিক বিপরীত
iii. তড়িৎ প্রবাহ হলো প্রোটনের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৭. মি. রহিম তার গৃহে 100W এর 5টি এবং 60W এর 5টি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করেন। তিনি দৈনিক কত ইউনিট বিদ্যুৎশক্তি ব্যবহার করেন?
Ο ক) 5
Ο খ) 6
Ο গ) 7
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. পরিবাহিতা সম্পর্কে তথ্যগুলো লক্ষ কর:
i. পরিবাহিতা রোধের বিপরীত রাশি
ii. পরিবাহকত্বের বিপরীত রাশি আপেক্ষিক রোঘ
iii. পরিবাহকত্বকে f দ্বারা প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে
ii. ধাতব তারের মধ্যে ইলেকট্রন থাকে
iii. বৈদ্যুতিক সংযোগে ধাতব তার ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪০. ওহম মিটার কিসের একক?
Ο ক) তড়িৎ পরিবাহিতার
Ο খ) আপেক্ষিক রোধের
Ο গ) তড়িচ্চালক শক্তির
Ο ঘ) তড়িৎ ক্ষমতার
সঠিক উত্তর: (খ)
২৪১. তড়িৎ প্রবাহে উৎস ফিরে আসে কোন তারের মাধ্যমে?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) আর্থ তার
Ο ঘ) যেকোনো তারে
সঠিক উত্তর: (খ)
২৪২. সঞ্চালন লাইনে ভোল্টেজ পাঁচগুণ করলে, তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হয়?
Ο ক) পাঁচগুণ
Ο খ) পঁচিশগুণ
Ο গ) এক-পঞ্চমাংশ
Ο ঘ) দশগুণ
সঠিক উত্তর: (গ)
২৪৩. তড়িৎ প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউটন
Ο খ) ও’হম
Ο গ) লেনজ
Ο ঘ) হার্জ
সঠিক উত্তর: (খ)
২৪৪. দুটি বিচ্ছিন্ন আহিত পরিবাহীকে যুক্ত করলে কি সৃষ্টি হয়?
Ο ক) স্থির তড়িৎ
Ο খ) চল তড়িৎ
Ο গ) তাপ
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (খ)
২৪৫. কোন পরিবাহীর মধ্য দিয়ে 4A তড়িৎ প্রবাহিত হয় এর রোধ 3W হলে বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 4/3 V
Ο খ) 3/4 V
Ο গ) 12 V
Ο ঘ) 4V
সঠিক উত্তর: (গ)
২৪৬. এক বৈদ্যুতিক ইউনিট কোনটির সমান?
Ο ক) এক কিলোওয়াট-সেকেন্ড
Ο খ) এক ওয়াট-ঘন্টা
Ο গ) এক কিলোওয়াট-ঘন্টা
Ο ঘ) এক ওয়াট-সেকেন্ড
সঠিক উত্তর: (গ)
২৪৭. Q আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে WJ কাজ করতে হলে তড়িচ্চালক শক্তি E হবে –
i. E = W/Q
ii. E = Q/W
iii. W = QE
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৮. বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান কোথায় অবস্থান করে?
Ο ক) পরিবাহীর ভিতরে
Ο খ) মেরুতে
Ο গ) পৃষ্ঠে
Ο ঘ) সর্বত্র
সঠিক উত্তর: (গ)
২৪৯. ও’মের সূত্র যে সব বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তারা হলো –
i. তড়িৎ প্রাবল্য
ii. তড়িৎ প্রবাহমাত্রা
iii. বিভব পার্থক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫০. কোন তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর 20V এবং এর রোধ 4W হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে?
Ο ক) 4A
Ο খ) 5A
Ο গ) 6A
Ο ঘ) 7A
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics