ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ফিউজকে কোন তারের সাথে সংযোগ দেওয়া হয়?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) সংযোগহীন তার
Ο ঘ) অপরিবাহী তার
সঠিক উত্তর: (ক)
১৫২. বৈদ্যুতিক সংযোগে নিচের কোনটি ব্যবহার করা উচিত?
Ο ক) তামা
Ο খ) রাবার
Ο গ) জার্মেনিয়াম
Ο ঘ) সিলিকন
সঠিক উত্তর: (ক)
১৫৩. ফিউজ পরিবর্তনের সময় কী করতে হয়?
Ο ক) মেইন সুইচ অন করতে হয়
Ο খ) মেইন সুইচ অফ করতে হয়
Ο গ) উচ্চ ভোল্টেজ প্রয়োগ করতে হয়
Ο ঘ) কিছুই করতে হবে না
সঠিক উত্তর: (খ)
১৫৪. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে?
Ο ক) কাঠ
Ο খ) কাগজ
Ο গ) রাবার
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. কোন পরিবাহীর রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. অন্তরক পদার্থের ক্ষেত্রে –
i. কাচ, রাবার এগুলো অন্তরকের উদাহরণ
ii. অন্তরকের মধ্যে ইলেকট্রন থাকে
iii. অন্তরকের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. P ও Q দুটি একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী তার। P তারের দৈর্ঘ্য Q তারের চেয়ে বেশি, এক্ষেত্রে –
i. P তারের রোধ > Q তারের রোধ
ii. Q তারের আপেক্ষিক রোধ > P তারের আপেক্ষিক রোধ
iii. একই বিভব পার্থক্যে P পরিবাহী Q এর চেয়ে কম তড়িৎ প্রবাহিত করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৮. স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৫৯. থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সার্কিট ব্রেকার
Ο খ) সুইচ
Ο গ) ফিউজ
Ο ঘ) আর্থ তার
সঠিক উত্তর: (গ)
১৬০. পূর্বে ধারণা করা হতো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় –
i. ধনাত্মক আধান প্রবাহের ফলে
ii. ঋণাত্মক আধান প্রবাহের ফলে
iii. আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬১. নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার
ii. কোন বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান এর পৃষ্ঠে অবস্থান করে
iii. কোন বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান চলাচল করতে পারে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ –
Ο ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο খ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο গ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο ঘ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
সঠিক উত্তর: (খ)
১৬৩. 40 ওয়াটের একটি বাল্ব কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Ο ক) 25 ঘন্টা
Ο খ) 10 ঘন্টা
Ο গ) 40 ঘন্টা
Ο ঘ) 2.5 ঘন্টা
সঠিক উত্তর: (ক)
১৬৪. ভোল্টমিটারের রিডিং কোনটি নির্দিশ করে?
Ο ক) বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য
Ο খ) বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান
Ο গ) বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক
Ο ঘ) বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যবর্তী রোধের মান
সঠিক উত্তর: (ক)
১৬৫. 1 B.O.T সমান কত?
Ο ক) 1kW
Ο খ) 1kWh
Ο গ) 1Wh
Ο ঘ) 1W
সঠিক উত্তর: (খ)
১৬৬. কোন ক্ষেত্রে সুইচ বন্ধ করলেও বৈদ্যুতিক সরঞ্জামটি জীবন্ত থাকে?
Ο ক) জীবন্ত তারের সাথে সংযোগ দিলে
Ο খ) নিরপেক্ষ তারের সাথে সংযোগ দিলে
Ο গ) যেকোনো তারের সাথে সংযোগ দিলে
Ο ঘ) ভূ-সংযোগ তারের সাথে সংযোগ দিলে
সঠিক উত্তর: (খ)
১৬৭. পরিবাহীর অভ্যন্তরে অণু-পরমাণুর সাথে কীসের সংঘর্ষ হয়?
Ο ক) চলন্ত প্রোটন
Ο খ) চলন্ত ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
১৬৮. অনুক্রমিক সন্নিবেশ কোনটির অপর নাম?
Ο ক) সমান্তরাল সন্নিবেশ
Ο খ) শ্রেণি সন্নিবেশ
Ο গ) উভয়ই
Ο ঘ) মিশ্র সন্নিবেশ
সঠিক উত্তর: (খ)
১৬৯. বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে –
i. শ্রেণি বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একটি মাত্র পথ থাকে
ii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একাধিক পথ থাকে
iii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ একটিমাত্র পথ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭০. কয়টি কারণে তড়িৎশক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৭১. পরিবাহী তারদ্বয় কী দ্বারা অন্তরিত অবস্থায় থাকে?
Ο ক) লোহা
Ο খ) রূপা
Ο গ) রাবার
Ο ঘ) টিন
সঠিক উত্তর: (ঘ)
১৭২. দুটি একই উপাদানের তৈরি পরিবাহী তারের তাপমাত্রা একই। একটি মোটা অপরটি চিকন। এক্ষেত্রে –
i. মোটা তরের তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে
ii. মোটা তারের রোধ কম হবে
iii. চিকন তারের তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 5V হলে তার মধ্য দিয়ে কী পরিমাণ শক্তি রূপান্তরিত হবে?
Ο ক) 10 J
Ο খ) 5 J
Ο গ) .20 J
Ο ঘ) .25 J
সঠিক উত্তর: (খ)
১৭৪. পরিবাহীর রোধ কোনটির ওপর নির্ভরশীল নয়?
Ο ক) পরিবাহীর উপাদান
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য
Ο গ) পরিবাহীর আয়তন
Ο ঘ) পরিবাহীর অবস্থান
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দৈনন্দিন ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কিত তথ্যগুলো লক্ষ কর:
i. বৈদ্যুতিক পাখার ক্ষমতা সাধারণত 65-75W
ii. টেলিভিশনের ক্ষমতা সাধারণত 60-70W
iii. এনার্জি সেভিং বাল্বের ক্ষমতা সাধারণত 20-60W
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. নিচের কোন কারণে তড়িৎ শক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে?
Ο ক) পরিবাহীর রোধ বৃদ্ধি
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি
Ο গ) পরিবাহীর অতি উত্তপ্ত হওয়া
Ο ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর: (গ)
১৭৭. রোধের বিপরীত রাশি কী?
Ο ক) বিভবান্তর
Ο খ) পরিবাহকত্ব
Ο গ) পরিবাহিতা
Ο ঘ) তড়িৎ প্রবাহ
সঠিক উত্তর: (গ)
১৭৮. দুটি বাল্ব দিয়ে গৃহ বিদ্যুতায়নে সমান্তরাল বর্তনী অধিকতর সুবিধাজনক, কারণ –
i. তড়িৎ শক্তি খরচ কম হয়
ii. সমান উজ্জ্বলতার আলো পাওয়া যায়
iii. একটি নষ্ট হলেও অপরটি আলো দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৯. রোধের সন্নিবেশগুলো হলো –
i. সমান্তরাল সন্নিবেশ
ii. শ্রেণি সন্নিবেশ
iii. সরল সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. বৈদ্যুতিক ক্যাটলিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) লোহা
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (ঘ)
১৮১. শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s-এ 1C আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 1 ভোল্ট
Ο খ) 1 ওহম
Ο গ) 1 অ্যাম্পিয়ার
Ο ঘ) 1 ওহম মিটার
সঠিক উত্তর: (গ)
১৮২. কোন বর্তনীতে তিনটি সমান ক্ষমতাবিশিষ্ট বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলে, এদের থেকে আলো পাওয়ার ব্যাপারে কোনটি সঠিক?
Ο ক) প্রথম ও তৃতীয় বাল্ব সমান আলো দেবে
Ο খ) বাল্বগুলোর আলো বিভিন্ন হবে
Ο গ) শুধু প্রথম বাল্বই জ্বলবে
Ο ঘ) তিনটি বাল্বই সমান আলো দেবে
সঠিক উত্তর: (খ)
১৮৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. রূপা তামার চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
ii. টাংস্টেন রূপার চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
iii. তামা টাংস্টেনের চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৪. প্রচলিত ধারণা অনুযায়ী ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) নিম্ন বিভবের দিকে
Ο খ) উচ্চ বিভবের দিকে
Ο গ) যেকোনো দিকে
Ο ঘ) কোনোদিকেই না
সঠিক উত্তর: (ক)
১৮৫. এক ওয়াট-ঘন্টার সমান কত জুল?
Ο ক) 3500 জুল
Ο খ) 3000 জুল
Ο গ) 3600 জুল
Ο ঘ) 3200 জুল
সঠিক উত্তর: (গ)
১৮৬. অ্যামিটার –
i. বর্তনীতে শ্রেণিতে সংযোগে যুক্ত থাকে
ii. স্বল্প রোধ বিশিষ্ট
iii. এর রোধের জন্য বর্তনীর প্রবাহের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. সঠিক সমীকরণ কোনটি?
Ο ক) G=σ(A/L)
Ο খ) σ=1/R
Ο গ) G=1/σ
Ο ঘ) σ=G(L/A)
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরিত অংশ কেমন থাকা ভাল?
Ο ক) ভেজা
Ο খ) শুষ্ক
Ο গ) আর্দ্র
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৮৯. কোন নির্দিষ্ট পরিবাহকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর রোধ –
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) এক-চতুর্থাংশ হবে
Ο ঘ) চারগুণ হবে
সঠিক উত্তর: (ক)
১৯০. 3 ও’মের তিনটি রোধ পরস্পর সমান্তরাল সংযুক্ত করলে তুল্যরোধ কত হবে?
Ο ক) 1 ওহম
Ο খ) 1/3 ওহম
Ο গ) 6 ওহম
Ο ঘ) 7 ওহম
সঠিক উত্তর: (ক)
১৯১. প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো –
i. ঋণাত্মক আধানের প্রবাহ
ii. ধনাত্মক আধানের প্রবাহ
iii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯২. নিরাপদে বিদ্যুৎ ব্যবহারের জন্য মনে রাখতে হবে –
i. বর্তনীতে নির্দিষ্ট মানের অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে সার্কিট ব্রেকার তা বন্ধ করে
ii. স্বল্পদৈর্ঘ্যের চিকন তার দ্বারা ফিউজ তৈরি হয়
iii. ফিউজ পুড়ে গেলে বৈদ্যুতিক সরঞ্জাম তড়িতাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৩. রোধক কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৯৪. ফিউজ এর জন্য –
i. এটি কমপক্ষে দুটি তার প্রয়োজন
ii. এটি জীবন্ত তারে সংযোগ দেওয়া হয়
iii. এটি একটি নিরাপত্তামূলক কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. গ্যালভানোমিটারের সাহায্যে কী নির্ণয় করা হয়?
Ο ক) আধানের অস্তিত্ব
Ο খ) তাপের অস্তিত্ব
Ο গ) তড়িৎ প্রবাহের অস্তিত্ব
Ο ঘ) চাপের অস্তিত্ব
সঠিক উত্তর: (গ)
১৯৬. তড়িৎ প্রবাহকে কি দ্বারা সূচিত করা হয়?
Ο ক) C
Ο খ) P
Ο গ) I
Ο ঘ) D
সঠিক উত্তর: (গ)
১৯৭. গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইলেকট্রন কোথায় পৌঁছায়?
Ο ক) ঋণাত্মক আধানে
Ο খ) ধনাত্মক আধানে
Ο গ) উভয়ই
Ο ঘ) স্থির থাকে
সঠিক উত্তর: (খ)
১৯৮. পরিবাহীর রোধ ও দৈর্ঘ্য পরস্পর –
Ο ক) সমানুপাতিক
Ο খ) ব্যস্তানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (ক)
১৯৯. তড়িৎপ্রবাহের দিক নির্দেশের ক্ষেত্রে –
i. দুটি মতবাদ প্রচলিত আছে
ii. সনাতন মতবাদে তড়িৎপ্রবাহের জন্য ধনাত্মক আধানের প্রবাহকে বিবেচনা করা হয়
iii. আধুনিক মতবাদে তড়িৎপ্রবাহের জন্য ঋণাত্মক আধানের প্রবাহকে বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. কোনটি দ্বারা অ্যাম্পিয়ার বুঝায়?
Ο ক) Cs-1
Ο খ) C-1S
Ο গ) C-1s-1
Ο ঘ) C
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ফিউজকে কোন তারের সাথে সংযোগ দেওয়া হয়?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) সংযোগহীন তার
Ο ঘ) অপরিবাহী তার
সঠিক উত্তর: (ক)
১৫২. বৈদ্যুতিক সংযোগে নিচের কোনটি ব্যবহার করা উচিত?
Ο ক) তামা
Ο খ) রাবার
Ο গ) জার্মেনিয়াম
Ο ঘ) সিলিকন
সঠিক উত্তর: (ক)
১৫৩. ফিউজ পরিবর্তনের সময় কী করতে হয়?
Ο ক) মেইন সুইচ অন করতে হয়
Ο খ) মেইন সুইচ অফ করতে হয়
Ο গ) উচ্চ ভোল্টেজ প্রয়োগ করতে হয়
Ο ঘ) কিছুই করতে হবে না
সঠিক উত্তর: (খ)
১৫৪. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে?
Ο ক) কাঠ
Ο খ) কাগজ
Ο গ) রাবার
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. কোন পরিবাহীর রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. অন্তরক পদার্থের ক্ষেত্রে –
i. কাচ, রাবার এগুলো অন্তরকের উদাহরণ
ii. অন্তরকের মধ্যে ইলেকট্রন থাকে
iii. অন্তরকের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. P ও Q দুটি একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী তার। P তারের দৈর্ঘ্য Q তারের চেয়ে বেশি, এক্ষেত্রে –
i. P তারের রোধ > Q তারের রোধ
ii. Q তারের আপেক্ষিক রোধ > P তারের আপেক্ষিক রোধ
iii. একই বিভব পার্থক্যে P পরিবাহী Q এর চেয়ে কম তড়িৎ প্রবাহিত করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৮. স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৫৯. থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সার্কিট ব্রেকার
Ο খ) সুইচ
Ο গ) ফিউজ
Ο ঘ) আর্থ তার
সঠিক উত্তর: (গ)
১৬০. পূর্বে ধারণা করা হতো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় –
i. ধনাত্মক আধান প্রবাহের ফলে
ii. ঋণাত্মক আধান প্রবাহের ফলে
iii. আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬১. নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার
ii. কোন বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান এর পৃষ্ঠে অবস্থান করে
iii. কোন বিচ্ছিন্ন আহিত পরিবাহীতে আধান চলাচল করতে পারে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ –
Ο ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο খ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο গ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο ঘ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
সঠিক উত্তর: (খ)
১৬৩. 40 ওয়াটের একটি বাল্ব কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Ο ক) 25 ঘন্টা
Ο খ) 10 ঘন্টা
Ο গ) 40 ঘন্টা
Ο ঘ) 2.5 ঘন্টা
সঠিক উত্তর: (ক)
১৬৪. ভোল্টমিটারের রিডিং কোনটি নির্দিশ করে?
Ο ক) বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য
Ο খ) বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান
Ο গ) বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক
Ο ঘ) বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যবর্তী রোধের মান
সঠিক উত্তর: (ক)
১৬৫. 1 B.O.T সমান কত?
Ο ক) 1kW
Ο খ) 1kWh
Ο গ) 1Wh
Ο ঘ) 1W
সঠিক উত্তর: (খ)
১৬৬. কোন ক্ষেত্রে সুইচ বন্ধ করলেও বৈদ্যুতিক সরঞ্জামটি জীবন্ত থাকে?
Ο ক) জীবন্ত তারের সাথে সংযোগ দিলে
Ο খ) নিরপেক্ষ তারের সাথে সংযোগ দিলে
Ο গ) যেকোনো তারের সাথে সংযোগ দিলে
Ο ঘ) ভূ-সংযোগ তারের সাথে সংযোগ দিলে
সঠিক উত্তর: (খ)
১৬৭. পরিবাহীর অভ্যন্তরে অণু-পরমাণুর সাথে কীসের সংঘর্ষ হয়?
Ο ক) চলন্ত প্রোটন
Ο খ) চলন্ত ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
১৬৮. অনুক্রমিক সন্নিবেশ কোনটির অপর নাম?
Ο ক) সমান্তরাল সন্নিবেশ
Ο খ) শ্রেণি সন্নিবেশ
Ο গ) উভয়ই
Ο ঘ) মিশ্র সন্নিবেশ
সঠিক উত্তর: (খ)
১৬৯. বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে –
i. শ্রেণি বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একটি মাত্র পথ থাকে
ii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একাধিক পথ থাকে
iii. সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ একটিমাত্র পথ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭০. কয়টি কারণে তড়িৎশক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১৭১. পরিবাহী তারদ্বয় কী দ্বারা অন্তরিত অবস্থায় থাকে?
Ο ক) লোহা
Ο খ) রূপা
Ο গ) রাবার
Ο ঘ) টিন
সঠিক উত্তর: (ঘ)
১৭২. দুটি একই উপাদানের তৈরি পরিবাহী তারের তাপমাত্রা একই। একটি মোটা অপরটি চিকন। এক্ষেত্রে –
i. মোটা তরের তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে
ii. মোটা তারের রোধ কম হবে
iii. চিকন তারের তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 5V হলে তার মধ্য দিয়ে কী পরিমাণ শক্তি রূপান্তরিত হবে?
Ο ক) 10 J
Ο খ) 5 J
Ο গ) .20 J
Ο ঘ) .25 J
সঠিক উত্তর: (খ)
১৭৪. পরিবাহীর রোধ কোনটির ওপর নির্ভরশীল নয়?
Ο ক) পরিবাহীর উপাদান
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য
Ο গ) পরিবাহীর আয়তন
Ο ঘ) পরিবাহীর অবস্থান
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দৈনন্দিন ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কিত তথ্যগুলো লক্ষ কর:
i. বৈদ্যুতিক পাখার ক্ষমতা সাধারণত 65-75W
ii. টেলিভিশনের ক্ষমতা সাধারণত 60-70W
iii. এনার্জি সেভিং বাল্বের ক্ষমতা সাধারণত 20-60W
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৬. নিচের কোন কারণে তড়িৎ শক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে?
Ο ক) পরিবাহীর রোধ বৃদ্ধি
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি
Ο গ) পরিবাহীর অতি উত্তপ্ত হওয়া
Ο ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর: (গ)
১৭৭. রোধের বিপরীত রাশি কী?
Ο ক) বিভবান্তর
Ο খ) পরিবাহকত্ব
Ο গ) পরিবাহিতা
Ο ঘ) তড়িৎ প্রবাহ
সঠিক উত্তর: (গ)
১৭৮. দুটি বাল্ব দিয়ে গৃহ বিদ্যুতায়নে সমান্তরাল বর্তনী অধিকতর সুবিধাজনক, কারণ –
i. তড়িৎ শক্তি খরচ কম হয়
ii. সমান উজ্জ্বলতার আলো পাওয়া যায়
iii. একটি নষ্ট হলেও অপরটি আলো দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৯. রোধের সন্নিবেশগুলো হলো –
i. সমান্তরাল সন্নিবেশ
ii. শ্রেণি সন্নিবেশ
iii. সরল সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. বৈদ্যুতিক ক্যাটলিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) লোহা
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (ঘ)
১৮১. শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s-এ 1C আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 1 ভোল্ট
Ο খ) 1 ওহম
Ο গ) 1 অ্যাম্পিয়ার
Ο ঘ) 1 ওহম মিটার
সঠিক উত্তর: (গ)
১৮২. কোন বর্তনীতে তিনটি সমান ক্ষমতাবিশিষ্ট বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলে, এদের থেকে আলো পাওয়ার ব্যাপারে কোনটি সঠিক?
Ο ক) প্রথম ও তৃতীয় বাল্ব সমান আলো দেবে
Ο খ) বাল্বগুলোর আলো বিভিন্ন হবে
Ο গ) শুধু প্রথম বাল্বই জ্বলবে
Ο ঘ) তিনটি বাল্বই সমান আলো দেবে
সঠিক উত্তর: (খ)
১৮৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. রূপা তামার চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
ii. টাংস্টেন রূপার চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
iii. তামা টাংস্টেনের চেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৪. প্রচলিত ধারণা অনুযায়ী ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) নিম্ন বিভবের দিকে
Ο খ) উচ্চ বিভবের দিকে
Ο গ) যেকোনো দিকে
Ο ঘ) কোনোদিকেই না
সঠিক উত্তর: (ক)
১৮৫. এক ওয়াট-ঘন্টার সমান কত জুল?
Ο ক) 3500 জুল
Ο খ) 3000 জুল
Ο গ) 3600 জুল
Ο ঘ) 3200 জুল
সঠিক উত্তর: (গ)
১৮৬. অ্যামিটার –
i. বর্তনীতে শ্রেণিতে সংযোগে যুক্ত থাকে
ii. স্বল্প রোধ বিশিষ্ট
iii. এর রোধের জন্য বর্তনীর প্রবাহের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. সঠিক সমীকরণ কোনটি?
Ο ক) G=σ(A/L)
Ο খ) σ=1/R
Ο গ) G=1/σ
Ο ঘ) σ=G(L/A)
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরিত অংশ কেমন থাকা ভাল?
Ο ক) ভেজা
Ο খ) শুষ্ক
Ο গ) আর্দ্র
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৮৯. কোন নির্দিষ্ট পরিবাহকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর রোধ –
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) এক-চতুর্থাংশ হবে
Ο ঘ) চারগুণ হবে
সঠিক উত্তর: (ক)
১৯০. 3 ও’মের তিনটি রোধ পরস্পর সমান্তরাল সংযুক্ত করলে তুল্যরোধ কত হবে?
Ο ক) 1 ওহম
Ο খ) 1/3 ওহম
Ο গ) 6 ওহম
Ο ঘ) 7 ওহম
সঠিক উত্তর: (ক)
১৯১. প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো –
i. ঋণাত্মক আধানের প্রবাহ
ii. ধনাত্মক আধানের প্রবাহ
iii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯২. নিরাপদে বিদ্যুৎ ব্যবহারের জন্য মনে রাখতে হবে –
i. বর্তনীতে নির্দিষ্ট মানের অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে সার্কিট ব্রেকার তা বন্ধ করে
ii. স্বল্পদৈর্ঘ্যের চিকন তার দ্বারা ফিউজ তৈরি হয়
iii. ফিউজ পুড়ে গেলে বৈদ্যুতিক সরঞ্জাম তড়িতাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৩. রোধক কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৯৪. ফিউজ এর জন্য –
i. এটি কমপক্ষে দুটি তার প্রয়োজন
ii. এটি জীবন্ত তারে সংযোগ দেওয়া হয়
iii. এটি একটি নিরাপত্তামূলক কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. গ্যালভানোমিটারের সাহায্যে কী নির্ণয় করা হয়?
Ο ক) আধানের অস্তিত্ব
Ο খ) তাপের অস্তিত্ব
Ο গ) তড়িৎ প্রবাহের অস্তিত্ব
Ο ঘ) চাপের অস্তিত্ব
সঠিক উত্তর: (গ)
১৯৬. তড়িৎ প্রবাহকে কি দ্বারা সূচিত করা হয়?
Ο ক) C
Ο খ) P
Ο গ) I
Ο ঘ) D
সঠিক উত্তর: (গ)
১৯৭. গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইলেকট্রন কোথায় পৌঁছায়?
Ο ক) ঋণাত্মক আধানে
Ο খ) ধনাত্মক আধানে
Ο গ) উভয়ই
Ο ঘ) স্থির থাকে
সঠিক উত্তর: (খ)
১৯৮. পরিবাহীর রোধ ও দৈর্ঘ্য পরস্পর –
Ο ক) সমানুপাতিক
Ο খ) ব্যস্তানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (ক)
১৯৯. তড়িৎপ্রবাহের দিক নির্দেশের ক্ষেত্রে –
i. দুটি মতবাদ প্রচলিত আছে
ii. সনাতন মতবাদে তড়িৎপ্রবাহের জন্য ধনাত্মক আধানের প্রবাহকে বিবেচনা করা হয়
iii. আধুনিক মতবাদে তড়িৎপ্রবাহের জন্য ঋণাত্মক আধানের প্রবাহকে বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. কোনটি দ্বারা অ্যাম্পিয়ার বুঝায়?
Ο ক) Cs-1
Ο খ) C-1S
Ο গ) C-1s-1
Ο ঘ) C
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics