এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. কোন বর্তনীতে নির্দিষ্ট মানের অধিক তড়িৎ প্রবাহিত হলে, বর্তনীর তড়িৎ সরবরাহ বন্ধ করে দেয় কোনটি?
Ο ক) সার্কিট ব্রেকার
Ο খ) বৈদ্যুতিক মিটার
Ο গ) সুইচ
Ο ঘ) ভূ-সংযোগ তার
 সঠিক উত্তর: (ক)

 ১০২. তড়িৎ বর্তনী –
i. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ
ii. একাধিক বর্তনী উপাদানের সমন্বয়ে গঠিত
iii. কোষের পাত দুটিকে রোধকের দুই প্রান্তে যুক্ত করে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. তাপমাত্রা বাড়লে নিচের কোন পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) সিলিকন
Ο ঘ) অ্যালুমিনিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10C আধান প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহ 5A হলে প্রবাহের সময় –
i. 10s
ii. 50s
iii. 2s
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য নিচের কোন তড়িৎ যন্ত্রটি ব্যবহৃত হয়?
Ο ক) পটেনশিওমিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) অ্যামিটার
Ο ঘ) গ্যালভানোমিটার
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. কোন ধাতব পাতকে কিভাবে সহজেই অনাহিত করা যাবে?
Ο ক) বিভব বৃদ্ধি করে
Ο খ) আধানের পরিমাণ হ্রাস করে
Ο গ) হাত দ্বারা স্পর্শ করে
Ο ঘ) ব্যাটারির সাথে সংযোগ দিয়ে
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. পিক আওয়ারে কোনটির ব্যবহার ঝুকিপূর্ণ নয়?
Ο ক) ফ্রিজ
Ο খ) ইস্ত্রি
Ο গ) মোটর
Ο ঘ) পাখা
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. কোনটি রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে?
Ο ক) তড়িৎ কোষ
Ο খ) জেনারেটর
Ο গ) উভয়ই
Ο ঘ) মোটর
 সঠিক উত্তর: (ক)

 ১০৯. পরিবাহিকতা সম্পর্কে প্রযোজ্য –
i. তাপমাত্রা বাড়ালে সিলিকনের রোধ হ্রাস পায়
ii. তাপমাত্রা বাড়ালে রূপার পরিবাহিকতা বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা বাড়ালে কার্বনের রোধ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১০. তাপমাত্রা স্থির থাকলে R রোধবিশিষ্ট কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ (I) ও বিভব পার্থক্য (V) –এর সম্পর্ক কী হবে?
Ο ক) V = R/I
Ο খ) V = RI
Ο গ) VI = R
Ο ঘ) VR = I
 সঠিক উত্তর: (খ)

 ১১১. বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য কমপক্ষে কয়টি তার দরকার?
Ο ক) চারটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) একটি
 সঠিক উত্তর: (গ)

 ১১২. লোডসেডিং কোথা থেকে হয়?
Ο ক) উৎপাদন কেন্দ্র
Ο খ) জাতীয় গ্রীড
Ο গ) উপকেন্দ্র
Ο ঘ) বাসাবাড়িতে
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. পরিবাহকের দু প্রান্তের বিভবান্তর বজায় রাখার জন্য অনবরত কিসের যোগান দেওয়া প্রয়োজন?
Ο ক) বিভবের
Ο খ) আধানের
Ο গ) ইলেক্ট্রনের
Ο ঘ) শক্তির
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. জীবন্ত তার ও নিরপেক্ষ তার একত্রিত হলে কী ঘটে?
Ο ক) তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়
Ο খ) তড়িৎ প্রবাহ কমে যায়
Ο গ) অতি উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়
Ο ঘ) কিছুই হয় না
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলে কী হয়?
Ο ক) বিভবান্তর শূন্য হয়
Ο খ) ভর বৃদ্ধি পায়
Ο গ) কাজ হয়
Ο ঘ) কাজ হয় না
 সঠিক উত্তর: (গ)

 ১১৬. সমান্তরাল বর্তনীতে প্রত্যেক সমান্তরাল শাখায় প্রবাহিত স্বতন্ত্র তড়িৎ প্রবাহসমূহের যোগফল বর্তনীর মূল প্রবাহের –
Ο ক) অর্ধেক
Ο খ) এক-তৃতীয়াংশ
Ο গ) সমান
Ο ঘ) দ্বিগুণ
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান কোন এককে তড়িৎ শক্তির পরিমাপ করে থাকে?
Ο ক) ওয়াট-ঘন্টা
Ο খ) কিলোওয়াট-ঘন্টা
Ο গ) জুল
Ο ঘ) ওয়াট
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. বৈশিষ্ট্যের বিচারে –
i. কুপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না
ii. অপরিবাহী পদার্থ অর্ধপরিবাহীর চেয়ে কম বিদ্যুৎ পরিবহন করে
iii. অর্ধপরিবাহী পদার্থ অন্য পদার্থগুলোর তুলনায় সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. ব্যাটারি হলো –
i. শুষ্ক কোষ
ii. একটি তড়িৎ কোষ
iii. একাধিক কোষের সমবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২০. পরিবাহীর রোধ শুধুমাত্র এর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে যখন –
i. একই উপাদান থাকে
ii. তাপমাত্রা স্থির থাকে
iii. চাপ স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২১. কীসের ভিত্তি করে কঠিন পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) আকার
Ο খ) আয়তন
Ο গ) পরিবাহিতা
Ο ঘ) ওজন
 সঠিক উত্তর: (গ)

 ১২২. বর্তনীতে সুইচ ব্যবহারের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সুইচ বৈদ্যুতিক বর্তনীকে সম্পূর্ণ ও বিচ্ছিন্ন করে
ii. জীবন্ত তারে সুইচ সংযোগ দেওয়া হয়
iii. সুইচকে নিরপেক্ষ তারে সংযোগ দিলে, শকের ঝুঁকি কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. রোধকের প্রকারভেদগুলো হলো –
i. স্থির রোধক
ii. পরিবর্তনশীল রোধক
iii. আপেক্ষিক রোধক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হলে কী ঘটবে?
Ο ক) ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি পাবে
Ο খ) ইলেকট্রন প্রবাহ হ্রাস পাবে
Ο গ) ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে
Ο ঘ) প্রোটন প্রবাহ হ্রাস পাবে
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ভূ-সংযোগ তার নিম্নরোধ বিশিষ্ট
ii. নিরপেক্ষ তারের বিভব শূন্য
iii. থ্রি-পিন প্লাগে ফিউজ ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. বিভব পার্থক্য (V) বনাম তড়িৎ প্রবাহ (I) লেখচিত্র কেমন হয়?
Ο ক) বক্ররেখা
Ο খ) সরলরেখা
Ο গ) বৃত্তাকার
Ο ঘ) অধিবৃত্ত
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. সুবিধামত ভেজাল মিশিয়ে পরিবাহিতা বৃদ্ধি করা যায় কোন পদার্থের?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অন্তরক
Ο ঘ) অর্ধপরিবাহী
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. রিওস্টেট কোনটিকে বলা হয়?
Ο ক) স্থির রোধক
Ο খ) পরিবর্তী রোধক
Ο গ) আপেক্ষিক রোধক
Ο ঘ) সবগুলোই
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. রোধকের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. রোধের SI একক ও’ম
ii. নির্দিষ্ট মানের রোধবিশিষ্ট পরিবাহীই রোধক
iii. রোধক তিন প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. অ্যামিটার বর্তনীতে কীভাবে সংযুক্ত থাকে?
Ο ক) শ্রেণিতে
Ο খ) সমান্তরালে
Ο গ) মিশ্রভাবে
Ο ঘ) যেকোনো ভাবে
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. একটি পরিবাহীর রোধ 20 ওহম এবং প্রবাহমাত্রা 0.5 অ্যাম্পিয়ার হলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 40 Volt
Ο খ) 30 Volt
Ο গ) 20 Volt
Ο ঘ) 10 Volt
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হলে রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
Ο ক) এক চতুর্থাংশ
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) চারগুণ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. এনার্জি সেভিং বাল্বের ক্ষমতা সাধারণত কত হয়ে থাকে?
Ο ক) 1-10W
Ο খ) 11-30W
Ο গ) 31-50W
Ο ঘ) 51-80W
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. কোন বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা থাকলে বুঝতে হবে -
i. বাতিটি 220V বিভব পার্থক্য সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলবে
ii. প্রতি সেকেন্ডে 100J তড়িৎ শক্তি ব্যয় হবে
iii. বাতির ভিতর দিয়ে 0.46A তড়িৎ প্রবাহ চলবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. প্রবাহিত আধানের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. আধানের প্রবাহ বৃদ্ধি পেলে তড়িৎপ্রবাহ বৃদ্ধি পায়
ii. প্রবাহিত আধান ও তড়িৎপ্রবাহ ব্যস্তানুপাতিক
iii. প্রবাহিত আধান ও তড়িৎ প্রবাহ সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. ড্রাইসেলে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় –
i. তাপ শক্তিতে
ii. আলোক শক্তিতে
iii. চুম্বক শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. কোষের তড়িচ্চালক শক্তি কোষসহ বর্তনীর বিভিন্ন অংশে যেসব বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাদের –
i. যোগফলের সমান
ii. সমষ্টি এর সমান
iii. গুণফলের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. রোধ নির্ধারণ করে –
i. তড়িৎপ্রবাহ কতটুকু বাধাগ্রস্ত হবে
ii. কতটুকু তড়িচ্চালক শক্তি উৎপন্ন হবে
iii. কতটুকু তড়িৎ প্রবাহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. নির্দিষ্ট মানের রোধই স্থির রোধক
ii. পরিবর্তী রোধকের মান পরিবর্তন হয় না
iii. স্থির রোধকের অপর নাম রিওস্টেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. বাসা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক উপকরণ মেইন লাইনে কীভাবে যুক্ত থাকে?
Ο ক) সমান্তরালে
Ο খ) শ্রেণিতে
Ο গ) মিশ্রভাবে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক) 

 ১৪১. “তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎপ্রবাহ চলে, তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।” এটি কার সূত্র?
Ο ক) ল্যাপ্লাসের
Ο খ) কুলম্বের
Ο গ) ও’মের
Ο ঘ) রনজেনের
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. সবগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে –
Ο ক) সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে
Ο খ) জাতীয় গ্রীডে যোগ হয়
Ο গ) বিদ্যুৎ উপকেন্দ্র পৌঁছে
Ο ঘ) ভারী শিল্পে পৌঁছে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. শ্রেণি সন্নিবেশে সংযুক্ত তুল্যরোধের মান –
i. আলাদা প্রত্যেকটি রোধের মানের চেয়ে বড়
ii. আলাদা প্রত্যেকটি রোধের মানের চেয়ে ছোট
iii. আলাদা প্রত্যেকটি রোধের মানের সমষ্টির সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৪. স্থির তড়িৎ আধান চলাচলের জন্য পরিবহন পথের ব্যবস্থা করা হলে কিসের উদ্ভব হয়?
Ο ক) তড়িৎ তীব্রতা
Ο খ) তড়িৎ প্রাবল্যতা
Ο গ) তড়িৎ প্রবাহ
Ο ঘ) তড়িৎ বিভব
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. গ্যালভানোমিটারের বিক্ষেপ তড়িৎ প্রবাহের সৃষ্টি নির্দেশ করে
ii. গতিশীল আধান কর্তৃক চল তড়িৎ উৎপন্ন হয়
iii. গ্যালভানোমিটারের কাঁটা ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হয়ে পরক্ষণেই পূর্বের অবস্থায় ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. V বনাম I লেখচিত্রটি –
i. একটি সরলরেখা
ii. বক্ররেখা
iii. মূল বিন্দুগামী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. 1C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কৃতকাজকে কী বলে?
Ο ক) তড়িৎক্ষেত্র
Ο খ) তড়িৎপ্রবাহ
Ο গ) তড়িৎপ্রাবল্য
Ο ঘ) তড়িচ্চালক শক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. কোনো ধাতব পাতকে হাত দ্বারা স্পর্শ করলে তা –
i. আহিত হবে
ii. আধান শূন্য হবে
iii. অনাহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. একটি বাল্বের সাথে 100W-220V লেখা আছে এর অর্থ –
i. বাল্বটির রোধ 220W
ii. বাল্বটিতে প্রতি সেকেন্ডে 100J বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়
iii. বাল্বটিতে 0.455A বিদ্যুৎ প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সার্কিট ব্রেকার
Ο খ) ফিউজ
Ο গ) সুইচ
Ο ঘ) ভূ-সংযোগ তার
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post