এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটি?
Ο ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο খ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο গ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο ঘ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
 সঠিক উত্তর: (খ)

 ৫২. 1 kW সমান কত?
Ο ক) 10-3 W
Ο খ) 103 W
Ο গ) 10-6 W
Ο ঘ) 106 W
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. ব্যয়িত শক্তি তথা রূপান্তরিত মোট শক্তির ক্ষেত্রে –
i. W = VIt
ii. W = I2Rt
iii. W = (V2/R)t
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. পরিবাহিতার ওপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. তড়িৎ শক্তির ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক?
Ο ক) W = V/It
Ο খ) W = I2Rt
Ο গ) W = I2/Rt
Ο ঘ) W = V2R/t
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. কোন পরিবাহীর রোধ নির্ভর করে –
i. পরিবাহকের দৈর্ঘ্যের উপর
ii. পরিবাহকের উপাদানের উপর
iii. পরিবাহকের তাপমাত্রার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ‘+’ কিসের প্রতীক?
Ο ক) সংযোগবিহীন তার
Ο খ) ফিউজ
Ο গ) আড়াআড়ি তার
Ο ঘ) ভূ-সংযোগ
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয় –
i. ভোল্টমিটার
ii. অ্যামিটার
iii. জেনারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. পরিবাহকত্বের মান নির্ভর করে –
i. তাপমাত্রার উপর
ii. দৈর্ঘ্যের উপর
iii. উপাদানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালনের ফলে তড়িৎ প্রবাহের মান –
Ο ক) বাড়ে
Ο খ) স্থির থাকে
Ο গ) কমে
Ο ঘ) শূন্য হয়
 সঠিক উত্তর: (গ)

 ৬১. পরিবাহী পদার্থ –
i. তড়িৎ সহজে প্রবাহিত হয়
ii. প্রচুর মুক্ত প্রোটন থাকে
iii. প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬২. 1MW সমান কত?
Ο ক) 103 W
Ο খ) 106 W
Ο গ) 10-3 W
Ο ঘ) 10-6 W
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. তড়িৎ শক্তির ক্ষেত্রে –
i. 1 kWh = 3.6x106J
ii. W = Pt WH
iii. W = 12Rt/1000
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. কোনটি বৈদ্যুতিক বর্তনীকে সম্পূর্ণ অথবা বিচ্ছিন্ন করে?
Ο ক) সুইচ
Ο খ) ফিউজ
Ο গ) রিওস্ট্যাট
Ο ঘ) ভূ-সংযোগ তার
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. পরিবাহকত্ব কোনটির বিপরীত রাশি?
Ο ক) বিভবান্তর
Ο খ) পরিবাহিতা
Ο গ) রোধ
Ο ঘ) আপেক্ষিক রোধ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. রূপার রোধকত্ব তামার চেয়ে কম
ii. নাইক্রোমের রোধকত্ব টাংস্টেনের চেয়ে বেশি
iii. তামার রোধকত্ব টাংস্টেনের চেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. ড্রাইসেল দিয়ে টর্চ লাইট জ্বালালে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় –
i. তাপশক্তিতে
ii. রাসায়নিক শক্তিতে
iii. আলোক শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. স্ক্রু ড্রাইভার ও প্লায়াস এর হাতল কী দ্বারা মোড়ানো থাকে?
Ο ক) রাবার
Ο খ) কাঁচ
Ο গ) প্লাস্টিক
Ο ঘ) সিলিকন
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. নাইক্রোম তারের আপেক্ষিক রোধ তামার তারের আপেক্ষিক রোধের কত গুণ?
Ο ক) 40 গুণ
Ο খ) 50 গুণ
Ο গ) 60 গুণ
Ο ঘ) 70 গুণ
 সঠিক উত্তর: (গ)

 ৭০. টর্চ লাইটে একাধিক ব্যাটারিকে কীভাবে সংযুক্ত করা হয়?
Ο ক) শ্রেণিবদ্ধভাবে
Ο খ) সমান্তরালে
Ο গ) উভয়ই
Ο ঘ) বিপরীতভাবে
 সঠিক উত্তর: (ক)

 ৭১. তড়িৎ প্রবাহের প্রচলিত দিক –
i. উচ্চ বিভব থেকে নিম্ন বিভব
ii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভব
iii. ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭২. বর্তনীতে ব্যবহৃত রোধক কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. বৈদ্যুতিক কেটলিতে পানি দ্রুত গরম করার জন্য কোন তার ব্যবহার করা হয়?
Ο ক) তামা
Ο খ) সোনা
Ο গ) নাইক্রোম
Ο ঘ) রূপা
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. গ্যালভানোমিটারের বিক্ষেপ কী নির্দেশ করে?
Ο ক) তড়িৎ বিভব
Ο খ) তড়িৎ তীব্রতা
Ο গ) তড়িৎক্ষেত্র
Ο ঘ) তড়িৎ প্রবাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. এক কিলোওয়াট-ঘন্টা কত জুল তড়িৎ শক্তির সমান?
Ο ক) 3600J
Ο খ) 3x106J
Ο গ) 3.6x105J
Ο ঘ) 3.6x106J
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না?
Ο ক) পরিবাহী
Ο খ) অন্তরক
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) তামা
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) কুপরিবাহী
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. অর্ধপরিবাহীর ক্ষেত্রে –
i. পরিবাহকত্ব অপরিবাহী ও পরিবাহী পদার্থের মাঝামাঝি
ii. প্লায়ার তারের হাতল হিসেবে ব্যবহৃত হয়
iii. তড়িৎ পরিবাহকত্ব বাড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. স্টেপ আপ ট্রান্সফর্মারের সাহায্যে কী করা হয়?
Ο ক) উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করা যায়
Ο খ) নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা হয়
Ο গ) বিদ্যুৎ সঞ্চয় করে রাখা হয়
Ο ঘ) বিদ্যুৎ উৎপাদন করা হয়
 সঠিক উত্তর: (খ)

 ৮০. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের রোধ R, দৈর্ঘ্য L এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হলে পরিবাহকের আপেক্ষিক রোধ ρ = ?
Ο ক) ρ = AL/R
Ο খ) ρ = R/AL
Ο গ) ρ = RA/L
Ο ঘ) ρ = RL/A
 সঠিক উত্তর: (গ)

 ৮১. নিচে কতিপয় পরিবাহীর রোধকত্ব দেওয়া হলো –
i. তামার রোধকত্ব 1.7x10-8Wm
ii. টাংস্টেনের রোধকত্ব 5.5x10-8Wm
iii. নাইক্রোমের রোধকত্ব 100x10-8Wm
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. টাংস্টেন তড়িৎ শক্তিকে খুব সহজে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে কারণ –
i. ইহার উচ্চ রোধকত্ব
ii. ইহার উচ্চ গলনাংক
iii. ইহার উচ্চ পরিবাহকত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. কোন বর্তনীতে সবগুলি তড়িৎ উপকরণের এক প্রান্ত সাধারণ বিন্দুতে থাকে?
Ο ক) সিরিজ বর্তনী
Ο খ) সমান্তরাল বর্তনী
Ο গ) উভয়ই
Ο ঘ) মিশ্র বর্তনী
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. 1 কুলম্ব ধনাত্মক আধান বর্তনীর দুই বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত হবার ফলে, 1 জুল তড়িৎ শক্তি রূপান্তরিত হলে বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 1V
Ο খ) 2V
Ο গ) .1V
Ο ঘ) .25V
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. পরিবাহীর দুই প্রান্তের মধ্যে কোনটি থাকলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) বিভব পার্থক্য
Ο গ) বিভব
Ο ঘ) তড়িৎ প্রাবল্য
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. আধান প্রবাহ স্থির রেখে সময় বৃদ্ধি করলে তড়িৎপ্রবাহের কী ঘটবে?
Ο ক) বৃদ্ধি পাবে
Ο খ) হ্রাস পাবে
Ο গ) স্থির থাকবে
Ο ঘ) বন্ধ হবে
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. B.O.T নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
Ο ক) Board of trade unit
Ο খ) Board of operating tax
Ο গ) Bill of trade
Ο ঘ) British opportuntiy of trade
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. পিক আওয়ারে ব্যবহার না করা ভালো – i. ফ্রিজ ii. হিটার iii. ইস্ত্রি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শর্ট সার্কিট সৃষ্টির ফলে তড়িৎ প্রবাহ ঘটে
ii. ওপেন সার্কিটে তড়িৎ প্রবাহ ঘটে না
iii. দুটি তার একত্রিত করে রাবার দ্বারা আবৃত করে কেবল তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
Ο ক) প্রোটনের প্রবাহ
Ο খ) নিউট্রনের প্রবাহ
Ο গ) ইলেকট্রনের প্রবাহ
Ο ঘ) তাপের প্রবাহ
 সঠিক উত্তর: (গ)

 ৯১. দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট হলে –
i. 1 কুলম্ব আধান প্রবাহের ফলে 1 জুল শক্তি রূপান্তরিত হয়
ii. 5 কুলম্ব আধান প্রবাহের ফলে 10 জুল শক্তি রূপান্তরিত হয়
iii. 15 কুলম্ব আধান প্রবাহের ফলে 15 জুল শক্তি রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. উৎপাদনের পর বিদ্যুৎ কোথায় পাঠানো হয়?
Ο ক) গ্রাহকের কাছে
Ο খ) বিদ্যুৎ কেন্দ্রেই থাকে
Ο গ) সাবস্টেশনে
Ο ঘ) শিল্প কারখানায়
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. R রোধবিশিষ্ট কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদকে দ্বিগুণ করলে পরিবর্তিত রোধের মান হবে –
Ο ক) 2R
Ο খ) 4R
Ο গ) R/2
Ο ঘ) R/4
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. কোষ ও জেনারেটরে কী রয়েছে?
Ο ক) তড়িৎ প্রাবল্য
Ο খ) তড়িচ্চালক শক্তি
Ο গ) তড়িৎ ক্ষমতা
Ο ঘ) সবগুলোই
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. বর্তনীতে প্রবাহিত তড়িতের মান নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) তাপমাত্রা
Ο খ) চাপ
Ο গ) রোধক
Ο ঘ) অ্যামিটার
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ভোল্টেজ উৎসের সংযোগকারী তার দুটিকে বলা হয় –
i. জীবন্ত তার
ii. ঋণাত্মক তার
iii. নিরপেক্ষ তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহের মধ্যে সম্পর্ক হলো –
i. ব্যস্তানুপাতিক
ii. সমানুপাতিক
iii. একটি মান বাড়লে অপরটির মান কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত পাত দুটি কীসের সাথে সংযোগ দেওয়া হয়?
Ο ক) অ্যামিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) গ্যালভানোমিটার
Ο ঘ) মাল্টিমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. পরিবাহীর ভিতর দিযে চলার সময় ইলেকট্রনের বাধা পাওয়ার ধর্মকে কী বলে?
Ο ক) প্রাবল্য
Ο খ) রোধ
Ο গ) বিভব
Ο ঘ) ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

 ১০০. সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রত্যেক তড়িৎ উপকরণ –
i. সমান ভোল্টেজ সরবরাহ করে
ii. সমান প্রবাহ গ্রহণ করে
iii. ভিন্ন ভিন্ন প্রবাহ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post