ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কোন বিন্দুর বিভব ধনাত্মক হলে-
i. ধনাত্মক আধান ঐ বিন্দুর দিকে আসলে শক্তি লাভ করে
ii. ঐ বিন্দুর দিকে ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হয়
iii. ধনাত্মক ও ঐ বিন্দুর মধ্যে বিকর্ষন বল কাজ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. অন্তরক পদার্থ নিচের কোনটি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) কাচ
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
৪০৩. বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?
Ο ক) রড
Ο খ) বজ্র নিরোধক দন্ড
Ο গ) সিমেন্ট
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪০৪. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড কী আধানে আহিত হয়?
Ο ক) ধানাত্মক
Ο খ) ঋনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
সঠিক উত্তর: (খ)
৪০৫. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) নিউট্রাল
সঠিক উত্তর: (খ)
৪০৬. নিচের সূত্রগুলো লক্ষ্য করো: i. V=JC-1 ii. J=VC iii. V=J/C নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. একই পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা-
Ο ক) বিভিন্ন
Ο খ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
Ο গ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. তড়িৎ বিভবের একক কী?
Ο ক) JC-1
Ο খ) CJ-1
Ο গ) NC-1
Ο ঘ) JC
সঠিক উত্তর: (ক)
৪০৯. তাপীয়ভাবে সংযুক্ত দুটি বস্তুর তাপের প্রবাহ নির্ভর করে-
i. বস্তুর ভর
ii. তাপের পরিমাণ
iii. তাপমাত্রার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪১০. q1=q2=1c ও d=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F এর মান কত?
Ο ক) 9×109N
Ο খ) 1N
Ο গ) 100N
Ο ঘ) 200N
সঠিক উত্তর: (ক)
৪১১. দুটি আধানের গুণফল তিনগুণ হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) এক-তৃতীয়াংশ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) দ্বিগুণ হবে
Ο ঘ) তিনগুণ হবে
সঠিক উত্তর: (ঘ)
৪১২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. কাচদন্ড ও সিল্কের ঘর্ষণে কাচদন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. সিল্কে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. ইবোনাইট দন্ড ও ফ্লানেলের ঘর্ষণে ইবোনাইট দন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১৩. সরল ধারক তৈরির ক্ষেত্রে দুটি অন্তরিত ধাতব পাতকে রাখা হয় পরস্পরের-
i. লম্বভাবে
ii. সমান্তরালভাবে
iii. তীর্যকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৪. বিদ্যুৎচমকের সময় বায়ুমন্ডলের কী ঘটে?
Ο ক) সংকুচিত হয়
Ο খ) প্রসারিত হয়
Ο গ) শীতল হয়
Ο ঘ) গরম হয়
সঠিক উত্তর: (খ)
৪১৫. সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
i. দূরত্ব অর্ধেক
ii. দূরত্ব দ্বিগুণ
iii. আধান দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪১৬. বজ্রপাতের সময়-
i. দুটি তড়িতাহিত মেঘ কাছাকাছি এলে বিরাট অগ্নিস্ফলিংগ হয়
ii. সৃষ্ট তড়িৎ তড়িৎক্ষরনের মাধ্যমে পৃথিবীতে চলে আসে
iii. বজ্রনাদে প্রচন্ড শব্দ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৭. ঋণাত্মক ভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে-
i. বস্তুটি নিস্তরিত হয়
ii. বস্তু হতে ইলেকট্রন ভূমিতে চলে আসে
iii. ভূমি হতে ইলেক্ট্রন বস্তুতে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৮. সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1m দূরত্বে থেকে পরস্পর পরস্পরের উপর যদি 9109N বলে বিকর্ষণ করে তবে আধান দুটির প্রত্যেকের আধানের পরিমাণ কত?
Ο ক) 1 কুলম্ব
Ο খ) 9´109 কুলম্ব
Ο গ) শূন্য
Ο ঘ) 2 কুলম্ব
সঠিক উত্তর: (ক)
৪১৯. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?
Ο ক) কুলম্ব
Ο খ) ভোল্ট
Ο গ) ওহম
Ο ঘ) নিউটন/কুলম্ব
সঠিক উত্তর: (ঘ)
৪২০. আমরা কাপড় পাল্টানোর সময় বৈদ্যুতিক শক্ অনুভব করি কেন?
Ο ক) পরিধেয় কাপড় তড়িৎ সুপরিবাহক বলে
Ο খ) পরিধেয় কাপড় অন্তরক বলে
Ο গ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় অনাহিত হয় বলে
Ο ঘ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় আহিত হয় বলে
সঠিক উত্তর: (ঘ)
৪২১. স্প্রে গান থেকে কোনটি নির্গত হয়?
Ο ক) নিরপেক্ষ কণা
Ο খ) আহিত কণা
Ο গ) অনাহিত কণা
Ο ঘ) চার্জহীন কণা
সঠিক উত্তর: (খ)
৪২২. ফটোকপিয়ারে থাকে-
i. ঘূর্ণায়মান ড্রাম
ii. কার্বনের পাউডার বালি
iii. হালকা সোনার দণ্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২৩. নিরপেক্ষ স্থানকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) Ο
Ο খ) Φ
Ο গ) χ
Ο ঘ) ≠
সঠিক উত্তর: (গ)
৪২৪. পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কত ধরনের কণা থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৪২৫. কোন দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হল এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) এক চতুর্থাংশ হবে
Ο গ) চারগুণ হবে
Ο ঘ) অর্ধেক হবে
সঠিক উত্তর: (খ)
৪২৬. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তনের ক্ষেত্রে এদের মধ্যবর্তী বলের মান-
i. দূরত্ব বৃদ্ধিতে হ্রাস পাবে
ii. দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পাবে
iii. অর্ধেক দূরত্বের জন্য চারগুণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৭. টোনার কী?
Ο ক) তরল কালি
Ο খ) কালির টুকরা
Ο গ) পাউডার কালি
Ο ঘ) কালির বক্স
সঠিক উত্তর: (গ)
৪২৮. নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
i. F=Cq1q2/d
ii. C=Fq1q2/d2
iii. C=Fd/q1q2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২৯. একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?
Ο ক) 3600
Ο খ) 2700
Ο গ) 1800
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. দুটি সমান ও বিপরীত জাতীয় আধানের ক্ষেত্রে বলরেখার কী ঘটবে?
Ο ক) ঋণাত্মক আধান থেকে বের হয়
Ο খ) ধনাত্মক আধান থেকে বের হয়
Ο গ) দূরে সরে যায়
Ο ঘ) ধনাত্মক আধানে প্রবেশ করে
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড়ো নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: ক্ষুদে বিজ্ঞানী ফারজানা ময়লাযুক্ত একটি প্লাস্টিকের স্কেলকে কাপড় দিয়ে পরিষ্কার করে টেবিলের উপর রাখলে। ঘরের দেওয়াল স্কেলের কাছাকাছি থাকায় স্কেলটি দেওয়ালের সাথে লেগে গেল। সে খুবই বিস্মিত হল।
৪৩১. প্লাস্টিকের স্কেলটি কী ধরনের চার্জে চার্জিত হয়েছে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৪৩২. স্কেল ও দেয়ালের মধ্যে সংঘটিত প্রক্রিয়াটি কী?
Ο ক) তড়িৎবীক্ষণ
Ο খ) তড়িৎক্ষরণ
Ο গ) তড়িৎ আবেশ
Ο ঘ) নিস্তরিতকরণ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কোন বিন্দুর বিভব ধনাত্মক হলে-
i. ধনাত্মক আধান ঐ বিন্দুর দিকে আসলে শক্তি লাভ করে
ii. ঐ বিন্দুর দিকে ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হয়
iii. ধনাত্মক ও ঐ বিন্দুর মধ্যে বিকর্ষন বল কাজ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. অন্তরক পদার্থ নিচের কোনটি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) কাচ
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
৪০৩. বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?
Ο ক) রড
Ο খ) বজ্র নিরোধক দন্ড
Ο গ) সিমেন্ট
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪০৪. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড কী আধানে আহিত হয়?
Ο ক) ধানাত্মক
Ο খ) ঋনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
সঠিক উত্তর: (খ)
৪০৫. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) নিউট্রাল
সঠিক উত্তর: (খ)
৪০৬. নিচের সূত্রগুলো লক্ষ্য করো: i. V=JC-1 ii. J=VC iii. V=J/C নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. একই পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা-
Ο ক) বিভিন্ন
Ο খ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
Ο গ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. তড়িৎ বিভবের একক কী?
Ο ক) JC-1
Ο খ) CJ-1
Ο গ) NC-1
Ο ঘ) JC
সঠিক উত্তর: (ক)
৪০৯. তাপীয়ভাবে সংযুক্ত দুটি বস্তুর তাপের প্রবাহ নির্ভর করে-
i. বস্তুর ভর
ii. তাপের পরিমাণ
iii. তাপমাত্রার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪১০. q1=q2=1c ও d=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F এর মান কত?
Ο ক) 9×109N
Ο খ) 1N
Ο গ) 100N
Ο ঘ) 200N
সঠিক উত্তর: (ক)
৪১১. দুটি আধানের গুণফল তিনগুণ হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) এক-তৃতীয়াংশ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) দ্বিগুণ হবে
Ο ঘ) তিনগুণ হবে
সঠিক উত্তর: (ঘ)
৪১২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. কাচদন্ড ও সিল্কের ঘর্ষণে কাচদন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. সিল্কে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. ইবোনাইট দন্ড ও ফ্লানেলের ঘর্ষণে ইবোনাইট দন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১৩. সরল ধারক তৈরির ক্ষেত্রে দুটি অন্তরিত ধাতব পাতকে রাখা হয় পরস্পরের-
i. লম্বভাবে
ii. সমান্তরালভাবে
iii. তীর্যকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৪. বিদ্যুৎচমকের সময় বায়ুমন্ডলের কী ঘটে?
Ο ক) সংকুচিত হয়
Ο খ) প্রসারিত হয়
Ο গ) শীতল হয়
Ο ঘ) গরম হয়
সঠিক উত্তর: (খ)
৪১৫. সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
i. দূরত্ব অর্ধেক
ii. দূরত্ব দ্বিগুণ
iii. আধান দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪১৬. বজ্রপাতের সময়-
i. দুটি তড়িতাহিত মেঘ কাছাকাছি এলে বিরাট অগ্নিস্ফলিংগ হয়
ii. সৃষ্ট তড়িৎ তড়িৎক্ষরনের মাধ্যমে পৃথিবীতে চলে আসে
iii. বজ্রনাদে প্রচন্ড শব্দ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৭. ঋণাত্মক ভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে-
i. বস্তুটি নিস্তরিত হয়
ii. বস্তু হতে ইলেকট্রন ভূমিতে চলে আসে
iii. ভূমি হতে ইলেক্ট্রন বস্তুতে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৮. সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1m দূরত্বে থেকে পরস্পর পরস্পরের উপর যদি 9109N বলে বিকর্ষণ করে তবে আধান দুটির প্রত্যেকের আধানের পরিমাণ কত?
Ο ক) 1 কুলম্ব
Ο খ) 9´109 কুলম্ব
Ο গ) শূন্য
Ο ঘ) 2 কুলম্ব
সঠিক উত্তর: (ক)
৪১৯. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?
Ο ক) কুলম্ব
Ο খ) ভোল্ট
Ο গ) ওহম
Ο ঘ) নিউটন/কুলম্ব
সঠিক উত্তর: (ঘ)
৪২০. আমরা কাপড় পাল্টানোর সময় বৈদ্যুতিক শক্ অনুভব করি কেন?
Ο ক) পরিধেয় কাপড় তড়িৎ সুপরিবাহক বলে
Ο খ) পরিধেয় কাপড় অন্তরক বলে
Ο গ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় অনাহিত হয় বলে
Ο ঘ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় আহিত হয় বলে
সঠিক উত্তর: (ঘ)
৪২১. স্প্রে গান থেকে কোনটি নির্গত হয়?
Ο ক) নিরপেক্ষ কণা
Ο খ) আহিত কণা
Ο গ) অনাহিত কণা
Ο ঘ) চার্জহীন কণা
সঠিক উত্তর: (খ)
৪২২. ফটোকপিয়ারে থাকে-
i. ঘূর্ণায়মান ড্রাম
ii. কার্বনের পাউডার বালি
iii. হালকা সোনার দণ্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২৩. নিরপেক্ষ স্থানকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) Ο
Ο খ) Φ
Ο গ) χ
Ο ঘ) ≠
সঠিক উত্তর: (গ)
৪২৪. পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কত ধরনের কণা থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৪২৫. কোন দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হল এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) এক চতুর্থাংশ হবে
Ο গ) চারগুণ হবে
Ο ঘ) অর্ধেক হবে
সঠিক উত্তর: (খ)
৪২৬. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তনের ক্ষেত্রে এদের মধ্যবর্তী বলের মান-
i. দূরত্ব বৃদ্ধিতে হ্রাস পাবে
ii. দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পাবে
iii. অর্ধেক দূরত্বের জন্য চারগুণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২৭. টোনার কী?
Ο ক) তরল কালি
Ο খ) কালির টুকরা
Ο গ) পাউডার কালি
Ο ঘ) কালির বক্স
সঠিক উত্তর: (গ)
৪২৮. নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
i. F=Cq1q2/d
ii. C=Fq1q2/d2
iii. C=Fd/q1q2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২৯. একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?
Ο ক) 3600
Ο খ) 2700
Ο গ) 1800
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. দুটি সমান ও বিপরীত জাতীয় আধানের ক্ষেত্রে বলরেখার কী ঘটবে?
Ο ক) ঋণাত্মক আধান থেকে বের হয়
Ο খ) ধনাত্মক আধান থেকে বের হয়
Ο গ) দূরে সরে যায়
Ο ঘ) ধনাত্মক আধানে প্রবেশ করে
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড়ো নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: ক্ষুদে বিজ্ঞানী ফারজানা ময়লাযুক্ত একটি প্লাস্টিকের স্কেলকে কাপড় দিয়ে পরিষ্কার করে টেবিলের উপর রাখলে। ঘরের দেওয়াল স্কেলের কাছাকাছি থাকায় স্কেলটি দেওয়ালের সাথে লেগে গেল। সে খুবই বিস্মিত হল।
৪৩১. প্লাস্টিকের স্কেলটি কী ধরনের চার্জে চার্জিত হয়েছে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৪৩২. স্কেল ও দেয়ালের মধ্যে সংঘটিত প্রক্রিয়াটি কী?
Ο ক) তড়িৎবীক্ষণ
Ο খ) তড়িৎক্ষরণ
Ο গ) তড়িৎ আবেশ
Ο ঘ) নিস্তরিতকরণ
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics