এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে কী বলে?
Ο ক) তড়িৎ আবেশ
Ο খ) তড়িৎ বিভব
Ο গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
Ο ঘ) ভোল্টমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৩৫২. সমস্ত প্রক্রিয়াটির ক্ষেত্রে বলা যায়-
i. কাপড়ে ইলেক্ট্রন ঘাটতি ঘটেছে
ii. স্কেল ও দেওয়ালের আকর্ষণের কারণ বিপরীত আধান
iii. দেওয়াল থেকে ইলেকট্রন স্কেলে এসেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৩. স্থির তড়িতের বিপদ হতে পারে-
i. কাপড় পাল্টানোর সময় শক খাওয়া
ii. বজ্রপাত আক্রান্ত হওয়া
iii. বিমানে জ্বালানি ভরতে গেলে বিস্ফোরণ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৪. তড়িৎ ক্ষেত্রের রয়েছে- i. তীব্রতা ii. রোধ iii. বিভব নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৫. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন সূত্র দ্বারা নির্ণয় সম্ভব?
Ο ক) নিউটনের সূত্র
Ο খ) কুলম্বের সূত্র
Ο গ) আইনস্টাইনের সূত্র
Ο ঘ) লেনজের সূত্র
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৬. কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুব রাশি C এর একক কোনটি?
Ο ক) N-1m2C2
Ο খ) Nm2C-2
Ο গ) N-1mC2
Ο ঘ) Nm2C2
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৭. তড়িৎ বল কোন ধরনের বল?
Ο ক) যৌগিক বল
Ο খ) মিত্র বল
Ο গ) মৌলিক বল
Ο ঘ) লব্ধ বল
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৮. যে ধাতব পাতটি রং করতে হবে তাকে কীসের সাথে সংযুক্ত করতে হবে?
Ο ক) বিদ্যুৎ লাইন
Ο খ) তাপীয় বস্তু
Ο গ) ভূমি
Ο ঘ) রাবার
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৯. আহিত বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বলরেখার প্রকৃতি-
i. অভিন্ন হয়
ii. ভিন্ন হয়
iii. অনুরূপ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. নিচের কোনটির সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়?
Ο ক) অ্যামিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
Ο ঘ) মাল্টিমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৩৬১. তড়িৎ তীব্রতার একক কোনটি?
Ο ক) N
Ο খ) NM
Ο গ) NM-1
Ο ঘ) NC-1
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬২. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) Fα1/d
Ο খ) Fα1/d2
Ο গ) Fαd
Ο ঘ) FαÖd
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৩. তড়িৎ তীব্রতার অপর নাম কী?
Ο ক) দুর্বলতা
Ο খ) ক্ষমতা
Ο গ) ওজন
Ο ঘ) সবলতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৪. কোন তড়িৎক্ষেত্রে 30 কুলম্বের একটি চার্জ স্থাপন করলে তা 15 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 20 কুলম্বের একটি আধান স্থাপন করলে বলের মান কত হবে?
Ο ক) 10 N
Ο খ) 15 N
Ο গ) 40 N
Ο ঘ) 1.5 N
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৫. একটি বস্তুকে আহিত বা তড়িৎগ্রস্ত করার উপায় কোনটি?
Ο ক) অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
Ο খ) ঋণাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
Ο গ) ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
Ο ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্রে প্রবেশ করানো
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৬. কোন বস্তু থেকে 20 C ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনলে ঐ বিন্দুর বিভব 2 ভোল্ট হলে সম্পন্ন কাজ কত হবে?
Ο ক) 10 J
Ο খ) 20 J
Ο গ) 30 J
Ο ঘ) 40 J
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৭. A ও B দুটি আধানের নিরপেক্ষ বিন্দু A এর নিকটবর্তী হলে-
i. A ও B আধানদ্বয় ধনাত্মক
ii. A আধান ক্ষুদ্রতর, B আধান বৃহ্ত্তর
iii. B আধান ক্ষুদ্রতম, A আধান বৃহত্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৮. ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-
i. বেলুনে সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে
ii. দেয়ালে আষ্টি ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে
iii. দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৯. কোথায় কোন আধান স্থাপন করলে সেটি কোন বল লাভ করে না-
Ο ক) মেরু বিন্দু
Ο খ) লঘু বিন্দু
Ο গ) নিরপেক্ষ বিন্দু
Ο ঘ) স্থির বিন্দু
 সঠিক উত্তর: (গ)

 ৩৭০. নিচের কোন রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রে আধানের গতির দিক নির্ধারিত হয়?
Ο ক) তড়িৎ শক্তি
Ο খ) তড়িৎ ক্ষমতা
Ο গ) তড়িৎ বিভব
Ο ঘ) তড়িৎ ক্ষেত্র
 সঠিক উত্তর: (গ)

 ৩৭১. দুটি আহিত পরিবাহকের মধ্যে আধানের প্রবাহ নির্ভর করে-
i. আধানের পরিমাণের ওপর
ii. পরিবাহক দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পরিবাহক দুটির বিভবের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
ii. বৃষ্টিতে ভেজার চেয়ে ছাতার নিচে থাকা ভালো
iii. বজ্র নিরোধক দন্ডের উপরিভাগ সূচালো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করি:
i. A প্রান্তের আধানকে আবেশী আধান বলা হয়
ii. B প্রান্তকে পরিবাহী তার দ্বারা ভূসংযোজিত করলে তার আধান বৃষ্টি পায়
iii. C প্রান্তের আধানকে আবিষ্ট আধান বলা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৪. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে কাচ দণ্ড কোন আধানে আহিত হবে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) নিউট্রাল
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৫. কোনটি তড়িৎ তীব্রতার একক?
Ο ক) N-1C
Ο খ) NC
Ο গ) NC-1
Ο ঘ) N-1C-1
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৬. ধনাত্মক আধান চলে-
i. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
ii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
iii. ঋণাত্মক আধানের বিপরীত দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৭. ধারকে কীরূপে শক্তি সঞ্চয় করা হয়?
Ο ক) আয়ন
Ο খ) আধান
Ο গ) অণু
Ο ঘ) পরমাণু
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৮. ঋণাত্মকভাবে আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের-
i. ধনাত্মক আধান বস্তুর দিকে আসতে নিজেই সম্পন্ন করে
ii. তড়িৎক্ষেত্রের সকল বিন্দুর বিভব ঋণাত্মক
iii. এ ক্ষেত্রের যে কোন বিন্দুর বিভব ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৯. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের মান হবে-
i. দ্বিগুণ
ii. এক-চতুর্থাংশ
iii. চারগুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৮০. আধানের পরিমাণ হ্রাস পেলে বলের কি পরিবর্তন হবে?
Ο ক) বল বৃদ্ধি পাবে
Ο খ) বল স্থির থাকবে
Ο গ) বল হ্রাস পাবে
Ο ঘ) বল সর্বোচ্চ হবে
 সঠিক উত্তর: (গ)

 ৩৮১. পরিবাহকের দুই প্রান্তে বিভব অন্তর বজায় রাখতে হলে কিসের যোগান দিতে হবে?
Ο ক) শক্তির
Ο খ) বিদ্যুতের
Ο গ) ইলেকট্রনের
Ο ঘ) পেট্রোলের
 সঠিক উত্তর: (ক)

 ৩৮২. পরমাণুর নিউক্লিয়াসে কোনটি আসে?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) ভোল্ট
Ο ঘ) রোধ
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৩. পেট্রোলবাহী ট্রাকে-
i. অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে
ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি রয়েছে
iii. ধাতব শিকল ঝুলানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৪. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট দন্ডের-
i. মোট চার্জ পরিবর্তন হয়
ii. মোট চার্জ পরিবর্তন হয় না
iii. দুই প্রান্তে দুই ধরনের চার্জে চার্জিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৫. দুটি বিপরীত আধানে আহিত বস্তু পরস্পরকে কী করে?
Ο ক) বিকর্ষণ
Ο খ) আকর্ষণ
Ο গ) দূরে সরে যায়
Ο ঘ) ক ও গ
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৬. ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান-
i. গাছের নিচে
ii. ছাতার নিচে
iii. তড়িৎ পরিবাহী ধাতুর কাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি
ii. মাটিতে স্পর্শ করলে বিমানের আধান ভূমিতে চলে যায়
iii. বিমানে জ্বালানি ভরার সময় কিছু আধান ভূমিতে চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৮. কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান-
i. বস্তুদ্বয়ের আকারের উপর নির্ভরশীল
ii. বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল
iii. শূন্যস্থানের জন্য 9109Nm2C-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৯. তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব পাতগুলো বেশি ফাঁকা থাকে কেন?
Ο ক) আধানের পরিমাণ বেশি হয় বলে
Ο খ) আধানের পরিমাণ কম হয় বলে
Ο গ) ধনাত্মক আধানগ্রস্ত হয় বলে
Ο ঘ) আধান নিরপেক্ষ হয় বলে
 সঠিক উত্তর: (ক)

 ৩৯০. বজ্রনাদ কী?
Ο ক) শব্দ
Ο খ) আলো
Ο গ) তাপ
Ο ঘ) আয়ন
 সঠিক উত্তর: (ক)

 ৩৯১. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিবর্ষণ বলের কোন রেখা বরাবর ক্রিয়া করে?
Ο ক) দুটি আধান যে তলে অবস্থিত সে তল বরাবর
Ο খ) আধানদ্বয়ের তলের লম্ব বরাবর
Ο গ) আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর
Ο ঘ) আধানদ্বয়ের সংযোজক বলের কর্ণ বরাবর
 সঠিক উত্তর: (গ)

 ৩৯২. তড়িৎ বিভবের একক কোনটি?
Ο ক) কুলম্ব
Ο খ) নিউটন/কুলম্ব
Ο গ) ভোল্ট
Ο ঘ) ওহম
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৩. তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়-
i. অস্তিত্ব
ii. পরিমাণ
iii. প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৪. কুলম্ব কীসের একক?
Ο ক) রোধ
Ο খ) আধান
Ο গ) বিভব অন্তর
Ο ঘ) তড়িৎ বিভব
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৫. আধান নিরপেক্ষ কণা কোনটি?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) আলফা কণা
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৬. প্রত্যেক পদার্থ যে সব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাদের কী বলে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) পরমাণু
Ο ঘ) নিউট্রিনো
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৭. তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণের ক্ষেত্রে একটি কাচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদন্ডে কোন আধানের উদ্ভব হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধানের পরিমাণ বৃদ্ধি পেলে ফাঁক-
Ο ক) বৃদ্ধি পাবে
Ο খ) হ্রাস পাবে
Ο গ) স্থির থাকবে
Ο ঘ) সর্বনিম্ন হবে
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৯. অপারেশন থিয়েটারের ডাক্তারদের থাকা উচি-
i. আধানমুক্ত
ii. পরিবাহী জুতা পারে
iii. রাবারের গ্লাভস পরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০০. দুটি আধানযুক্ত ধাতব গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে-
i. বাম গোলক থেকে কিছু আধান ডান গোলকে যেতে পারে
ii. ডান গোলক থেকে কিছু আধান বাম গোলকে যেতে পারে
iii. আধান যেমন ছিল তেমনি থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post