ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. মেঘের গর্জনে প্রচন্ড শব্দ হয় কেন?
Ο ক) মেঘের কম্পনের ফলে
Ο খ) মেঘে মেঘে ঘর্ষনে উৎপন্ন আয়নের দরূন
Ο গ) বায়ুস্তরের অতিদ্রুত সংকোচন প্রসারণের ফলে
Ο ঘ) মেঘ বিশানাকৃতির ফলে
সঠিক উত্তর: (ঘ)
৩০২. অপারেশন থিয়েটার থাকা ব্যক্তিদের পরিবাহক রাবারের জুতা ও গ্লাভস পরতে হয় কেন?
Ο ক) আলো থেকে দূরে থাকার জন্য
Ο খ) ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার জন্য
Ο গ) ভূ-সংযুক্ত থাকার জন্য
Ο ঘ) তাপমাত্রা হ্রাসের জন্য
সঠিক উত্তর: (গ)
৩০৩. কাজের একক কী?
Ο ক) ভোল্ট
Ο খ) কুলম্ব
Ο গ) জুল
Ο ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (গ)
৩০৪. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) চারগুণ হবে
Ο খ) দ্বিগুণ হবে
Ο গ) অর্ধেক হবে
Ο ঘ) একক-চতুর্থাংশ হবে
সঠিক উত্তর: (ক)
৩০৫. কোনটি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা?
Ο ক) আধান
Ο খ) ওজন
Ο গ) বিভব
Ο ঘ) তীব্রতা
সঠিক উত্তর: (গ)
৩০৬. তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কি ধরনের আধান স্থাপন করলে সেটি থেকে প্রাপ্ত বলকে তড়িৎ তীব্রতা বলা যাবে?
Ο ক) একক ধনাত্মক
Ο খ) একক ঋণাত্মক
Ο গ) একক চার্জবিহীন
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ক)
৩০৭. একটি গোটা পরমাণু কিরূপ তড়িৎ ধর্ম দেখায়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনো তড়িৎ ধর্ম দেখায় না
সঠিক উত্তর: (গ)
৩০৮. 20 C ও 50 C চার্জের দুটি বস্তুকে 2m দূরত্বে রাখা হলো এদের মধ্যবর্তী বলের মান কত?
Ο ক) 2.25´1011 N
Ο খ) 2.25´1012 N
Ο গ) 22.5´109 N
Ο ঘ) 1000 N
সঠিক উত্তর: (খ)
৩০৯. দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত?
Ο ক) 7.2×1012N
Ο খ) 3.8×1012N
Ο গ) 1.8×1012N
Ο ঘ) 2.8×1012N
সঠিক উত্তর: (গ)
৩১০. আধানের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যার কী ঘটবে?
Ο ক) বাড়ে
Ο খ) স্থির থাকে
Ο গ) কমে
Ο ঘ) সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (ক)
৩১১. পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
Ο ক) ফোটন
Ο খ) পরমাণু
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
৩১২. দুটি পাত সংযুক্ত ব্যাটারীর কোন দন্ড থেকে ইলেকট্রন প্রবাহিত হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) ধনাত্মক ও ঋণাত্মক
Ο ঘ) নিরপেক্ষ আধান
সঠিক উত্তর: (খ)
৩১৩. একটি e- আধান কত?
Ο ক) 1.7´10-19 C
Ο খ) 1.5´10-19 C
Ο গ) 1.6´10-19 C
Ο ঘ) 1.8´10-19 C
সঠিক উত্তর: (গ)
৩১৪. পৃথিবীর বিভব শূন্য কারণ-
i. পৃথিবী আধানের বিশাল ভান্ডার
ii. পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কোন বস্তু থেকে 10C ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 20 J কাজ সম্পন্ন হয় তবে ঐ বিন্দুতে বিভব কত?
Ο ক) 0.2 V
Ο খ) 0.1 V
Ο গ) 1 V
Ο ঘ) 2 V
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটি সরাসরি সংযুক্ত থাকলে-
i. খুঁটির মধ্য দিয়ে আধান ভূমিতে চলে যাবে
ii. খুঁটি তড়িৎ গ্রস্ত হবে
iii. খুঁটিতে বেশি চাপ অনুভূত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. আহিত বস্তুটি যদি 15N বল লাভ করে তাহলে তড়িৎ তীব্রতা কত হবে?
Ο ক) 15 NC-1
Ο খ) 2 NC-1
Ο গ) 1 NC-1
Ο ঘ) 30 NC-1
সঠিক উত্তর: (গ)
৩১৮. তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষার জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) ঋনাত্মক বা ধনাত্মক
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (গ)
৩১৯. শূন্যস্থানে 1/4p 0 বা C এর মান কত?
Ο ক) 9´109Nm2c-2
Ο খ) 9´109Nmc-2
Ο গ) 9´109N2mc-2
Ο ঘ) 9´1011Nm2c-2
সঠিক উত্তর: (ক)
৩২০. আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে তা নির্ভর করে-
i. গোলকদ্বয়ের আধানের পরিমানের ওপর
ii. গোলকদ্বয়ের আধানের আকৃতির ওপর
iii. গোলকদ্বয়ের বিভবের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়?
Ο ক) অনাহিত বস্তুকে আহিত
Ο খ) আহিত বস্তুকে অনাহিত
Ο গ) আহিত বস্তুর চার্জ হ্রাস করা
Ο ঘ) আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা
সঠিক উত্তর: (ক)
৩২২. বিভব-
i. আধানহীন পরিবাহকের শূন্য
ii. পৃথিবীর শূন্য
iii. ধনাত্মক আধানে আহিত পরিবাহকের ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. স্থির তড়িৎ বল F, আধান q তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E এর মধ্যে সম্পর্ক কী?
Ο ক) E=qF
Ο খ) F=E/q
Ο গ) F=qE
Ο ঘ) E=q/F
সঠিক উত্তর: (গ)
৩২৪. বিভবের ক্ষেত্রে-
i. ধনাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ধনাত্মক
ii. ঋণাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ঋণাত্মক
iii. আধানহীন পরিবাহকের বিভব শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৫. 5 কুলম্বের আধান থেকে 0.5 m দূরবতী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 1.8´10-11NC-1
Ο খ) 1.8´1011NC-1
Ο গ) 1.8´10-11NC
Ο ঘ) 1.8´10-11C
সঠিক উত্তর: (খ)
৩২৬. নিচের কোনটি কাল্পনিক?
Ο ক) তড়িৎ বল
Ο খ) তড়িৎ বলরেখা
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ বিভব
সঠিক উত্তর: (খ)
৩২৭. ধনাত্মক আধানে আহিত- i. Na+ ii. Cl- iii. Ca2+ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৮. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩২৯. রঙের ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে কোনটি?
Ο ক) স্প্রে ব্রাশ
Ο খ) স্প্রে গান
Ο গ) রং মিস্ত্রি
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (খ)
৩৩০. স্বাভাবিকভাবে একটি পরমাণুতে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ পায় না কেন?
Ο ক) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বলে
Ο খ) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকে বলে
Ο গ) পরমাণুতে কোনো আধান থাকে না বলে
Ο ঘ) পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে বলে
সঠিক উত্তর: (ক)
৩৩১. তড়িৎ বিভব-
i. আধানের প্রবাহ নিয়ন্ত্রণ করে
ii. ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে
iii. হচ্ছে আহিত পরিবাহকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. দুটি বস্তুকে তাপীয়ভাবে সংযুক্ত করলে কী ঘটে?
Ο ক) তাপ স্থির থাকে
Ο খ) তাপের পরিমাণ সর্বোচ্চ হবে
Ο গ) তাপের আধান প্রদান ঘটে
Ο ঘ) তাপের পরিমাণ সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (গ)
৩৩৩. 1C মানের দুট আধান পরস্পরকে 9109N বলে আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
Ο ক) 9´109m
Ο খ) 1m
Ο গ) 9m
Ο ঘ) 109m
সঠিক উত্তর: (খ)
৩৩৪. 1NC-1 তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল ঐ বিন্দুর তীব্রতা এবং স্থাপিত আধানের-
Ο ক) 10 C
Ο খ) 1 C
Ο গ) 5 C
Ο ঘ) 20 C
সঠিক উত্তর: (ক)
৩৩৫. একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) রেশম ধনাত্মক এবং কাচদন্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদন্ড ধনাত্মক আধানে
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. বলরেখার সংখ্যার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ?
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) বর্গের ব্যস্তানুপাতিক
Ο গ) সমানুপাতিক
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (গ)
৩৩৭. ট্যাংকারে জ্বালানী ভরার আগে কি করা উচিত?
Ο ক) ভূমি থেকে বিচ্ছিন্ন
Ο খ) ভূমির সাথে সংযোগ
Ο গ) ট্যাংকারের ভর কমানো
Ο ঘ) ট্যাংকারের ওজন বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩৩৮. 30C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 16.88×1011NC-1
Ο খ) 1.69×1010NC-1
Ο গ) 1688NC-1
Ο ঘ) 16.88×1011N
সঠিক উত্তর: (ক)
৩৩৯. ইল্ক-জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩৪০. একটি বস্তুকে আহিত বা তড়িৎ গ্রস্ত করার উপায়-
i. অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
ii. একটি আহিত বস্তুকে বস্তুটির সংস্পর্শে আনলে
iii. একটি আহিত বস্তুকে বস্তুটির কাছাকাছি নিয়ে এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বায়ুর সংকোচন ও প্রসারণের ফলে মেঘ গর্জন সৃষ্টি হয়
ii. তড়িৎ ক্ষরণের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ পৃথিবীতে আসার নাম বজ্রপাত
iii. বজ্রপাতরে সময় শ্রুত শব্দের নাম বজ্রনাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪২.
তিনটি তথ্য বিবৃত করা হলো-
i. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
ii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক হ্রাস পায়
iii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তু পরস্পরের উপর কি বলে প্রয়োগ করে?
Ο ক) সৌর বল
Ο খ) তড়িৎ বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
৩৪৪. নিউক্লিয়াসে কয়টি কণিকা থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৩৪৫. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50 V বলতে বুঝায়-
i. 1 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 50 J
ii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 1 J
iii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 2500 J
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৬. 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 1.8´10-11NC-1
Ο খ) 1.8´1011NC-1
Ο গ) 1.8´1011NC
Ο ঘ) 1.8´1011C
সঠিক উত্তর: (খ)
৩৪৭. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে-
i. ইবোনাইট দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয় কেন?
Ο ক) সিল্ক হালকা বলে
Ο খ) সিল্কের পারমানবিক ভর কম বলে
Ο গ) সিল্কের ইলেকট্রন আসক্তি কম বলে
Ο ঘ) সিল্কের ইলেকট্রন আসক্তি বেশী বলে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) আবিষ্ট আধান
Ο খ) অবশিষ্ট আধান
Ο গ) আবেশী আধান
Ο ঘ) বিভব
সঠিক উত্তর: (গ)
৩৫০. কালির কণাগুলো কোন পথে চলে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. মেঘের গর্জনে প্রচন্ড শব্দ হয় কেন?
Ο ক) মেঘের কম্পনের ফলে
Ο খ) মেঘে মেঘে ঘর্ষনে উৎপন্ন আয়নের দরূন
Ο গ) বায়ুস্তরের অতিদ্রুত সংকোচন প্রসারণের ফলে
Ο ঘ) মেঘ বিশানাকৃতির ফলে
সঠিক উত্তর: (ঘ)
৩০২. অপারেশন থিয়েটার থাকা ব্যক্তিদের পরিবাহক রাবারের জুতা ও গ্লাভস পরতে হয় কেন?
Ο ক) আলো থেকে দূরে থাকার জন্য
Ο খ) ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার জন্য
Ο গ) ভূ-সংযুক্ত থাকার জন্য
Ο ঘ) তাপমাত্রা হ্রাসের জন্য
সঠিক উত্তর: (গ)
৩০৩. কাজের একক কী?
Ο ক) ভোল্ট
Ο খ) কুলম্ব
Ο গ) জুল
Ο ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (গ)
৩০৪. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) চারগুণ হবে
Ο খ) দ্বিগুণ হবে
Ο গ) অর্ধেক হবে
Ο ঘ) একক-চতুর্থাংশ হবে
সঠিক উত্তর: (ক)
৩০৫. কোনটি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা?
Ο ক) আধান
Ο খ) ওজন
Ο গ) বিভব
Ο ঘ) তীব্রতা
সঠিক উত্তর: (গ)
৩০৬. তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কি ধরনের আধান স্থাপন করলে সেটি থেকে প্রাপ্ত বলকে তড়িৎ তীব্রতা বলা যাবে?
Ο ক) একক ধনাত্মক
Ο খ) একক ঋণাত্মক
Ο গ) একক চার্জবিহীন
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (ক)
৩০৭. একটি গোটা পরমাণু কিরূপ তড়িৎ ধর্ম দেখায়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনো তড়িৎ ধর্ম দেখায় না
সঠিক উত্তর: (গ)
৩০৮. 20 C ও 50 C চার্জের দুটি বস্তুকে 2m দূরত্বে রাখা হলো এদের মধ্যবর্তী বলের মান কত?
Ο ক) 2.25´1011 N
Ο খ) 2.25´1012 N
Ο গ) 22.5´109 N
Ο ঘ) 1000 N
সঠিক উত্তর: (খ)
৩০৯. দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত?
Ο ক) 7.2×1012N
Ο খ) 3.8×1012N
Ο গ) 1.8×1012N
Ο ঘ) 2.8×1012N
সঠিক উত্তর: (গ)
৩১০. আধানের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যার কী ঘটবে?
Ο ক) বাড়ে
Ο খ) স্থির থাকে
Ο গ) কমে
Ο ঘ) সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (ক)
৩১১. পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
Ο ক) ফোটন
Ο খ) পরমাণু
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
৩১২. দুটি পাত সংযুক্ত ব্যাটারীর কোন দন্ড থেকে ইলেকট্রন প্রবাহিত হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) ধনাত্মক ও ঋণাত্মক
Ο ঘ) নিরপেক্ষ আধান
সঠিক উত্তর: (খ)
৩১৩. একটি e- আধান কত?
Ο ক) 1.7´10-19 C
Ο খ) 1.5´10-19 C
Ο গ) 1.6´10-19 C
Ο ঘ) 1.8´10-19 C
সঠিক উত্তর: (গ)
৩১৪. পৃথিবীর বিভব শূন্য কারণ-
i. পৃথিবী আধানের বিশাল ভান্ডার
ii. পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কোন বস্তু থেকে 10C ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 20 J কাজ সম্পন্ন হয় তবে ঐ বিন্দুতে বিভব কত?
Ο ক) 0.2 V
Ο খ) 0.1 V
Ο গ) 1 V
Ο ঘ) 2 V
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটি সরাসরি সংযুক্ত থাকলে-
i. খুঁটির মধ্য দিয়ে আধান ভূমিতে চলে যাবে
ii. খুঁটি তড়িৎ গ্রস্ত হবে
iii. খুঁটিতে বেশি চাপ অনুভূত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. আহিত বস্তুটি যদি 15N বল লাভ করে তাহলে তড়িৎ তীব্রতা কত হবে?
Ο ক) 15 NC-1
Ο খ) 2 NC-1
Ο গ) 1 NC-1
Ο ঘ) 30 NC-1
সঠিক উত্তর: (গ)
৩১৮. তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষার জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) ঋনাত্মক বা ধনাত্মক
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (গ)
৩১৯. শূন্যস্থানে 1/4p 0 বা C এর মান কত?
Ο ক) 9´109Nm2c-2
Ο খ) 9´109Nmc-2
Ο গ) 9´109N2mc-2
Ο ঘ) 9´1011Nm2c-2
সঠিক উত্তর: (ক)
৩২০. আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে তা নির্ভর করে-
i. গোলকদ্বয়ের আধানের পরিমানের ওপর
ii. গোলকদ্বয়ের আধানের আকৃতির ওপর
iii. গোলকদ্বয়ের বিভবের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়?
Ο ক) অনাহিত বস্তুকে আহিত
Ο খ) আহিত বস্তুকে অনাহিত
Ο গ) আহিত বস্তুর চার্জ হ্রাস করা
Ο ঘ) আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা
সঠিক উত্তর: (ক)
৩২২. বিভব-
i. আধানহীন পরিবাহকের শূন্য
ii. পৃথিবীর শূন্য
iii. ধনাত্মক আধানে আহিত পরিবাহকের ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. স্থির তড়িৎ বল F, আধান q তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E এর মধ্যে সম্পর্ক কী?
Ο ক) E=qF
Ο খ) F=E/q
Ο গ) F=qE
Ο ঘ) E=q/F
সঠিক উত্তর: (গ)
৩২৪. বিভবের ক্ষেত্রে-
i. ধনাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ধনাত্মক
ii. ঋণাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ঋণাত্মক
iii. আধানহীন পরিবাহকের বিভব শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৫. 5 কুলম্বের আধান থেকে 0.5 m দূরবতী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 1.8´10-11NC-1
Ο খ) 1.8´1011NC-1
Ο গ) 1.8´10-11NC
Ο ঘ) 1.8´10-11C
সঠিক উত্তর: (খ)
৩২৬. নিচের কোনটি কাল্পনিক?
Ο ক) তড়িৎ বল
Ο খ) তড়িৎ বলরেখা
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ বিভব
সঠিক উত্তর: (খ)
৩২৭. ধনাত্মক আধানে আহিত- i. Na+ ii. Cl- iii. Ca2+ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৮. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩২৯. রঙের ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে কোনটি?
Ο ক) স্প্রে ব্রাশ
Ο খ) স্প্রে গান
Ο গ) রং মিস্ত্রি
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (খ)
৩৩০. স্বাভাবিকভাবে একটি পরমাণুতে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ পায় না কেন?
Ο ক) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বলে
Ο খ) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকে বলে
Ο গ) পরমাণুতে কোনো আধান থাকে না বলে
Ο ঘ) পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে বলে
সঠিক উত্তর: (ক)
৩৩১. তড়িৎ বিভব-
i. আধানের প্রবাহ নিয়ন্ত্রণ করে
ii. ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে
iii. হচ্ছে আহিত পরিবাহকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. দুটি বস্তুকে তাপীয়ভাবে সংযুক্ত করলে কী ঘটে?
Ο ক) তাপ স্থির থাকে
Ο খ) তাপের পরিমাণ সর্বোচ্চ হবে
Ο গ) তাপের আধান প্রদান ঘটে
Ο ঘ) তাপের পরিমাণ সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (গ)
৩৩৩. 1C মানের দুট আধান পরস্পরকে 9109N বলে আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
Ο ক) 9´109m
Ο খ) 1m
Ο গ) 9m
Ο ঘ) 109m
সঠিক উত্তর: (খ)
৩৩৪. 1NC-1 তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল ঐ বিন্দুর তীব্রতা এবং স্থাপিত আধানের-
Ο ক) 10 C
Ο খ) 1 C
Ο গ) 5 C
Ο ঘ) 20 C
সঠিক উত্তর: (ক)
৩৩৫. একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) রেশম ধনাত্মক এবং কাচদন্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদন্ড ধনাত্মক আধানে
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. বলরেখার সংখ্যার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ?
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) বর্গের ব্যস্তানুপাতিক
Ο গ) সমানুপাতিক
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (গ)
৩৩৭. ট্যাংকারে জ্বালানী ভরার আগে কি করা উচিত?
Ο ক) ভূমি থেকে বিচ্ছিন্ন
Ο খ) ভূমির সাথে সংযোগ
Ο গ) ট্যাংকারের ভর কমানো
Ο ঘ) ট্যাংকারের ওজন বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩৩৮. 30C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 16.88×1011NC-1
Ο খ) 1.69×1010NC-1
Ο গ) 1688NC-1
Ο ঘ) 16.88×1011N
সঠিক উত্তর: (ক)
৩৩৯. ইল্ক-জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৩৪০. একটি বস্তুকে আহিত বা তড়িৎ গ্রস্ত করার উপায়-
i. অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
ii. একটি আহিত বস্তুকে বস্তুটির সংস্পর্শে আনলে
iii. একটি আহিত বস্তুকে বস্তুটির কাছাকাছি নিয়ে এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বায়ুর সংকোচন ও প্রসারণের ফলে মেঘ গর্জন সৃষ্টি হয়
ii. তড়িৎ ক্ষরণের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ পৃথিবীতে আসার নাম বজ্রপাত
iii. বজ্রপাতরে সময় শ্রুত শব্দের নাম বজ্রনাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪২.
তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান
|
পরীক্ষণীয় বস্তুর আধান
|
+
|
+
|
+
|
-
|
+ or -
|
অনাস্থিত বস্তু
|
i. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
ii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক হ্রাস পায়
iii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তু পরস্পরের উপর কি বলে প্রয়োগ করে?
Ο ক) সৌর বল
Ο খ) তড়িৎ বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (খ)
৩৪৪. নিউক্লিয়াসে কয়টি কণিকা থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৩৪৫. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50 V বলতে বুঝায়-
i. 1 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 50 J
ii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 1 J
iii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 2500 J
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৬. 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 1.8´10-11NC-1
Ο খ) 1.8´1011NC-1
Ο গ) 1.8´1011NC
Ο ঘ) 1.8´1011C
সঠিক উত্তর: (খ)
৩৪৭. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে-
i. ইবোনাইট দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয় কেন?
Ο ক) সিল্ক হালকা বলে
Ο খ) সিল্কের পারমানবিক ভর কম বলে
Ο গ) সিল্কের ইলেকট্রন আসক্তি কম বলে
Ο ঘ) সিল্কের ইলেকট্রন আসক্তি বেশী বলে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) আবিষ্ট আধান
Ο খ) অবশিষ্ট আধান
Ο গ) আবেশী আধান
Ο ঘ) বিভব
সঠিক উত্তর: (গ)
৩৫০. কালির কণাগুলো কোন পথে চলে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics