এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. তড়িৎক্ষেত্রের যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট সেসব এলাকায় তড়িৎ তড়িৎ তীব্রতার মান-
i. বেশি
ii. কম
iii. অপরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫২. ড্রামের কোন অংশ আলো প্রতিফলিত করে?
Ο ক) অন্ধকার অংশ
Ο খ) আলোকিত অংশ
Ο গ) উচ্চ তাপীয় অংশ
Ο ঘ) তাপীয় অংশ
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
ii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
iii. আধান যত বেশি হবে পাতদ্বয়ের ফাঁক স্থির থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫৪. ফটোকপিয়ার মেশিনে নিচের কোন অংশ থেকে আলো প্রতিফলিত করে?
Ο ক) অন্ধকার অংশ
Ο খ) ছাপানো অংশ
Ο গ) সাদা অংশ
Ο ঘ) কোনটি নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডের নিচে কী থাকে?
Ο ক) গোলক
Ο খ) দণ্ড
Ο গ) খণ্ড
Ο ঘ) পাত
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৬. অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে কী বলে?
Ο ক) তড়িৎ ক্ষেত্র
Ο খ) তড়িৎ তীব্রতা
Ο গ) তড়িৎ বিভব
Ο ঘ) তড়িৎ ধনাত্মকতা
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কোনটি থাকে?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) পজিট্রন
 সঠিক উত্তর: (খ)

 ২৫৮. ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কী ঘটবে?
Ο ক) বিভব বাড়বে
Ο খ) বিভব হ্রাস পাবে
Ο গ) তড়িৎগ্রস্ত হবে
Ο ঘ) নিস্তড়িত হবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৯. ফটোকপিয়ার মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রিভূত হয়?
Ο ক) ড্রামের
Ο খ) টোনার
Ο গ) কাচের
Ο ঘ) পাউডার কালি
 সঠিক উত্তর: (ক)

 ২৬০. বিভব পার্থক্য VA-VB হলে আধান কোন দিকে যাবে?
Ο ক) A থেকে B এর দিকে
Ο খ) B থেকে A এর দিকে
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনোদিকে যাবে না
 সঠিক উত্তর: (খ)

 ২৬১. প্রয়োজনীয় দলিল বা কাগজপত্রের একাধিক অবিকল কপির জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) প্রিন্টার
Ο খ) কম্পিউটার
Ο গ) ফটোকপিয়ার
Ο ঘ) ফ্যাক্স
 সঠিক উত্তর: (গ)

 ২৬২. কোন তড়িৎ ক্ষেত্রে 5C এর আহিত বস্তু স্থাপন করলে,তড়িৎ তীব্রতা যদি 40NC-1 হয় তাহলে, সেটি কত বল অনুভব করবে?
Ο ক) 10N
Ο খ) 20N
Ο গ) 100N
Ο ঘ) 200N
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৩. তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে-
i. তড়িৎক্ষরণ হয়
ii. অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়
iii. বৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬৪. নিচের কোনটি কুলম্বের ধ্রুবক?
Ο ক) C=9 ×109Nm2C-2
Ο খ) C=9 ×108Nm2C-2
Ο গ) C=9 ×106Nm2C-2
Ο ঘ) C=8.854 ×10-12Nm2C-2
 সঠিক উত্তর: (ক)

 ২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. তড়িৎ ক্ষেত্রে কোন একক ধনাত্মক আধান স্থাপনের ফলে প্রাপ্ত বলই তড়িৎ তীব্রতা
ii. তড়িৎ তীব্রতার মান ও দিক উভয়ই আছে
iii. তড়িৎ তীব্রতার একক NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৬. ইঙ্ক জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৬৭. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে পরস্পরের নিকটে আনতে কোনদিকে কাজ করতে হয়?
Ο ক) বিকর্ষণ বলের দিকে
Ο খ) আকর্ষণ বলের দিকে
Ο গ) বিকর্ষণ বলের বিরুদ্ধে
Ο ঘ) আকর্ষণ বলের বিরুদ্ধে
 সঠিক উত্তর: (গ)

 ২৬৮. ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশল কোনটি?
Ο ক) ধারক
Ο খ) তড়িৎকোষ
Ο গ) রোধক
Ο ঘ) অ্যামিটার
 সঠিক উত্তর: (ক)

 ২৬৯. কাচদণ্ডের সাথে রেশমি কাপড়ের ঘর্ষণের ফলে-
i. কাচদণ্ড ও রেশমি কাপড় উভয়ই ধনাত্মক আধানে আহিত হবে
ii. রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হবে
iii. কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭০. বৃষ্টির সময় লোহার তৈরী পুলের নিচে দাঁড়ানোর চেয়ে বৃষ্টিতে ভেজা ভাল কেন?
Ο ক) পুল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
Ο খ) ধুলাবালি পড়তে পারে
Ο গ) তড়িৎগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে
Ο ঘ) পানির ঢল নামতে পারে
 সঠিক উত্তর: (গ)

 ২৭১. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) এক-চতুর্থাংশ হবে
Ο গ) চার গুণ হবে
Ο ঘ) অর্ধেক হবে
 সঠিক উত্তর: (খ)

 ২৭২. কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এর বলের কী পরিবর্তন ঘটবে?
Ο ক) দ্বিগুণ বাড়বে
Ο খ) দ্বিগুণ কমবে
Ο গ) চারগুণ বাড়বে
Ο ঘ) চারগুণ কমবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৩. দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের সম্পর্ক কী?
Ο ক) গুণফলের সমানুপাতিক
Ο খ) ভাগফলের ব্যস্তানুপাতিক
Ο গ) গুণফলের সমানুপাতিক
Ο ঘ) ভাগফলের সমানুপাতিক
 সঠিক উত্তর: (গ)

 ২৭৪. টেলিভিশনের পর্দা ও কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কারণ-
i. এরা স্থির তড়িতে আহিত হয়
ii. আধানগুলো ধুলা বালিকে আকর্ষণ করে
iii. আধানগুলো ধুলোবালিকে বিকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭৫. ফটোকপিয়ারের ভিতরে ঘূর্ণায়মান ড্রাম কীভাবে থাকে?
Ο ক) আলোতে
Ο খ) পানিতে
Ο গ) অন্ধকারে
Ο ঘ) এসিডে
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. দুটি আধানের মধ্যকার তড়িৎ বল নিচের কোনটির উপর নির্ভর করে না?
i. আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর
ii. আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর
iii. আধান দুটির ভরের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭৭. কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
Ο ক) তাপমাত্রা
Ο খ) চাপ
Ο গ) স্থির তড়িৎ
Ο ঘ) চল তড়িৎ
 সঠিক উত্তর: (গ)

 ২৭৮. তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার দিক কোনটি?
Ο ক) বলরেখার সাথে অংকিত স্পর্শক বরাবর
Ο খ) ১ম আধানের দিকে
Ο গ) ২য় আধানের দিকে
Ο ঘ) বলরেখার বিপরীত দিকে
 সঠিক উত্তর: (ক)

 ২৭৯. ঘর্ষণে সকল পদার্থ তড়িৎগ্রস্ত হয় না কেন?
Ο ক) মুক্ত ইলেকট্রন থাকে বলে
Ο খ) মুক্ত ইলেকট্রন থাকে না বলে
Ο গ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা একই থাকে বলে
Ο ঘ) ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. পৃথিবীর বিভবকে শূন্য বিভব ধরা হয়
ii. মাটিতে ঋণাত্মক আধান থাকে
iii. পৃথিবীতে কিছু পরিমাণ আধান যোগ করলে তা তড়িৎগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. কোনটির বাস্তব অস্তিত্ব নেই?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) তড়িৎ বলরেখা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. ঋনাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) প্রোটনের আধিক্য
Ο খ) নিউট্রনের আধিক্য
Ο গ) ইলেকট্রনের আধিক্য
Ο ঘ) ইলেকট্রনের ঘাটতি
 সঠিক উত্তর: (গ)

 ২৮৩. তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ তীব্রতার ব্যাখ্যা করা যায়-
i. পরিমাপ
ii. ভর
iii. দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৪. প্লাস্টিক চিরুনির সাথে চুলের ঘর্ষণের ফলে-
i. চুল ধনাত্মক আধানে আহিত হবে
ii. চুল ঋণাত্মক আধানে আহিত হবে
iii. প্লাস্টিক চিরুনি ঋণাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. কোন বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে সেটি কি আধানযুক্ত হবে?
Ο ক) ঋণাত্মক
Ο খ) ধনাত্মক
Ο গ) আধান নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. পরমাণুতে অবস্থিত ইলেকট্রন-
i. নিউক্লিয়াসের থাকে
ii. নিউক্লিয়াসের বাইরে থাকে
iii. পরমাণুর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮৭. তড়িৎ বিক্ষণ যন্ত্রের চার্জ ধনাত্মক হলে পরীক্ষাধীন বস্তুর জন্য স্বর্ণপাত ফাকা হলে চার্জের প্রকৃতি কেমন?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২৮৮. স্প্রে গানের সুচালো প্রান্তটি কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) বিদ্যুৎ
Ο খ) জেনারেটর
Ο গ) বৈদ্যুতিক হিটার
Ο ঘ) ট্রানজিস্টর
 সঠিক উত্তর: (খ)

 ২৮৯. একটি কাঠের টুকরাকে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের মধ্যে ফাঁক-
i. থেকেই যাবে
ii. হ্রাস পাবে
iii. অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯০. 5 কুলম্বের আধান থেকে 0.5m দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 1.8×10-11NC-1
Ο খ) 1.8×1011NC-1
Ο গ) 1.8×10-11NC
Ο ঘ) 1.8×10-11C
 সঠিক উত্তর: (খ)

 ২৯১. ধারক বেশি পরিমাণে ব্যবহৃত হয়-
i. রেডিওতে
ii. টেলিভিশনে
iii. রেকর্ড প্লেয়ারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. 1028 টি ইলেকট্রন ও সমসংখ্যক প্রোটন 10m দূরত্বে পরস্পরকে কত বলে আকর্ষণ করে?
Ο ক) 1027N
Ο খ) 1026N
Ο গ) 1028N
Ο ঘ) 1025N
 সঠিক উত্তর: (ক)

 ২৯৩. তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে কী ঘটে?
Ο ক) তড়িৎক্ষরণ
Ο খ) অগ্নিস্ফুলিঙ্গ
Ο গ) বিদ্যুৎচমক
Ο ঘ) সবগুলি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. ‘স্থির তড়িৎ’ নামকরণের কারণ কী?
Ο ক) যেখানে উৎপন্ন হয় সেখানে স্থির থাকে
Ο খ) উৎপন্ন হওয়ার পর বৃদ্ধি পায়
Ο গ) চিরুনি আধান প্রাপ্ত হয়
Ο ঘ) চিরুণীর ত্বরণ বৃদ্ধি পায়
 সঠিক উত্তর: (ক)

 ২৯৫. মাটিতে কী ধরনের আধান থাকে?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) বিপরীতার্থক
 সঠিক উত্তর: (খ)

 ২৯৬. প্রত্যেক পদার্থই থাকে- i. ইলেকট্রন ii. নিউট্রন iii. প্রোটন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৭. পৃথিবী বিভবশূন্য। কারণ-
Ο ক) পৃথিবী ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার
Ο খ) পৃথিবী ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
Ο গ) পৃথিবী ঋণাত্মক আধানশূন্য
Ο ঘ) পৃথিবী ধনাত্মক ও ঋণাত্মক আধান শূন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
Ο ক) N-1m2C2
Ο খ) Nm2C2
Ο গ) N-1m-2C-2
Ο ঘ) Nm2C-2
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৯. তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত কোনটি তড়িৎ তীব্রতার দিক নির্দেশ করে?
Ο ক) লম্ব
Ο খ) স্পর্শক
Ο গ) সমান্তরাল রেখা
Ο ঘ) ছেদক
 সঠিক উত্তর: (খ)

 ৩০০. পরিধেয় কাপড় আহিত হওয়ার কারণ কী?
Ο ক) ময়লা
Ο খ) ঘর্ষণ
Ο গ) আলো
Ο ঘ) তাপ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post