ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বিংশ শতকের পর যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০২. যারা খুব বেশি শব্দে রেডিও বা টিভি চালান তারা-
i. কানে কম শুনতে পারেন
ii. অবসন্নতার পড়তে পারেন
iii. মাথায় ব্যাথা অনুভব করতে পারেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্নি নির্গত হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৩০৪. নিচের কোনটি হার্ডওয়্যার?
Ο ক) মজিলা
Ο খ) উইন্ডোজ-৮
Ο গ) কীবোর্ড
Ο ঘ) এ্যাডবি
সঠিক উত্তর: (গ)
৩০৫. ফ্যাক্সিমিলকে সংক্ষেপে কী বলে?
Ο ক) ফ্যাক্সি
Ο খ) ফেক্স
Ο গ) ফ্যাক্সিল
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (ঘ)
৩০৬. মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. টেলিফোনের ক্ষেত্রে
ii. রেডিও সম্প্রচারের ক্ষেত্রে
iii. টিভির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. একটি অর্ধপরিবাহী ডায়োডে কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি-
i. এতে বাইরে থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ না করা হয়
ii. এর p- টাইপ বস্তুর সাথে ব্যাটারীর ঋণাত্মক যুক্ত করা হয়
iii. এর n- টাইপ বস্তুর ব্যাটারীর ধনাত্মক প্রাপ্ত যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. ১৯৭০ সালে আইসি কোথায় ব্যবহার করা হয়?
Ο ক) কম্পিউটারে
Ο খ) পকেট ক্যালকুলেটরে
Ο গ) টিভিতে
Ο ঘ) কম্পিউটার ও পকেট ক্যালকুলেটরে
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. কোনটিতে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) ই-মেইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) অফিস
সঠিক উত্তর: (গ)
৩১০. দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে-
i. প্রেরক এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ বক্ররেখা হওয়া উচিত
ii. প্রেরণ এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ সরলরেখা হওয়া উচিত
iii. তরঙ্গ কৃত্রিম উপগ্রহ (বা স্যাটেলাইট)-এর মাধ্যমে রিলে করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১১. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
Ο ক) কিডনির ব্লকেজ নির্ণয়ে
Ο খ) চোখের রোগ নির্ণয়ে
Ο গ) পাকস্থলীর এসিডিটি নিরাময়ে
Ο ঘ) মূত্রবর্ধক হিসাবে
সঠিক উত্তর: (ক)
৩১২. কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কী বলে?
Ο ক) আউটপুট
Ο খ) সিপিইউ
Ο গ) মনিটর
Ο ঘ) গ্রহণমুখ
সঠিক উত্তর: (খ)
৩১৩. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. সেনাবাহিনী পরিচালনা করতে কম্পিউটার ব্যবহার করা হয়
ii. বিভিন্ন গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়
iii. কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৪. ইন্টারনেটের মাধ্যমে আমরা-
i. ইমেইল পাঠাতে পারি
ii. রোগ সনাক্ত করতে পারি
iii. বাসের টিকেট বুকিং দিতে পারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. টাইপ করার সময় হাত সোজা রেখে
ii. টাইপ করার সময় হাতের আঙুল সমান্তরালে রেখে
iii. সঠিক নিয়মে বসে ও সামনে সোজাভাবে তাকিয়ে থেকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. নিচের কোনটি অর্ধপরিবাহী নয়?
Ο ক) লোহা
Ο খ) সিলিকন
Ο গ) গ্যালিয়াম
Ο ঘ) জার্মেনিয়াম
সঠিক উত্তর: (ক)
৩১৭. কত সালে বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
Ο ক) ১৮৯৬ সালে
Ο খ) ১৮৯৫ সালে
Ο গ) ১৮৯৬ সালে
Ο ঘ) ১৮৯৮ সালে
সঠিক উত্তর: (ক)
৩১৮. নিচের কোন রশ্নিটি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
Ο ক) আলফা রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) গামা রশ্নি
Ο ঘ) সবগুলোই বিক্ষিপ্ত হয়
সঠিক উত্তর: (গ)
৩১৯. যে সময়ে কোনো পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে কী বলে?
Ο ক) আয়ু
Ο খ) গড় আয়ু
Ο গ) অর্ধায়ু
Ο ঘ) আয়ুষ্কাল
সঠিক উত্তর: (গ)
৩২০. তেজস্ক্রিয়তা ব্যবহার হয়-
i. রোগ নির্ণয়ে
ii. উন্নত বীজ তৈরির গবেষণায়
iii. জ্বালানির বর্জ্য পদার্থ নিৎঃশেষ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. কম্পিউটারে কাজ করার সময় পর্দাটি চোখ থেকে কত দূরে থাকা উচিত-
Ο ক) ৫০-৬০ ইঞ্চি
Ο খ) ২০-৩০ ইঞ্চি
Ο গ) ২৪-৩৫ ইঞ্চি
Ο ঘ) ২০-২৪ ইঞ্চি
সঠিক উত্তর: (ঘ)
৩২২. কোনটি রঙিন টেলিভিশনের ক্যামেরায় মৌলিক রং?
Ο ক) লাল
Ο খ) হলুদ
Ο গ) বেগুনী
Ο ঘ) কাল
সঠিক উত্তর: (ক)
৩২৩. যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কী বলা হয়?
Ο ক) ইনপুট
Ο খ) সফটওয়্যার
Ο গ) হার্ডওয়্যার
Ο ঘ) মাউসটাচপ্যাড
সঠিক উত্তর: (গ)
৩২৪. রেডিও গ্রাহকযন্ত্রের ক্ষেত্রে-
i. ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েল পৌছায়
ii. আকাশ তরঙ্গ আয়নমন্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে এসে গ্রাহক যন্ত্রের এরিয়েলে ধরা পড়ে
iii. আমরা বাসাবাড়িতে যে রেডিও বা ট্রানজিস্টর সেট ব্যবহার করি তা আসলে গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. একটি হিলিয়াম পরমাণু
iii. এর আধান 3.2 x1019C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
Ο ক) কী বোর্ড
Ο খ) প্রিন্টার
Ο গ) মনিটর
Ο ঘ) সিপিইউ
সঠিক উত্তর: (ক)
৩২৭. কীভাবে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়?
Ο ক) যখন সেটি উত্তপ্ত করা হয়
Ο খ) যখন তার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
Ο গ) যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
Ο ঘ) কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. রেডিওতে শব্দকে প্রেরণ করা হয়-
i. শব্দকে তাপে রূপান্তরিত করে
ii. তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে
iii. চৌম্বক তরঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৯. ক্রিং ক্রিং বাজানোর জন্য টেলিফোন সেটে থাকে একটি-
i. রিংগার
ii. ডায়ালিং ব্যবস্থা
iii. চলকুন্ডলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩০. ভারী মৌল হচ্ছে- i. অ্যাকটিনিয়াম ii. থোরিয়াম iii. পোলোনিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. মোবাইল ফোন ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
Ο ক) টেলিফোন অফিস
Ο খ) প্রেরন টাওয়ার
Ο গ) গ্রাহক টাওয়ার
Ο ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ার
সঠিক উত্তর: (গ)
৩৩২. ৮৪. তেজস্ক্রিয় বিকিরণ-
i. নিয়ে যারা কাজ করেন তাদের সর্তক থাকতে হবে
ii. উচ্চ মাত্রায় মরণঘাতি ক্যান্সার হতে পারে
iii. থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
Ο ক) রঞ্জন রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) আলফা রশ্নি
Ο ঘ) গামা রশ্নি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. নিচের কোনটিতে মাইক্রোফোন ও স্পীকার থাকে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) মোবাইল
Ο গ) টেপরেকর্ডার
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (গ)
৩৩৫. ডিজিটাল সংকেত-
i. ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে
ii. কে পৃথকভাবে চেনা যায়
iii. কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. কোন বিজ্ঞানী ফ্যাক্স আবিষ্কার করেন?
Ο ক) লজি বেয়ার্ড
Ο খ) জগদীশ চন্দ্র বসু
Ο গ) আলেকজান্ডার বেইন
Ο ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কম কম্পাঙ্ক বিশিষ্ট অঙ্গকে উচ্চ কম্পাংক বিশিষ্ট কম্পাঙ্ককে পরিণত করতে তরঙ্গকে কী করা হয়?
Ο ক) মডুলেশন
Ο খ) ডিসডুলেশন
Ο গ) রেকটিফায়ার
Ο ঘ) ডায়োর্ড
সঠিক উত্তর: (ক)
৩৩৮. অর্ধপরিবাহী ডায়োড কীভাবে তৈরি হয়?
Ο ক) দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο খ) দুটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο গ) একটি p-টাইপ ও একটি n- টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে
Ο ঘ) দুটি p-টাইপ বস্তুর মাঝে একটি পাতলা n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে
সঠিক উত্তর: (গ)
৩৩৯. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর ক্ষেত্রে-
i. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়
ii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর দ্বিগুণ পরিমাণ পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়
iii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪০. যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলা হয়?
Ο ক) এনালগ
Ο খ) ডিজিটাল
Ο গ) অন
Ο ঘ) অফ
সঠিক উত্তর: (ক)
৩৪১. হিসাব নিয়ন্ত্রণের কাজে কোনটিকে ব্যবহার করা হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ক)
৩৪২. অর্ধপরিবাহী বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আপেক্ষিক রোধ হ্রাস পায়
ii. এটি নিম্ন তাপমাত্রায় অন্তরকরূপে কাজ করে
iii. এটি উচ্চ তাপমাত্রায় পরিবাহকরূপে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৩. বিংশ শতকের বৈপ্লবিক আবিষ্কার কোনটি?
Ο ক) টেলিফোন
Ο খ) টেলিগ্রাফ
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. নিচের কোনটির নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
Ο ক) আলফা কণা
Ο খ) বিটা কণা
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) আলফা কণা
সঠিক উত্তর: (গ)
৩৪৫. আলফা রশ্নির বেগ কত?
Ο ক) 3 x108ms-1
Ο খ) 3 x1010ms-1
Ο গ) 3 x107ms-1
Ο ঘ) 3 x106ms-1
সঠিক উত্তর: (গ)
৩৪৬. আলফা রশ্নির ভর-
i. হাইড্রোজেন পরমাণুর চার গুণ
ii. বোরন পরমাণুর দ্বিগুণ
iii. হিলিয়াম পরমাণুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৭. নিম্নের কোনটি নিয়ে কাজ করার সময় এডিসনকে একটি জিনিস খুব বিব্রত করেছিল?
Ο ক) থার্মোমিটার
Ο খ) দন্ডচুম্বক
Ο গ) তার
Ο ঘ) তড়িৎবাতি
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. টেলিভিশনের পর্দা কী দ্বারা প্রলেপ দেওয়া হয়?
Ο ক) মোজাইক
Ο খ) সিজিয়াম
Ο গ) ফসফার দানা
Ο ঘ) সিলভার হ্যালাইড
সঠিক উত্তর: (গ)
৩৪৯. নিচের কোনটি তড়িৎ সংকেতকে রুপান্তর করে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) স্পিকার
Ο গ) ডায়োড
Ο ঘ) রেকটিফায়ার
সঠিক উত্তর: (খ)
৩৫০. আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বিংশ শতকের পর যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০২. যারা খুব বেশি শব্দে রেডিও বা টিভি চালান তারা-
i. কানে কম শুনতে পারেন
ii. অবসন্নতার পড়তে পারেন
iii. মাথায় ব্যাথা অনুভব করতে পারেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্নি নির্গত হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৩০৪. নিচের কোনটি হার্ডওয়্যার?
Ο ক) মজিলা
Ο খ) উইন্ডোজ-৮
Ο গ) কীবোর্ড
Ο ঘ) এ্যাডবি
সঠিক উত্তর: (গ)
৩০৫. ফ্যাক্সিমিলকে সংক্ষেপে কী বলে?
Ο ক) ফ্যাক্সি
Ο খ) ফেক্স
Ο গ) ফ্যাক্সিল
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (ঘ)
৩০৬. মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. টেলিফোনের ক্ষেত্রে
ii. রেডিও সম্প্রচারের ক্ষেত্রে
iii. টিভির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. একটি অর্ধপরিবাহী ডায়োডে কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি-
i. এতে বাইরে থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ না করা হয়
ii. এর p- টাইপ বস্তুর সাথে ব্যাটারীর ঋণাত্মক যুক্ত করা হয়
iii. এর n- টাইপ বস্তুর ব্যাটারীর ধনাত্মক প্রাপ্ত যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. ১৯৭০ সালে আইসি কোথায় ব্যবহার করা হয়?
Ο ক) কম্পিউটারে
Ο খ) পকেট ক্যালকুলেটরে
Ο গ) টিভিতে
Ο ঘ) কম্পিউটার ও পকেট ক্যালকুলেটরে
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. কোনটিতে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) ই-মেইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) অফিস
সঠিক উত্তর: (গ)
৩১০. দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে-
i. প্রেরক এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ বক্ররেখা হওয়া উচিত
ii. প্রেরণ এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ সরলরেখা হওয়া উচিত
iii. তরঙ্গ কৃত্রিম উপগ্রহ (বা স্যাটেলাইট)-এর মাধ্যমে রিলে করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১১. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
Ο ক) কিডনির ব্লকেজ নির্ণয়ে
Ο খ) চোখের রোগ নির্ণয়ে
Ο গ) পাকস্থলীর এসিডিটি নিরাময়ে
Ο ঘ) মূত্রবর্ধক হিসাবে
সঠিক উত্তর: (ক)
৩১২. কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কী বলে?
Ο ক) আউটপুট
Ο খ) সিপিইউ
Ο গ) মনিটর
Ο ঘ) গ্রহণমুখ
সঠিক উত্তর: (খ)
৩১৩. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. সেনাবাহিনী পরিচালনা করতে কম্পিউটার ব্যবহার করা হয়
ii. বিভিন্ন গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়
iii. কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৪. ইন্টারনেটের মাধ্যমে আমরা-
i. ইমেইল পাঠাতে পারি
ii. রোগ সনাক্ত করতে পারি
iii. বাসের টিকেট বুকিং দিতে পারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. টাইপ করার সময় হাত সোজা রেখে
ii. টাইপ করার সময় হাতের আঙুল সমান্তরালে রেখে
iii. সঠিক নিয়মে বসে ও সামনে সোজাভাবে তাকিয়ে থেকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. নিচের কোনটি অর্ধপরিবাহী নয়?
Ο ক) লোহা
Ο খ) সিলিকন
Ο গ) গ্যালিয়াম
Ο ঘ) জার্মেনিয়াম
সঠিক উত্তর: (ক)
৩১৭. কত সালে বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
Ο ক) ১৮৯৬ সালে
Ο খ) ১৮৯৫ সালে
Ο গ) ১৮৯৬ সালে
Ο ঘ) ১৮৯৮ সালে
সঠিক উত্তর: (ক)
৩১৮. নিচের কোন রশ্নিটি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
Ο ক) আলফা রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) গামা রশ্নি
Ο ঘ) সবগুলোই বিক্ষিপ্ত হয়
সঠিক উত্তর: (গ)
৩১৯. যে সময়ে কোনো পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে কী বলে?
Ο ক) আয়ু
Ο খ) গড় আয়ু
Ο গ) অর্ধায়ু
Ο ঘ) আয়ুষ্কাল
সঠিক উত্তর: (গ)
৩২০. তেজস্ক্রিয়তা ব্যবহার হয়-
i. রোগ নির্ণয়ে
ii. উন্নত বীজ তৈরির গবেষণায়
iii. জ্বালানির বর্জ্য পদার্থ নিৎঃশেষ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. কম্পিউটারে কাজ করার সময় পর্দাটি চোখ থেকে কত দূরে থাকা উচিত-
Ο ক) ৫০-৬০ ইঞ্চি
Ο খ) ২০-৩০ ইঞ্চি
Ο গ) ২৪-৩৫ ইঞ্চি
Ο ঘ) ২০-২৪ ইঞ্চি
সঠিক উত্তর: (ঘ)
৩২২. কোনটি রঙিন টেলিভিশনের ক্যামেরায় মৌলিক রং?
Ο ক) লাল
Ο খ) হলুদ
Ο গ) বেগুনী
Ο ঘ) কাল
সঠিক উত্তর: (ক)
৩২৩. যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কী বলা হয়?
Ο ক) ইনপুট
Ο খ) সফটওয়্যার
Ο গ) হার্ডওয়্যার
Ο ঘ) মাউসটাচপ্যাড
সঠিক উত্তর: (গ)
৩২৪. রেডিও গ্রাহকযন্ত্রের ক্ষেত্রে-
i. ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েল পৌছায়
ii. আকাশ তরঙ্গ আয়নমন্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে এসে গ্রাহক যন্ত্রের এরিয়েলে ধরা পড়ে
iii. আমরা বাসাবাড়িতে যে রেডিও বা ট্রানজিস্টর সেট ব্যবহার করি তা আসলে গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. একটি হিলিয়াম পরমাণু
iii. এর আধান 3.2 x1019C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
Ο ক) কী বোর্ড
Ο খ) প্রিন্টার
Ο গ) মনিটর
Ο ঘ) সিপিইউ
সঠিক উত্তর: (ক)
৩২৭. কীভাবে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়?
Ο ক) যখন সেটি উত্তপ্ত করা হয়
Ο খ) যখন তার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
Ο গ) যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
Ο ঘ) কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. রেডিওতে শব্দকে প্রেরণ করা হয়-
i. শব্দকে তাপে রূপান্তরিত করে
ii. তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে
iii. চৌম্বক তরঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৯. ক্রিং ক্রিং বাজানোর জন্য টেলিফোন সেটে থাকে একটি-
i. রিংগার
ii. ডায়ালিং ব্যবস্থা
iii. চলকুন্ডলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩০. ভারী মৌল হচ্ছে- i. অ্যাকটিনিয়াম ii. থোরিয়াম iii. পোলোনিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. মোবাইল ফোন ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
Ο ক) টেলিফোন অফিস
Ο খ) প্রেরন টাওয়ার
Ο গ) গ্রাহক টাওয়ার
Ο ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ার
সঠিক উত্তর: (গ)
৩৩২. ৮৪. তেজস্ক্রিয় বিকিরণ-
i. নিয়ে যারা কাজ করেন তাদের সর্তক থাকতে হবে
ii. উচ্চ মাত্রায় মরণঘাতি ক্যান্সার হতে পারে
iii. থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
Ο ক) রঞ্জন রশ্নি
Ο খ) বিটা রশ্নি
Ο গ) আলফা রশ্নি
Ο ঘ) গামা রশ্নি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. নিচের কোনটিতে মাইক্রোফোন ও স্পীকার থাকে?
Ο ক) ফ্যাক্স
Ο খ) মোবাইল
Ο গ) টেপরেকর্ডার
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (গ)
৩৩৫. ডিজিটাল সংকেত-
i. ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে
ii. কে পৃথকভাবে চেনা যায়
iii. কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. কোন বিজ্ঞানী ফ্যাক্স আবিষ্কার করেন?
Ο ক) লজি বেয়ার্ড
Ο খ) জগদীশ চন্দ্র বসু
Ο গ) আলেকজান্ডার বেইন
Ο ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
সঠিক উত্তর: (গ)
৩৩৭. কম কম্পাঙ্ক বিশিষ্ট অঙ্গকে উচ্চ কম্পাংক বিশিষ্ট কম্পাঙ্ককে পরিণত করতে তরঙ্গকে কী করা হয়?
Ο ক) মডুলেশন
Ο খ) ডিসডুলেশন
Ο গ) রেকটিফায়ার
Ο ঘ) ডায়োর্ড
সঠিক উত্তর: (ক)
৩৩৮. অর্ধপরিবাহী ডায়োড কীভাবে তৈরি হয়?
Ο ক) দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο খ) দুটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο গ) একটি p-টাইপ ও একটি n- টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে
Ο ঘ) দুটি p-টাইপ বস্তুর মাঝে একটি পাতলা n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে
সঠিক উত্তর: (গ)
৩৩৯. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর ক্ষেত্রে-
i. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়
ii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর দ্বিগুণ পরিমাণ পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়
iii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪০. যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলা হয়?
Ο ক) এনালগ
Ο খ) ডিজিটাল
Ο গ) অন
Ο ঘ) অফ
সঠিক উত্তর: (ক)
৩৪১. হিসাব নিয়ন্ত্রণের কাজে কোনটিকে ব্যবহার করা হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ক)
৩৪২. অর্ধপরিবাহী বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আপেক্ষিক রোধ হ্রাস পায়
ii. এটি নিম্ন তাপমাত্রায় অন্তরকরূপে কাজ করে
iii. এটি উচ্চ তাপমাত্রায় পরিবাহকরূপে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৩. বিংশ শতকের বৈপ্লবিক আবিষ্কার কোনটি?
Ο ক) টেলিফোন
Ο খ) টেলিগ্রাফ
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. নিচের কোনটির নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
Ο ক) আলফা কণা
Ο খ) বিটা কণা
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) আলফা কণা
সঠিক উত্তর: (গ)
৩৪৫. আলফা রশ্নির বেগ কত?
Ο ক) 3 x108ms-1
Ο খ) 3 x1010ms-1
Ο গ) 3 x107ms-1
Ο ঘ) 3 x106ms-1
সঠিক উত্তর: (গ)
৩৪৬. আলফা রশ্নির ভর-
i. হাইড্রোজেন পরমাণুর চার গুণ
ii. বোরন পরমাণুর দ্বিগুণ
iii. হিলিয়াম পরমাণুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৭. নিম্নের কোনটি নিয়ে কাজ করার সময় এডিসনকে একটি জিনিস খুব বিব্রত করেছিল?
Ο ক) থার্মোমিটার
Ο খ) দন্ডচুম্বক
Ο গ) তার
Ο ঘ) তড়িৎবাতি
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. টেলিভিশনের পর্দা কী দ্বারা প্রলেপ দেওয়া হয়?
Ο ক) মোজাইক
Ο খ) সিজিয়াম
Ο গ) ফসফার দানা
Ο ঘ) সিলভার হ্যালাইড
সঠিক উত্তর: (গ)
৩৪৯. নিচের কোনটি তড়িৎ সংকেতকে রুপান্তর করে?
Ο ক) মাইক্রোফোন
Ο খ) স্পিকার
Ο গ) ডায়োড
Ο ঘ) রেকটিফায়ার
সঠিক উত্তর: (খ)
৩৫০. আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics