ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. স্থির তড়িৎ ব্যবহৃত হয়-
i. স্প্রেগান
ii. ইঙ্কপ্রিন্টার
iii. ফটোকপিয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০২. দুটি আহিত পরিবাহককে তড়িৎগ্রস্থভাবে যুক্ত করলে আধান প্রবাহের দিক কোনটি দ্বারা নির্ধারিত হয়?
Ο ক) তড়িৎ বিভব
Ο খ) তড়িৎক্ষেত্র
Ο গ) তড়িৎশক্তি
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (ক)
১০৩. আহিত বস্তুটি কত বর লাভ করবে?
Ο ক) 15N
Ο খ) 2N
Ο গ) 30N
Ο ঘ) 7.5N
সঠিক উত্তর: (গ)
১০৪. কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
Ο ক) N-1m2C2
Ο খ) Nm2C2
Ο গ) N-1m-2C-2
Ο ঘ) Nm2C-2
সঠিক উত্তর: (ঘ)
১০৫. কোন পরিবাহকের মধ্য দিয়ে 5A প্রবাহ 1 s ধরে চললে প্রবাহিত আধানের পরিমাণ কী হবে?
Ο ক) 1C
Ο খ) 5C
Ο গ) 10C
Ο ঘ) 20C
সঠিক উত্তর: (খ)
১০৬. তড়িৎক্ষেত্রের কোন কিছুর বিভবকে কি ধরা হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
১০৭. ইনকজেট প্রিন্টারের কালি কণাগুলো কোন আধানে আহিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (ক)
১০৮. আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে সেই অঞ্চলকে কী বলে?
Ο ক) তড়িৎ আবেশ
Ο খ) তড়িৎ বিভব
Ο গ) তড়িৎ বিভবান্তর
Ο ঘ) তড়িৎ ক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
১০৯. নিচের কোনটির সাহায্যে কুলম্বের সংজ্ঞা দেওয়া যায়?
Ο ক) ভোল্ট
Ο খ) ইলেকট্রন
Ο গ) অ্যাম্পিয়ার
Ο ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)
১১০. পরমাণুর নিউক্লিয়াসে থাকে- i. প্রোটন ii. ইলেকট্রন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১১. নিচের কোনটি সুপরিবাহক?
Ο ক) মানবদেহ
Ο খ) মাটি
Ο গ) তামা
Ο ঘ) কাচ
সঠিক উত্তর: (গ)
১১২. ভূপৃষ্ঠ বা পৃথিবীর বিভব কত?
Ο ক) 0 ভোল্ট
Ο খ) 1 ভোল্ট
Ο গ) 2 ভোল্ট
Ο ঘ) 3 ভোল্ট
সঠিক উত্তর: (ক)
১১৩. একটি একক ধনাত্মক আধানকে ঋণাত্মকভাবে আহিত বস্তুর নিকটে আনতে কাজ করতে হয়-
i. বিকর্ষণ বল দ্বারা
ii. বিকর্ষণ বলের বিরুদ্ধে
iii. আকর্ষণ বল দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. ১ম চার্জের ক্ষেত্রে তড়িৎ তীব্রতা কত NC-1?
Ο ক) 0.66
Ο খ) 1.5
Ο গ) 2.5
Ο ঘ) 6.6
সঠিক উত্তর: (ক)
১১৫. 5 C মানের দুটি আহিত বস্তু পরস্পর থেকে 5m দূরে আছে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল-
i. 5 N
ii. 1/4p0
iii. 9109N
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৬. দুটি সমান ও বিপরীতজাতীয় আধান দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্রে বলরেখা-
i. ঋণাত্মক আধান থেকে বের হয়ে ধনাত্মক আধানে প্রবেশ করে
ii. ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে
iii. পরস্পর থেকে দূরে সরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. 50C ও 500C তাপমাত্রা সম্পন্ন দুটি বস্তু যথাক্রমে A ও B কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাপের প্রবাহ কোনদিকে ঘটবে?
Ο ক) A থেকে B এর দিকে
Ο খ) B থেকে A এর দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) তাপের প্রবাহ হবে না
সঠিক উত্তর: (খ)
১১৮. টেলিভিশনের মনিটরে ময়লা পড়ে কোন কারণে?
Ο ক) এ সি কারেন্ট
Ο খ) ডি সি কারেন্ট
Ο গ) স্থির তড়িৎ
Ο ঘ) পরিবর্তনশীল তড়িৎ
সঠিক উত্তর: (গ)
১১৯. কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 অ্যামপিয়ার প্রবাহ 1s ধরে চললে এর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিমান আধান প্রাবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) 1 কুলম্ব
Ο খ) 1 জুল
Ο গ) 1 নিউটন
Ο ঘ) 1 ফ্যারাড
সঠিক উত্তর: (ক)
১২০. একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
সঠিক উত্তর: (ঘ)
১২১. কোন তড়িৎ ক্ষেত্রে 10 C এর আহিত বস্তু স্থাপন করলে সেটি 400N বল লাভ করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা-
i. 40010-2NC-1
ii. 400 NC-1
iii. 40 NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২২. ঝড়বৃষ্টির সময় গাছের নিচে থাক বিপজ্জনক কারণ-
i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
ii. গাছের ডাল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
iii. তড়িৎ উচু বস্তুর মধ্য দিয়ে পৃথিবীতে আসতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. দুটি বস্তুকে সন্নিকটে আনলে বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করলে-
i. বস্তুদ্বয়ের একটি ধনাত্মক চার্জে চার্জিত
ii. বস্তুদ্বয়ের অপরটি ঋণাত্মক চার্জে চার্জিত
iii. দুটি বস্তুই সমধর্মী চার্জে চার্জিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৪. আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশি বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধানের সঞ্চার হয় তাকে কী বলে?
Ο ক) আবেশী আধান
Ο খ) আবিষ্ট আধান
Ο গ) মুক্ত আধান
Ο ঘ) বদ্ধ আধান
সঠিক উত্তর: (ঘ)
১২৫. নিচে তড়িৎবীক্ষণ যন্ত্রের আধান ও পরীক্ষণীয় বস্তুর আধানের চারটি ঘটনা উল্লেখ করা হলো:
নিচের কোনটি সঠিক?
Ο ক) A
Ο খ) B
Ο গ) C
Ο ঘ) D
সঠিক উত্তর: (ঘ)
১২৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. A ও B এর ঘর্ষণে A-তে ধনাত্মক ও B তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. A ও B এর ঘর্ষণে B-তে ধনাত্মক ও A-তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. A ও B এর ঘর্ষণের পর তারা উভয়ই বিপরীত জাতীয় আধানপ্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. কুলম্ব কিসের একক?
Ο ক) রোধ
Ο খ) আধান
Ο গ) বিভব অন্তর
Ο ঘ) তড়িৎ বিভব
সঠিক উত্তর: (খ)
১২৮. যেকোনো পরমাণু আধান নিরপেক্ষ। কারণ, পরমাণুতে সমান থাকে-
i. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
iii. ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৯. তড়িৎ বলরেখার অবতারনা করেন কে?
Ο ক) মোর্স
Ο খ) মার্কনী
Ο গ) ফ্যারাডে
Ο ঘ) কুলম্ব
সঠিক উত্তর: (গ)
১৩০. তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বার্ণপাত ব্যবহার করা হয় কেন?
Ο ক) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে বলে
Ο খ) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে
Ο গ) বায়ুপ্রবাহ এটির উপর প্রভাব পড়ে বলে
Ο ঘ) এটি তুলনামূলক ভারী ধাতুর তৈরি বলে
সঠিক উত্তর: (খ)
১৩১. বিভব কোন রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) লব্ধ রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৩২. ফটোকপিয়ারের ড্রামের উপর কোন আধানের স্প্রে করা হয়?
Ο ক) ঋণাত্মক
Ο খ) ধনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (খ)
১৩৩. আধানের গতিশীলতা কোনটি দ্বারা নির্ধারিত হয়?
Ο ক) তীব্রতা
Ο খ) আধানের প্রকৃতি
Ο গ) বিভব
Ο ঘ) তড়িৎক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
১৩৪. বজ্র নিরোধক দণ্ড-
i. ভোঁতা মুখ বিশিষ্ট
ii. বজ্রপাতের সম্ভাবনা কমিয়ে দেয়
iii. মাটির সাথে সংযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৫. এস.আই. এককে বিভব পরিমাপ করা হয় কেন এককে?
Ο ক) ও’ম
Ο খ) ভোল্ট
Ο গ) ওয়াট
Ο ঘ) কুলম্ব
সঠিক উত্তর: (খ)
১৩৬. তড়িৎ তীব্রতা কোন প্রকারের রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) মিশ্র রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (ক)
১৩৭. দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) আধান
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
১৩৮. ঋণাত্মক আধান কোন দিকে চলে?
Ο ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο খ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο গ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο ঘ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
সঠিক উত্তর: (গ)
১৩৯. ইঙ্ক জেট প্রিন্টার এর পাতাগুলোর বিভব নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) একটি ব্যাটারি
Ο খ) একটি কম্পিউটার
Ο গ) জেনারেটর
Ο ঘ) তড়িৎ মোটর
সঠিক উত্তর: (খ)
১৪০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে এদের মধ্যকার বল কতগুণ হবে?
Ο ক) 1/9
Ο খ) 1/3
Ο গ) 3
Ο ঘ) 9
সঠিক উত্তর: (ক)
১৪১. দুটি অসমান ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ বলরেখার নিরপেক্ষ বিন্দু ক্ষুদ্রতর আধানের-
i. দূরে থাকে
ii. নিকটে থাকে
iii. উপরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪২. ইবোনাইট দণ্ডকে ফ্লানেলের সাথে ঘষে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণযন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে-
i. ধাতব পাতগুলো পরস্পর হতে দূরে সরে যাবে
ii. ইবোনাইট দণ্ডে যতবেশি আধান আবিষ্ট হবে পাতদ্বয়ের ফাঁক ততবেশী হবে
iii. যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. নিচের কোনটিতে ব্যাপকভাবে ধারক ব্যবহৃত হয়?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) রেকর্ডপ্লেয়ার
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. প্লাস্টিকের চিরুনী দ্বারা চুল আচড়ানোর পর তা ছোট ছোট কাগজের চুকরাকে আকর্ষণ করে কারণ-
Ο ক) চিরুনির ওজন বৃদ্ধি পায়
Ο খ) চিরুনীর ভর বৃদ্ধি পায়
Ο গ) চিরুনি আধান প্রাপ্ত হয়
Ο ঘ) চিরুনীর ত্বরণ বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (গ)
১৪৫. কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়?
Ο ক) নিউটনের গতির সূত্র
Ο খ) নিউটনের মহাকর্ষসূত্র
Ο গ) গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র
Ο ঘ) কেপলার সূত্র
সঠিক উত্তর: (খ)
১৪৬. বিভব কোন ধরনের রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) লব্ধ রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৪৭. স্থির তড়িতের ব্যবহার রয়েছে-
i. ইঙ্ক জেট প্রিন্টার-এ
ii. জেনারেটর-এ
iii. ফটোকপিয়ার-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৮. পেট্রোলবাহী ট্রাকে-
i. অগ্নিকাণ্ডে ঘটার সম্ভাবনা থাকে
ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি থাকে
iii. ধাতব শিকল ঝুলানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. বলরেখার মধ্যবর্তী ফাঁক নিচের কোনটি নির্দেশ করে?
Ο ক) তড়িৎ তীব্রতার মান
Ο খ) তড়িৎ ক্ষেত্রের মান
Ο গ) তড়িৎ শক্তির মান
Ο ঘ) তড়িৎ আবেশের মান
সঠিক উত্তর: (ক)
১৫০. শূন্য বিভবের কোনো স্থান থেকে 16 C ধনাত্মক আধান তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 800 J কাজ করা হলে ঐ বিন্দুর বিভব কত হবে?
Ο ক) 0.02 V
Ο খ) 50 V
Ο গ) 800 V
Ο ঘ) 12800 V
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. স্থির তড়িৎ ব্যবহৃত হয়-
i. স্প্রেগান
ii. ইঙ্কপ্রিন্টার
iii. ফটোকপিয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০২. দুটি আহিত পরিবাহককে তড়িৎগ্রস্থভাবে যুক্ত করলে আধান প্রবাহের দিক কোনটি দ্বারা নির্ধারিত হয়?
Ο ক) তড়িৎ বিভব
Ο খ) তড়িৎক্ষেত্র
Ο গ) তড়িৎশক্তি
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (ক)
১০৩. আহিত বস্তুটি কত বর লাভ করবে?
Ο ক) 15N
Ο খ) 2N
Ο গ) 30N
Ο ঘ) 7.5N
সঠিক উত্তর: (গ)
১০৪. কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
Ο ক) N-1m2C2
Ο খ) Nm2C2
Ο গ) N-1m-2C-2
Ο ঘ) Nm2C-2
সঠিক উত্তর: (ঘ)
১০৫. কোন পরিবাহকের মধ্য দিয়ে 5A প্রবাহ 1 s ধরে চললে প্রবাহিত আধানের পরিমাণ কী হবে?
Ο ক) 1C
Ο খ) 5C
Ο গ) 10C
Ο ঘ) 20C
সঠিক উত্তর: (খ)
১০৬. তড়িৎক্ষেত্রের কোন কিছুর বিভবকে কি ধরা হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
১০৭. ইনকজেট প্রিন্টারের কালি কণাগুলো কোন আধানে আহিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (ক)
১০৮. আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে সেই অঞ্চলকে কী বলে?
Ο ক) তড়িৎ আবেশ
Ο খ) তড়িৎ বিভব
Ο গ) তড়িৎ বিভবান্তর
Ο ঘ) তড়িৎ ক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
১০৯. নিচের কোনটির সাহায্যে কুলম্বের সংজ্ঞা দেওয়া যায়?
Ο ক) ভোল্ট
Ο খ) ইলেকট্রন
Ο গ) অ্যাম্পিয়ার
Ο ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)
১১০. পরমাণুর নিউক্লিয়াসে থাকে- i. প্রোটন ii. ইলেকট্রন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১১. নিচের কোনটি সুপরিবাহক?
Ο ক) মানবদেহ
Ο খ) মাটি
Ο গ) তামা
Ο ঘ) কাচ
সঠিক উত্তর: (গ)
১১২. ভূপৃষ্ঠ বা পৃথিবীর বিভব কত?
Ο ক) 0 ভোল্ট
Ο খ) 1 ভোল্ট
Ο গ) 2 ভোল্ট
Ο ঘ) 3 ভোল্ট
সঠিক উত্তর: (ক)
১১৩. একটি একক ধনাত্মক আধানকে ঋণাত্মকভাবে আহিত বস্তুর নিকটে আনতে কাজ করতে হয়-
i. বিকর্ষণ বল দ্বারা
ii. বিকর্ষণ বলের বিরুদ্ধে
iii. আকর্ষণ বল দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. ১ম চার্জের ক্ষেত্রে তড়িৎ তীব্রতা কত NC-1?
Ο ক) 0.66
Ο খ) 1.5
Ο গ) 2.5
Ο ঘ) 6.6
সঠিক উত্তর: (ক)
১১৫. 5 C মানের দুটি আহিত বস্তু পরস্পর থেকে 5m দূরে আছে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল-
i. 5 N
ii. 1/4p0
iii. 9109N
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৬. দুটি সমান ও বিপরীতজাতীয় আধান দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্রে বলরেখা-
i. ঋণাত্মক আধান থেকে বের হয়ে ধনাত্মক আধানে প্রবেশ করে
ii. ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে
iii. পরস্পর থেকে দূরে সরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. 50C ও 500C তাপমাত্রা সম্পন্ন দুটি বস্তু যথাক্রমে A ও B কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাপের প্রবাহ কোনদিকে ঘটবে?
Ο ক) A থেকে B এর দিকে
Ο খ) B থেকে A এর দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) তাপের প্রবাহ হবে না
সঠিক উত্তর: (খ)
১১৮. টেলিভিশনের মনিটরে ময়লা পড়ে কোন কারণে?
Ο ক) এ সি কারেন্ট
Ο খ) ডি সি কারেন্ট
Ο গ) স্থির তড়িৎ
Ο ঘ) পরিবর্তনশীল তড়িৎ
সঠিক উত্তর: (গ)
১১৯. কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 অ্যামপিয়ার প্রবাহ 1s ধরে চললে এর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিমান আধান প্রাবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) 1 কুলম্ব
Ο খ) 1 জুল
Ο গ) 1 নিউটন
Ο ঘ) 1 ফ্যারাড
সঠিক উত্তর: (ক)
১২০. একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
সঠিক উত্তর: (ঘ)
১২১. কোন তড়িৎ ক্ষেত্রে 10 C এর আহিত বস্তু স্থাপন করলে সেটি 400N বল লাভ করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা-
i. 40010-2NC-1
ii. 400 NC-1
iii. 40 NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২২. ঝড়বৃষ্টির সময় গাছের নিচে থাক বিপজ্জনক কারণ-
i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
ii. গাছের ডাল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
iii. তড়িৎ উচু বস্তুর মধ্য দিয়ে পৃথিবীতে আসতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. দুটি বস্তুকে সন্নিকটে আনলে বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করলে-
i. বস্তুদ্বয়ের একটি ধনাত্মক চার্জে চার্জিত
ii. বস্তুদ্বয়ের অপরটি ঋণাত্মক চার্জে চার্জিত
iii. দুটি বস্তুই সমধর্মী চার্জে চার্জিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৪. আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশি বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধানের সঞ্চার হয় তাকে কী বলে?
Ο ক) আবেশী আধান
Ο খ) আবিষ্ট আধান
Ο গ) মুক্ত আধান
Ο ঘ) বদ্ধ আধান
সঠিক উত্তর: (ঘ)
১২৫. নিচে তড়িৎবীক্ষণ যন্ত্রের আধান ও পরীক্ষণীয় বস্তুর আধানের চারটি ঘটনা উল্লেখ করা হলো:
ঘটনা | তড়িৎবীক্ষণ | পরীক্ষণীয় বস্তুর আধান | পাতদ্বয়ের ফাঁক |
A | + | + | কমবে |
B | - | অনাহিত বস্তু | কমবে |
C | - | + | বৃদ্ধি পাবে |
D | + | - | কমবে |
Ο ক) A
Ο খ) B
Ο গ) C
Ο ঘ) D
সঠিক উত্তর: (ঘ)
১২৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. A ও B এর ঘর্ষণে A-তে ধনাত্মক ও B তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. A ও B এর ঘর্ষণে B-তে ধনাত্মক ও A-তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. A ও B এর ঘর্ষণের পর তারা উভয়ই বিপরীত জাতীয় আধানপ্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. কুলম্ব কিসের একক?
Ο ক) রোধ
Ο খ) আধান
Ο গ) বিভব অন্তর
Ο ঘ) তড়িৎ বিভব
সঠিক উত্তর: (খ)
১২৮. যেকোনো পরমাণু আধান নিরপেক্ষ। কারণ, পরমাণুতে সমান থাকে-
i. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
iii. ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৯. তড়িৎ বলরেখার অবতারনা করেন কে?
Ο ক) মোর্স
Ο খ) মার্কনী
Ο গ) ফ্যারাডে
Ο ঘ) কুলম্ব
সঠিক উত্তর: (গ)
১৩০. তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বার্ণপাত ব্যবহার করা হয় কেন?
Ο ক) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে বলে
Ο খ) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে
Ο গ) বায়ুপ্রবাহ এটির উপর প্রভাব পড়ে বলে
Ο ঘ) এটি তুলনামূলক ভারী ধাতুর তৈরি বলে
সঠিক উত্তর: (খ)
১৩১. বিভব কোন রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) লব্ধ রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৩২. ফটোকপিয়ারের ড্রামের উপর কোন আধানের স্প্রে করা হয়?
Ο ক) ঋণাত্মক
Ο খ) ধনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (খ)
১৩৩. আধানের গতিশীলতা কোনটি দ্বারা নির্ধারিত হয়?
Ο ক) তীব্রতা
Ο খ) আধানের প্রকৃতি
Ο গ) বিভব
Ο ঘ) তড়িৎক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
১৩৪. বজ্র নিরোধক দণ্ড-
i. ভোঁতা মুখ বিশিষ্ট
ii. বজ্রপাতের সম্ভাবনা কমিয়ে দেয়
iii. মাটির সাথে সংযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৫. এস.আই. এককে বিভব পরিমাপ করা হয় কেন এককে?
Ο ক) ও’ম
Ο খ) ভোল্ট
Ο গ) ওয়াট
Ο ঘ) কুলম্ব
সঠিক উত্তর: (খ)
১৩৬. তড়িৎ তীব্রতা কোন প্রকারের রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) স্কেলার রাশি
Ο গ) মিশ্র রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (ক)
১৩৭. দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) আধান
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
১৩৮. ঋণাত্মক আধান কোন দিকে চলে?
Ο ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
Ο খ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο গ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
Ο ঘ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
সঠিক উত্তর: (গ)
১৩৯. ইঙ্ক জেট প্রিন্টার এর পাতাগুলোর বিভব নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) একটি ব্যাটারি
Ο খ) একটি কম্পিউটার
Ο গ) জেনারেটর
Ο ঘ) তড়িৎ মোটর
সঠিক উত্তর: (খ)
১৪০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে এদের মধ্যকার বল কতগুণ হবে?
Ο ক) 1/9
Ο খ) 1/3
Ο গ) 3
Ο ঘ) 9
সঠিক উত্তর: (ক)
১৪১. দুটি অসমান ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ বলরেখার নিরপেক্ষ বিন্দু ক্ষুদ্রতর আধানের-
i. দূরে থাকে
ii. নিকটে থাকে
iii. উপরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪২. ইবোনাইট দণ্ডকে ফ্লানেলের সাথে ঘষে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণযন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে-
i. ধাতব পাতগুলো পরস্পর হতে দূরে সরে যাবে
ii. ইবোনাইট দণ্ডে যতবেশি আধান আবিষ্ট হবে পাতদ্বয়ের ফাঁক ততবেশী হবে
iii. যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. নিচের কোনটিতে ব্যাপকভাবে ধারক ব্যবহৃত হয়?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) রেকর্ডপ্লেয়ার
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. প্লাস্টিকের চিরুনী দ্বারা চুল আচড়ানোর পর তা ছোট ছোট কাগজের চুকরাকে আকর্ষণ করে কারণ-
Ο ক) চিরুনির ওজন বৃদ্ধি পায়
Ο খ) চিরুনীর ভর বৃদ্ধি পায়
Ο গ) চিরুনি আধান প্রাপ্ত হয়
Ο ঘ) চিরুনীর ত্বরণ বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (গ)
১৪৫. কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়?
Ο ক) নিউটনের গতির সূত্র
Ο খ) নিউটনের মহাকর্ষসূত্র
Ο গ) গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র
Ο ঘ) কেপলার সূত্র
সঠিক উত্তর: (খ)
১৪৬. বিভব কোন ধরনের রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) লব্ধ রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (গ)
১৪৭. স্থির তড়িতের ব্যবহার রয়েছে-
i. ইঙ্ক জেট প্রিন্টার-এ
ii. জেনারেটর-এ
iii. ফটোকপিয়ার-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৮. পেট্রোলবাহী ট্রাকে-
i. অগ্নিকাণ্ডে ঘটার সম্ভাবনা থাকে
ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি থাকে
iii. ধাতব শিকল ঝুলানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. বলরেখার মধ্যবর্তী ফাঁক নিচের কোনটি নির্দেশ করে?
Ο ক) তড়িৎ তীব্রতার মান
Ο খ) তড়িৎ ক্ষেত্রের মান
Ο গ) তড়িৎ শক্তির মান
Ο ঘ) তড়িৎ আবেশের মান
সঠিক উত্তর: (ক)
১৫০. শূন্য বিভবের কোনো স্থান থেকে 16 C ধনাত্মক আধান তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 800 J কাজ করা হলে ঐ বিন্দুর বিভব কত হবে?
Ο ক) 0.02 V
Ο খ) 50 V
Ο গ) 800 V
Ο ঘ) 12800 V
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics