ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে p নিউট্রন সংখ্যাকে n এবং ইলেকট্রন সংখ্যাকে e দ্বারা প্রকাশ করলো-
i. p+n= নিউক্লিয়াস
ii. p+n-e= পরমাণু
iii. pe, তড়িৎগ্রস্থ পরমাণু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. বিমানের আধান বাড়ালে বিমান ও ভূ-পৃষ্ঠের মধ্যে কী ঘটে?
Ο ক) দূরত্ব বাড়ে
Ο খ) দূরত্ব কমে
Ο গ) বিভব পার্থক্য বাড়ে
Ο ঘ) বিভব পার্থক্য কমে
সঠিক উত্তর: (গ)
৫৩. বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তীব্রতার-
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৫৪. বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাকে কী বলে?
Ο ক) গর্জন
Ο খ) বজ্রনাদ
Ο গ) বজ্রস্ফুলিঙ্গ
Ο ঘ) তড়িৎবীক্ষণ
সঠিক উত্তর: (খ)
৫৫. কোন আধান পরস্পরকে বিকর্ষণ করে?
Ο ক) বিপরীত আধান
Ο খ) সমজাতীয়
Ο গ) একটি ধনাত্মক ও অপরটি ঋণাত্মক
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)
৫৬. গাড়ি রং করা হয় কীসের সাহায্যে?
Ο ক) এ সি কারেন্ট
Ο খ) ইমালশন পেইন্ট
Ο গ) স্থির তড়িৎ
Ο ঘ) ডি সি কারেন্ট
সঠিক উত্তর: (গ)
৫৭. নিচের তথ্য গুলো লক্ষ্য করো:
i. নিউট্রন তড়িৎ নিরপেক্ষ
ii. ধনাত্মক আধানযুক্ত পরমাণুর ইলেকট্রন সংখ্যা বেশি থাকে
iii. বিভিন্ন পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৮. ধারক তৈরীতে দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে কোনটি রাখা হয়?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) কাচ
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)
৫৯. ধারক শক্তি সঞ্চয় করে রাখে-
i. তড়িৎ আধানরূপে
ii. তড়িৎ ক্ষেত্ররূপে
iii. তড়িৎ বলরেখারূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. অন্তরক পদার্থ কোনটি?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) সোনা
Ο ঘ) বায়ু
সঠিক উত্তর: (ঘ)
৬১. ধুলো বালির ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) আহিত কণা
Ο খ) অনাহিত কণা
Ο গ) ওজনে ভারী
Ο ঘ) চার্জযুক্ত কণা
সঠিক উত্তর: (খ)
৬২. নিচের কোনটি কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া থাকে?
Ο ক) ফটোকপিয়ার
Ο খ) টেপরেকর্ডার
Ο গ) প্রিন্টার
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (গ)
৬৩. কোনো আধানহীন পরিবাহকের বিভবকে কত ধরা হয়?
Ο ক) শূণ্য
Ο খ) এক
Ο গ) দুই
Ο ঘ) তিন
সঠিক উত্তর: (ক)
৬৪. তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডটির নিচে কিসের পাত সংযুক্ত থাকে?
Ο ক) সালফার
Ο খ) ক্লোরিন
Ο গ) তামা
Ο ঘ) সোনা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. গাড়ি, সাইকেল, আলমারী ইত্যাদি রং করার জন্য ইদানীং কী ব্যবহার হয়?
Ο ক) রঙের ব্রাশ
Ο খ) রঙের কাপড়
Ο গ) রঙের স্প্রে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৬৬. নিচের কোনটি পরিবাহক?
Ο ক) কাঠ
Ο খ) কাগজ
Ο গ) মাটি
Ο ঘ) কাচ
সঠিক উত্তর: (গ)
৬৭. চার্জযুক্ত কণা- i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে-
Ο ক) আধানদ্বয়ের ভরের
Ο খ) আধানদ্বয়ের আকৃতির
Ο গ) আধানদ্বয়ের প্রকৃতি
Ο ঘ) পরিবেশের উপর
সঠিক উত্তর: (গ)
৬৯. এক ভোল্টের সমান মান কোনটি?
Ο ক) 1JC-1
Ο খ) 1JC
Ο গ) 1JC-2
Ο ঘ) 1JC2
সঠিক উত্তর: (ক)
৭০. পানির প্রবাহ কীসের উপর নির্ভর করে?
Ο ক) ভর
Ο খ) পরিমাণ
Ο গ) উচ্চতা
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)
৭১. কোন বিজ্ঞানী তড়িৎ বলরেখার অবতারণা করেন?
Ο ক) মাইকেল ফ্যারাডে
Ο খ) কুলম্ব
Ο গ) নিউটন
Ο ঘ) ম্যাক্স প্যাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৭২. তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান স্থাপন করলে-
i. সেটি মুক্ত পথে পরিভ্রমণ করে
ii. এর গতিপথকে তড়িৎবলরেখা বলা হবে
iii. সেটি স্থিরভাবে অবস্থান করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আহিত বস্তুর আধানকে কী বলা হয়?
Ο ক) মৃত আধান
Ο খ) আবেশী আধান
Ο গ) বন্ধ আধান
Ο ঘ) আবিষ্ট আধান
সঠিক উত্তর: (খ)
৭৪. নিচের কোন উপায়ে পদার্থকে চার্জিত করা যায় না?
Ο ক) ঘর্ষণ
Ο খ) পরিবহন
Ο গ) আবেশ
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (ঘ)
৭৫. সংকোচন ও প্রসারণের ফলে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) নিরবতা
Ο খ) শব্দ
Ο গ) বৃষ্টি
Ο ঘ) তাপের
সঠিক উত্তর: (খ)
৭৬. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতাকে কী বলে?
Ο ক) রোধকত্ব
Ο খ) বিভব
Ο গ) ধারকত্ব
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (গ)
৭৭. আধানের অস্তিত্ব নির্ণয়ের জন্য বস্তুকে কী ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্রের নিকট আনতে হয়?
Ο ক) আহিত
Ο খ) অনাহিত
Ο গ) চার্জযুক্ত
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৭৮. পরমাণুতে কোনটির সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা দেয়?
Ο ক) ইলেকট্রনের
Ο খ) নিউট্রনের
Ο গ) নিউক্লিয়াসের
Ο ঘ) ভরসংখ্যা
সঠিক উত্তর: (ক)
৭৯. শূন্যস্থানে C-এর মান কত?
Ο ক) 9×109Nm2C2
Ο খ) 9×109Nm2C-2
Ο গ) 9×109N-2m2C2
Ο ঘ) 9×1010Nm2C2
সঠিক উত্তর: (খ)
৮০. জ্বালানীবাহী ট্যাংকার বা ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে-
i. ট্রাককে বাঁধার জন্য
ii. ঘর্ষণে উৎপন্ন আধান পরিবহনের জন্য
iii. ট্রাককে দূর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার সংজ্ঞার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ বৃদ্ধি পায়
Ο খ) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ হ্রাস পায়
Ο গ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা বৃদ্ধি পায়
Ο ঘ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা হ্রাস পায়
সঠিক উত্তর: (গ)
৮২. যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে কী বলে?
Ο ক) পরিবাহক
Ο খ) সুপরিবাহক
Ο গ) অপরিবাহক
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (গ)
৮৩. কুলম্বের সূত্রানুসারে দূরত্বের মান বাড়ালে কোনটি প্রযোজ্য হয়?
Ο ক) আকর্ষণ বলের মান বাড়বে
Ο খ) আকর্ষণ বলের মান অপরিবর্তিত থাকবে
Ο গ) আকর্ষণ বলের মান কমবে
Ο ঘ) আকর্ষণ বলের মান শূন্য হবে
সঠিক উত্তর: (গ)
৮৪. আবিষ্ট বস্তুর দূরতম প্রান্তে সঞ্চারিত আধানকে কী বলে?
Ο ক) আবেশী আধান
Ο খ) বন্ধ আধান
Ο গ) মুক্ত আধান
Ο ঘ) আবিষ্ট আধান
সঠিক উত্তর: (গ)
৮৫. তড়িৎ সংক্রান্ত সঠিক কোনটি?
i. W=Vq
ii. F=cq/d2
iii. F=cq1q2/d2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. দুটি বিন্দুর বিভব যথাক্রমে 20V ও 25V হলে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 45V
Ο খ) 15V
Ο গ) 5V
Ο ঘ) 20V
সঠিক উত্তর: (গ)
৮৭. ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভাল?
Ο ক) ছাতার নিচে থাকা
Ο খ) গাছের নিচে দাড়ানো
Ο গ) লোহার তৈরি পুলে অবস্থান করা
Ο ঘ) বৃষ্টিতে ভেজা
সঠিক উত্তর: (ঘ)
৮৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. পরিধেয় কাপড় ঘর্ষণের ফলে আহিত হতে পারে
ii. আহিত কাপড় বদলানোর সময় শক খাওয়ার সম্ভাবনা থাকে
iii. ধুলোবালি জীবাণু অনাহিত বস্তু দ্বারা আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৯. F=2.251012N,q1=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d কত?
Ο ক) 4 m
Ο খ) 3 m
Ο গ) 2 m
Ο ঘ) 1 m
সঠিক উত্তর: (গ)
৯০. পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ থাকে কেন?
Ο ক) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন হয় বলে
Ο খ) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই হয় বলে
Ο গ) ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে
Ο ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা একই হয় বলে
সঠিক উত্তর: (খ)
৯১. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে?
Ο ক) এক চতুর্থাংশ
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) চারগুণ
সঠিক উত্তর: (ঘ)
৯২. পরিবাহী পদার্থ- i. কাগজ ii. ধাতু iii. মানবদেহ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৩. P ও Q বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে P2 ও Q2 হলে, নিচের কোনটি সঠিক?
Ο ক) P2-Q2>O
Ο খ) Q2-P2>O
Ο গ) 2P2=3Q2
Ο ঘ) P2+Q2=O
সঠিক উত্তর: (ক)
৯৪. কোনটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে?
Ο ক) ঋণাত্মক আধান
Ο খ) ধনাত্মক আধান
Ο গ) নিরপেক্ষ আধান
Ο ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
সঠিক উত্তর: (খ)
৯৫. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) নিউট্রনের আধিক্য
Ο খ) ইলেকট্রনের আধিক্য
Ο গ) প্রোটনের ঘাটতি
Ο ঘ) ইলেকট্রনের ঘাটতি
সঠিক উত্তর: (খ)
৯৬. ফটোকপিয়ার মেশিনে-
i. যে পৃষ্ঠ ফটোকপি করা হবে তার প্রতিফলিত আলো ড্রামে কেন্দ্রিভূত হয়
ii. ড্রামের কেবল অন্ধকার অংশই ঋণাত্মক আধানে আহিত
iii. ধনাত্মক ভাবে আহিত সাদা কাগজকে ড্রামের সাথে চেপে রাখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৭. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) প্রোটনের আধিক্য
Ο খ) নিউট্রনের আধিক্য
Ο গ) ইলেকট্রনের আধিক্য
Ο ঘ) ইলেকট্রনের ঘাটতি
সঠিক উত্তর: (গ)
৯৮. আধান কীসের মৌলিক ধর্ম?
Ο ক) ইলেকট্রনের
Ο খ) প্রোটনের
Ο গ) ইলেকট্রন ও প্রোটনের
Ο ঘ) ইলেকট্রন ও নিউট্রনের
সঠিক উত্তর: (গ)
৯৯. আধানের ক্ষেত্রে-
i. আধানের একক কুলম্ব
ii. কুলম্ব একটি লব্ধ একক
iii. কুলম্ব=অ্যাম্পিয়ার/সেকেন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০০. কোন তড়িৎক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10 নিউটন বল লাভ করে, ঐ বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত হবে?
Ο ক) 100NC-1
Ο খ) 1 NC
Ο গ) 100N
Ο ঘ) 1 NC-1
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে p নিউট্রন সংখ্যাকে n এবং ইলেকট্রন সংখ্যাকে e দ্বারা প্রকাশ করলো-
i. p+n= নিউক্লিয়াস
ii. p+n-e= পরমাণু
iii. pe, তড়িৎগ্রস্থ পরমাণু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. বিমানের আধান বাড়ালে বিমান ও ভূ-পৃষ্ঠের মধ্যে কী ঘটে?
Ο ক) দূরত্ব বাড়ে
Ο খ) দূরত্ব কমে
Ο গ) বিভব পার্থক্য বাড়ে
Ο ঘ) বিভব পার্থক্য কমে
সঠিক উত্তর: (গ)
৫৩. বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তীব্রতার-
Ο ক) ব্যস্তানুপাতিক
Ο খ) সমানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৫৪. বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাকে কী বলে?
Ο ক) গর্জন
Ο খ) বজ্রনাদ
Ο গ) বজ্রস্ফুলিঙ্গ
Ο ঘ) তড়িৎবীক্ষণ
সঠিক উত্তর: (খ)
৫৫. কোন আধান পরস্পরকে বিকর্ষণ করে?
Ο ক) বিপরীত আধান
Ο খ) সমজাতীয়
Ο গ) একটি ধনাত্মক ও অপরটি ঋণাত্মক
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)
৫৬. গাড়ি রং করা হয় কীসের সাহায্যে?
Ο ক) এ সি কারেন্ট
Ο খ) ইমালশন পেইন্ট
Ο গ) স্থির তড়িৎ
Ο ঘ) ডি সি কারেন্ট
সঠিক উত্তর: (গ)
৫৭. নিচের তথ্য গুলো লক্ষ্য করো:
i. নিউট্রন তড়িৎ নিরপেক্ষ
ii. ধনাত্মক আধানযুক্ত পরমাণুর ইলেকট্রন সংখ্যা বেশি থাকে
iii. বিভিন্ন পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৮. ধারক তৈরীতে দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে কোনটি রাখা হয়?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) কাচ
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)
৫৯. ধারক শক্তি সঞ্চয় করে রাখে-
i. তড়িৎ আধানরূপে
ii. তড়িৎ ক্ষেত্ররূপে
iii. তড়িৎ বলরেখারূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. অন্তরক পদার্থ কোনটি?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) সোনা
Ο ঘ) বায়ু
সঠিক উত্তর: (ঘ)
৬১. ধুলো বালির ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) আহিত কণা
Ο খ) অনাহিত কণা
Ο গ) ওজনে ভারী
Ο ঘ) চার্জযুক্ত কণা
সঠিক উত্তর: (খ)
৬২. নিচের কোনটি কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া থাকে?
Ο ক) ফটোকপিয়ার
Ο খ) টেপরেকর্ডার
Ο গ) প্রিন্টার
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (গ)
৬৩. কোনো আধানহীন পরিবাহকের বিভবকে কত ধরা হয়?
Ο ক) শূণ্য
Ο খ) এক
Ο গ) দুই
Ο ঘ) তিন
সঠিক উত্তর: (ক)
৬৪. তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডটির নিচে কিসের পাত সংযুক্ত থাকে?
Ο ক) সালফার
Ο খ) ক্লোরিন
Ο গ) তামা
Ο ঘ) সোনা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. গাড়ি, সাইকেল, আলমারী ইত্যাদি রং করার জন্য ইদানীং কী ব্যবহার হয়?
Ο ক) রঙের ব্রাশ
Ο খ) রঙের কাপড়
Ο গ) রঙের স্প্রে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৬৬. নিচের কোনটি পরিবাহক?
Ο ক) কাঠ
Ο খ) কাগজ
Ο গ) মাটি
Ο ঘ) কাচ
সঠিক উত্তর: (গ)
৬৭. চার্জযুক্ত কণা- i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে-
Ο ক) আধানদ্বয়ের ভরের
Ο খ) আধানদ্বয়ের আকৃতির
Ο গ) আধানদ্বয়ের প্রকৃতি
Ο ঘ) পরিবেশের উপর
সঠিক উত্তর: (গ)
৬৯. এক ভোল্টের সমান মান কোনটি?
Ο ক) 1JC-1
Ο খ) 1JC
Ο গ) 1JC-2
Ο ঘ) 1JC2
সঠিক উত্তর: (ক)
৭০. পানির প্রবাহ কীসের উপর নির্ভর করে?
Ο ক) ভর
Ο খ) পরিমাণ
Ο গ) উচ্চতা
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)
৭১. কোন বিজ্ঞানী তড়িৎ বলরেখার অবতারণা করেন?
Ο ক) মাইকেল ফ্যারাডে
Ο খ) কুলম্ব
Ο গ) নিউটন
Ο ঘ) ম্যাক্স প্যাঙ্ক
সঠিক উত্তর: (ক)
৭২. তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান স্থাপন করলে-
i. সেটি মুক্ত পথে পরিভ্রমণ করে
ii. এর গতিপথকে তড়িৎবলরেখা বলা হবে
iii. সেটি স্থিরভাবে অবস্থান করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আহিত বস্তুর আধানকে কী বলা হয়?
Ο ক) মৃত আধান
Ο খ) আবেশী আধান
Ο গ) বন্ধ আধান
Ο ঘ) আবিষ্ট আধান
সঠিক উত্তর: (খ)
৭৪. নিচের কোন উপায়ে পদার্থকে চার্জিত করা যায় না?
Ο ক) ঘর্ষণ
Ο খ) পরিবহন
Ο গ) আবেশ
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (ঘ)
৭৫. সংকোচন ও প্রসারণের ফলে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) নিরবতা
Ο খ) শব্দ
Ο গ) বৃষ্টি
Ο ঘ) তাপের
সঠিক উত্তর: (খ)
৭৬. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতাকে কী বলে?
Ο ক) রোধকত্ব
Ο খ) বিভব
Ο গ) ধারকত্ব
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (গ)
৭৭. আধানের অস্তিত্ব নির্ণয়ের জন্য বস্তুকে কী ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্রের নিকট আনতে হয়?
Ο ক) আহিত
Ο খ) অনাহিত
Ο গ) চার্জযুক্ত
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৭৮. পরমাণুতে কোনটির সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা দেয়?
Ο ক) ইলেকট্রনের
Ο খ) নিউট্রনের
Ο গ) নিউক্লিয়াসের
Ο ঘ) ভরসংখ্যা
সঠিক উত্তর: (ক)
৭৯. শূন্যস্থানে C-এর মান কত?
Ο ক) 9×109Nm2C2
Ο খ) 9×109Nm2C-2
Ο গ) 9×109N-2m2C2
Ο ঘ) 9×1010Nm2C2
সঠিক উত্তর: (খ)
৮০. জ্বালানীবাহী ট্যাংকার বা ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে-
i. ট্রাককে বাঁধার জন্য
ii. ঘর্ষণে উৎপন্ন আধান পরিবহনের জন্য
iii. ট্রাককে দূর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার সংজ্ঞার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ বৃদ্ধি পায়
Ο খ) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ হ্রাস পায়
Ο গ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা বৃদ্ধি পায়
Ο ঘ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা হ্রাস পায়
সঠিক উত্তর: (গ)
৮২. যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে কী বলে?
Ο ক) পরিবাহক
Ο খ) সুপরিবাহক
Ο গ) অপরিবাহক
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (গ)
৮৩. কুলম্বের সূত্রানুসারে দূরত্বের মান বাড়ালে কোনটি প্রযোজ্য হয়?
Ο ক) আকর্ষণ বলের মান বাড়বে
Ο খ) আকর্ষণ বলের মান অপরিবর্তিত থাকবে
Ο গ) আকর্ষণ বলের মান কমবে
Ο ঘ) আকর্ষণ বলের মান শূন্য হবে
সঠিক উত্তর: (গ)
৮৪. আবিষ্ট বস্তুর দূরতম প্রান্তে সঞ্চারিত আধানকে কী বলে?
Ο ক) আবেশী আধান
Ο খ) বন্ধ আধান
Ο গ) মুক্ত আধান
Ο ঘ) আবিষ্ট আধান
সঠিক উত্তর: (গ)
৮৫. তড়িৎ সংক্রান্ত সঠিক কোনটি?
i. W=Vq
ii. F=cq/d2
iii. F=cq1q2/d2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. দুটি বিন্দুর বিভব যথাক্রমে 20V ও 25V হলে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে?
Ο ক) 45V
Ο খ) 15V
Ο গ) 5V
Ο ঘ) 20V
সঠিক উত্তর: (গ)
৮৭. ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভাল?
Ο ক) ছাতার নিচে থাকা
Ο খ) গাছের নিচে দাড়ানো
Ο গ) লোহার তৈরি পুলে অবস্থান করা
Ο ঘ) বৃষ্টিতে ভেজা
সঠিক উত্তর: (ঘ)
৮৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. পরিধেয় কাপড় ঘর্ষণের ফলে আহিত হতে পারে
ii. আহিত কাপড় বদলানোর সময় শক খাওয়ার সম্ভাবনা থাকে
iii. ধুলোবালি জীবাণু অনাহিত বস্তু দ্বারা আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৯. F=2.251012N,q1=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d কত?
Ο ক) 4 m
Ο খ) 3 m
Ο গ) 2 m
Ο ঘ) 1 m
সঠিক উত্তর: (গ)
৯০. পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ থাকে কেন?
Ο ক) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন হয় বলে
Ο খ) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই হয় বলে
Ο গ) ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে
Ο ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা একই হয় বলে
সঠিক উত্তর: (খ)
৯১. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে?
Ο ক) এক চতুর্থাংশ
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) চারগুণ
সঠিক উত্তর: (ঘ)
৯২. পরিবাহী পদার্থ- i. কাগজ ii. ধাতু iii. মানবদেহ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৩. P ও Q বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে P2 ও Q2 হলে, নিচের কোনটি সঠিক?
Ο ক) P2-Q2>O
Ο খ) Q2-P2>O
Ο গ) 2P2=3Q2
Ο ঘ) P2+Q2=O
সঠিক উত্তর: (ক)
৯৪. কোনটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে?
Ο ক) ঋণাত্মক আধান
Ο খ) ধনাত্মক আধান
Ο গ) নিরপেক্ষ আধান
Ο ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
সঠিক উত্তর: (খ)
৯৫. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) নিউট্রনের আধিক্য
Ο খ) ইলেকট্রনের আধিক্য
Ο গ) প্রোটনের ঘাটতি
Ο ঘ) ইলেকট্রনের ঘাটতি
সঠিক উত্তর: (খ)
৯৬. ফটোকপিয়ার মেশিনে-
i. যে পৃষ্ঠ ফটোকপি করা হবে তার প্রতিফলিত আলো ড্রামে কেন্দ্রিভূত হয়
ii. ড্রামের কেবল অন্ধকার অংশই ঋণাত্মক আধানে আহিত
iii. ধনাত্মক ভাবে আহিত সাদা কাগজকে ড্রামের সাথে চেপে রাখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৭. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) প্রোটনের আধিক্য
Ο খ) নিউট্রনের আধিক্য
Ο গ) ইলেকট্রনের আধিক্য
Ο ঘ) ইলেকট্রনের ঘাটতি
সঠিক উত্তর: (গ)
৯৮. আধান কীসের মৌলিক ধর্ম?
Ο ক) ইলেকট্রনের
Ο খ) প্রোটনের
Ο গ) ইলেকট্রন ও প্রোটনের
Ο ঘ) ইলেকট্রন ও নিউট্রনের
সঠিক উত্তর: (গ)
৯৯. আধানের ক্ষেত্রে-
i. আধানের একক কুলম্ব
ii. কুলম্ব একটি লব্ধ একক
iii. কুলম্ব=অ্যাম্পিয়ার/সেকেন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০০. কোন তড়িৎক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10 নিউটন বল লাভ করে, ঐ বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত হবে?
Ο ক) 100NC-1
Ο খ) 1 NC
Ο গ) 100N
Ο ঘ) 1 NC-1
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics