ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. A মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.3 এবং B মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে কোন বিবৃতিটি সঠিক?
Ο ক) A মাধ্যমের চেয়ে B মাধ্যমে আলো দ্রুত চলবে
Ο খ) B মাধ্যমের চেয়ে A মাধ্যমে আলো দ্রুত চলবে
Ο গ) উভয় মাধ্যমে আলো সমান বেগে চলবে
Ο ঘ) A ও B মাধ্যমে আলোর বর্ণের পরিবর্তন হবে
সঠিক উত্তর: (খ)
৪৫২. স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
Ο ক) 0.1 cm
Ο খ) 25 cm
Ο গ) 10 cm
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (খ)
৪৫৩. দীর্ঘ দৃষ্টির কারণ হল-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৪. প্রধান ফোকাস-
i. উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ প্রতিসরণের পর এ বিন্দু দিয়ে অতিক্রম করে
ii. এটি প্রধান অক্ষে অবস্থিত
iii. অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ এ বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৫. দীর্ঘদৃষ্টি সাধারণত কাদের মধ্যে দেখা যায়?
Ο ক) শিশুদের
Ο খ) কিশোদের
Ο গ) তরুণদের
Ο ঘ) বয়স্ক ব্যক্তিদের
সঠিক উত্তর: (ঘ)
৪৫৬. চোখের শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের কৃষ্ণমন্ডল না থাকলে কী ঘটত?
Ο ক) চোখে আলো প্রবেশ করতে পারত না
Ο খ) সব রঙের আলো শোষণ করে নিত
Ο গ) চোখের ভিতরে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হতো
Ο ঘ) আলোর প্রতিফলন হতো
সঠিক উত্তর: (গ)
৪৫৭. আলোর কোন ঘটনার জন্যে তীর্যকভাবে পানিতে ডোবানো লাঠি বাঁকা দেখা যায়?
Ο ক) প্রতিফলন
Ο খ) অপবর্তন
Ο গ) সমবর্তন
Ο ঘ) প্রতিসরণ
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
i. মানবদেহের ভিতরের অংশ দেখার জন্য
ii. টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
iii. উপগ্রহ হতে ভূপৃষ্ঠে তথ্য পাঠাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫৯. রডের পার্থক্য বোঝাতে সাহায্য করে-
Ο ক) রড কোষ
Ο খ) কোণ কোষ
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) ভিট্টিয়াস হিউমার
সঠিক উত্তর: (খ)
৪৬০. আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) আপতন কোণ=প্রতিসরিত কোণ
Ο খ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
Ο গ) আপতন কোণ<প্রতিসরণ কোণ
Ο ঘ) আপতন কোণ≤প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (খ)
৪৬১. অপটিক্যাল ফাইবারে বৈদ্যুতিক সংকেত আদান প্রদানের ক্ষেত্রে-
i. বৈদ্যুতিক সংকেত প্রথমে আলোক সংকেতে রূপান্তরিত হয়
ii. একসাথে ২০০০টি সংকেত পাঠানো যায়
iii. সংকেতের তীব্রতার পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬২. ফোকাস তলের ক্ষেত্রে-
i. প্রধান ফোকাসের মধ্যদিয়ে যায়
ii. বক্রতার ব্যাসার্ধ দিয়ে ছেদ করে
iii. প্রধান অক্ষের সাথে লম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬৩. অক্ষিগোলকের বাইরে যে কঠিন, সাদা ও অস্বচ্ছ অংশের আবরণ থাকে তাকে কী বলে?
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (খ)
৪৬৪. চক্ষু লেন্স কি দয়ে তৈরী?
Ο ক) জৈব পদার্থ
Ο খ) অজৈব পদার্থ
Ο গ) রাসায়নিক পদার্থ
Ο ঘ) কাঁচ
সঠিক উত্তর: (ক)
৪৬৫. মানুষের চোখের তারারন্ধ্রের ক্ষেত্রে-
i. এটি আইরিসের ঠিক পিছনে থাকে
ii. এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে
iii. এর সাহায্যে আলো চোখ থেকে বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬৬. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর-
i. প্রধান ফোকাস দিয়ে যায়
ii. দিক পরিবর্তন করে না
iii. সোজাসুজি চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৬৭. আলোক নলের সাহায্যে পাকস্থলির ভিতরের দেয়াল পরীক্ষা করাকে বলা হয়-
Ο ক) এন্ডোস্কোপি
Ο খ) আল্ট্রসনোগ্রাম
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (ক)
৪৬৮. A ও B দুটি আলোকীয় মাধ্যম। A মাধ্যমের ঘনত্ব B মাধ্যমের চেয়ে বেশি হলে-
i. A মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি
ii. B মাধ্যমে আলোকরশ্মি বেশি বাকবে
iii. A মাধ্যমে আলোর বেগ কম হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬৯. কোন লেন্স বস্তুর চেয়ে নিকটে সোজা ও অবাস্তব বিম্ব গঠন করে?
Ο ক) উত্তল
Ο খ) সমতল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
৪৭০. দূরদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত চশমার ফোকাস দূরত্ব কত?
Ο ক) স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্বের সমান
Ο খ) দীর্ঘ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান
Ο গ) দীর্ঘ দৃষ্টির নিকটতম দূরত্বের সমান
Ο ঘ) হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান
সঠিক উত্তর: (গ)
৪৭১. ক্রান্তি কোণ হল-
i. আপতন কোণ
ii. প্রতিসরণ কোণ
iii. অভিলম্ব ও আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭২. রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
Ο ক) অশ্রু
Ο খ) অ্যাকুয়াস হিউমার
Ο গ) রড
Ο ঘ) ভিট্টিয়াস হিউমার
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) মাধ্যমদ্বায়ের প্রকৃতি
Ο খ) আলোর রং
Ο গ) মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
Ο ঘ) আপতন কোণ
সঠিক উত্তর: (গ)
৪৭৪. নিচের কোনটি শ্বেতমন্ডলের সামনের অংশ?
Ο ক) কর্ণিয়া
Ο খ) চোখের মণি
Ο গ) আইরিশ
Ο ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ। বৃদ্ধি করা হলে প্রতিসরণ কোণ r ও বৃদ্ধি পায়। কিন্তু এরা সমানুপাতিক নয় বরং নির্দিষ্ট মাধ্যম এবং বর্ণের আলোক রশ্মির জন্য এদের সাইনের অনুপাত ধ্রুবক।
৪৭৫. উদ্দীপকের কারণগুলোর সাইন অনুপাতকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
Ο ক) θc
Ο খ) n
Ο গ) f
Ο ঘ) p
সঠিক উত্তর: (ঘ)
৪৭৬. শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন-
i. আলোর প্রতিসরণের ১ম সূত্র
ii. আলোর প্রতিসরণের ২য় সূত্র
iii. স্নেলের সূত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭৭. উদ্দীপকের কোণদ্বয়ের সাইনের অনুপাতকে বলা হয়-
Ο ক) ক্রান্তি কোণ
Ο খ) পরম প্রতিসরণাঙ্ক
Ο গ) পূর্ণ অভ্যন্তরীণ
Ο ঘ) প্রতিসরণাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. A মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.3 এবং B মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে কোন বিবৃতিটি সঠিক?
Ο ক) A মাধ্যমের চেয়ে B মাধ্যমে আলো দ্রুত চলবে
Ο খ) B মাধ্যমের চেয়ে A মাধ্যমে আলো দ্রুত চলবে
Ο গ) উভয় মাধ্যমে আলো সমান বেগে চলবে
Ο ঘ) A ও B মাধ্যমে আলোর বর্ণের পরিবর্তন হবে
সঠিক উত্তর: (খ)
৪৫২. স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
Ο ক) 0.1 cm
Ο খ) 25 cm
Ο গ) 10 cm
Ο ঘ) অসীম
সঠিক উত্তর: (খ)
৪৫৩. দীর্ঘ দৃষ্টির কারণ হল-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৪. প্রধান ফোকাস-
i. উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ প্রতিসরণের পর এ বিন্দু দিয়ে অতিক্রম করে
ii. এটি প্রধান অক্ষে অবস্থিত
iii. অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ এ বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৫. দীর্ঘদৃষ্টি সাধারণত কাদের মধ্যে দেখা যায়?
Ο ক) শিশুদের
Ο খ) কিশোদের
Ο গ) তরুণদের
Ο ঘ) বয়স্ক ব্যক্তিদের
সঠিক উত্তর: (ঘ)
৪৫৬. চোখের শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের কৃষ্ণমন্ডল না থাকলে কী ঘটত?
Ο ক) চোখে আলো প্রবেশ করতে পারত না
Ο খ) সব রঙের আলো শোষণ করে নিত
Ο গ) চোখের ভিতরে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হতো
Ο ঘ) আলোর প্রতিফলন হতো
সঠিক উত্তর: (গ)
৪৫৭. আলোর কোন ঘটনার জন্যে তীর্যকভাবে পানিতে ডোবানো লাঠি বাঁকা দেখা যায়?
Ο ক) প্রতিফলন
Ο খ) অপবর্তন
Ο গ) সমবর্তন
Ο ঘ) প্রতিসরণ
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
i. মানবদেহের ভিতরের অংশ দেখার জন্য
ii. টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
iii. উপগ্রহ হতে ভূপৃষ্ঠে তথ্য পাঠাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫৯. রডের পার্থক্য বোঝাতে সাহায্য করে-
Ο ক) রড কোষ
Ο খ) কোণ কোষ
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) ভিট্টিয়াস হিউমার
সঠিক উত্তর: (খ)
৪৬০. আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) আপতন কোণ=প্রতিসরিত কোণ
Ο খ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
Ο গ) আপতন কোণ<প্রতিসরণ কোণ
Ο ঘ) আপতন কোণ≤প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (খ)
৪৬১. অপটিক্যাল ফাইবারে বৈদ্যুতিক সংকেত আদান প্রদানের ক্ষেত্রে-
i. বৈদ্যুতিক সংকেত প্রথমে আলোক সংকেতে রূপান্তরিত হয়
ii. একসাথে ২০০০টি সংকেত পাঠানো যায়
iii. সংকেতের তীব্রতার পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬২. ফোকাস তলের ক্ষেত্রে-
i. প্রধান ফোকাসের মধ্যদিয়ে যায়
ii. বক্রতার ব্যাসার্ধ দিয়ে ছেদ করে
iii. প্রধান অক্ষের সাথে লম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬৩. অক্ষিগোলকের বাইরে যে কঠিন, সাদা ও অস্বচ্ছ অংশের আবরণ থাকে তাকে কী বলে?
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (খ)
৪৬৪. চক্ষু লেন্স কি দয়ে তৈরী?
Ο ক) জৈব পদার্থ
Ο খ) অজৈব পদার্থ
Ο গ) রাসায়নিক পদার্থ
Ο ঘ) কাঁচ
সঠিক উত্তর: (ক)
৪৬৫. মানুষের চোখের তারারন্ধ্রের ক্ষেত্রে-
i. এটি আইরিসের ঠিক পিছনে থাকে
ii. এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে
iii. এর সাহায্যে আলো চোখ থেকে বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৬৬. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর-
i. প্রধান ফোকাস দিয়ে যায়
ii. দিক পরিবর্তন করে না
iii. সোজাসুজি চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৬৭. আলোক নলের সাহায্যে পাকস্থলির ভিতরের দেয়াল পরীক্ষা করাকে বলা হয়-
Ο ক) এন্ডোস্কোপি
Ο খ) আল্ট্রসনোগ্রাম
Ο গ) সিটি স্ক্যান
Ο ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (ক)
৪৬৮. A ও B দুটি আলোকীয় মাধ্যম। A মাধ্যমের ঘনত্ব B মাধ্যমের চেয়ে বেশি হলে-
i. A মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি
ii. B মাধ্যমে আলোকরশ্মি বেশি বাকবে
iii. A মাধ্যমে আলোর বেগ কম হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬৯. কোন লেন্স বস্তুর চেয়ে নিকটে সোজা ও অবাস্তব বিম্ব গঠন করে?
Ο ক) উত্তল
Ο খ) সমতল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
৪৭০. দূরদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত চশমার ফোকাস দূরত্ব কত?
Ο ক) স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্বের সমান
Ο খ) দীর্ঘ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান
Ο গ) দীর্ঘ দৃষ্টির নিকটতম দূরত্বের সমান
Ο ঘ) হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান
সঠিক উত্তর: (গ)
৪৭১. ক্রান্তি কোণ হল-
i. আপতন কোণ
ii. প্রতিসরণ কোণ
iii. অভিলম্ব ও আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৭২. রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
Ο ক) অশ্রু
Ο খ) অ্যাকুয়াস হিউমার
Ο গ) রড
Ο ঘ) ভিট্টিয়াস হিউমার
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) মাধ্যমদ্বায়ের প্রকৃতি
Ο খ) আলোর রং
Ο গ) মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
Ο ঘ) আপতন কোণ
সঠিক উত্তর: (গ)
৪৭৪. নিচের কোনটি শ্বেতমন্ডলের সামনের অংশ?
Ο ক) কর্ণিয়া
Ο খ) চোখের মণি
Ο গ) আইরিশ
Ο ঘ) অক্ষিগোলক
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ। বৃদ্ধি করা হলে প্রতিসরণ কোণ r ও বৃদ্ধি পায়। কিন্তু এরা সমানুপাতিক নয় বরং নির্দিষ্ট মাধ্যম এবং বর্ণের আলোক রশ্মির জন্য এদের সাইনের অনুপাত ধ্রুবক।
৪৭৫. উদ্দীপকের কারণগুলোর সাইন অনুপাতকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
Ο ক) θc
Ο খ) n
Ο গ) f
Ο ঘ) p
সঠিক উত্তর: (ঘ)
৪৭৬. শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন-
i. আলোর প্রতিসরণের ১ম সূত্র
ii. আলোর প্রতিসরণের ২য় সূত্র
iii. স্নেলের সূত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭৭. উদ্দীপকের কোণদ্বয়ের সাইনের অনুপাতকে বলা হয়-
Ο ক) ক্রান্তি কোণ
Ο খ) পরম প্রতিসরণাঙ্ক
Ο গ) পূর্ণ অভ্যন্তরীণ
Ο ঘ) প্রতিসরণাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics