এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. মানবদেহে সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন থাকে তাই মানবদেহ-
Ο ক) ধনাত্মক আধানযুক্ত
Ο খ) ঋণাত্মক আধানযুক্ত
Ο গ) আধান নিরপেক্ষ
Ο ঘ) আধানহীন
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. বিদ্যুৎ চমকের সময় বায়ুমন্ডলের চাপের কী ঘটে?
Ο ক) বাড়ে
Ο খ) কমে
Ο গ) স্থির থাকে
Ο ঘ) সর্বোচ্চ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৩. আধানের একক কী?
Ο ক) নিউটন
Ο খ) ভোল্ট
Ο গ) অ্যাম্পিয়ার
Ο ঘ) কুলম্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৪. ইঙ্ক গান কী নিক্ষেপ করে?
Ο ক) আলো কণা
Ο খ) কালির কণা
Ο গ) কাগজের টকুরা
Ο ঘ) আগুনের কণা
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রে তীব্রতার মান 20NC-1 ঐ বিন্দুতে 5C আধান স্থাপন করলে সেটি কত বল লাভ করবে?
Ο ক) 4 N
Ο খ) 100 N
Ο গ) 1 N
Ο ঘ) 20 N
 সঠিক উত্তর: (খ)

 ১৫৬. কোনো তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10N বল লাভ করে। ঐ বিনদুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত?
Ο ক) 15N
Ο খ) 10N
Ο গ) 100N
Ο ঘ) 1N
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে-
i. প্রোটন ও নিউট্রন সংখ্যা অসমান থাকতে পারে
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে
iii. ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সর্বদা সমান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজকে কী বলে?
Ο ক) বিভব
Ο খ) বিভব পার্থক্য
Ο গ) তীব্রতা
Ο ঘ) ধারকত্ব
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) বিভব
Ο খ) ধারকত্ব
Ο গ) রোধ
Ο ঘ) শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. আধান নিরপেক্ষ- i. e- ii. H2 iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. একটি আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে অনাহিত বস্তুটির কী পরির্তন হয়?
Ο ক) আকার
Ο খ) আয়তন
Ο গ) ভর
Ο ঘ) আধান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. পরমাণু কখন আধানগ্রস্ত হয়?
Ο ক) প্রোটনের চেয়ে নিউট্রনের সংখ্যা বেশি হলে
Ο খ) নিউট্রনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা কম হলে
Ο গ) প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হলে
Ο ঘ) প্রোটনের চেয়ে নিউট্রনের সংখ্যা কম হলে
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণ করলে কোনটির স্থানান্তর ঘটবে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. গাড়ি রং করার ক্ষেত্রে-
i. স্প্রে গানের সূচালো প্রান্তটি জেনারেটরের এক প্রান্তে লাগানো থাকে
ii. গাড়িকে জেনারেটেরর অপর প্রান্তে লাগানো হয়
iii. স্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. চার্জের ক্ষেত্রে-
i. ইলেক্ট্রন প্রোটন সমান চার্জ বহন করে
ii. প্রোটন ঋণাত্মক চার্জ বহন করে
iii. নিউট্রন চার্জ বিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বর্তমানে বিভিন্ন জিনিস রং করার জন্য রং স্প্রে ব্যবহৃত হয়
ii. পাতটি রং করতে হবে তার একপ্রান্ত জেনারেটরের সাথে সংযুক্ত থাকে
iii. যে পাতটি রং করতে হবে তা ভূসংযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) দুটি ভিন্ন মাধ্যমে
Ο খ) নির্দিষ্ট মাধ্যমে
Ο গ) দুটি একই মাধ্যমে
Ο ঘ) ক ও গ
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. পৃথিবীর বিভব কত?
Ο ক) 2 ভোল্ট
Ο খ) 0 ভোল্ট
Ο গ) 1 ভোল্ট
Ο ঘ) 4 ভোল্ট
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. শূন্যস্থানে C এর মান কত?
Ο ক) 9´106Nm2c-2
Ο খ) 9´109Nm-2c2
Ο গ) 9´109Nm2c-2
Ο ঘ) 9´106Nm2c2
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. মানুষের শরীরে কতটি ইলেকট্রন ও প্রোটন রয়েছে?
Ο ক) 1018 টি
Ο খ) 1028 টি
Ο গ) 1038 টি
Ο ঘ) 1048 টি
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. ইলেকট্রনের আধান কীরূপ?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) চার্জ নিরপেক্ষ
Ο ঘ) ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. দুটি আধানের মধ্যবর্তী বা বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের-
Ο ক) সমানুপাতিক
Ο খ) ব্যস্তানুপাতিক
Ο গ) বর্গের সমানুপাতিক
Ο ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. 10 C এর একটি আধানকে 10 V বিভবসম্পন্ন পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণ হলো-
i. 10 VC
ii. 100 VC
iii. 100 J
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৪. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাত দুটির বিপরীত পাশে পাত আটকানো থাকে-
i. অল্প চার্জে পাত দুটিকে বেশি সরাতে
ii. যন্ত্রের সুবেদিতা বাড়ানোর জন্য
iii. কাচপাতের ভিতর বাতাসকে শুকনো রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে কী বলে?
Ο ক) আহিত হওয়া
Ο খ) অনাহিত হওয়া
Ο গ) চার্জহীন হওয়া
Ο ঘ) নিরপেক্ষ হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৭৬. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান ধনাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান ঋণাত্মক হলে পাতদ্বয়ের ফাঁকের কী পরিবর্তন ঘটবে?
i. ফাঁক বৃদ্ধি পাবে
ii. ফাঁক হ্রাস পাবে
iii. ফাঁক অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. A ও B এর ঘর্ষণের পর A দন্ডটিকে পাশাপাশি অবস্থিত দুটি সোনার পাত স্পর্শ করালে কী ঘটবে?
Ο ক) পাতদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে
Ο খ) পাত্দ্বয়ের মধ্যবর্তী ফাঁক হ্রাস পাবে
Ο গ) পাতদ্বয়ের পরস্পরকে বিকর্ষণ করবে
Ο ঘ) পাত্দ্বয় চার্জবিহীন হবে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. ইলেকট্রনিক যন্ত্রপাতির বর্তনীতে বেশি পরিমাণে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ধারক
Ο খ) পরিবাহক
Ο গ) অন্তরক
Ο ঘ) ফেল্ট
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. ফটোকপিয়ারে ব্যবহৃত কার্বনের পাউডার কালি কোন চার্জে চার্জিত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) ইলেকট্রোপেটিং
Ο খ) তড়িৎ আবেশ
Ο গ) গ্যালভানাইজিং
Ο ঘ) তড়িৎ বিভব
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. কোনটি চার্জ নিরপেক্ষ?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) প্রোটন ও নিউট্রন
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. নিচের কোনটি বিভব পার্থক্যের একক?
Ο ক) অ্যাম্পিয়ার
Ο খ) ওয়াট
Ο গ) জুল
Ο ঘ) ভোল্ট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. দুটি আধানের মধ্যবর্তী বল ক্রিয়া করে-
i. এদের ভূমি বরাবর
ii. এদের লম্ব বরাবর
iii. এদের সংযোজক সরলরেখা বরাবর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের-
i. সমানুপাতিক
ii. বর্গের ব্যস্তানুপাতিক
iii. বর্গমূলের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. কুলম্বের ধ্রুবকের মান নিচের কোনটি?
Ο ক) 2×109Nm2C2
Ο খ) 5×109Nm2C-2
Ο গ) 7×109Nm2C-2
Ο ঘ) 9×109Nm2C-2
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. নিচের কোন সম্পর্কটি সঠিক?
i. q=F/E
ii. W=V/q
iii. V=W/q
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. পৃথিবীর বিভব শূণ্য ধরা হয় কেন?
Ο ক) পৃথিবী একটি অতিকায় পরিবাহক বলে
Ο খ) পৃথিবীর পৃষ্ঠে কোনো আধান নেই বলে
Ο গ) পৃথিবী ধনাত্মক আধানের বিশাল এক ভান্ডার বলে
Ο ঘ) পৃথিবীপৃষ্ঠে আধানের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. একটি কাচ দন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) রেশম ধনাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. টোনার (-) টি কাগজ (+) টি কর্তৃক আকৃষ্ট হয়
ii. ফটোকপিয়ারে স্থির তড়িৎ ব্যবহৃত হয়
iii. সাদা কাগজকে ঋণাত্মকভাবে আহিত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. ধারক ব্যবস্থায়-
i. বস্তুর বিকৃতির মাধ্যমে শক্তি সঞ্চয় করা হয়
ii. আধানরূপে শক্তি সঞ্চয় করা হয়
iii. দুটি পরিবাহক পাতের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রাখা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
Ο খ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
Ο গ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
Ο ঘ) প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেশি
 সঠিক উত্তর: (খ)

 ১৯২. আহিত বস্তুর কোনটির জন্য তড়িৎক্ষেত্রের বলরেখার প্রকৃতি ভিন্ন হয়?
Ο ক) দিক
Ο খ) ভর
Ο গ) মান
Ο ঘ) অবস্থান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. তড়িতাহিত মেঘে তড়িতের পরিমাণ বেশি হলে তা কোথায় যায়?
Ο ক) বায়ুতে
Ο খ) নিস্তড়িত হয়ে যায়
Ο গ) পৃথিবীতে
Ο ঘ) উর্ধ্বকাশে
 সঠিক উত্তর: (গ)

 ১৯৪. ফ্লানেল কাপড়ের সাথে ইবোনাইট বা পলিথিন দণ্ড ঘষলে পলিথিন দণ্ড ধনাত্মক আধানে এবং ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হয় কারণ।
i. পলিথিনের ইলেকট্রন আসক্তি ফ্লানেলের চেয়ে বেশি
ii. ঘর্ষনের ফলে ফ্লানেল কাপড় হতে ইলেক্ট্রন ইবোনাইট দণ্ডে চলে আসে
iii. ফ্লানেলের ইলেক্ট্রন আসিক্ত ইবোনাইট অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. তাপমাত্রা ভূমিকা পালন করে তাপবিজ্ঞানে
ii. তরলের মুক্ততল ভূমিকা পালন করে উদস্থিতিবিদ্যায়
iii. বিভব ভূমিকা পালন করে স্থির তড়িৎ বিদ্যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. তড়িৎ বলরেখাগুলোর-
i. সাথে অংকিত স্পর্শক তড়িৎতীব্রতার দিক নির্দেশক
ii. মধ্যবর্তী ফাঁক কমলে তড়িৎ তীব্রতা বাড়ে
iii. মধ্যবর্তী ফাঁক বাড়লে তড়িৎ তীব্রতা কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. ফ্লানেলের সাথে ইবোনাইট দন্ড ঘষলে-
i. ইবোনাইট দন্ড ধনাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দন্ড ঋণাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯৮. কোনো তড়িৎ ক্ষেত্রে 15C এর একটি চার্জ স্থাপন করলে সেটি 150N বল লাভ করে। ঐ ক্ষেত্রে 5C চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে?
Ο ক) 10N
Ο খ) 30N
Ο গ) 75N
Ο ঘ) 50N
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৯. তড়িৎ তীব্রতার সংজ্ঞা কোন আধান দ্বারা দেওয়া হয়?
Ο ক) ঋণাত্মক
Ο খ) ধনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (খ)

 ২০০. ইলেকট্রনের প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে-
Ο ক) সমান
Ο খ) বিভিন্ন
Ο গ) অভিন্ন
Ο ঘ) সর্বোচ্চ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post