এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. রাসুলুল্লাহ (স) -এর জীবদ্দশায় প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিষেধ ছিল। কারণ-
i. আরবের লোকেরা ছিল প্রথম স্মৃতিশক্তির অধিকারী
ii. কুরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণে আশঙ্কা থাকত
iii. মুকস্থ করার প্রতি কারও উৎসাহ থাকত না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (খ)

 ৪০২. মিশরীয়রা যে পাথরের মূর্তিগুলো তৈরি করে তা যে ভাবধারায় প্রভাবিত-
i. ধর্মীয়
ii. ব্যাপকতা
iii. দার্শনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০৩. উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?
Ο ক) সাংস্কৃতিক প্রতিযোগিতা
Ο খ) সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
Ο গ) ক্রীড়া প্রতিযোগিতা
Ο ঘ) সাঁতার প্রতিযোগিতা
 সঠিক উত্তর: (গ)

 ৪০৪. রোমান গণতন্ত্রের দিকে অগ্রসর হয় যেভাবে তা হলো-
i. প্যাট্রিয়াসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যকার সংগ্রাম
ii. প্লিবিয়ানরা সংগ্রামের মাধ্যমে ১২টি আইন লিখিতভাবে প্রণয়ন করে
iii. প্লিবিয়ানদের মধ্য থেকে দুজন কনসালের মধ্যে একজন কনসালের নিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৫. আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?
Ο ক) মিশরীয়দের
Ο খ) গ্রিকদের
Ο গ) চৈনিকদের
Ο ঘ) রোমানদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৬. পাত্রের গায়ে সুন্দর নকশা আঁকতে পরত কারা?
Ο ক) মিশরীয় সভ্যতার মানুষ
Ο খ) সিন্ধু সভ্যতার মানুষ
Ο গ) গ্রিক সভ্যতার মানুষ
Ο ঘ) মেসোপটেমীয় সভ্যতার মানুষ
 সঠিক উত্তর: (খ)

 ৪০৭. মিশরীয়রা নির্ণয় করত পারত-
i. চোখের রোগ
ii. দাঁতের রোগ
iii. পেটের রোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৮. তিনি পুরোহিত, রাষ্ট্রপ্রধান এবং তার মৃতদেহ সংরক্ষণের জন্য মমি করে রাখা হতো। বাক্যটিতে কার কথা বলা হয়েছে?
Ο ক) ফারাও
Ο খ) শাং রাজা
Ο গ) চৌরাজা
Ο ঘ) মৌ রাজা
 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. রোমের শিল্পসাহিত্য সর্বক্ষেত্রে প্রভাবিত হয়েছিল-
i. গ্রীকদের দ্বারা
ii. দার্শনিকদের দ্বারা
iii. সম্রাটদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ৪১০. আল কুরআনের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য ও মাহাত্ম্য হচ্ছে-
i. এটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান
ii. এটি সর্ববৃহৎ আসমানি কিতাব
iii. এটি সর্বশেষ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪১১. রোম নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) রোমিউলাস
Ο খ) এসিউলাস
Ο গ) টুম্পাস
Ο ঘ) ট্রিটন
 সঠিক উত্তর: (ক)

 ৪১২. মিশরের প্রথম ফারাও কে?
Ο ক) নারমার
Ο খ) মজেস
Ο গ) হাসিস
Ο ঘ) রশিদ
 সঠিক উত্তর: (ক)

 ৪১৩. সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
Ο ক) সূর্য পূজা
Ο খ) কালী পূজা
Ο গ) লক্ষ্মী পূজা
Ο ঘ) মাতৃ পূজা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৪. ‘মিশর নীলনদের দান’ এ উক্তিটির সাথে সম্পৃক্ত ব্যক্তি হলো-
Ο ক) টয়েনটি
Ο খ) আর.মি. মজুমদার
Ο গ) হেরোডোটাস
Ο ঘ) ড. জনসন
 সঠিক উত্তর: (গ)

 ৪১৫. মিশরীয়দের চিত্রশিল্প গড়ে উঠেছিল কীভাবে?
Ο ক) ধর্মীয় বিশ্বাস থেকে
Ο খ) শখ থেকে
Ο গ) জীবিকার তাগিদে
Ο ঘ) ফারাওদের ইচ্ছায়
 সঠিক উত্তর: (ক)

 ৪১৬. সভ্যতাটি উপমহাদেশের প্রাচীন সভ্যতা। সভ্যতাটির নাম হলো-
Ο ক) চৈনিক সভ্যতা
Ο খ) পারস্য সভ্যতা
Ο গ) সিন্ধু সভ্যতা
Ο ঘ) মিশরীয় সভ্যতা
 সঠিক উত্তর: (গ)

 ৪১৭. মহেঞ্জোদারোতে ‘বৃহৎ মিলনায়তনটি’ কয় ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল?
Ο ক) ৫০ ফুট
Ο খ) ৬০ ফুট
Ο গ) ৭০ ফুট
Ο ঘ) ৮০ ফুট
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৮. গ্রিক দেশটি পরিবেষ্টিত –
i. আড্রিয়াটিক সাগর
ii. ভূমধ্যসাগর
iii. ঈজিয়ান সাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৯. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত বেশির ভাগ সিল কেমন ছিল?
Ο ক) লম্বা আকৃতির
Ο খ) গোল আকৃতির
Ο গ) তিনকোণা আকৃতির
Ο ঘ) চারকোনা আকৃতির
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২০. প্রাচীন রোম কৃষিনির্ভর ছিল বিধায়-
i. কৃষিশিল্পে উন্নত ছিল
ii. অনুপ্রবেশকারীদের উৎপাত ছিল
iii. অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করতে গিয়ে যোদ্ধা জাতিতে পরিণত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ) 

 ৪২১. দোকানে চিনি মাপতে দেখে নাজিম বলল, এই পরিমাপ পদ্ধতির ধারণা প্রথমে একটি সভ্যতা থেকে পাওয়া যায়। নাজিম কোন সভ্যতার কথা বলল?
Ο ক) সিন্ধু সভ্যতার
Ο খ) মিশরীয় সভ্যতার
Ο গ) রোমান সভ্যতার
Ο ঘ) চৈনিক সভ্যতার
 সঠিক উত্তর: (ক)

 ৪২২. খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়-
i. জাকজমকভাবে
ii. নানা উত্থান-পতনের মধ্য দিয়ে
iii. ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৩. মিশরের আয়তন কত?
Ο ক) প্রায় তিন লক্ষ বর্গমাইল
Ο খ) প্রায় চার লক্ষ বর্গমাইল
Ο গ) প্রায় পাঁচ লক্ষ কি. মি.
Ο ঘ) প্রায় চার লক্ষ কি. মি.
 সঠিক উত্তর: (খ)

 ৪২৪. মোহন মিয়া যদি মিশরীয় সভ্যতার একজন কৃষক হয় তবে তার ক্ষেত্রে যে কথাটি সত্য-
Ο ক) নীলনদের ওপর ভরসা করতে হয়
Ο খ) তেভাগা পদ্ধতি প্রচলিত
Ο গ) রাসায়নিক সার ব্যবহার করে
Ο ঘ) নিচের জমি নেই
 সঠিক উত্তর: (ক)

 ৪২৫. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কোনটি?
Ο ক) তিনতলা বিশিষ্ট ঘর
Ο খ) বৃহৎ মিলনায়তন
Ο গ) স্নানাগার
Ο ঘ) শস্যাগার
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৬. গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?
Ο ক) হেরোডোটাস
Ο খ) এসকাইলাস
Ο গ) হোমার
Ο ঘ) সোফিক্লিস
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৭. মিশরে নীলনদের প্রভাব পরিলক্ষিত হয়-
Ο ক) ব্যবসা-বাণিজ্যে
Ο খ) কৃষিকাজে
Ο গ) সামরিক ক্ষেত্রে
Ο ঘ) রাজনৈতিক ক্ষেত্রে
 সঠিক উত্তর: (খ)

 ৪২৮. গ্রিকদের সূর্যদেবতার নাম কী?
Ο ক) জিউস
Ο খ) এ্যাপোলো
Ο গ) পোসিডন
Ο ঘ) এথেনা
 সঠিক উত্তর: (খ)

 ৪২৯. হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটি কোন সভ্যতার নিদর্শন?
Ο ক) মিশরীয় সভ্যতার
Ο খ) মেসোপটেমীয় সভ্যতার
Ο গ) সিন্ধু সভ্যতার
Ο ঘ) গ্রিক সভ্যতার
 সঠিক উত্তর: (গ)

 ৪৩০. মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ব্রহ্মপুত্র নদ
Ο খ) নীলনদ
Ο গ) ইয়াংসিকিয়াং
Ο ঘ) আমাজান
 সঠিক উত্তর: (খ)

 ৪৩১. হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম হয় কীভাবে?
Ο ক) গ্রিকসে কেন্দ্র করে
Ο খ) আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে
Ο গ) ভূমধ্যসাগরকে কেন্দ্র করে
Ο ঘ) রোমান সভ্যতাকে কেন্দ্র করে
 সঠিক উত্তর: (খ)

 ৪৩২. নোবতালীয় যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কেন?
Ο ক) কৃষির প্রয়োজনে
Ο খ) শিকারের প্রয়োজনে
Ο গ) বাণিজ্যের প্রয়োজনে
Ο ঘ) বন্যার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৩. মিশরীয়দের লিখন পদ্ধতি যে ধরনের ছিল-
i. প্রথম পর্যায়ে চিত্রভিত্তিক
ii. দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক
iii. তৃতীয় পর্যায়ে বর্ণভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৪. রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?
Ο ক) ৪৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ৪৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) ৪৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ৪৭৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর রাস্তাগুলো কেমন ছিল?
Ο ক) কাঁচা
Ο খ) পাকা
Ο গ) মাটির
Ο ঘ) কংক্রিটের
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৬. বিভিন্ন শক্তি সহজেই রোমে প্রবেশ করত-
i. চারিদিক উন্মুক্ত থাকার কারণে
ii. কৃষি উর্বরতার কারণে
iii. ভূমধ্যসাগরের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৭. ফিদিয়াস অমর হয়ে আছেন কেন?
Ο ক) তার ভাস্কর্যের জন্য
Ο খ) চিকিৎসা বিজ্ঞানের জন্য
Ο গ) নাটক রচনার জন্য
Ο ঘ) মানচিত্র অঙ্কনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৮. সূর্যদেবতার নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) এটন
Ο খ) এনট
Ο গ) এলন
Ο ঘ) এজন
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৯. মিশরীয় শিল্পীরা যে ধরনের দ্রব্য তৈরিতে দক্ষতার পরিচয় দিয়েছে-
i. মমির মুখোশ
ii. মৃৎপাত্র
iii. হাতির দাঁতের দ্রাব্যাদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪০. বকুলা ‘ওসিরিস’ দেবতাকে পূজা করে। ওসিরিস দেবতা সম্পর্কে প্রযোজ্য বিষয় হলো-
i. প্রাকৃতিক শক্তির দেবতা
ii. আগুনের দেবতা
iii. নীলনদের দেবতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৪১. খ্রি. পূর্ব অব্দে কাদের নিকট রোমান সাম্রাজ্যের পতন হয়?
Ο ক) সার্বিয়ার বর্বর জাতিগুলোর হাতে
Ο খ) ফরাসি বর্বর জাতিগুলোর হাতে
Ο গ) ইংরেজ বর্বর জাতিগুলোর হাতে
Ο ঘ) জার্মান বর্বর জাতিগুলোর হাতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪২. ‘ক’ সাতটি পর্বত শ্রেণির উপর অবস্থিত বলে একে সাতটি পর্বতের নগরী বলা হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কার?
Ο ক) ইতালি
Ο খ) রোম
Ο গ) আরচ
Ο ঘ) গ্রিক
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৩. মিশরের উত্তরে কোন সাগর অবস্থিত?
Ο ক) লোহিত সাগর
Ο খ) ভূমধ্যসাগর
Ο গ) আরব উপসাগর
Ο ঘ) পারস্য উপসাগর
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৪. কিসে মিশরীয় ভাস্কর্য স্থাপতের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে?
Ο ক) গৃহ
Ο খ) মন্দির
Ο গ) বিদ্যালয়
Ο ঘ) বিচারালয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৫. প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয় কেন?
Ο ক) প্রাকৃতিক দুর্যোগে
Ο খ) পারস্যের আক্রমণে
Ο গ) অপসাশনে
Ο ঘ) মহামারীতে
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৬. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে?
Ο ক) গ্রিক বিজ্ঞানীরা
Ο খ) ইতালীয় বিজ্ঞানীরা
Ο গ) রাশিয়ান বিজ্ঞানীরা
Ο ঘ) আমেরিকান বিজ্ঞানীরা
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৭. খুফুর পিরামিড গড়ে উঠেছিল কত একর জায়গা জুড়ে?
Ο ক) ১২ একর
Ο খ) ১৩ একর
Ο গ) ১৪ একর
Ο ঘ) ১৫ একর
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৮. অনুপ্রবেশকারী বিভিন্ন অদিবাসীদের সাথে ক্রমাগত যুদ্ধের ফলে একটি জাতি যোদ্ধা জাতিতে পরিনত হলো। নিচের কার সাথে মিল রয়েছে?
Ο ক) রোমানদের
Ο খ) আর্যদের
Ο গ) গ্রিকদের
Ο ঘ) একীয়দের
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৯. মিশরীয়দের চিত্রশিল্পে যেটি ফুটে উঠেছে-
i. রাজনৈতিক কাহিনী
ii. ধর্মীয় কাহিনী
iii. পারিবারিক কাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫০. সিন্ধু সভ্যতার তামা আমদানি করতে হতো কেন?
Ο ক) তামার চাহিদা বেশি ছিল বলে
Ο খ) তামা খুব উপকারী ছিল বলে
Ο গ) তামা উৎপাদন হতো না বলে
Ο ঘ) তামা বেশি পাওয়া যেত না বলে
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post