ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীঁরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু নদ
Ο খ) নীলনদ
Ο গ) ইউফ্রেটিস
Ο ঘ) দজলা
সঠিক উত্তর: (খ)
৩৫২. সব সভ্যতার যেমন উত্থান ছিল তেমনি এর পতনও ছিল। সিন্ধু সভ্যতাটির উত্থান ঘটে কখন?
Ο ক) ৩৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο খ) ১৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο গ) ১০০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο ঘ) ৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
সঠিক উত্তর: (ক)
৩৫৩. ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করতো?
Ο ক) সূর্য দেবতা
Ο খ) অগ্নি দেবতা
Ο গ) শক্তি দেবতা
Ο ঘ) বায়ু দেবতা
সঠিক উত্তর: (ক)
৩৫৪. ফারাও চতুর্থ আমেনহেটেন কাদের হাত হতে ধর্মকে রক্ষার জন্য এগিয়ে আসে?
Ο ক) পারস্যদের
Ο খ) দস্যুদের
Ο গ) পুরোহিতদের
Ο ঘ) পাপ্রিদের
সঠিক উত্তর: (গ)
৩৫৫. মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হলো-
Ο ক) আমাজান নদী
Ο খ) নীলনদ
Ο গ) সাহারা মরুভূমি
Ο ঘ) ভলগা নদী
সঠিক উত্তর: (খ)
৩৫৬. ২০১২ সালে লন্ডনে একটি বিশেষ খেলার আয়োজন করা হয়। এ খেলাটি প্রাচীন গ্রিসে প্রথম শুরু হয়েছিল। এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
Ο ক) কমনওয়েলথ গেমস
Ο খ) বিশ্বকাপ ফুটবল
Ο গ) বিশ্বকাপ ক্রিকেট
Ο ঘ) অলিম্পিক গেমস
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. স্পার্টা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকক্ষেত্রে অনগ্রসর ছিল কেন?
Ο ক) সামরিক ক্ষেত্রে অত্যাধিক মনোযোগ দেওয়ায়
Ο খ) শিক্ষার অভাবে
Ο গ) নেতৃত্বের অভাবে
Ο ঘ) অর্থের অভাবে
সঠিক উত্তর: (ক)
৩৫৮. কী কারণে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়?
Ο ক) দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা বিরাজ করায়
Ο খ) রাষ্ট্রপতির পদ বিতর্কিত করার অভিযোগে
Ο গ) তাঁর মেয়াদ শেষ হওয়ায়
Ο ঘ) দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতার অজুহাতে
সঠিক উত্তর: (ঘ)
৩৫৯. মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত?
Ο ক) সিন্ধুতে
Ο খ) পাঞ্জাবে
Ο গ) লাহোরে
Ο ঘ) ইসলামাবাদে
সঠিক উত্তর: (ক)
৩৬০. জয়টি স্তরের মাধ্যমে হায়ারেগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৩৬১. হায়ারেগ্লিরিফিক কী?
Ο ক) মিশরীয় লিপি
Ο খ) মেসোপটেমীয় লিপি
Ο গ) পারসীয় লিপি
Ο ঘ) গ্রিক লিপি
সঠিক উত্তর: (ক)
৩৬২. গ্রিসের সভ্যতার ধরন ভিন্ন ছিল। এর যথার্থ কারণ হলো-
i. উত্তপ্ত আবহাওয়া
ii. বৈচিত্র্যময় আবহাওয়া
iii. ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৩. আলেকজান্ডার তার সাম্রাজ্যে কী ছড়িয়ে দেন?
Ο ক) দহ্রিক সংস্কৃতি
Ο খ) গ্রিক সংস্কৃতি
Ο গ) হেলেনিক সংস্কৃতি
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (ঘ)
৩৬৪. স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
Ο ক) গ্রিকদের
Ο খ) মিশরীয়দের
Ο গ) স্পার্টাদের
Ο ঘ) চৈনিকদের
সঠিক উত্তর: (গ)
৩৬৫. পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কোন স্থাপত্য?
Ο ক) চৈনিক
Ο খ) রোমান
Ο গ) সিন্ধু
Ο ঘ) গ্রিক
সঠিক উত্তর: (ঘ)
৩৬৬. পারস্য কত খ্রি. পূর্বাব্দে মিশর দখল করে নেয়?
Ο ক) ২৫২ খ্রি. পূর্বাব্দে
Ο খ) ২২৫ খ্রি. পূর্বাব্দে
Ο গ) ৫২৫ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) ৫৫৫ খ্রি. পূর্বাব্দে
সঠিক উত্তর: (গ)
৩৬৭. মিশরীয়দের প্রধান পুরোহিত কে ছিলেন?
Ο ক) ফারাও নিজে
Ο খ) ধর্মগুরু
Ο গ) জনগণের দ্বারা নির্বাচিত
Ο ঘ) মন্দিরের প্রধান
সঠিক উত্তর: (ক)
৩৬৮. মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
Ο ক) কাশেমের
Ο খ) নেমেসের
Ο গ) মেনেসের
Ο ঘ) সেমেনের
সঠিক উত্তর: (গ)
৩৬৯. সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
Ο ক) অট্টালিকায়
Ο খ) নিজগৃহে
Ο গ) শহরে
Ο ঘ) নগরের দূর্গে
সঠিক উত্তর: (ঘ)
৩৭০. গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?
Ο ক) মওলানারা
Ο খ) হুজুরেরা
Ο গ) পীরেরা
Ο ঘ) পুরোহিতরা
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. প্রতীক বলেন, হরপ্পা ও মহেঞ্জোদারোতে দুই-তিন তলা ঘরের সন্ধান মেলে। এ ঘরবাড়ি দেখে বুঝা যায় নগরবাসী ছিল-
Ο ক) ধনী
Ο খ) বিলাসী
Ο গ) আধুনিক
Ο ঘ) শৈল্পিক
সঠিক উত্তর: (খ)
৩৭২. সাকিবের রাষ্ট্র মানুষের উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে বেশি নজর দিত। উদ্দীপকের রাষ্ট্রের সাথে মিল রয়েছে?
Ο ক) রোম রাষ্ট্র
Ο খ) স্পার্টা রাষ্ট্র
Ο গ) গ্রিক রাষ্ট্র
Ο ঘ) এথেন্স
সঠিক উত্তর: (খ)
৩৭৩. সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়িতে ঢোকার দরজা কোন দিকে মুখ করা ছিল?
Ο ক) রাস্তার দিকে
Ο খ) পূর্বদিকে
Ο গ) পশ্চিম দিকে
Ο ঘ) দক্ষিণ দিকে
সঠিক উত্তর: (ক)
৩৭৪. গ্রিক সমাজে সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
Ο ক) কারিগরদের
Ο খ) কৃষকদের
Ο গ) দাসদের
Ο ঘ) শ্রমিকদের
সঠিক উত্তর: (গ)
৩৭৫. মিশরীয় চিত্র শিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন-
i. গীর্জার দেয়ালে
ii. মন্দিরের দেয়ালে
iii. পিরামিডের দেয়াল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৬. সিন্ধু সভ্যতার মানুষ ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে তৈরি করত-
Ο ক) আসবাবপত্র
Ο খ) অলংকার
Ο গ) মূর্তি
Ο ঘ) তৈজসপত্র
সঠিক উত্তর: (খ)
৩৭৭. মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?
Ο ক) লোহ যুগের
Ο খ) পাথর যুগের
Ο গ) প্রস্তর যুগের
Ο ঘ) তাম্র ও ব্রোঞ্জ যুগের
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. স্পার্টানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) গণতন্ত্রের অভাব
Ο খ) অর্থনৈতিক দুর্বলতা
Ο গ) বাণিজ্য ক্ষেত্রে অমনোযোগিতা
Ο ঘ) সামরিক ক্ষেত্রে মনোযোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. মিশরের কৃষি ব্যবস্থায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. নীলনদের পানি দ্বারা চাষাবাদ
ii. রাসায়নিক সার অধিক ব্যবহার
iii. গম, লিনেন কাপড় রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮০. কোন সভ্যতার লোকেরা মৃত্যের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে আসত?
Ο ক) মিশরীয় সভ্যতার
Ο খ) সিন্ধু সভ্যতার
Ο গ) চৈনিক সভ্যতার
Ο ঘ) মেসোপটেমিয় সভ্যতার
সঠিক উত্তর: (খ)
৩৮১. প্লেটো যে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখিছিলেন তা তিনি কোন গ্রন্থে প্রকাশ করেছেন?
Ο ক) রিপাবলিক
Ο খ) পলিটিক্স
Ο গ) হোমার
Ο ঘ) ইলিয়ড
সঠিক উত্তর: (ক)
৩৮২. ‘ক’ এ পূর্বপুরুষ ইন্দো-ইউরোপীয় ভাষার কথা বলা মেষপালক গোষ্ঠী থেকে আগত। নিচে উদ্দীপকের সাথে সাদৃশ রয়েছে-
Ο ক) গ্রিক জাতির
Ο খ) আর্য জাতির
Ο গ) রোম জাতির
Ο ঘ) একীয় জাতির
সঠিক উত্তর: (ক)
৩৮৩. মিশরের সবচেয়ে বড় পিরামিডটি সম্পর্কে সত্য বাক্য হলো-
i. সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড
ii. এ পিরামিডটি গড়ে উঠেছিল তেরো একর জাগয়াজুড়ে
iii. এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চার শ ফুট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কোন সভ্যতার অবদান?
Ο ক) রোমান
Ο খ) মেসোপটেমীয়
Ο গ) গ্রিক
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
৩৮৫. মিশরীয় সভ্যতা মেনেসের নেতৃত্বে স্বমহিমায় উজ্জ্বল ছিল কত হাজার বছর ধরে?
Ο ক) এক
Ο খ) দেড়
Ο গ) দুই
Ο ঘ) আড়াই
সঠিক উত্তর: (ঘ)
৩৮৬. মহেঞ্জোদারোতে খনন কাজ করা হয় কার নেতৃত্বে?
Ο ক) জন মার্শালের
Ο খ) দয়ারাম সাহানীর
Ο গ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের
Ο ঘ) হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের
সঠিক উত্তর: (গ)
৩৮৭. স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে ‘পলোপনেসীয় লীগ’ গঠন করেছিল কেন?
Ο ক) বাণিজ্যিক শক্তিকে সুদৃঢ় করতে
Ο খ) স্পার্টার সীমানা বৃদ্ধি করতে
Ο গ) নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে
Ο ঘ) অর্থনৈতিক জোট গঠনে
সঠিক উত্তর: (গ)
৩৮৮. স্পার্টানদের শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) ভালো সৈনিক তৈরি
Ο খ) রাজনৈতিক জ্ঞান অর্জন
Ο গ) রাষ্ট্রের তত্ত্বাবধান
Ο ঘ) সাংস্কৃতিক ক্ষেত্র অগ্রসর
সঠিক উত্তর: (ক)
৩৮৯. ‘x’ সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জান না। ‘x’ সভ্যতার সাথে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে?
Ο ক) প্রাচীন সভ্যতা
Ο খ) মিশরীয় সভ্যতা
Ο গ) সিন্ধু
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (গ)
৩৯০. মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
Ο ক) মমি রক্ষা করতে
Ο খ) স্থাপত্য শিল্প বিকাশে
Ο গ) বসবাস করতে
Ο ঘ) দুর্যোগকালে আশ্রয় নিতে
সঠিক উত্তর: (ক)
৩৯১. উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ο ক) সিন্ধু সভ্যতা
Ο খ) বৌদ্ধ সভ্যতা
Ο গ) চৈনিক সভ্যতা
Ο ঘ) ইনকা সভ্যতা
সঠিক উত্তর: (ক)
৩৯২. গ্রিকরা গুরুত্ব দিয়েছেন-
i. সাধারণ শিক্ষার প্রতি
ii. নৈতিক শিক্ষার প্রতি
iii. ধর্মীয় শিক্ষার প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৩. সিন্ধু নদের তীরের মাটি খুড়েঁ প্রথম কোন নগরীর খোঁজ পাওয়া যায়?
Ο ক) হরপ্পা
Ο খ) মহেঞ্জোদারো
Ο গ) করাচি
Ο ঘ) পাঞ্জাব
সঠিক উত্তর: (ক)
৩৯৪. মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগার পাওয়া যায় দৈর্ঘ্য প্রস্থে এটি ছিল-
Ο ক) ১৬০ বর্গফুট
Ο খ) ১৭০ বর্গফুট
Ο গ) ১৮০ বর্গফুট
Ο ঘ) ১৯০ বর্গফুট
সঠিক উত্তর: (গ)
৩৯৫. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) ইউফ্রেটিস
Ο গ) নীল
Ο ঘ) হোয়াংহো
সঠিক উত্তর: (গ)
৩৯৬. রোমের সিনেট যাদের নির্বাচন করত তাদের কী বলা হতো?
Ο ক) সিনেটর
Ο খ) কনসাল
Ο গ) কাউন্সিলর
Ο ঘ) সাংসদ
সঠিক উত্তর: (খ)
৩৯৭. মহেঞ্জোদারোতে যে বিরাট প্রাসাদের সন্ধান পাওয়া গেছে তা কত বর্গফুট?
Ο ক) ২৫০’×৭০’ বর্গফুট
Ο খ) ২৩০’×৭৮’ বর্গফুট
Ο গ) ২৭০’×৩৫’ বর্গফুট
Ο ঘ) ২৭৮’×৩৫’ বর্গফুট
সঠিক উত্তর: (খ)
৩৯৮. সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
Ο ক) গাড়ির
Ο খ) পোশাকের
Ο গ) আগুনের
Ο ঘ) চাকার
সঠিক উত্তর: (ঘ)
৩৯৯. রাষ্ট্রের তত্ত্বাবধানে বালকদের কঠোর নিয়মে রাখা হতো কত বছর বয়সে?
Ο ক) ৫ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৭ বছর
Ο ঘ) ৮ বছর
সঠিক উত্তর: (গ)
৪০০. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?
Ο ক) সিন্ধু
Ο খ) মিশরীয়
Ο গ) চৈনিক
Ο ঘ) রোমান
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীঁরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু নদ
Ο খ) নীলনদ
Ο গ) ইউফ্রেটিস
Ο ঘ) দজলা
সঠিক উত্তর: (খ)
৩৫২. সব সভ্যতার যেমন উত্থান ছিল তেমনি এর পতনও ছিল। সিন্ধু সভ্যতাটির উত্থান ঘটে কখন?
Ο ক) ৩৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο খ) ১৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο গ) ১০০০ খ্রিষ্ট পূর্বাব্দে
Ο ঘ) ৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে
সঠিক উত্তর: (ক)
৩৫৩. ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করতো?
Ο ক) সূর্য দেবতা
Ο খ) অগ্নি দেবতা
Ο গ) শক্তি দেবতা
Ο ঘ) বায়ু দেবতা
সঠিক উত্তর: (ক)
৩৫৪. ফারাও চতুর্থ আমেনহেটেন কাদের হাত হতে ধর্মকে রক্ষার জন্য এগিয়ে আসে?
Ο ক) পারস্যদের
Ο খ) দস্যুদের
Ο গ) পুরোহিতদের
Ο ঘ) পাপ্রিদের
সঠিক উত্তর: (গ)
৩৫৫. মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হলো-
Ο ক) আমাজান নদী
Ο খ) নীলনদ
Ο গ) সাহারা মরুভূমি
Ο ঘ) ভলগা নদী
সঠিক উত্তর: (খ)
৩৫৬. ২০১২ সালে লন্ডনে একটি বিশেষ খেলার আয়োজন করা হয়। এ খেলাটি প্রাচীন গ্রিসে প্রথম শুরু হয়েছিল। এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
Ο ক) কমনওয়েলথ গেমস
Ο খ) বিশ্বকাপ ফুটবল
Ο গ) বিশ্বকাপ ক্রিকেট
Ο ঘ) অলিম্পিক গেমস
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. স্পার্টা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকক্ষেত্রে অনগ্রসর ছিল কেন?
Ο ক) সামরিক ক্ষেত্রে অত্যাধিক মনোযোগ দেওয়ায়
Ο খ) শিক্ষার অভাবে
Ο গ) নেতৃত্বের অভাবে
Ο ঘ) অর্থের অভাবে
সঠিক উত্তর: (ক)
৩৫৮. কী কারণে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়?
Ο ক) দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা বিরাজ করায়
Ο খ) রাষ্ট্রপতির পদ বিতর্কিত করার অভিযোগে
Ο গ) তাঁর মেয়াদ শেষ হওয়ায়
Ο ঘ) দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতার অজুহাতে
সঠিক উত্তর: (ঘ)
৩৫৯. মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত?
Ο ক) সিন্ধুতে
Ο খ) পাঞ্জাবে
Ο গ) লাহোরে
Ο ঘ) ইসলামাবাদে
সঠিক উত্তর: (ক)
৩৬০. জয়টি স্তরের মাধ্যমে হায়ারেগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৩৬১. হায়ারেগ্লিরিফিক কী?
Ο ক) মিশরীয় লিপি
Ο খ) মেসোপটেমীয় লিপি
Ο গ) পারসীয় লিপি
Ο ঘ) গ্রিক লিপি
সঠিক উত্তর: (ক)
৩৬২. গ্রিসের সভ্যতার ধরন ভিন্ন ছিল। এর যথার্থ কারণ হলো-
i. উত্তপ্ত আবহাওয়া
ii. বৈচিত্র্যময় আবহাওয়া
iii. ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৩. আলেকজান্ডার তার সাম্রাজ্যে কী ছড়িয়ে দেন?
Ο ক) দহ্রিক সংস্কৃতি
Ο খ) গ্রিক সংস্কৃতি
Ο গ) হেলেনিক সংস্কৃতি
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (ঘ)
৩৬৪. স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
Ο ক) গ্রিকদের
Ο খ) মিশরীয়দের
Ο গ) স্পার্টাদের
Ο ঘ) চৈনিকদের
সঠিক উত্তর: (গ)
৩৬৫. পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কোন স্থাপত্য?
Ο ক) চৈনিক
Ο খ) রোমান
Ο গ) সিন্ধু
Ο ঘ) গ্রিক
সঠিক উত্তর: (ঘ)
৩৬৬. পারস্য কত খ্রি. পূর্বাব্দে মিশর দখল করে নেয়?
Ο ক) ২৫২ খ্রি. পূর্বাব্দে
Ο খ) ২২৫ খ্রি. পূর্বাব্দে
Ο গ) ৫২৫ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) ৫৫৫ খ্রি. পূর্বাব্দে
সঠিক উত্তর: (গ)
৩৬৭. মিশরীয়দের প্রধান পুরোহিত কে ছিলেন?
Ο ক) ফারাও নিজে
Ο খ) ধর্মগুরু
Ο গ) জনগণের দ্বারা নির্বাচিত
Ο ঘ) মন্দিরের প্রধান
সঠিক উত্তর: (ক)
৩৬৮. মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
Ο ক) কাশেমের
Ο খ) নেমেসের
Ο গ) মেনেসের
Ο ঘ) সেমেনের
সঠিক উত্তর: (গ)
৩৬৯. সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
Ο ক) অট্টালিকায়
Ο খ) নিজগৃহে
Ο গ) শহরে
Ο ঘ) নগরের দূর্গে
সঠিক উত্তর: (ঘ)
৩৭০. গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?
Ο ক) মওলানারা
Ο খ) হুজুরেরা
Ο গ) পীরেরা
Ο ঘ) পুরোহিতরা
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. প্রতীক বলেন, হরপ্পা ও মহেঞ্জোদারোতে দুই-তিন তলা ঘরের সন্ধান মেলে। এ ঘরবাড়ি দেখে বুঝা যায় নগরবাসী ছিল-
Ο ক) ধনী
Ο খ) বিলাসী
Ο গ) আধুনিক
Ο ঘ) শৈল্পিক
সঠিক উত্তর: (খ)
৩৭২. সাকিবের রাষ্ট্র মানুষের উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে বেশি নজর দিত। উদ্দীপকের রাষ্ট্রের সাথে মিল রয়েছে?
Ο ক) রোম রাষ্ট্র
Ο খ) স্পার্টা রাষ্ট্র
Ο গ) গ্রিক রাষ্ট্র
Ο ঘ) এথেন্স
সঠিক উত্তর: (খ)
৩৭৩. সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়িতে ঢোকার দরজা কোন দিকে মুখ করা ছিল?
Ο ক) রাস্তার দিকে
Ο খ) পূর্বদিকে
Ο গ) পশ্চিম দিকে
Ο ঘ) দক্ষিণ দিকে
সঠিক উত্তর: (ক)
৩৭৪. গ্রিক সমাজে সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
Ο ক) কারিগরদের
Ο খ) কৃষকদের
Ο গ) দাসদের
Ο ঘ) শ্রমিকদের
সঠিক উত্তর: (গ)
৩৭৫. মিশরীয় চিত্র শিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন-
i. গীর্জার দেয়ালে
ii. মন্দিরের দেয়ালে
iii. পিরামিডের দেয়াল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৬. সিন্ধু সভ্যতার মানুষ ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে তৈরি করত-
Ο ক) আসবাবপত্র
Ο খ) অলংকার
Ο গ) মূর্তি
Ο ঘ) তৈজসপত্র
সঠিক উত্তর: (খ)
৩৭৭. মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?
Ο ক) লোহ যুগের
Ο খ) পাথর যুগের
Ο গ) প্রস্তর যুগের
Ο ঘ) তাম্র ও ব্রোঞ্জ যুগের
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. স্পার্টানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) গণতন্ত্রের অভাব
Ο খ) অর্থনৈতিক দুর্বলতা
Ο গ) বাণিজ্য ক্ষেত্রে অমনোযোগিতা
Ο ঘ) সামরিক ক্ষেত্রে মনোযোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. মিশরের কৃষি ব্যবস্থায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. নীলনদের পানি দ্বারা চাষাবাদ
ii. রাসায়নিক সার অধিক ব্যবহার
iii. গম, লিনেন কাপড় রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮০. কোন সভ্যতার লোকেরা মৃত্যের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে আসত?
Ο ক) মিশরীয় সভ্যতার
Ο খ) সিন্ধু সভ্যতার
Ο গ) চৈনিক সভ্যতার
Ο ঘ) মেসোপটেমিয় সভ্যতার
সঠিক উত্তর: (খ)
৩৮১. প্লেটো যে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখিছিলেন তা তিনি কোন গ্রন্থে প্রকাশ করেছেন?
Ο ক) রিপাবলিক
Ο খ) পলিটিক্স
Ο গ) হোমার
Ο ঘ) ইলিয়ড
সঠিক উত্তর: (ক)
৩৮২. ‘ক’ এ পূর্বপুরুষ ইন্দো-ইউরোপীয় ভাষার কথা বলা মেষপালক গোষ্ঠী থেকে আগত। নিচে উদ্দীপকের সাথে সাদৃশ রয়েছে-
Ο ক) গ্রিক জাতির
Ο খ) আর্য জাতির
Ο গ) রোম জাতির
Ο ঘ) একীয় জাতির
সঠিক উত্তর: (ক)
৩৮৩. মিশরের সবচেয়ে বড় পিরামিডটি সম্পর্কে সত্য বাক্য হলো-
i. সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড
ii. এ পিরামিডটি গড়ে উঠেছিল তেরো একর জাগয়াজুড়ে
iii. এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চার শ ফুট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কোন সভ্যতার অবদান?
Ο ক) রোমান
Ο খ) মেসোপটেমীয়
Ο গ) গ্রিক
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
৩৮৫. মিশরীয় সভ্যতা মেনেসের নেতৃত্বে স্বমহিমায় উজ্জ্বল ছিল কত হাজার বছর ধরে?
Ο ক) এক
Ο খ) দেড়
Ο গ) দুই
Ο ঘ) আড়াই
সঠিক উত্তর: (ঘ)
৩৮৬. মহেঞ্জোদারোতে খনন কাজ করা হয় কার নেতৃত্বে?
Ο ক) জন মার্শালের
Ο খ) দয়ারাম সাহানীর
Ο গ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের
Ο ঘ) হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের
সঠিক উত্তর: (গ)
৩৮৭. স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে ‘পলোপনেসীয় লীগ’ গঠন করেছিল কেন?
Ο ক) বাণিজ্যিক শক্তিকে সুদৃঢ় করতে
Ο খ) স্পার্টার সীমানা বৃদ্ধি করতে
Ο গ) নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে
Ο ঘ) অর্থনৈতিক জোট গঠনে
সঠিক উত্তর: (গ)
৩৮৮. স্পার্টানদের শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) ভালো সৈনিক তৈরি
Ο খ) রাজনৈতিক জ্ঞান অর্জন
Ο গ) রাষ্ট্রের তত্ত্বাবধান
Ο ঘ) সাংস্কৃতিক ক্ষেত্র অগ্রসর
সঠিক উত্তর: (ক)
৩৮৯. ‘x’ সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জান না। ‘x’ সভ্যতার সাথে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে?
Ο ক) প্রাচীন সভ্যতা
Ο খ) মিশরীয় সভ্যতা
Ο গ) সিন্ধু
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (গ)
৩৯০. মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
Ο ক) মমি রক্ষা করতে
Ο খ) স্থাপত্য শিল্প বিকাশে
Ο গ) বসবাস করতে
Ο ঘ) দুর্যোগকালে আশ্রয় নিতে
সঠিক উত্তর: (ক)
৩৯১. উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ο ক) সিন্ধু সভ্যতা
Ο খ) বৌদ্ধ সভ্যতা
Ο গ) চৈনিক সভ্যতা
Ο ঘ) ইনকা সভ্যতা
সঠিক উত্তর: (ক)
৩৯২. গ্রিকরা গুরুত্ব দিয়েছেন-
i. সাধারণ শিক্ষার প্রতি
ii. নৈতিক শিক্ষার প্রতি
iii. ধর্মীয় শিক্ষার প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৩. সিন্ধু নদের তীরের মাটি খুড়েঁ প্রথম কোন নগরীর খোঁজ পাওয়া যায়?
Ο ক) হরপ্পা
Ο খ) মহেঞ্জোদারো
Ο গ) করাচি
Ο ঘ) পাঞ্জাব
সঠিক উত্তর: (ক)
৩৯৪. মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগার পাওয়া যায় দৈর্ঘ্য প্রস্থে এটি ছিল-
Ο ক) ১৬০ বর্গফুট
Ο খ) ১৭০ বর্গফুট
Ο গ) ১৮০ বর্গফুট
Ο ঘ) ১৯০ বর্গফুট
সঠিক উত্তর: (গ)
৩৯৫. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) ইউফ্রেটিস
Ο গ) নীল
Ο ঘ) হোয়াংহো
সঠিক উত্তর: (গ)
৩৯৬. রোমের সিনেট যাদের নির্বাচন করত তাদের কী বলা হতো?
Ο ক) সিনেটর
Ο খ) কনসাল
Ο গ) কাউন্সিলর
Ο ঘ) সাংসদ
সঠিক উত্তর: (খ)
৩৯৭. মহেঞ্জোদারোতে যে বিরাট প্রাসাদের সন্ধান পাওয়া গেছে তা কত বর্গফুট?
Ο ক) ২৫০’×৭০’ বর্গফুট
Ο খ) ২৩০’×৭৮’ বর্গফুট
Ο গ) ২৭০’×৩৫’ বর্গফুট
Ο ঘ) ২৭৮’×৩৫’ বর্গফুট
সঠিক উত্তর: (খ)
৩৯৮. সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
Ο ক) গাড়ির
Ο খ) পোশাকের
Ο গ) আগুনের
Ο ঘ) চাকার
সঠিক উত্তর: (ঘ)
৩৯৯. রাষ্ট্রের তত্ত্বাবধানে বালকদের কঠোর নিয়মে রাখা হতো কত বছর বয়সে?
Ο ক) ৫ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৭ বছর
Ο ঘ) ৮ বছর
সঠিক উত্তর: (গ)
৪০০. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?
Ο ক) সিন্ধু
Ο খ) মিশরীয়
Ο গ) চৈনিক
Ο ঘ) রোমান
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History