এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. উক্ত সভ্যতার লোকেরা বিশেষ অবদান রাখেন-
i. লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারে
ii. বিজ্ঞানে
iii. ধর্মীয় দর্শনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫২. খুফুর পিরামিড কয় একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল?
Ο ক) ১০ একর
Ο খ) ১১ একর
Ο গ) ১২ একর
Ο ঘ) ১৩ একর
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৩. কোন রোমান সম্রাট রোমান আইনের প্রথম সংকলন প্রকাশ করেন?
Ο ক) সম্রাট জাস্টিনিয়ান
Ο খ) সম্রাট জুলিয়াস সিজার
Ο গ) সম্রাট অগাস্টাস সিজার
Ο ঘ) সম্রাট রোমিউলাস
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৪. পেরিক্লিস কয় বছর রাজত্ব করেন?
Ο ক) ১০ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ৩০ বছর
Ο ঘ) ৪০ বছর
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৫. খ্রি. পূ্র্ব কত অব্দে মিশরে প্রথম সম্রাজ্যের উদ্ভব ঘটে?
Ο ক) ২০০০
Ο খ) ৩০০০
Ο গ) ৪০০০
Ο ঘ) ৫০০০
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৬. সিন্ধুবাসীরা কোনটি আমদানি করতো?
Ο ক) তামা
Ο খ) লোহা
Ο গ) টিন
Ο ঘ) ব্রোঞ্জ
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৭. সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?
Ο ক) পেরিক্লিস
Ο খ) এরিস্টটল
Ο গ) পেডিসন
Ο ঘ) থালেস
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৮. গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?
Ο ক) ফুটবল
Ο খ) ক্রিকেট
Ο গ) হকি
Ο ঘ) অলিম্পিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৯. মিশরীয়দের ধর্মীয় জীবনে যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল-
Ο ক) পরকাল ভাবনা
Ο খ) মিতব্যয়িতা
Ο গ) সংযম
Ο ঘ) দানশীলতা
 সঠিক উত্তর: (ক)

 ৪৬০. সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল?
Ο ক) পরিবারের
Ο খ) পাড়ার
Ο গ) মহল্লার
Ο ঘ) সমাজের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬১. কয়টি ঘর নিয়ে সিন্ধু সভ্যতায় পরিবারের বাসস্থান নির্মিত হতো?
Ο ক) একটি ঘর
Ο খ) দুই-তিনটি ঘর
Ο গ) তিন-চারটি ঘর
Ο ঘ) চার-পাঁচটি ঘর
 সঠিক উত্তর: (খ)

 ৪৬২. পরিমাপ পদ্ধতির রাথে কোন সভ্যতার নিবিড় সম্পর্ক ছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) মেসোপটেমীয়
Ο গ) চৈনিক
Ο ঘ) রোমান
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৩. মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু ও চীনা সভ্যতার একটি উল্লেখযোগ্য সাধারণ বৈশিষ্ট্য ছিল। কোনটি?
Ο ক) সভ্যতাগুলো ছিল ধর্মভিত্তিক
Ο খ) সভ্যতাগুলো ছিল সমাজভিত্তিক
Ο গ) সভ্যতাগুলো ছিল বাণিজ্যভিত্তিক
Ο ঘ) সভ্যতাগুলো ছিল কৃষিভিত্তিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৪. মিশরীয়রা খকন সৌর পঞ্জিকা আবিষ্কার করে?
Ο ক) ৪২০০ খ্রি. পূর্বাব্দে
Ο খ) ৪৩০০ খ্রি. পূর্বাব্দে
Ο গ) ৪৪০০ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) ৪৫০০ খ্রি. পূর্বাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৫. স্ফিংস মুর্তিটি দেখতে যে ধরনের-
i. দেহটা সিংহের মতো
ii. পেট গণেশের মতো
iii. মুখ মানুষের মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৬. স্ফিংকস এর দেহ ছিল সিংহের মতো কিন্তু মাথা ছিল ফারাওদের মতো। এরকম আকৃতি দেওয়ার কারণ কী ছিল?
Ο ক) ফারাওরা ঈশ্বরের প্রতিনিধি ছিলেন বলে
Ο খ) ফারাওরা সিংহের মতো শক্তিশালী ছিল বলে
Ο গ) সিংহ ফারাওয়ের মতো শক্তিশালী ছিল বলে
Ο ঘ) ফারাওরা সিংহ থেকে দেবতা হয়েছে মনে করত বলে
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৭. মিশর কোন সাগরের উপকূলে অবস্থিত?
Ο ক) ভূমধ্যসাগর
Ο খ) লোহিত সাগর
Ο গ) আরব সাগর
Ο ঘ) কাস্পিয়ান সাগর
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৮. ‘প্যাট্রিসিয়ান’ কোনটির সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) অভিজাতশ্রেণি
Ο খ) বণিকশ্রেণি
Ο গ) শ্রমিকশ্রেণি
Ο ঘ) সাধারণশ্রেণি
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৯. মিশরীয়দের কাছে ধর্ম এম গুরুত্বপূর্ণ ছিল কেন?
Ο ক) মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
Ο খ) পুরোহিতরা দেশ শাসন করত
Ο গ) অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
Ο ঘ) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭০. ফারাও শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) পের-ও
Ο খ) পেরাও
Ο গ) পোরও
Ο ঘ) পোরাও
 সঠিক উত্তর: (ক)

 ৪৭১. রোমান সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে হাসান স্যার বলেছিলেন-
i. ক্রিট দ্বীপের তীরে এ সভ্যতা গঠে উঠেছিল
ii. স্থায়িত্ব ছিল ৬০০ বছর
iii. প্রথমে রাজতন্ত্র ছিল পরে প্রজাতন্ত্র পতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭২. মেনেস যে সভ্যতার গোড়াপত্তন করেন তা কত বছর স্বমহিমায় উজ্জ্বল ছিল?
Ο ক) প্রায় ১ হাজার বছর
Ο খ) প্রায় ২ হাজার বছর
Ο গ) প্রায় ৩ হাজার বছর
Ο ঘ) প্রায় ৪ হাজার বছর
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৩. স্যার জন মার্শাল কে?
Ο ক) বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ
Ο খ) দার্শনিক
Ο গ) বিজ্ঞানী
Ο ঘ) চিকিৎসক
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৪. সামরিক আইন কয় রকমের ছিল?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৫. প্রাচীন গ্রিসে খেলাধুলায় বিজয়ীদের কী দিয়ে পুরস্কৃত করা হতো?
Ο ক) ফুলের মালা
Ο খ) রৌপ্য মুদ্রা দিয়ে
Ο গ) জলপাই গাছের ডালপাতার মালা
Ο ঘ) স্বর্ণ মুদ্রা দিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৬. মাক্কি সূরার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-
i. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান
ii. আহলে কিতাবদের ইসলাম গ্রহণের আহ্বান
iii. কিয়ামতের বিভীষিকাময় চিত্রের বর্ণনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৭. শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ভালো সৈনিক তৈরি করা। কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) মিশরীয়দের
Ο খ) গ্রিকদের
Ο গ) শাংদের
Ο ঘ) স্পার্টাদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৮. আলেকডান্ডার কীভাবে তার সাম্রাজ্য গ্রিক সভ্যতা ছড়িয়ে দেন?
Ο ক) দিগ্বিজয়ের মাধ্যমে
Ο খ) প্রত্নতত্ত্ব নির্মাণের মাধ্যমে
Ο গ) আইন করে
Ο ঘ) ধর্মবিশ্বাসের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৯. রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সবক্ষেত্রেই কাদের প্রভাব ছিল?
Ο ক) গ্রিকের
Ο খ) ফরাসিদের
Ο গ) মিশরীয়দের
Ο ঘ) ইংরেজদের
 সঠিক উত্তর: (ক)

 ৪৮০. অগাস্টাস সিজারের মৃত্যু হয় কখন?
Ο ক) ১১ খ্রিস্টাব্দে
Ο খ) ১২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮১. মিশরীয় চিত্রলিপিকে কী বলা হয়?
Ο ক) হায়রেগ্লিফিক
Ο খ) কিউনিফর্ম
Ο গ) থয়াবেগ্লিফিক
Ο ঘ) ইউনিফর্ম
 সঠিক উত্তর: (ক)

 ৪৮২. মোমারের মহাকাব্য হিসেবে সমর্থনযোগ্য- i. ওয়র ii. ইলিয়ড iii. ওডিসি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৩. গ্রিক উপদ্বীপের প্র্রধান শহর কোনটি?
Ο ক) মেসিডোনা
Ο খ) আলেকজান্দ্রিয়া
Ο গ) দানিয়ুব
Ο ঘ) এথেন্স
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৪. সিন্ধু সভ্যতায় ধাতু দিয়ে তৈরি হতো-
i. অলংকার
ii. আসবাবপত্র
iii. অস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৫. নানা উত্থান পতন সংঘর্ষের পর জার্মান বর্বর জাতির হাতে একটি সাম্রাজ্যের পতন হয়। নিচের কার সাথে মিল রয়েছে-
i. ইতালিয়ান সম্রাজ্যের
ii. গ্রিক সম্রাজ্যের
iii. রোমান সম্রাজ্যের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৬. সিন্ধু সভ্যতার রাস্তাগুলো ছিল-
Ο ক) সোজা
Ο খ) বাঁকা
Ο গ) কাঁচা
Ο ঘ) সরু
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৭. সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল?
Ο ক) মাটি দিয়ে
Ο খ) ইট দিয়ে
Ο গ) বেড়া দিয়ে
Ο ঘ) টিন দিয়ে
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৮. ‘ক’ নামক রাষ্ট্রগুলো রাজনৈতিক অনৈক্য সত্ত্বেও একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বলে মনে করত। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. গ্রিকদের
ii. আর্যদের
iii. রোমানদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৯. সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো?
Ο ক) গুদামঘর
Ο খ) বিশ্রামাগার
Ο গ) সরাইখানা
Ο ঘ) কোষাগার
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯০. কত খ্রিস্টাব্দে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?
Ο ক) রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের
Ο খ) দয়ারাম সাহানীর
Ο গ) জন মার্শালের
Ο ঘ) তারানাথ বন্দ্যোপাধ্যায়ের
 সঠিক উত্তর: (খ)

 ৪৯১. প্রাচীন মিশরীয় সিংহাসনের উত্তরাধিকারী হতো কে?
Ο ক) ফারাও-এর পুত্র
Ο খ) ফারাও-এর মেয়ে
Ο গ) ফারাও-এর স্ত্রী
Ο ঘ) ফারাও-এর জামাতা
 সঠিক উত্তর: (ক)

 ৪৯২. প্রজাতন্ত্রের যুগে রোমে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়নি কেন?
Ο ক) অভিজাত ও সাধারণ জনগণের দ্বন্দ্ব বলে
Ο খ) রোমের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলে
Ο গ) রোম বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়েছিল বলে
Ο ঘ) শাসকবর্গ উন্নয়নের জন্য সচেষ্ট ছিল না বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৩. সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?
Ο ক) নীলনদের
Ο খ) সিন্ধু নদের
Ο গ) যমুনার
Ο ঘ) ব্রহ্মপুত্রনদের
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৪. মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?
Ο ক) দেহকে তাজা রাখার জন্য
Ο খ) দেহকে জীবিত করার জন্য
Ο গ) দেহকে সৎকারের জন্য
Ο ঘ) দেহকে কবর দেওয়ার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৫. নেপোলিয়ান বোনাপোর্টের মিশর জয়ের সময় আবিষ্কৃত কোনটি?
Ο ক) রসেটা স্টোন
Ο খ) এটন
Ο গ) বিগ স্টোন
Ο ঘ) পিস স্টোন
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৬. সিন্ধু সভ্যতার যুগে কৃষকরা কোথায় বাস করত?
Ο ক) পরিবারে
Ο খ) গ্রামে
Ο গ) শহরে
Ο ঘ) রাজধানীতে
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৭. ঈজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে?
Ο ক) উনিশ
Ο খ) আঠার
Ο গ) সতের
Ο ঘ) ষোল
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: বিশিষ্ট শিল্পপতি আক্রাম খান হৃদরোগ আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায়। তার এক পুত্র ও এক কন্যা ইংল্যান্ড প্রবাসী। তাদের দেশে আসতে চারদিন সময় লাগবে বিধায় আক্রাম খানকে হিমাগারে সংরক্ষণ করা হয়।

৪৯৮. আক্রাম খানকে হিমাগারে সংরক্ষণ করার কতো কাজ কোন সভ্যতার প্রথম শুরু হয়?
Ο ক) মিশরীয়
Ο খ) সিন্ধু
Ο গ) গ্রিক
Ο ঘ) ফিনিসীয়
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৯. উক্ত সভ্যতা নির্ভর ছিল-
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) ব্যবসায়
Ο ঘ) স্থাপত্য ও ভাস্কর্য
 সঠিক উত্তর: (খ)

 ৫০০. সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষালাভ করি যে-
i. ভিক্ষুককে তিরস্কার করব
ii. ভিক্ষুককে যথাসম্ভব সাহায্য করব
iii. সাহায্যপ্রার্থীকে সাহায্য করব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post