ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. রোমান লিখন পদ্ধতিতে কাদের প্রভাব রয়েছে?
Ο ক) মিশরীয়দের
Ο খ) সুমেরীয়দের
Ο গ) চৈনিকদের
Ο ঘ) গ্রিকদের
সঠিক উত্তর: (ঘ)
২০২. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?
Ο ক) মিশরীয় বিজ্ঞানীরা
Ο খ) মিশরীয় শিল্পীরা
Ο গ) গ্রিক বিজ্ঞানীরা
Ο ঘ) গ্রিক শিল্পীরা
সঠিক উত্তর: (গ)
২০৩. ‘পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) সক্রেটিস
Ο খ) এরিস্টটল
Ο গ) প্লেটো
Ο ঘ) পেরিক্লিস
সঠিক উত্তর: (খ)
২০৪. প্রত্নতাত্ত্বিক খনন কাজে সিন্ধু সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। এ সভ্যতার ঘরগুলো তৈরি হতো কীভাবে?
Ο ক) লোহা দিয়ে
Ο খ) মাটি দিয়ে
Ο গ) রোদে পোড়ানো ইট দিয়ে
Ο ঘ) কাচ দিয়ে
সঠিক উত্তর: (গ)
২০৫. সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত?
Ο ক) সমাজবদ্ধ পরিবেশে
Ο খ) পারিবারিক পরিবেশে
Ο গ) শান্তিময় পরিবেশে
Ο ঘ) ঘরোয়া পরিবেশে
সঠিক উত্তর: (ক)
২০৬. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের গণতন্ত্রের সাথে পেরিক্লিসের গণতন্ত্রের মিল রয়েছে কোনটিতে?
Ο ক) নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে
Ο খ) নাগরিকদের আইন মানতে বাধ্য করে
Ο গ) নাগরিকদের স্বাধীন চলাচলে বাধাদান করে
Ο ঘ) নাগরিকদের উন্নত জীবনের ব্যবস্থা করে
সঠিক উত্তর: (ক)
২০৭. নীলনদের উপত্যকা কত মাইল বিস্তৃত?
Ο ক) ৫০৫ মাইল
Ο খ) ৫২৫ মাইল
Ο গ) ৫৫০ মাইল
Ο ঘ) ৫৭৫ মাইল
সঠিক উত্তর: (গ)
২০৮. কিসের নেজস্ব কোনো আলো নেই?
Ο ক) সূর্যের
Ο খ) চাঁদের
Ο গ) বাতির
Ο ঘ) বাল্বের
সঠিক উত্তর: (খ)
২০৯. রায়হান বলেন, লোহার আবিষ্কার সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ শক্ত ধাতুর মাধ্যমে মানুষের জীবন-
Ο ক) গতিশীল হয়
Ο খ) কর্মময় হয়
Ο গ) যান্ত্রিক হয়
Ο ঘ) সৃষ্টিশীল হয়
সঠিক উত্তর: (ক)
২১০. রোমে দাস বিদ্রোহের যৌক্তিক কারণ হিসেবে কোনটি যথার্থ?
Ο ক) অনানুষিক নির্যাতন
Ο খ) গৃহযুদ্ধ
Ο গ) অর্থনৈতিক দুর্বলতা
Ο ঘ) ধনী-দরিদ্র সংঘাত
সঠিক উত্তর: (ক)
২১১. শমিশর দেশটি কিসের মতো গড়ে উঠেছে?
Ο ক) বাঁকা চাঁদের মতো
Ο খ) বৃত্তের মতো
Ο গ) সরু এক ফালির মতো
Ο ঘ) চতুর্ভূজের মতো
সঠিক উত্তর: (গ)
২১২. কয়টি স্তরের মাধ্যমে হায়ারোগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২১৩. মিশরের রাজা ‘ফারও’ কীভাবে নির্বাচন করা হতো?
Ο ক) ভোটের মাধ্যমে
Ο খ) বংশানুক্রমিকভাবে
Ο গ) ক্ষমতাবলে
Ο ঘ) মল্লযুদ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১৪. প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠে-
i. ক্রিট দ্বীপ ও গ্রিস উপদ্বীপের মূল ভূখন্ড নিয়ে
ii. এশিয়া মাইনরের পশ্চিম উপকূল নিয়ে
iii. ঈজিয়ান সাগরের ক্ষুদ্রক্ষুদ্র দ্বীপ নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. সিন্ধু সভ্যতায় ব্যবহৃত বাটখারাগুলো কিসের তৈরি ছিল?
Ο ক) পাথরের
Ο খ) লোহার
Ο গ) বাঁশের
Ο ঘ) কাঠের
সঠিক উত্তর: (ক)
২১৬. নীলনদের উৎপত্তি কোথায়?
Ο ক) ভূমধ্যসাগরে
Ο খ) লেক ভিক্টোরিয়ায়
Ο গ) আরব সাগরে
Ο ঘ) লোহিত সাগরে
সঠিক উত্তর: (খ)
২১৭. সিন্ধু সভ্যতায় সবচেয়ে সরু রাস্তাটি প্রশস্তায় কতফুট ছিল?
Ο ক) ৮ ফুট
Ο খ) ৯ ফুট
Ο গ) ১০ ফুট
Ο ঘ) ১১ ফুট
সঠিক উত্তর: (গ)
২১৮. বিয়োগান্ত নাটকের জনক কে?
Ο ক) সোফিক্লিস
Ο খ) থুকিডাইসিস
Ο গ) এসকাইলাস
Ο ঘ) হোমার
সঠিক উত্তর: (গ)
২১৯. পেরিক্লিসের যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে। উক্তিটিতে বোঝানো হয়েছে-
i. তার সময়কালে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়
ii. তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ হয়
iii. নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২০. এরিস্টটলের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) তিনি লেখক ছিলেন
Ο খ) তিনি সাহিত্যিক ছিলেন
Ο গ) তিনি নাট্যকার ছিলেন
Ο ঘ) তিনি দার্শনিক ছিলেন
সঠিক উত্তর: (ঘ)
২২১. মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কী?
Ο ক) নীলনদ
Ο খ) সাহারা মরুভূমি
Ο গ) পর্বতমালা
Ο ঘ) মালভূমি
সঠিক উত্তর: (ক)
২২২. নবম থেকে দ্বাদশ শতককে হোমারের যুগ বলা হয়। এ থেকে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
Ο ক) হোমারের মহাকাব্য ইতিহাসকে প্রবহমান রেখেছে
Ο খ) হোমার শ্রেণি শোষণ করতেন
Ο গ) এ যুগে অধিবাসীরা সমৃদ্ধশালী ছিলেন
Ο ঘ) এ যুগে সবাই সংস্কৃত ঐতিহ্যের অধিকারী ছিলেন
সঠিক উত্তর: (ক)
২২৩. মেষ পালক গোষ্ঠীর আদি বসতি কোথায় ছিল?
Ο ক) ঈজিয়ান সাগর তীরবর্তী তৃণভূমি
Ο খ) মাইনর সাগর তীরবর্তী তৃণভূমি
Ο গ) দানিয়ুব নদী তীরবর্তী তৃণভূমি
Ο ঘ) এডিজ নদীর তীরবর্তী তৃণভূমি
সঠিক উত্তর: (গ)
২২৪. সৃজনী তার পাঠ্যবইয়ে একটি সভ্যতা ও মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংসস্তূপের বর্ণনা পড়ল। নিচের কোন সভ্যতার সাথে মিল রয়েছে-
i. এজিয়ান সভ্যতা
ii. প্রাক ক্লাসিকাল গ্রিক সভ্যতা
iii. রোমান সভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) গণতন্ত্র প্রতিষ্ঠা জটিল কাজ
Ο খ) গণতন্ত্র নাগরিক অধিকার বঞ্চিত করে
Ο গ) রোমের গণতন্ত্র জটিল ছিল
Ο ঘ) রোমের গণতন্ত্র একদিনে হয়নি
সঠিক উত্তর: (ঘ)
২২৬. মিশরের দক্ষিণে কোন দেশ অবস্থিত?
Ο ক) দক্ষিণ সূদান
Ο খ) সুদান
Ο গ) আলজেরিয়া
Ο ঘ) মরক্কো
সঠিক উত্তর: (খ)
২২৭. মিশরীয়দের জীবনে কোন দেবতার গুরুত্ব ছিল অনেক বেশি?
Ο ক) সূর্য দেবতা
Ο খ) নীলনদের দেবতার
Ο গ) প্রাকৃতিক শক্তির দেবতার
Ο ঘ) শস্য দেবতার
সঠিক উত্তর: (ক)
২২৮. মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
Ο ক) ২৮০ দিনে
Ο খ) ৩০০ দিনে
Ο গ) ৩৫৪ দিনে
Ο ঘ) ৩৬৫ দিনে
সঠিক উত্তর: (ঘ)
২২৯. রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) একশত বছর
Ο খ) তিনশত বছর
Ο গ) পাঁচশত বছর
Ο ঘ) ছয়শত বছর
সঠিক উত্তর: (ঘ)
২৩০. রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল কোন আইন?
Ο ক) সাধারণ আইন
Ο খ) প্রাকৃতিক আইন
Ο গ) জনগনের আইন
Ο ঘ) বেসামরিক আইন
সঠিক উত্তর: (ঘ)
২৩১. রোমান আইনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২৩২. সিন্ধুনদের তীরে গড়ে উঠে কোন সভ্যতা?
Ο ক) মেসোপটেমিয়া
Ο খ) অ্যাসেরীয়
Ο গ) মিশরীয়
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. মহেঞ্জোদারোর স্নানাগারের মূল কক্ষটি কয়তলা ছিল?
Ο ক) ১ তলা
Ο খ) ২ তলা
Ο গ) ৩ তলা
Ο ঘ) ৪ তলা
সঠিক উত্তর: (খ)
২৩৪. গ্রিক দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
Ο ক) থালেস
Ο খ) পেরিক্লিস
Ο গ) সক্রেটিস
Ο ঘ) প্লেটো
সঠিক উত্তর: (গ)
২৩৫. গ্রিকদের জ্ঞানের দেবীর নাম কী?
Ο ক) এথনো
Ο খ) এ্যাপোলো
Ο গ) জিউস
Ο ঘ) পোসিডন
সঠিক উত্তর: (ক)
২৩৬. সিন্ধু সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) নীল
Ο গ) পদ্মা
Ο ঘ) ভারতের যমুনা
সঠিক উত্তর: (ক)
২৩৭. মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পে সূচনা করে?
Ο ক) পোড়ামাটি শিল্পের
Ο খ) মৃৎ শিল্পের
Ο গ) চিত্রশিল্পের
Ο ঘ) বস্ত্রশিল্পের
সঠিক উত্তর: (গ)
২৩৮. হরপ্পা নগরী পাঞ্জাবের বর্তমান কোন জেলায় অবস্থিত?
Ο ক) মন্টোগামারী
Ο খ) লারকানা
Ο গ) ইসলামাবাদ
Ο ঘ) লাহোর
সঠিক উত্তর: (ক)
২৩৯. মধ্যযুগীয় রাজবংশের যে আমলে মিশরের সর্বত্র মন্দির নির্মাণ হতো-
i. একাদশ রাজবংশীয়দের আমলে
ii. দ্বাদশ রাজবংশীয়দের আমলে
iii. ত্রয়োদশ রাজবংশীয়দের আমলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪০. মেনেস যে রাষ্ট্র গড়ে তোলে তার রাজধানীর নাম কী?
Ο ক) কায়রো
Ο খ) মেম্ফিস
Ο গ) দোহা
Ο ঘ) দামেস্ক
সঠিক উত্তর: (খ)
২৪১. সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) শাসনতান্ত্রিক
Ο গ) প্রজাতান্ত্রিক
Ο ঘ) নিয়মতান্ত্রিক
সঠিক উত্তর: (গ)
২৪২. কাদের দাবির ফলে রোমান আইন সংকলিত হতে থাকে?
Ο ক) প্যাট্রিসিয়ানদের
Ο খ) প্লিবিয়ানদের
Ο গ) সম্রাটদের
Ο ঘ) যাজকদের
সঠিক উত্তর: (খ)
২৪৩. মিশরের প্রথম নরপতি কে?
Ο ক) মজেস
Ο খ) রামস
Ο গ) জুপিটার
Ο ঘ) মেনেস
সঠিক উত্তর: (গ)
২৪৪. মানিক সিন্ধু সভ্যতার অধিবাসী ছিল। সে শান্তিতে বসবাস করতে পারতো না কেন?
Ο ক) দুর্ভিক্ষের কারণে
Ο খ) বন্যার কারণে
Ο গ) শত্রুর আক্রমণে
Ο ঘ) খরার কারণে
সঠিক উত্তর: (গ)
২৪৫. সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?
Ο ক) কাঁসা
Ο খ) পিতল
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) অ্যালোমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
২৪৬. সিন্ধু সভ্যতার ঘরবাড়ি নির্মিত ছিল-
Ο ক) মাটি দিয়ে
Ο খ) পোড়া মটির ইট দিয়ে
Ο গ) পাথর দিয়ে
Ο ঘ) কাঠ দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৪৭. কোন সভ্যতা ভারতীয় উপমহাদেশের জনগণকে স্বাধীনতার প্রেরণা যুগিয়েছিল?
Ο ক) প্রাচীন সভ্যতা
Ο খ) মিশরীয় সভ্যতা
Ο গ) সিন্ধু সভ্যতা
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (গ)
২৪৮. এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
Ο ক) সক্রেটিস
Ο খ) প্লেটো
Ο গ) থালেস
Ο ঘ) আলেকডান্ডার
সঠিক উত্তর: (খ)
২৪৯. নয়ন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এই ধর্মকে রোমানরা সরকারি ধর্মে পরিণত করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
Ο ক) সম্রাট কন্সটানইটাইন
Ο খ) গ্যালেন রুফাসে
Ο গ) সম্রাট আলেকজান্ডার
Ο ঘ) লিভি
সঠিক উত্তর: (ক)
২৫০. গ্রিসে সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল-
i. নাটক রচনায়
ii. গল্প রচনায়
iii. গান রচনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. রোমান লিখন পদ্ধতিতে কাদের প্রভাব রয়েছে?
Ο ক) মিশরীয়দের
Ο খ) সুমেরীয়দের
Ο গ) চৈনিকদের
Ο ঘ) গ্রিকদের
সঠিক উত্তর: (ঘ)
২০২. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?
Ο ক) মিশরীয় বিজ্ঞানীরা
Ο খ) মিশরীয় শিল্পীরা
Ο গ) গ্রিক বিজ্ঞানীরা
Ο ঘ) গ্রিক শিল্পীরা
সঠিক উত্তর: (গ)
২০৩. ‘পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) সক্রেটিস
Ο খ) এরিস্টটল
Ο গ) প্লেটো
Ο ঘ) পেরিক্লিস
সঠিক উত্তর: (খ)
২০৪. প্রত্নতাত্ত্বিক খনন কাজে সিন্ধু সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। এ সভ্যতার ঘরগুলো তৈরি হতো কীভাবে?
Ο ক) লোহা দিয়ে
Ο খ) মাটি দিয়ে
Ο গ) রোদে পোড়ানো ইট দিয়ে
Ο ঘ) কাচ দিয়ে
সঠিক উত্তর: (গ)
২০৫. সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত?
Ο ক) সমাজবদ্ধ পরিবেশে
Ο খ) পারিবারিক পরিবেশে
Ο গ) শান্তিময় পরিবেশে
Ο ঘ) ঘরোয়া পরিবেশে
সঠিক উত্তর: (ক)
২০৬. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের গণতন্ত্রের সাথে পেরিক্লিসের গণতন্ত্রের মিল রয়েছে কোনটিতে?
Ο ক) নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে
Ο খ) নাগরিকদের আইন মানতে বাধ্য করে
Ο গ) নাগরিকদের স্বাধীন চলাচলে বাধাদান করে
Ο ঘ) নাগরিকদের উন্নত জীবনের ব্যবস্থা করে
সঠিক উত্তর: (ক)
২০৭. নীলনদের উপত্যকা কত মাইল বিস্তৃত?
Ο ক) ৫০৫ মাইল
Ο খ) ৫২৫ মাইল
Ο গ) ৫৫০ মাইল
Ο ঘ) ৫৭৫ মাইল
সঠিক উত্তর: (গ)
২০৮. কিসের নেজস্ব কোনো আলো নেই?
Ο ক) সূর্যের
Ο খ) চাঁদের
Ο গ) বাতির
Ο ঘ) বাল্বের
সঠিক উত্তর: (খ)
২০৯. রায়হান বলেন, লোহার আবিষ্কার সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ শক্ত ধাতুর মাধ্যমে মানুষের জীবন-
Ο ক) গতিশীল হয়
Ο খ) কর্মময় হয়
Ο গ) যান্ত্রিক হয়
Ο ঘ) সৃষ্টিশীল হয়
সঠিক উত্তর: (ক)
২১০. রোমে দাস বিদ্রোহের যৌক্তিক কারণ হিসেবে কোনটি যথার্থ?
Ο ক) অনানুষিক নির্যাতন
Ο খ) গৃহযুদ্ধ
Ο গ) অর্থনৈতিক দুর্বলতা
Ο ঘ) ধনী-দরিদ্র সংঘাত
সঠিক উত্তর: (ক)
২১১. শমিশর দেশটি কিসের মতো গড়ে উঠেছে?
Ο ক) বাঁকা চাঁদের মতো
Ο খ) বৃত্তের মতো
Ο গ) সরু এক ফালির মতো
Ο ঘ) চতুর্ভূজের মতো
সঠিক উত্তর: (গ)
২১২. কয়টি স্তরের মাধ্যমে হায়ারোগ্লিফিকের উত্তরণ হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২১৩. মিশরের রাজা ‘ফারও’ কীভাবে নির্বাচন করা হতো?
Ο ক) ভোটের মাধ্যমে
Ο খ) বংশানুক্রমিকভাবে
Ο গ) ক্ষমতাবলে
Ο ঘ) মল্লযুদ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২১৪. প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠে-
i. ক্রিট দ্বীপ ও গ্রিস উপদ্বীপের মূল ভূখন্ড নিয়ে
ii. এশিয়া মাইনরের পশ্চিম উপকূল নিয়ে
iii. ঈজিয়ান সাগরের ক্ষুদ্রক্ষুদ্র দ্বীপ নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. সিন্ধু সভ্যতায় ব্যবহৃত বাটখারাগুলো কিসের তৈরি ছিল?
Ο ক) পাথরের
Ο খ) লোহার
Ο গ) বাঁশের
Ο ঘ) কাঠের
সঠিক উত্তর: (ক)
২১৬. নীলনদের উৎপত্তি কোথায়?
Ο ক) ভূমধ্যসাগরে
Ο খ) লেক ভিক্টোরিয়ায়
Ο গ) আরব সাগরে
Ο ঘ) লোহিত সাগরে
সঠিক উত্তর: (খ)
২১৭. সিন্ধু সভ্যতায় সবচেয়ে সরু রাস্তাটি প্রশস্তায় কতফুট ছিল?
Ο ক) ৮ ফুট
Ο খ) ৯ ফুট
Ο গ) ১০ ফুট
Ο ঘ) ১১ ফুট
সঠিক উত্তর: (গ)
২১৮. বিয়োগান্ত নাটকের জনক কে?
Ο ক) সোফিক্লিস
Ο খ) থুকিডাইসিস
Ο গ) এসকাইলাস
Ο ঘ) হোমার
সঠিক উত্তর: (গ)
২১৯. পেরিক্লিসের যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে। উক্তিটিতে বোঝানো হয়েছে-
i. তার সময়কালে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়
ii. তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ হয়
iii. নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২০. এরিস্টটলের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) তিনি লেখক ছিলেন
Ο খ) তিনি সাহিত্যিক ছিলেন
Ο গ) তিনি নাট্যকার ছিলেন
Ο ঘ) তিনি দার্শনিক ছিলেন
সঠিক উত্তর: (ঘ)
২২১. মিশরের ভৌগলিক অবস্থান ও ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কী?
Ο ক) নীলনদ
Ο খ) সাহারা মরুভূমি
Ο গ) পর্বতমালা
Ο ঘ) মালভূমি
সঠিক উত্তর: (ক)
২২২. নবম থেকে দ্বাদশ শতককে হোমারের যুগ বলা হয়। এ থেকে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
Ο ক) হোমারের মহাকাব্য ইতিহাসকে প্রবহমান রেখেছে
Ο খ) হোমার শ্রেণি শোষণ করতেন
Ο গ) এ যুগে অধিবাসীরা সমৃদ্ধশালী ছিলেন
Ο ঘ) এ যুগে সবাই সংস্কৃত ঐতিহ্যের অধিকারী ছিলেন
সঠিক উত্তর: (ক)
২২৩. মেষ পালক গোষ্ঠীর আদি বসতি কোথায় ছিল?
Ο ক) ঈজিয়ান সাগর তীরবর্তী তৃণভূমি
Ο খ) মাইনর সাগর তীরবর্তী তৃণভূমি
Ο গ) দানিয়ুব নদী তীরবর্তী তৃণভূমি
Ο ঘ) এডিজ নদীর তীরবর্তী তৃণভূমি
সঠিক উত্তর: (গ)
২২৪. সৃজনী তার পাঠ্যবইয়ে একটি সভ্যতা ও মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংসস্তূপের বর্ণনা পড়ল। নিচের কোন সভ্যতার সাথে মিল রয়েছে-
i. এজিয়ান সভ্যতা
ii. প্রাক ক্লাসিকাল গ্রিক সভ্যতা
iii. রোমান সভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৫. নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) গণতন্ত্র প্রতিষ্ঠা জটিল কাজ
Ο খ) গণতন্ত্র নাগরিক অধিকার বঞ্চিত করে
Ο গ) রোমের গণতন্ত্র জটিল ছিল
Ο ঘ) রোমের গণতন্ত্র একদিনে হয়নি
সঠিক উত্তর: (ঘ)
২২৬. মিশরের দক্ষিণে কোন দেশ অবস্থিত?
Ο ক) দক্ষিণ সূদান
Ο খ) সুদান
Ο গ) আলজেরিয়া
Ο ঘ) মরক্কো
সঠিক উত্তর: (খ)
২২৭. মিশরীয়দের জীবনে কোন দেবতার গুরুত্ব ছিল অনেক বেশি?
Ο ক) সূর্য দেবতা
Ο খ) নীলনদের দেবতার
Ο গ) প্রাকৃতিক শক্তির দেবতার
Ο ঘ) শস্য দেবতার
সঠিক উত্তর: (ক)
২২৮. মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
Ο ক) ২৮০ দিনে
Ο খ) ৩০০ দিনে
Ο গ) ৩৫৪ দিনে
Ο ঘ) ৩৬৫ দিনে
সঠিক উত্তর: (ঘ)
২২৯. রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) একশত বছর
Ο খ) তিনশত বছর
Ο গ) পাঁচশত বছর
Ο ঘ) ছয়শত বছর
সঠিক উত্তর: (ঘ)
২৩০. রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল কোন আইন?
Ο ক) সাধারণ আইন
Ο খ) প্রাকৃতিক আইন
Ο গ) জনগনের আইন
Ο ঘ) বেসামরিক আইন
সঠিক উত্তর: (ঘ)
২৩১. রোমান আইনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২৩২. সিন্ধুনদের তীরে গড়ে উঠে কোন সভ্যতা?
Ο ক) মেসোপটেমিয়া
Ο খ) অ্যাসেরীয়
Ο গ) মিশরীয়
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. মহেঞ্জোদারোর স্নানাগারের মূল কক্ষটি কয়তলা ছিল?
Ο ক) ১ তলা
Ο খ) ২ তলা
Ο গ) ৩ তলা
Ο ঘ) ৪ তলা
সঠিক উত্তর: (খ)
২৩৪. গ্রিক দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
Ο ক) থালেস
Ο খ) পেরিক্লিস
Ο গ) সক্রেটিস
Ο ঘ) প্লেটো
সঠিক উত্তর: (গ)
২৩৫. গ্রিকদের জ্ঞানের দেবীর নাম কী?
Ο ক) এথনো
Ο খ) এ্যাপোলো
Ο গ) জিউস
Ο ঘ) পোসিডন
সঠিক উত্তর: (ক)
২৩৬. সিন্ধু সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল?
Ο ক) সিন্ধু
Ο খ) নীল
Ο গ) পদ্মা
Ο ঘ) ভারতের যমুনা
সঠিক উত্তর: (ক)
২৩৭. মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পে সূচনা করে?
Ο ক) পোড়ামাটি শিল্পের
Ο খ) মৃৎ শিল্পের
Ο গ) চিত্রশিল্পের
Ο ঘ) বস্ত্রশিল্পের
সঠিক উত্তর: (গ)
২৩৮. হরপ্পা নগরী পাঞ্জাবের বর্তমান কোন জেলায় অবস্থিত?
Ο ক) মন্টোগামারী
Ο খ) লারকানা
Ο গ) ইসলামাবাদ
Ο ঘ) লাহোর
সঠিক উত্তর: (ক)
২৩৯. মধ্যযুগীয় রাজবংশের যে আমলে মিশরের সর্বত্র মন্দির নির্মাণ হতো-
i. একাদশ রাজবংশীয়দের আমলে
ii. দ্বাদশ রাজবংশীয়দের আমলে
iii. ত্রয়োদশ রাজবংশীয়দের আমলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪০. মেনেস যে রাষ্ট্র গড়ে তোলে তার রাজধানীর নাম কী?
Ο ক) কায়রো
Ο খ) মেম্ফিস
Ο গ) দোহা
Ο ঘ) দামেস্ক
সঠিক উত্তর: (খ)
২৪১. সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) শাসনতান্ত্রিক
Ο গ) প্রজাতান্ত্রিক
Ο ঘ) নিয়মতান্ত্রিক
সঠিক উত্তর: (গ)
২৪২. কাদের দাবির ফলে রোমান আইন সংকলিত হতে থাকে?
Ο ক) প্যাট্রিসিয়ানদের
Ο খ) প্লিবিয়ানদের
Ο গ) সম্রাটদের
Ο ঘ) যাজকদের
সঠিক উত্তর: (খ)
২৪৩. মিশরের প্রথম নরপতি কে?
Ο ক) মজেস
Ο খ) রামস
Ο গ) জুপিটার
Ο ঘ) মেনেস
সঠিক উত্তর: (গ)
২৪৪. মানিক সিন্ধু সভ্যতার অধিবাসী ছিল। সে শান্তিতে বসবাস করতে পারতো না কেন?
Ο ক) দুর্ভিক্ষের কারণে
Ο খ) বন্যার কারণে
Ο গ) শত্রুর আক্রমণে
Ο ঘ) খরার কারণে
সঠিক উত্তর: (গ)
২৪৫. সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?
Ο ক) কাঁসা
Ο খ) পিতল
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) অ্যালোমিনিয়াম
সঠিক উত্তর: (গ)
২৪৬. সিন্ধু সভ্যতার ঘরবাড়ি নির্মিত ছিল-
Ο ক) মাটি দিয়ে
Ο খ) পোড়া মটির ইট দিয়ে
Ο গ) পাথর দিয়ে
Ο ঘ) কাঠ দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৪৭. কোন সভ্যতা ভারতীয় উপমহাদেশের জনগণকে স্বাধীনতার প্রেরণা যুগিয়েছিল?
Ο ক) প্রাচীন সভ্যতা
Ο খ) মিশরীয় সভ্যতা
Ο গ) সিন্ধু সভ্যতা
Ο ঘ) গ্রিক সভ্যতা
সঠিক উত্তর: (গ)
২৪৮. এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
Ο ক) সক্রেটিস
Ο খ) প্লেটো
Ο গ) থালেস
Ο ঘ) আলেকডান্ডার
সঠিক উত্তর: (খ)
২৪৯. নয়ন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এই ধর্মকে রোমানরা সরকারি ধর্মে পরিণত করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
Ο ক) সম্রাট কন্সটানইটাইন
Ο খ) গ্যালেন রুফাসে
Ο গ) সম্রাট আলেকজান্ডার
Ο ঘ) লিভি
সঠিক উত্তর: (ক)
২৫০. গ্রিসে সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল-
i. নাটক রচনায়
ii. গল্প রচনায়
iii. গান রচনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History