এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. নীলনদ কোথায় পতিত হয়েছে?
Ο ক) আরব সাগরে
Ο খ) লোহিত সাগরে
Ο গ) ভূমধ্যসাগরে
Ο ঘ) আটলান্টিক মহাসাগরে
 সঠিক উত্তর: (গ)

 ২৫২. সিন্ধুবাসীরা যে ধরনের অলংকার তৈরিতে পারদর্শী ছিল-
i. আংটি
ii. নাকফুল
iii. নূপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. পেরিক্লিস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন-
i. প্রমাসন
ii. আইন
iii. বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের অপূর্ব নিদর্শন যা আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। এটি কোন সময়কালকে সমর্থন করে-
i. প্রাচীন ইতালিয়ান
ii. প্রাচীন রোম
iii. প্রাচীন গ্রিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. ফারাওকে কিসের মতো শক্তিশালী মতে করা হতো?
Ο ক) বাঘ
Ο খ) হাতি
Ο গ) সিংহ
Ο ঘ) হায়না
 সঠিক উত্তর: (গ)

 ২৫৬. মিশরের পূর্ব নাম কি?
Ο ক) ইজিপ্ট
Ο খ) মেসোপটেমিয়া
Ο গ) পারস্য
Ο ঘ) পিরামিড
 সঠিক উত্তর: (ক)

 ২৫৭. প্লেবিয়ানরা অধিকার আদায়ে সক্ষম হয় কীভাবে?
Ο ক) ক্রমাগত সংগ্রামের মাধ্যমে
Ο খ) আইনের মাধ্যমে
Ο গ) নির্বাচনের মাধ্যমে
Ο ঘ) শিক্ষাগ্রহণের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২৫৮. সিন্ধু সভ্যতাকে বলা হয়-
Ο ক) হরপ্পা সাংস্কৃতি
Ο খ) আহমেদাবাদ সভ্যতা
Ο গ) মহেঞ্জোদারো সংস্কৃতি
Ο ঘ) বিজয়পুর সংস্কৃতি
 সঠিক উত্তর: (ক)

 ২৫৯. মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে বলা হতো-
Ο ক) নোম
Ο খ) নেম
Ο গ) বেমা
Ο ঘ) মেনো
 সঠিক উত্তর: (ক)

 ২৬০. স্পার্টা সরকারের মূল উদ্দেশ্যে ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচলনা করা। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. স্পার্টানদের জীবন স্টার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল
ii. স্পার্টা সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে
iii. স্পার্টার জীবনযাত্রার উল্লেখযোগ্য বিষয় ছিল কঠোর শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬১. মিশরের অর্থনীতির মূল উৎস ছিল-
Ο ক) মৎস
Ο খ) পশুপালন
Ο গ) কৃষি
Ο ঘ) শিল্প
 সঠিক উত্তর: (গ)

 ২৬২. গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে কীভাবে?
Ο ক) টাইবার নদীর কারণে
Ο খ) স্থাপত্য শিল্পের জন্য
Ο গ) অলিম্পিক খেলাকে ঘিরে
Ο ঘ) মন্দির প্রতিষ্ঠার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. গ্রিক সভ্যতা আবিস্কৃত হয়-
i. ঈজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে
ii. এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে
iii. ইউরোপ মহাদেশের উত্তর প্রান্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ২৬৪. মিশরের উত্তরে কী রয়েছে?
Ο ক) লোহিত সাগর
Ο খ) সাহায্য মরুভূমি
Ο গ) ভূমধ্যসাগর
Ο ঘ) আফ্রিকা
 সঠিক উত্তর: (গ)

 ২৬৫. আদিম যুগে মানুষ কীভাবে খাদ্যের সংস্থান করতো?
Ο ক) বনে বনে ঘুরে
Ο খ) কৃষিকাজ করে
Ο গ) পশুপালন করে
Ο ঘ) মাছ শিকার করে
 সঠিক উত্তর: (ক)

 ২৬৬. গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) জিউস
Ο খ) এ্যাপোলো
Ο গ) পোসিডন
Ο ঘ) এথেনা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৭. নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে রোমানদের জন্য কোন আইনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
Ο ক) সামরিক আইন
Ο খ) বেসামরিক আইন
Ο গ) সামাজিক আইন
Ο ঘ) প্রাকৃতিক আইন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৮. বিভিন্ন দেশ থেকে মিশরে আমদানি করা হতো-
i. স্বর্ণ
ii. রৌপ্য
iii. হাতির দাঁত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৯. খ্রিষ্টান ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন কে?
Ο ক) সম্রাট কন্সটানটাইন
Ο খ) ওভিদ
Ο গ) সম্রাট জাসটিনিয়ন
Ο ঘ) ইতিহাসবিদ লিভি
 সঠিক উত্তর: (ক)

 ২৭০. গ্রিকরা প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত করেন কখন?
Ο ক) খ্রি. পূর্ব ৫০০ অব্দে
Ο খ) খ্রি. পূর্ব ৬০০ অব্দে
Ο গ) খ্রি. পূর্ব ৭০০ অব্দে
Ο ঘ) খ্রি. পূর্ব ৮০০ অব্দে
 সঠিক উত্তর: (খ)

 ২৭১. কখন থেকে ঐতিহাসিক যুগের শুরু?
Ο ক) যখন আগুন আবিষ্কার হয়
Ο খ) যখন কৃষিকাজ শুরু হয়
Ο গ) যখন পাথরের হাতিয়ার আবিষ্কার হয়
Ο ঘ) যখন থেকে ইতিহাস লিখিতভাবে পাওয়া যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭২. প্লেবিয়ানরা ক্রমাগত সংগ্রামে মিলিত হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) তারা শ্বৈরাচারী ছিল
Ο খ) সমাজে তারা বঞ্চিত শ্রেণি ছিল
Ο গ) তারা বিদ্রোহী ছিল
Ο ঘ) তারা জনকল্যাণ নিশ্চিত করত
 সঠিক উত্তর: (খ)

 ২৭৩. পাঞ্জাবের পশ্চিম দিকে হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) ১৯২২-২৩ সালে
Ο খ) ১৯২৩-২৪ সালে
Ο গ) ১৯২৪-২৫ সালে
Ο ঘ) ১৯২৫-২৬ সালে
 সঠিক উত্তর: (ক)

 ২৭৪. সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল?
Ο ক) একক
Ο খ) যৌথ
Ο গ) পিত্রতান্ত্রিক
Ο ঘ) মাতৃতান্ত্রিক
 সঠিক উত্তর: (ক)

 ২৭৫. রাস্তার পাশে বৃহৎ মিলনায়তন দেখলে প্রাচীন কোন সভ্যতার কথা মনে পড়ে?
Ο ক) সিন্ধু
Ο খ) পারস্য
Ο গ) রোমান
Ο ঘ) গ্রিক
 সঠিক উত্তর: (ক)

 ২৭৬. পাচীন মিশরীয়দের সূর্য দেবতার নাম কী?
Ο ক) রে, বা আমন-রে
Ο খ) ইখনাটন
Ο গ) ওসিরিস
Ο ঘ) এটন
 সঠিক উত্তর: (ক)

 ২৭৭. আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) তলোয়ার
Ο খ) বন্ধুক
Ο গ) বাঁটি-কোদাল
Ο ঘ) পাথর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৮. মিশরীয়রা প্রথম দিকে কীভাবে মনের ভাব প্রকাশ করত?
Ο ক) ইশারায়
Ο খ) ছবি একে
Ο গ) লিখে
Ο ঘ) সংখ্যা গুণে
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. সম্রাটকে ঈশ্বর হিসেবে পূজা করা রীতি চালু করে কোন রোমান সম্রাট?
Ο ক) জুলিয়াস সিজার
Ο খ) অগাস্টাস সিজার
Ο গ) রোমিউলাস
Ο ঘ) কন্সটানটাইন
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. পেপার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Ο ক) প্যাপিরাস
Ο খ) প্যাপিয়াশ
Ο গ) ক্যাপিয়াস
Ο ঘ) পাপেয়াস
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. প্রাচীন মিশরে মানুষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলল কেন?
Ο ক) বিশৃ্ঙ্খলা নিয়ন্ত্রণের জন্য
Ο খ) রাষ্ট্র পরিচালনার জন্য
Ο গ) সমাজ পরিচালনার জন্য
Ο ঘ) যুদ্ধ নিয়ন্ত্রনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. পরপ্পা ও মহেঞ্জোদারোতে কয়টি সিল পওয়া যায়?
Ο ক) ২১০০টি
Ο খ) ২৩০০টি
Ο গ) ২৫০০টি
Ο ঘ) ২৭০০টি
 সঠিক উত্তর: (গ)

 ২৮৩. মিশরীয়রা মমি তৈরি করত কেন?
Ο ক) মৃতদেহ তাজা রাখার জন্য
Ο খ) মাংস সংরক্ষণের জন্য
Ο গ) মাছ সংরক্ষণের জন্য
Ο ঘ) খাবার সংরক্ষণের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২৮৪. রোমন সম্রাজ্যের পতনের সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ৪৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) ৪৭৪ খ্রিস্টাব্দে
Ο গ) ৪৭৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) ৪৭৬ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৫. ফারাও পদটি কীভাবে অর্জিত হতো?
Ο ক) নির্বাচনের মাধ্যমে
Ο খ) শক্তির ভিত্তিতে
Ο গ) বংশানুক্রমিকভাবে
Ο ঘ) যোগ্যতার ভিত্তিতে
 সঠিক উত্তর: (গ)

 ২৮৬. চারকোণা আকৃতির বাটখাড়াগুলো কেমন ছিল?
Ο ক) ছোট
Ο খ) বড়
Ο গ) মাঝারি
Ο ঘ) মধ্যম
 সঠিক উত্তর: (ক)

 ২৮৭. পেলোপনেসীয় লীগ গঠিত হয় কাদের নিয়ে?
Ο ক) এথেন্স ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο খ) স্পার্টা ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο গ) গ্রিস ও তার বন্ধুরাষ্ট্রগুলো নিয়ে
Ο ঘ) এথেন্স ও স্পার্টার নগররাষ্ট্রগুলো নিয়ে
 সঠিক উত্তর: (খ)

 ২৮৮. বৃহৎ মিলনায়তনের সাথে যোগসূত্র রয়েছে কোন সভ্যতার?
Ο ক) মিশরীয়
Ο খ) সিন্ধু
Ο গ) পারসিক
Ο ঘ) গ্রিক
 সঠিক উত্তর: (খ)

 ২৮৯. রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) খ্রি. পূর্ব ৪১০ অব্দে
Ο খ) খ্রি. পূর্ব ৫১০ অব্দে
Ο গ) খ্রি. পূর্ব ৬১০ অব্দে
Ο ঘ) খ্রি. পূর্ব ৭১০ অব্দে
 সঠিক উত্তর: (খ)

 ২৯০. সিন্ধুবাসীরা বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যবহার করতো-
i. পাথর
ii. তামা
iii. ব্রোঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯১. আদিম যুগের মানুষ কীভাবে পমু শিকার করত?
Ο ক) কাঠের অস্ত্র দিয়ে
Ο খ) বাঁশের অস্ত্র দিয়ে
Ο গ) বালামের অস্ত্র দিয়ে
Ο ঘ) পাথরের অস্ত্র দিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ২৯৩. সিন্ধু সভ্যতায় বাড়িগুলোর মাঝখানে কয় ফুট চওড়া গলিপতের অস্তিত্ব পাওয়া যায়?
Ο ক) ২ ফুট
Ο খ) ৩ ফুট
Ο গ) ৪ ফুট
Ο ঘ) ৫ ফুট
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. কোনটি না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো?
Ο ক) নীলনদ
Ο খ) বন
Ο গ) বৃষ্টিপাত
Ο ঘ) শিলাবৃষ্টি
 সঠিক উত্তর: (ক)

 ২৯৫. রোমানরা যোদ্ধাজাতিতে পরিণত হয় কীভাবে?
Ο ক) সামরিক শিক্ষার মাধ্যমে
Ο খ) বর্বরতার জন্য
Ο গ) সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে
Ο ঘ) গ্রিক সভ্যতার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৯৬. মিশরীয়রা ফারাওদের দেহ তাজা রাখা পদ্ধতি আবিষ্কার করে কেন?
Ο ক) তারা বিশ্বাস করত ফারাওরা পরবর্তীতে রাজা হবে
Ο খ) তারা ফারাওদের খুব ভালোবাসত বলে
Ο গ) ফারাওরা খুব ধার্মিক ছিল বলে
Ο ঘ) ফারাওরা দেশপ্রেমিক ছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ কোনটি?
Ο ক) একাদশ থেকে দ্বাদশ
Ο খ) দ্বাদশ থেকে নবম শতক
Ο গ) নবম থেকে সপ্তম শতক
Ο ঘ) সপ্তম থেকে চতুর্থ শতক
 সঠিক উত্তর: (খ)

 ২৯৮. মিশরীয়রা কোন বিষয়টি তাদের প্রয়োজনের তাগিদে আয়ত্ব করে?
Ο ক) নীতিশাস্ত্র
Ο খ) জ্যোতিষশাস্ত্র
Ο গ) অর্থশাস্ত্র
Ο ঘ) ভূগোল শাস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৯৯. মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. মিশরীয়দের চিত্রকলায় যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়-
i. সাদা রং ব্যবহার
ii. ধর্মীয় বিশ্বাস
iii. মন্দিরের দেয়ালে ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post