ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. রোমান আইনের শাখা হলো-
i. বেসামরিক আইন
ii. জনগণের আইন
iii. প্রাকৃতিক আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫২. রোমান শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল নিম্নরূপ-
i. একনায়কতন্ত্র-প্রজাতন্ত্র
ii. রাজতন্ত্র-প্রজাতন্ত্র
iii. প্রজাতন্ত্র-গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৩. সিন্ধু সভ্যতার নগরের দুর্গগুলোর অস্তিত্ব থেকে ধারণা করা হয়, ঐ নগরের মানুষ-
Ο ক) শান্তিতে ছিল
Ο খ) শান্তিতে ছিল না
Ο গ) যুদ্ধবাজ ছিল
Ο ঘ) সমৃদ্ধশালী ছিল
সঠিক উত্তর: (খ)
১৫৪. মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
Ο ক) মেনেস
Ο খ) ফারও খুফু
Ο গ) ইখনাটন
Ο ঘ) হাম্বুরাবি
সঠিক উত্তর: (ক)
১৫৫. মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন?
Ο ক) জ্ঞানচর্চার জন্য
Ο খ) ধর্মীয় কারণে
Ο গ) কৃষিকাজের প্রয়োজনে
Ο ঘ) বিজ্ঞান পছন্দ করত বলে
সঠিক উত্তর: (খ)
১৫৬. কোন দেশটিকে তিনটি মহাদেশে ঘিরে রেখেছে?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মিশর
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. সিন্ধু সভ্যতায় কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?
Ο ক) ১৩টি
Ο খ) ২১টি
Ο গ) ২৫টি
Ο ঘ) ৪১টি
সঠিক উত্তর: (ক)
১৫৮. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
Ο ক) বর্ণলিপি
Ο খ) চিত্রলিপি
Ο গ) আদর্শ লিপি
Ο ঘ) পত্রলিপি
সঠিক উত্তর: (খ)
১৫৯. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
Ο ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
Ο খ) অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
Ο গ) পুরোহিতরা দেশ শাসন করত
Ο ঘ) মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
সঠিক উত্তর: (ক)
১৬০. কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রড়িাবিদরা অংশ নিত?
Ο ক) সাংস্কৃতিক প্রতিযোগিতায়
Ο খ) সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
Ο গ) বিতর্ক প্রতিযোগিতায়
Ο ঘ) অলিম্পিক প্রতিযোগিতায়
সঠিক উত্তর: (ঘ)
১৬১. সিন্ধু সভ্যতায় পথের ধারে সারিবদ্ধ কী ছিল?
Ο ক) ল্যাম্পপোস্ট
Ο খ) নর্দমা
Ο গ) ডাস্টবিন
Ο ঘ) গাছ
সঠিক উত্তর: (ক)
১৬২. সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
Ο ক) ১১টি
Ο খ) ১২টি
Ο গ) ১৩টি
Ο ঘ) ১৪টি
সঠিক উত্তর: (গ)
১৬৩. সিন্ধু সভ্যতায় রাস্তার দুধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট ছিল। এতে সভ্যতাটির কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) পরিস্কার পরিচ্ছন্নতা
Ο খ) সুপরিকল্পিত নগর ব্যবস্থা
Ο গ) সমৃদ্ধশালী নগর
Ο ঘ) শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
১৬৪. দাসরা স্পার্টাকাশোর নেতৃত্বে বিদ্রোহ করে-
i. অমানুষিক নির্যাতনের কারণে
ii. ষড়যন্ত্রের কারণে
iii. ক্ষমতা দখলের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৬৫. মিশরীয় সভ্যতায় কত খ্রি. পূর্ব অব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়?
Ο ক) খ্রি. পূর্ব ৩২০০ অব্দে
Ο খ) খ্রি. পূর্ব ৩০০০ অব্দে
Ο গ) খ্রি. পূর্ব ২৮০০ অব্দে
Ο ঘ) খ্রি. পূর্ব ২৬০০ অব্দে
সঠিক উত্তর: (ক)
১৬৬. নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করেন কে?
Ο ক) ফারাও (মেনেস ও নারমার)
Ο খ) হাম্বুরাবি
Ο গ) ইখনাটন
Ο ঘ) ফারাও খুফু
সঠিক উত্তর: (ক)
১৬৭. বাংলাদেমের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। এখানে নদীতে বাঁধ দিয়ে খরা সৌসুমে সেচ দেওয়া পদ্ধতির ক্ষেত্রে কোন সভ্যতার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে?
Ο ক) মিশরীয়
Ο খ) সিন্ধু
Ο গ) চৈনিক
Ο ঘ) মেসোপটেমিয়
সঠিক উত্তর: (ক)
১৬৮. রোমান সভ্যতার পটভূমির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. ২৫২৩ বছর পূর্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল
ii. গ্রিক সভ্যতার অবসানের পরে গড়ে উঠেছিল
iii. রোম রাজার অধীনে একটি সভা ও সিনেট ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৯. পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ভিয়েতনাম নাট্যশালা
Ο খ) লন্ডন নাট্যশালা
Ο গ) কলকাতা নাট্যশালা
Ο ঘ) কলোসিয়াম নাট্যশালা
সঠিক উত্তর: (ঘ)
১৭০. মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো-
i. বৃহৎ মিলনায়তন
ii. বৃহৎ গ্রন্থাগার
iii. বৃহৎ বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. অলিম্পিক খেলা প্রতি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়?
Ο ক) দু বছর
Ο খ) তিন বছর
Ο গ) চার বছর
Ο ঘ) পাঁচ বছর
সঠিক উত্তর: (গ)
১৭২. সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
Ο ক) গাছপালা
Ο খ) ঘরবাড়ি
Ο গ) দোকানপাট
Ο ঘ) ল্যাম্পপোস্ট
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. খুফুর পিরামিডের উচ্চতা ছিল কত?
Ο ক) প্রায় সাড়ে তিন শ ফুট
Ο খ) প্রায় সাড়ে চার শ ফুট
Ο গ) প্রায় সাড়ে পাঁচ শ ফুট
Ο ঘ) প্রায় সাড়ে ছয় শ ফুট
সঠিক উত্তর: (খ)
১৭৪. ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
Ο ক) মিশরীয়
Ο খ) অ্যাশরীয়
Ο গ) মিনিয়ন
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (গ)
১৭৫. অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টার বিচ্ছিন্ন হওয়ার যৌক্তিক কারণ হলো-
Ο ক) ভৌগলিক কারণ
Ο খ) সামরিক শক্তি
Ο গ) সামাজিক কারণ
Ο ঘ) রাজতন্ত্র
সঠিক উত্তর: (ক)
১৭৬. মুসলমানগণ কুরআন অধ্যয়ন করবে-
i. পার্থিব স্বার্থসিদ্ধির জন্য
ii. আধ্যাত্মিক উন্নতির জন্য
iii. সঠিক পথ প্রাপ্তির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৭৭. মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) ২০০০ বছর
Ο খ) ২১০০ বছর
Ο গ) ২৪০০ বছর
Ο ঘ) ২৫০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ-এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী
ii. হোমারের ‘ইলিয়ড’, ‘ওডিসি’ মহাক্যের অপূর্ব নিদর্শন
iii. ভার্জিলের ‘ইনিড’ বহু ভাষায় অনূদিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৯. রোমকে তিন ভাগ করে তিন জন শাসক শাসন করতেন। ইতিহাসে এই শাসনব্যবস্থা কী নামে পরিচিত?
Ο ক) যৌথ শাসন
Ο খ) যৌথ রাজতন্ত্র
Ο গ) ত্রয়ী শাসন
Ο ঘ) ত্রিত্ব শাসন
সঠিক উত্তর: (গ)
১৮০. গ্রিক সমাজে সাহিত্য ক্ষেত্রে চুড়ান্ত বিকাশ ঘটেছিল কোন রচনায়?
Ο ক) গল্প
Ο খ) ছড়া
Ο গ) নাটক
Ο ঘ) উপন্যাস
সঠিক উত্তর: (গ)
১৮১. চিকিৎসাবিজ্ঞানে কার যথেষ্ট খ্যাতি ছিল?
Ο ক) জিউস
Ο খ) ইউক্লিড
Ο গ) এনাক্সগোরাস
Ο ঘ) হিপাক্সেটস
সঠিক উত্তর: (ঘ)
১৮২. মিশরের উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল- i. হস ii. যব iii. তুলা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. নীলনদ মিশরে কৃষিকাজের উন্নতিতে সহায়তা করেছিল-
i. পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে
ii. পলি দিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে
iii. খরা মৌসুমে সেচ দেয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. স্পার্টায় কী অনুপস্থিত ছিল?
Ο ক) সমুদ্রবন্দর
Ο খ) সামরিক শক্তি
Ο গ) নগর রাষ্ট্র
Ο ঘ) গণতন্ত্র
সঠিক উত্তর: (ক)
১৮৫. সিন্ধু সভ্যতার উত্থান-পতন কখন হয়?
Ο ক) ৩৫০০-১৩০০ খ্রি. পূর্বাব্দে
Ο খ) ৩৫০০-১৪০০ খ্রি. পূর্বাব্দে
Ο গ) ৩৫০০-১৫০০ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) ৩৫০০-১৬০০ খ্রি. পূর্বাব্দে
সঠিক উত্তর: (গ)
১৮৬. জুলিয়াস সিজার নিহত হন-
i. ব্রটাস এর ষড়যন্ত্রে
ii. ক্যাসিয়াস এর ষড়যন্ত্রে
iii. প্যাট্রিসিয়ানদের ষড়যন্ত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. রোম নগরীর অবস্থান ইতালির কোন অংশে?
Ο ক) উত্তরাংশে
Ο খ) পূর্বাংশে
Ο গ) দক্ষিণাংশে
Ο ঘ) মাঝামাঝি পশ্চিমাংশে
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. রোমে ত্রয়ীশাসন কেন চালু হয়েছিল?
Ο ক) রাজনৈতিক ঐক্যের জন্য
Ο খ) ধর্মীয় ঐক্যের জন্য
Ο গ) অর্থনৈতিক ঐক্যের জন্য
Ο ঘ) গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষার জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত নির্ভরশীল ছিল-
i. কৃষি
ii. মৎস চাষ
iii. উৎপন্ন ফসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯০. প্লিবিয়ান বলতে কাদের বুঝাত?
Ο ক) অভিজাতদের
Ο খ) যাজকদের
Ο গ) সম্রাটদের
Ο ঘ) সাধারণ নাগরিকদের
সঠিক উত্তর: (ঘ)
১৯১. আদিম মানুষের যাযাবর জীবন শেষ হয় কেন?
Ο ক) পাথরের যুগ শুরু হওয়ায়
Ο খ) লোহার আবিষ্কার হওয়ায়
Ο গ) কৃষি কাজ উদ্ভাবন হওয়ায়
Ο ঘ) শিক্ষা বিস্তারের ফলে
সঠিক উত্তর: (গ)
১৯২. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানত না?
Ο ক) পাথরের হাতিয়ার
Ο খ) লোহা
Ο গ) কাঠ
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (খ)
১৯৩. আদিম যুগের পরের সময়কে পাথরের যুগ বলা হয় কেন?
Ο ক) পাথরে বসবাস করায়
Ο খ) পাথরের হাতিয়ার ব্যবহার করায়
Ο গ) পাথরের সহজলভ্যতার জন্য
Ο ঘ) পাথর মূল্যবান ছিল বলে
সঠিক উত্তর: (খ)
১৯৪. সুশীল মিশরীয়দের মতো ধর্মবিশ্বাসী ও আচরণ করে। সুশীল যেটি করে-
i. মাতৃপূজা
ii. মূর্তিপূজা
iii. জড়বস্তুর পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৫. মহেঞ্জোদারোতে কী ছিল?
Ο ক) কোষাগার
Ο খ) স্নানাগার
Ο গ) শস্যাগার
Ο ঘ) বিশ্রামাগার
সঠিক উত্তর: (খ)
১৯৬. নীলনদ উপত্যকার আয়তন কত?
Ο ক) পাঁচ শ চল্লিশ মাইল
Ο খ) পাঁচ শ পঞ্চাশ মাইল
Ο গ) পাঁচ শ ষাট মাইল
Ο ঘ) পাঁচ শ সত্তর মাইল
সঠিক উত্তর: (খ)
১৯৭. ‘ক’ এর পুনরায় ক্ষমতা দখল বিষয়ে স্পার্টা রাজাদের সর্বদা সতর্ক থাকতে হতো। নিচের উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. হেলনট
ii. ইতালীয়
iii. ডোরীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৯৮. পৃথিবীর মানুষের মধ্যে প্রথম বারের মতো ঈশ্বরের ধারণা দেন কে?
Ο ক) ইখনাটন
Ο খ) মেনেস
Ο গ) জিউপ
Ο ঘ) জুরিফ
সঠিক উত্তর: (ক)
১৯৯. ঐতিহাসিকরা রোমের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন?
Ο ক) দু্টি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) কয়েকটি
সঠিক উত্তর: (ঘ)
২০০. বৃহৎ স্নানাগার দেখলে প্রাচীন কোন নগরীর কথা মনে পড়ে?
Ο ক) মহেঞ্জোদারো
Ο খ) হরপ্পা
Ο গ) ইসলামাবাদ
Ο ঘ) ইনকা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. রোমান আইনের শাখা হলো-
i. বেসামরিক আইন
ii. জনগণের আইন
iii. প্রাকৃতিক আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫২. রোমান শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল নিম্নরূপ-
i. একনায়কতন্ত্র-প্রজাতন্ত্র
ii. রাজতন্ত্র-প্রজাতন্ত্র
iii. প্রজাতন্ত্র-গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৩. সিন্ধু সভ্যতার নগরের দুর্গগুলোর অস্তিত্ব থেকে ধারণা করা হয়, ঐ নগরের মানুষ-
Ο ক) শান্তিতে ছিল
Ο খ) শান্তিতে ছিল না
Ο গ) যুদ্ধবাজ ছিল
Ο ঘ) সমৃদ্ধশালী ছিল
সঠিক উত্তর: (খ)
১৫৪. মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
Ο ক) মেনেস
Ο খ) ফারও খুফু
Ο গ) ইখনাটন
Ο ঘ) হাম্বুরাবি
সঠিক উত্তর: (ক)
১৫৫. মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন?
Ο ক) জ্ঞানচর্চার জন্য
Ο খ) ধর্মীয় কারণে
Ο গ) কৃষিকাজের প্রয়োজনে
Ο ঘ) বিজ্ঞান পছন্দ করত বলে
সঠিক উত্তর: (খ)
১৫৬. কোন দেশটিকে তিনটি মহাদেশে ঘিরে রেখেছে?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মিশর
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. সিন্ধু সভ্যতায় কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?
Ο ক) ১৩টি
Ο খ) ২১টি
Ο গ) ২৫টি
Ο ঘ) ৪১টি
সঠিক উত্তর: (ক)
১৫৮. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
Ο ক) বর্ণলিপি
Ο খ) চিত্রলিপি
Ο গ) আদর্শ লিপি
Ο ঘ) পত্রলিপি
সঠিক উত্তর: (খ)
১৫৯. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
Ο ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
Ο খ) অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
Ο গ) পুরোহিতরা দেশ শাসন করত
Ο ঘ) মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
সঠিক উত্তর: (ক)
১৬০. কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রড়িাবিদরা অংশ নিত?
Ο ক) সাংস্কৃতিক প্রতিযোগিতায়
Ο খ) সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
Ο গ) বিতর্ক প্রতিযোগিতায়
Ο ঘ) অলিম্পিক প্রতিযোগিতায়
সঠিক উত্তর: (ঘ)
১৬১. সিন্ধু সভ্যতায় পথের ধারে সারিবদ্ধ কী ছিল?
Ο ক) ল্যাম্পপোস্ট
Ο খ) নর্দমা
Ο গ) ডাস্টবিন
Ο ঘ) গাছ
সঠিক উত্তর: (ক)
১৬২. সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
Ο ক) ১১টি
Ο খ) ১২টি
Ο গ) ১৩টি
Ο ঘ) ১৪টি
সঠিক উত্তর: (গ)
১৬৩. সিন্ধু সভ্যতায় রাস্তার দুধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট ছিল। এতে সভ্যতাটির কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) পরিস্কার পরিচ্ছন্নতা
Ο খ) সুপরিকল্পিত নগর ব্যবস্থা
Ο গ) সমৃদ্ধশালী নগর
Ο ঘ) শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
১৬৪. দাসরা স্পার্টাকাশোর নেতৃত্বে বিদ্রোহ করে-
i. অমানুষিক নির্যাতনের কারণে
ii. ষড়যন্ত্রের কারণে
iii. ক্ষমতা দখলের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৬৫. মিশরীয় সভ্যতায় কত খ্রি. পূর্ব অব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়?
Ο ক) খ্রি. পূর্ব ৩২০০ অব্দে
Ο খ) খ্রি. পূর্ব ৩০০০ অব্দে
Ο গ) খ্রি. পূর্ব ২৮০০ অব্দে
Ο ঘ) খ্রি. পূর্ব ২৬০০ অব্দে
সঠিক উত্তর: (ক)
১৬৬. নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করেন কে?
Ο ক) ফারাও (মেনেস ও নারমার)
Ο খ) হাম্বুরাবি
Ο গ) ইখনাটন
Ο ঘ) ফারাও খুফু
সঠিক উত্তর: (ক)
১৬৭. বাংলাদেমের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। এখানে নদীতে বাঁধ দিয়ে খরা সৌসুমে সেচ দেওয়া পদ্ধতির ক্ষেত্রে কোন সভ্যতার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে?
Ο ক) মিশরীয়
Ο খ) সিন্ধু
Ο গ) চৈনিক
Ο ঘ) মেসোপটেমিয়
সঠিক উত্তর: (ক)
১৬৮. রোমান সভ্যতার পটভূমির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. ২৫২৩ বছর পূর্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল
ii. গ্রিক সভ্যতার অবসানের পরে গড়ে উঠেছিল
iii. রোম রাজার অধীনে একটি সভা ও সিনেট ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৯. পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ভিয়েতনাম নাট্যশালা
Ο খ) লন্ডন নাট্যশালা
Ο গ) কলকাতা নাট্যশালা
Ο ঘ) কলোসিয়াম নাট্যশালা
সঠিক উত্তর: (ঘ)
১৭০. মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো-
i. বৃহৎ মিলনায়তন
ii. বৃহৎ গ্রন্থাগার
iii. বৃহৎ বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. অলিম্পিক খেলা প্রতি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়?
Ο ক) দু বছর
Ο খ) তিন বছর
Ο গ) চার বছর
Ο ঘ) পাঁচ বছর
সঠিক উত্তর: (গ)
১৭২. সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
Ο ক) গাছপালা
Ο খ) ঘরবাড়ি
Ο গ) দোকানপাট
Ο ঘ) ল্যাম্পপোস্ট
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. খুফুর পিরামিডের উচ্চতা ছিল কত?
Ο ক) প্রায় সাড়ে তিন শ ফুট
Ο খ) প্রায় সাড়ে চার শ ফুট
Ο গ) প্রায় সাড়ে পাঁচ শ ফুট
Ο ঘ) প্রায় সাড়ে ছয় শ ফুট
সঠিক উত্তর: (খ)
১৭৪. ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
Ο ক) মিশরীয়
Ο খ) অ্যাশরীয়
Ο গ) মিনিয়ন
Ο ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (গ)
১৭৫. অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টার বিচ্ছিন্ন হওয়ার যৌক্তিক কারণ হলো-
Ο ক) ভৌগলিক কারণ
Ο খ) সামরিক শক্তি
Ο গ) সামাজিক কারণ
Ο ঘ) রাজতন্ত্র
সঠিক উত্তর: (ক)
১৭৬. মুসলমানগণ কুরআন অধ্যয়ন করবে-
i. পার্থিব স্বার্থসিদ্ধির জন্য
ii. আধ্যাত্মিক উন্নতির জন্য
iii. সঠিক পথ প্রাপ্তির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৭৭. মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
Ο ক) ২০০০ বছর
Ο খ) ২১০০ বছর
Ο গ) ২৪০০ বছর
Ο ঘ) ২৫০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ-এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
i. বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী
ii. হোমারের ‘ইলিয়ড’, ‘ওডিসি’ মহাক্যের অপূর্ব নিদর্শন
iii. ভার্জিলের ‘ইনিড’ বহু ভাষায় অনূদিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৯. রোমকে তিন ভাগ করে তিন জন শাসক শাসন করতেন। ইতিহাসে এই শাসনব্যবস্থা কী নামে পরিচিত?
Ο ক) যৌথ শাসন
Ο খ) যৌথ রাজতন্ত্র
Ο গ) ত্রয়ী শাসন
Ο ঘ) ত্রিত্ব শাসন
সঠিক উত্তর: (গ)
১৮০. গ্রিক সমাজে সাহিত্য ক্ষেত্রে চুড়ান্ত বিকাশ ঘটেছিল কোন রচনায়?
Ο ক) গল্প
Ο খ) ছড়া
Ο গ) নাটক
Ο ঘ) উপন্যাস
সঠিক উত্তর: (গ)
১৮১. চিকিৎসাবিজ্ঞানে কার যথেষ্ট খ্যাতি ছিল?
Ο ক) জিউস
Ο খ) ইউক্লিড
Ο গ) এনাক্সগোরাস
Ο ঘ) হিপাক্সেটস
সঠিক উত্তর: (ঘ)
১৮২. মিশরের উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল- i. হস ii. যব iii. তুলা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. নীলনদ মিশরে কৃষিকাজের উন্নতিতে সহায়তা করেছিল-
i. পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে
ii. পলি দিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে
iii. খরা মৌসুমে সেচ দেয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. স্পার্টায় কী অনুপস্থিত ছিল?
Ο ক) সমুদ্রবন্দর
Ο খ) সামরিক শক্তি
Ο গ) নগর রাষ্ট্র
Ο ঘ) গণতন্ত্র
সঠিক উত্তর: (ক)
১৮৫. সিন্ধু সভ্যতার উত্থান-পতন কখন হয়?
Ο ক) ৩৫০০-১৩০০ খ্রি. পূর্বাব্দে
Ο খ) ৩৫০০-১৪০০ খ্রি. পূর্বাব্দে
Ο গ) ৩৫০০-১৫০০ খ্রি. পূর্বাব্দে
Ο ঘ) ৩৫০০-১৬০০ খ্রি. পূর্বাব্দে
সঠিক উত্তর: (গ)
১৮৬. জুলিয়াস সিজার নিহত হন-
i. ব্রটাস এর ষড়যন্ত্রে
ii. ক্যাসিয়াস এর ষড়যন্ত্রে
iii. প্যাট্রিসিয়ানদের ষড়যন্ত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৭. রোম নগরীর অবস্থান ইতালির কোন অংশে?
Ο ক) উত্তরাংশে
Ο খ) পূর্বাংশে
Ο গ) দক্ষিণাংশে
Ο ঘ) মাঝামাঝি পশ্চিমাংশে
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. রোমে ত্রয়ীশাসন কেন চালু হয়েছিল?
Ο ক) রাজনৈতিক ঐক্যের জন্য
Ο খ) ধর্মীয় ঐক্যের জন্য
Ο গ) অর্থনৈতিক ঐক্যের জন্য
Ο ঘ) গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষার জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত নির্ভরশীল ছিল-
i. কৃষি
ii. মৎস চাষ
iii. উৎপন্ন ফসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯০. প্লিবিয়ান বলতে কাদের বুঝাত?
Ο ক) অভিজাতদের
Ο খ) যাজকদের
Ο গ) সম্রাটদের
Ο ঘ) সাধারণ নাগরিকদের
সঠিক উত্তর: (ঘ)
১৯১. আদিম মানুষের যাযাবর জীবন শেষ হয় কেন?
Ο ক) পাথরের যুগ শুরু হওয়ায়
Ο খ) লোহার আবিষ্কার হওয়ায়
Ο গ) কৃষি কাজ উদ্ভাবন হওয়ায়
Ο ঘ) শিক্ষা বিস্তারের ফলে
সঠিক উত্তর: (গ)
১৯২. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানত না?
Ο ক) পাথরের হাতিয়ার
Ο খ) লোহা
Ο গ) কাঠ
Ο ঘ) তামা
সঠিক উত্তর: (খ)
১৯৩. আদিম যুগের পরের সময়কে পাথরের যুগ বলা হয় কেন?
Ο ক) পাথরে বসবাস করায়
Ο খ) পাথরের হাতিয়ার ব্যবহার করায়
Ο গ) পাথরের সহজলভ্যতার জন্য
Ο ঘ) পাথর মূল্যবান ছিল বলে
সঠিক উত্তর: (খ)
১৯৪. সুশীল মিশরীয়দের মতো ধর্মবিশ্বাসী ও আচরণ করে। সুশীল যেটি করে-
i. মাতৃপূজা
ii. মূর্তিপূজা
iii. জড়বস্তুর পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৫. মহেঞ্জোদারোতে কী ছিল?
Ο ক) কোষাগার
Ο খ) স্নানাগার
Ο গ) শস্যাগার
Ο ঘ) বিশ্রামাগার
সঠিক উত্তর: (খ)
১৯৬. নীলনদ উপত্যকার আয়তন কত?
Ο ক) পাঁচ শ চল্লিশ মাইল
Ο খ) পাঁচ শ পঞ্চাশ মাইল
Ο গ) পাঁচ শ ষাট মাইল
Ο ঘ) পাঁচ শ সত্তর মাইল
সঠিক উত্তর: (খ)
১৯৭. ‘ক’ এর পুনরায় ক্ষমতা দখল বিষয়ে স্পার্টা রাজাদের সর্বদা সতর্ক থাকতে হতো। নিচের উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. হেলনট
ii. ইতালীয়
iii. ডোরীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৯৮. পৃথিবীর মানুষের মধ্যে প্রথম বারের মতো ঈশ্বরের ধারণা দেন কে?
Ο ক) ইখনাটন
Ο খ) মেনেস
Ο গ) জিউপ
Ο ঘ) জুরিফ
সঠিক উত্তর: (ক)
১৯৯. ঐতিহাসিকরা রোমের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন?
Ο ক) দু্টি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) কয়েকটি
সঠিক উত্তর: (ঘ)
২০০. বৃহৎ স্নানাগার দেখলে প্রাচীন কোন নগরীর কথা মনে পড়ে?
Ο ক) মহেঞ্জোদারো
Ο খ) হরপ্পা
Ο গ) ইসলামাবাদ
Ο ঘ) ইনকা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History