এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. জিয়া কার প্রার্থী ছিলেন?
Ο ক) জাতীয়তাবাদী ফ্রন্টের
Ο খ) পূর্ববাংলা কমিউনিস্ট ফ্রন্ট
Ο গ) গণতান্ত্রিক ঐক্য জোটের
Ο ঘ) গণ আজাদী ফ্রন্ট
 সঠিক উত্তর: (ক)

১৫২. জিয়া রাষ্ট্রক্ষমতায় আসীন দ্রুততম কিছু পদক্ষেপ গ্রহণ করেন কেন?
Ο ক) দেশকে এগিয়ে দিতে
Ο খ) রাজনৈতিক সমস্যা সমাধান করতে
Ο গ) তার ক্ষমতা স্থায়ী করতে
Ο ঘ) পদোন্নতি পাওয়ার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. ভারতের সাথে জিয়ার সম্পর্ক উন্নয়ন হয় কীভাবে?
Ο ক) ইন্দিরা গান্ধীর জন্য
Ο খ) মোরারজী ক্ষমতায় এলে
Ο গ) সীমান্ত সংঘর্ষ সমাধানের পর
Ο ঘ) ফারাক্কা বাঁধের কারণে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. সেনাবাহিনীতে খালেদ মোশাররফের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল কেন?
Ο ক) সাহসী ও বীর মু্ক্তিযোদ্ধা হওয়ায়
Ο খ) সাহসী ও সৎ বিচারপতি হওয়ায়
Ο গ) বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা হওয়ায়
Ο ঘ) শান্তি কমিটির সদস্য হওয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ১৫৫. খালেদ মোশাররফ কতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন?
Ο ক) ৩ দিন
Ο খ) ৪ দিন
Ο গ) ৫ দিন
Ο ঘ) ৭ দিন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৬. সামরিক সরকার কয়টি দলকে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেয়?
Ο ক) ২১টি
Ο খ) ২২টি
Ο গ) ২৩টি
Ο ঘ) ২৪টি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. জিয়াউর রহমান সরকার সেনাবাহিনীকে যে সব সুযোগ-সুবিধা প্রদান করেন তা হলো-
i. সিপাহিদের মানসম্মত পোশাক
ii. সিপাহহিদের মানসম্মত খাবার
iii. অফিসারদের মান-মর্যাদা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কারণ-
i. বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস করার জন্য
ii. দেশকে নেতৃত্বশূন্য করার জন্য
iii. পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. আবু তাহেরকে গ্রেফতার করা হয়। কারণ-
i. ৭ নভেম্বর সেনা বিদ্রোহের কারণে
ii. রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে
iii. জিয়াকে বাঁচানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. জিয়াউর রহমান কাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন?
Ο ক) কর্নেল ওসমানীকে
Ο খ) শাহ আজিজকে
Ο গ) কর্নেল জামিলকে
Ο ঘ) বিচারপতি সাহাদাতকে
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. খন্দকার মোশতাক কত তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন?
Ο ক) ১৫ আগস্ট
Ο খ) ১৬ আগস্ট
Ο গ) ১৭ আগস্ট
Ο ঘ) ১৮ আগস্ট
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. ১৯৮৬ সালের কোন মাসে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করে?
Ο ক) জানুয়ারি
Ο খ) মার্চ
Ο গ) এপ্রিল
Ο ঘ) অক্টোবর
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. খন্দকার মোশতাক ক্ষমতা ত্যাগ করেন কত তারিখে?
Ο ক) ৪ নভেম্বর
Ο খ) ৫ নভেম্বর
Ο গ) ৬ নভেম্বর
Ο ঘ) ৭ নভেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. বাম সংগঠনের ৫ দলীয় জোট গড়ে উঠে কার নেতৃত্বে?
Ο ক) এরশাদের
Ο খ) আ.স.ম রবের
Ο গ) রাশেদ খান মেননের
Ο ঘ) নূর হোসেনের
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. জিয়াউর রহমান ‘রাজনৈতিক দলবিধি’ জারি করেন কত তারিখে?
Ο ক) ২৪ জুলাই ১৯৭৬
Ο খ) ২৬ জুলাই ১৯৭৬
Ο গ) ২৮ জুলাই ১৯৭৬
Ο ঘ) ৩০ জুলাই ১৯৭৬
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. বাংলাদেশের সর্বপ্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় কত সালে?
Ο ক) ১৯৮০
Ο খ) ১৯৮১
Ο গ) ১৯৮২
Ο ঘ) ১৯৮৩
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. জিয়াউর রহমান কয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন?
Ο ক) প্রায় পাঁচ বছর
Ο খ) প্রায় সাড়ে পাঁচ বছর
Ο গ) প্রায় ছয় বছর
Ο ঘ) প্রায় সাড়ে ছয় বছর
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতা হিসেবে কোনটি সমর্থনযোগ্য-
i. সৈয়দ নজরুল ইসলাম
ii. তাজউদ্দিন আহমেদ
iii. এম. মনসুর আলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. ‘হাফিয’ শব্দের অর্থ কী?
Ο ক) হাফেজ
Ο খ) মহারক্ষক
Ο গ) মহান
Ο ঘ) সর্বশ্রোতা
 সঠিক উত্তর: (খ)

 ১৭০. ক রাষ্ট্রে নাজমুল এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করলে তার চারদিন পর অন্য একজন অভ্যুত্থানের মাধ্যমে নাজমুলকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করেন। নাজমুলের সাথে মিল রয়েছে কার?
Ο ক) খন্দকার মোশতাক
Ο খ) আবু সাদাত
Ο গ) খালেদ মোশাররফ
Ο ঘ) আবু তাহের
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করেন কত তারিখে?
Ο ক) ২০ এপ্রিল ১৯৭৭
Ο খ) ২১ এপ্রিল ১৯৭৭
Ο গ) ২২ এপ্রিল ১৯৭৭
Ο ঘ) ২৩ এপ্রিল ১৯৭৭
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. ১৯৮৩ সালের ১৩ মার্চ এরশাদ সরকার জনগণের কল্যাণের জন্য কত দফা কর্মসূচি ঘোষণা করেন?
Ο ক) ১৬
Ο খ) ১৭
Ο গ) ১৮
Ο ঘ) ১৯
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. সেনাবাহিনীতে কোনো শৃঙ্খলা ছিল না। কারণ-
i. অফিসার-জওয়ান দ্বন্ধের কারণে
ii. পেশাগত সুযোগ সুবিধা নিয়ে দ্বন্ধের কারণে
iii. অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. প্রশাসন বিকেন্দ্রীকরণের জন্য কাকে জেলায় উন্নীত করা হয়?
Ο ক) মহকুমাকে
Ο খ) দিনাজপুরকে
Ο গ) রংপুরকে
Ο ঘ) বগুড়াকে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. জিয়াউর রহমান গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করে কত সালে?
Ο ক) ১৯৭৮
Ο খ) ১৯৭৯
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৮১
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. সেনাবাহিনীতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে কার গ্রহণযোগ্যতা ছিল?
Ο ক) খালেদ মোশাররফের
Ο খ) এরশাদের
Ο গ) জিয়ার
Ο ঘ) খোন্দকার মোশতাকের
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. জিয়াউর রহমানের কাজে কতটি রাজনৈতিক দল অনুমোদনের জন্য আবেদনপত্র দাখিল করেন?
Ο ক) ৫৫
Ο খ) ৫৬
Ο গ) ৫৭
Ο ঘ) ৫৮
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. জিয়ার গণশিক্ষা কার্যক্রম সফল হতে না পারার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাব
Ο খ) অর্থনৈতিক মন্দার কারণে
Ο গ) জনসমর্থনের অভাবে
Ο ঘ) রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. জিয়াউর রহমান ১৯৮০ সালে কত লক্ষ শিক্ষার্থীকে পঠন-পাঠনের উপযোগী করার লক্ষ্য নিয়ে গণশিক্ষা কর্মসূচি চালু করেন?
Ο ক) ৫৬
Ο খ) ৫৭
Ο গ) ৫৮
Ο ঘ) ৫৯
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. জিয়া নির্বাচন আয়োজনের জন্য কাকে দায়িত্ব দেন?
Ο ক) সাত্তারকে
Ο খ) সায়েমকে
Ο গ) মোশতাককে
Ο ঘ) আবু তাহেরকে
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. স্বৈরাচারবিরোধী আন্দোলন দমনে জেনারের এরশাদ পথ বেছে নেন-
i. দমন
ii. পীড়ন
iii. অত্যাচার ও হত্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. চীনের সাথে প্রথম বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয় কখন?
Ο ক) ১৯৭৫ সালের মার্চ মাসে
Ο খ) ১৯৭৫ সালের এপ্রিল মাসে
Ο গ) ১৯৭৫ সালের মে মাসে
Ο ঘ) ১৯৭৫ সালের জুন মাসে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. জিয়াউর রহমান সামরিক কর্মকর্তা হিসেবে কেমন ছিলেন?
Ο ক) সাদামাটা
Ο খ) উচ্চবিলাষী
Ο গ) হিসেবী
Ο ঘ) মিতব্যয়ী
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. মোশতাক কখন ক্ষমতা ছেড়ে দেন?
Ο ক) দুপুরে
Ο খ) সন্ধ্যায়
Ο গ) মাঝরাতে
Ο ঘ) সকালে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. এ পৃথিবীর সবকিছু এত সুন্দর ও সুশুঙ্খলভাবে পরিচালিত হচ্ছে কীভাবে?
Ο ক) আল্লাহর সর্বশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
Ο খ) একক সত্তা আল্লাহর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়ে
Ο গ) তাঁর অসীম শক্তির প্রয়োগে
Ο ঘ) দ্বৈত সত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. জেনারেল এরশাদ কবে রাজনৈতিক দল গঠন করেন?
Ο ক) ১৯৮২
Ο খ) ১৯৮৩
Ο গ) ১৯৮৪
Ο ঘ) ১৯৮৫
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. মোশতাকের শাসন বাংলার রাজনীতিতে কী নিয়ে আসে?
Ο ক) রাজনৈতিক উত্থান
Ο খ) গণমানুষের কথা
Ο গ) ভয়াবহ বিপর্যয়
Ο ঘ) বাংলার শান্তি
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. ইনডেমনিটি আইনের প্রবর্তক হিসেবে নিচের কোনটি অধিক যু্ক্তিযুক্ত?
Ο ক) বঙ্গবন্ধু
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) শেখ হাসিনা
Ο ঘ) খালেদা জিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. বি.এন.পি. গঠিত হয় কখন?
Ο ক) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর
Ο খ) ১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর
Ο গ) ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর
Ο ঘ) ১৯৭৮ সালের ৪ সেপ্টেম্বর
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. শাহ আজিজ মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেন?
Ο ক) বীরত্ব
Ο খ) মুক্তিযোদ্ধা
Ο গ) স্বাধীনতা বিরোধী
Ο ঘ) মুক্তিযুদ্ধের সেবক
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. জিয়ার যাত্রা শুরু হয়-
i. আওয়ামী লীগ বিরোধীদের সমর্থন নিয়ে
ii. জনগণের সমর্থন নিয়ে
iii. সামরিক সদস্যদের সমর্থন নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯২. জেনারেল এরশাদ পূর্ববর্তী কোন সরকারের পররাষ্ট্রনীতি গ্রহণ করেন?
Ο ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο খ) জেনারেল আইয়ুব খান
Ο গ) জেনারেল ইয়াহিয়া খান
Ο ঘ) জিয়াউর রহমান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. জিয়াউর রহমান কোথায় নিহত হন?
Ο ক) চট্টগ্রামে
Ο খ) রাজশাহীতে
Ο গ) ঢাকায়
Ο ঘ) বগুড়ায়
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. বিচারপতি সাত্তারকে রাজনৈতিক দলের সাথে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ-
i. নির্বাচন আয়োজনের জন্য
ii. রাজনৈতিক অভ্যুত্থানের জন্য
iii. গণ আন্দোলনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. প্রতিনিয়ত সুধীজন লাঞ্ছিত হতেন কীভাবে?
Ο ক) সেনাবাহিনী দ্বারা
Ο খ) সরকারি পেটিয়ে বাহিনী দ্বারা
Ο গ) পুলিশ বাহিনী দ্বারা
Ο ঘ) বেসরকারি বাহিনী দ্বারা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. ৪র্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি আসন পায়?
Ο ক) ১৯০টি
Ο খ) ১৯৭টি
Ο গ) ২৪১টি
Ο ঘ) ২৫১টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. জিয়া সংবিধান সংশোধন করেন কেন?
Ο ক) আওয়ামী লীগবিরোধী দলের সমর্থনের জন্য
Ο খ) মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনতে
Ο গ) সামরিক ব্যয় কমাতে
Ο ঘ) দেশীয় আইন শক্তিশালী করার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন?
Ο ক) ১৫ আগস্ট ১৯৭৫
Ο খ) ১৬ আগস্ট ১৯৭৫
Ο গ) ৩০ আগস্ট ১৯৭৫
Ο ঘ) ৩১ আগস্ট ১৯৭৫
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. প্রধান বিরোধী দলগুলোর তৃতীয় সুসম্পর্ক নির্বাচনের যথার্থ কারণ হলো-
i. প্রহসমূলক নির্বাচন
ii. এরশাদ মিডিয়া ক্যুর মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছেন
iii. জামায়াতে ইসলামী অংশগ্রহণ করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০০. খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করেন কীভাবে?
Ο ক) নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে
Ο খ) ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের মাধ্যমে
Ο গ) আইন পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে
Ο ঘ) পাকিস্তান সরকার কর্তৃক মনোনয়নের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post